অবশেষে আসতে যাচ্ছে বহু প্রতীক্ষিত আপগ্রেড

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ১২/০৭/২০১০ - ১০:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল, অতিথি সচল ও পাঠকবৃন্দ!

দীর্ঘদিন ধরে চলমান গবেষণা, পরীক্ষা, নিরীক্ষার পেছনে কালক্ষয়ের পর অবশেষে সচলায়তনে আসতে যাচ্ছে সেই বহুপ্রতীক্ষিত আপগ্রেড।

এই আপগ্রেডের সুফল হিসেবে আমরা সচলায়তনে আরো গতি পাবো, প্রয়োগ করা যাবে নতুন ধারণা, যোগ করা যাবে নতুন টুলস, সচলায়তনের নিয়মিত পরিবর্তনীয় উপাদানগুলো নিয়ে কাজ করা যাবে আরো সহজে।

আপগ্রেডে সচলরা কী চান, সে নিয়ে মতজরিপ অতীতে হয়ে গেছে। এবার আপনাদের অনুরোধ করবো সচলায়তনের জন্যে নতুন থিম বেছে নিতে।

দ্রুপাল ৬ এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি থিম বেছে নিন এখান থেকে। কেন এই থিমটি সচলায়তনের জন্যে নির্বাচন করলেন, তা বিশদ যুক্তিসহ উপস্থাপন করবেন, এমনটিই আশা করা হচ্ছে। আপনাদের বেছে নেয়া থিম নিয়ে আলোচনা-পর্যালোচনার পর একটি বা একাধিক থিম সচলায়তনের নতুন থিম হিসেবে বেছে নেয়া হবে।

সচলায়তনের বর্তমান থিমটি andreas01 নামের থিম থেকে কাস্টোমাইজ করে তৈরী ছিল। এই থিমটি দ্রুপাল ৬ এর জন্য কোন আপডেট করেনি। কাছাকাছি একটি থিম হলো বার্ন্ট। প্রাথমিকভাবে এটাকেই কাস্টোমাইজ করা হচ্ছে। তবে আপনাদের ফিডব্যকের উপর ভিত্তি করে আমরা বদলে নিতে পারি থিমটি।

কিছু ভালো কিন্তু পরিচ্ছন্ন থিম হচ্ছে জ্যাদেদ, এনার্জেটিক ইত্যাদি।

কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন:
১। থিমটির প্রজেক্ট এক্টিভিট বেশী হলে ভবিষ্যতে এই আপগ্রেডের সময় এই থিমটি টিকে থাকার সম্ভাবনা বেশী।

২। বেটা ভার্সনের চেয়ে পুরো রিলিজে সমস্যা কম থাকার সম্ভাবনা বেশী।

সচল থাকুন, সচল রাখুন।

ধন্যবাদ।


মন্তব্য

গৌতম এর ছবি

মন্তব্য করে নেই। ...কষ্টসাধ্য কাজটি শেষ করার জন্য সন্দেশকে ধন্যবাদ। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

মন্তব্য নেই। ধন্যবাদ

নাশতারান এর ছবি

সন্দেশকে ধন্যবাদ। জ্যাদেদ বেশ ভালো লাগলো। ওয়াবিও ভালো লাগলো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

হিমু এর ছবি

মারিনেল্লি ভালো লাগলো। স্টাইলশিট আলাদা করা, ফলে কাস্টোমাইজেশন আর মেইনটেন্যান্স আরো প্রিসাইজলি করা সম্ভব। ব্যানার রোটেট করানো যাবে। তবে ৬.x এর জন্যে ডেভেলপমেন্ট বন্ধ আছে, এটা একটা সমস্যা।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা ভালই লাগল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- ব্যানার রোটেট করানোর ব্যাপারটা আমি ধরতে পারি নাই। এটা কি প্রতিবার পেজ রিফ্রেশ করলে একটা নতুন ব্যানার দেখাবে, এরকম কিছু?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ম্যারিনেলি-তে সেরকমই।

ধুসর গোধূলি এর ছবি

- আচ্ছা, এটাই তাহলে রোটেট এর মাজেজা!
ক্যাডেট কলেজ ব্লগে দেখেছিলাম এরকম ডাইনামিক ব্যানার। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

দারুণ খবর।


কি মাঝি, ডরাইলা?

মাসকাওয়াথ আহসান এর ছবি

ধন্যবাদ। অডিও-ভিস্যুয়াল ব্লগ চালুর অনুরোধ, ধীরে সুস্থে ফেব্রুয়ারী ২০১১ র মধ্যে, সম্ভব হলে।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

হিমু এর ছবি

অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট আপনি এখনই যোগ করতে পারেন।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মাসকাওয়াথ আহসান এর ছবি

আপলোড কীভাবে করবো, সময় পেলে একটা পোস্ট দেন আমার মত অনলাইন অটিস্টিকদের জন্য। প্লিজ। বা ধূগোকে বলতেও পারেন, দেখবেন অনেকে উপকৃত হবে। গোলকের এক এক জায়গায় এমন সব তুখোড় ব্লগারেরা আছেন যারা সচলায়তনকে চাইলে বিবিসি,আল-জাজিরা বানাতে পারেন সবার অংশগ্রহণ কম খরচে। লেখার সঙ্গে অনেক ভালো ছবি, ফুটেজ তো আসেই, কেউ চাইলে টিভি রিপোর্ট ফাইল করতে পারেন। স্কাইপ ব্যবহার করে আলোচনা বা সাক্ষাতকার সম্ভব,ডকুমেন্টারী, কবিতা পাঠ, গান যে কোন কিছু মডারেশনের কমিশনিং পেরিয়ে আসতে হবে লেখার মতই। কিছু ক্যামেরা-এডিটিং টিপস দেয়া দরকার। আমি টিভি-রেডিও ব্লগিং নিয়ে কিছু পোষ্ট দেবো, আমি কয়েকজন সহকর্মী আর ছাত্র নিয়ে একটা ইউনিভার্সিটি অনলাইন টিভি ডেভেলপ করছি, নজরুল একজন মেকার, উনি আমাদের প্রোডাকশন সম্পর্কে ধারণা দিতে পারেন, আরো অনেকে আছেন যাদের কথা আমি জানিনা। অন্তত ২০১১র বইমেলার সচলদের বইএর মোড়ক উন্মোচনগুলো ওয়েবকাস্ট হতে পারে। ভালো থাকবেন।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। অডিও তো সচলায়তনে এখনই আপলোড করা যায়। তাছাড়া অন্যান্য ওয়েবসাইটে আপলোড করে লিংকায়িত করা যায়।

২। ভিডিও আপলোড এবং প্রদর্শন (এইচটিএমএল ৫) করার মত টেকনোলজি আসছে অচিরেই। তবে আসল সমস্যা হল ব্যান্ডওয়াইডথ্। এক্ষেত্রে ইউটিউব, ভিমিওর মত সাইট ব্যবহার করতে পারেন। ইউস্ট্রিম ব্যবহার করে লাইভ স্ট্রিমিংও করা সম্ভব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

আপনি দীর্ঘদিন ব্যস্ত ছিলেন বলে জানেন না, ২০০৯ সাল থেকেই সচলদের বইয়ের মোড়ক উন্মোচন লাইভকাস্ট হয় সচলায়তনে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মাসকাওয়াথ আহসান এর ছবি

এই কাজেই ছিলাম, ফেব্রুয়ারী ০৮এ বিডিনিউজটোয়েন্টির সঙ্গে বইমেলার ভার্চুয়াল নিউজরুমে, ফেব্রুয়ারী ০৯-এ দ্য এডিটর ডটনেটের বইমেলা ওয়েব কাস্টিং-এ, ফেব্রুয়ারী ১০র বইমেলা সচলায়তনে দেখলাম, এবার আরেকটু গুছিয়ে সচলায়তনটিভির মতো পরিবেশনার আকাঙ্ক্ষা অনলাইন দর্শক হিসেবে।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্লেইন কিন্তু ভালো থিম পাওয়া সহজ না। জ্যাদেদ, এনার্জেটিক একই কোম্পানির। দুইটাই ভালো লেগেছে। ক্লিন থিম।

ম্যারিনেলিতে ব্যানার রোটেট করা সহজ। তবে থিমটা অনেক কাস্টমাইজ করতে হবে। (আমার কাছে একটু হিজিবিজি মনে হয়, হয়তো স্টাইলের কারণে)

বর্তমান থিমের কাছাকাছি থিম হলে ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগবে। জ্যাদেদ এবং এনার্জেটিক হালকা, ক্লিন। এদের থেকে একটা বাছতে বললে আমি জ্যাদেদ নিবো।

থিম ব্রাউজ করে যদি কোনটা মনে ধরে তো জানাবো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বার্ন্ট কেমন লাগল? অনেকটাই এখনকারটার মত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বার্ন্ট ভালই তবে একটু বেশি স্কিনি হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। সামারটাইম

২। ফোর সিজনস

৩। আর্থেন

৪। অ্যক্রিলিক

৫। অ্যাবারডিন

৬। টেক্সাস

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি
নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১। ফোর সিজনস
২। সামারটাইম

আরো কিছু দেখতে পারেন:
নিউজওয়্যার
ফ্রেমওয়ার্ক (কাস্টমাইজ করতে হবে)

স্পর্শ এর ছবি

প্রথম- আক্রিলিক
দ্বিতীয়- সামারটাইম


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তাসনীম এর ছবি

১। অ্যক্রিলিক
২। অ্যাবারডিন
৩। সামারটাইম

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

হাসিব এর ছবি

থিম বাছাইয়ের ঝামেলায় গেলাম না । আমি আমার হাতুড়ে জ্ঞান দিয়ে যেটা বুঝি সেটা বলি -

  • সাইজমতো ফন্ট এবং টেক্সট না বসিয়ে আসলে বোঝা যাবে না কোন থিমটা ভালো বা খারাপ ।
  • সচলের বর্তমান যেই ডিজাইন কনসেপ্ট আছে সেরকম একটা কিছুই রাখা হোক । মানে বলতে চাচ্ছি উপরে একটা ব্যানার, সেটার সাথে মানানসই কালার থিম, হোমপেজের বাদিক বা ডানদিকের কন্টেন্ট । এটা যাতে মিনিমাম এফোর্টে পরিবর্তন করে বিভিন্ন আমেজ আনা যায় তার ব্যবস্থা রাখা । আমার ওয়ার্ডপ্রেস অভিজ্ঞতা দিয়ে জানি এই কাজটা খুব সহজে করা যায় না । কিছু কিছু থিমে এগুলো অনেক রকমের ঘষামাজা, এফটিপি এ্যাক্সেস করে অমুক ফাইলে তমুক জায়গায় পরিবর্তন ইত্যাদি নানা ফ্যাকড়া করে এগুলো করতে হয় । এইসব এড়াতে আমি থিসিস থিম ব্যবহার করি । কারন এটা কাস্টমাইজ করা খুব সহজ । একটা ভিডিও দিচ্ছি । মুর্শেদ দেখেন এরকম কোন থিম পাওয়া যায় কিনা । এটা আপনার কাজ সহজ করবে ।

  • ভোটাভুটিতে না যাওয়াই ভালো । সবার ডিজাইন সেন্স ভালো না । অল্প কয়েকজনের ভালো । জনমতের চাপে তাদের পছন্দ উড়ে যাবার সম্ভাবনা আছে । (কেউ আবার মাইন্ডাইয়েন না)

ফাহিম এর ছবি

ভোটাভুটিতে না যাওয়াই ভালো । সবার ডিজাইন সেন্স ভালো না ।

কথাটা "অপটিমাল ডিজাইন সেন্স" হইলে ভালো হইতো। মানে, শুধু দৃষ্টিসুখকর হওয়াটাই বড় কথা না, ফ্রেমিং আর ফাংশনালিটি মিলিয়ে, সবকিছু ব্যালেন্স করে একটা থিম ইমপ্লিমেন্টেশনের আগে পারসিভ করাটা সবার পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডিজাইনারের মতামতই গ্রাহ্য করা উচিত, আর কারো না।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অভ্রনীল এর ছবি

টেকি ডিটেইলস বুঝিনা, বদন-সুরৎ দেখে ভালো লাগলো যেগুলো সেগুলোকেই তুলে দিলামঃ

১। আর্থেমিয়া (সাদা ও পরিচ্ছন্ন, পাঁচটা ক্যাটাগরি হাইলাইট করার অপশন, দেখতে সুন্দর)
২। ব্লগবাজ (ফিচারড পোস্টের অপশন রয়েছে যেটাকে বিভিন্ন নোটিশ প্রদর্শন করার কাজে ব্যবহার করা যাবে, তিনটা কলাম)
৩। অ্যাবারডিন (তিন কলাম, পরিচ্ছন্ন, বর্তমান থিমের সাথে কিছুটা মিল রয়েছে)
৪। অ্যগ্রেগাডো (ড্রপ ডাউন মেন্যু, থিমটা ডার্ক তবে সাদায় পাল্টে নিলে আরো ভালো হবে)
৫। ব্লু যিনফ্যান্ডেল (পরিচ্ছন্ন, মিনিমালিস্ট, সিম্পল)
৬। মারিনেল্লি (তিন কলাম, দেখলেই কমিউনিটি সাইটের থিম মনে হয়)
৭। নাইনসিক্সটি রোবটস (তিন কলাম, পরিচ্ছন্ন, সর্বডানের কলামে ফিচারড পোস্ট দেখাবার অপশন যেটাকে বিভিন্ন নোটিশ প্রদর্শন করার কাজে ব্যবহার করা যাবে)

_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.

অতিথি লেখক এর ছবি

অতিথিদের জন্য কি পরিবর্তন নিয়ে আসতেছেন সেটা কি জানাবেন? অতিথিদের কে কি বানান শুদ্ধ করার অপশনটা দেয়া যায় না? ধন্যবাদ। নতুনের অপেক্ষায় সচলদের মিছিলে আমরাও পিছনে আছি। জোরছে বল-"নতুনকে স্বাগতম।"

কামরুজ্জামান স্বাধীন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অতিথিরা ফেইসবুক একাউন্ট ব্যবহার করে কমেন্ট করতে পারবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তাহলে শর্ট লিস্ট করি:

১। বার্ন্ট (খালি মুর্শেদের ভুট খাইছে । আসল ব্যাপার হইল এইটাতে বেশ কিছু কাজ করা হয়ে গেছে ইতিমধ্যে)

২। জ্যাদেদ (পিপি, বুনো, হিমু। এটাতে একটা টেকনিক্যাল কি জানি সমস্যা হচ্ছিল শেষবার।)

৩। সামারটাইম (মুর্শেদ, বুনো, হিমু, পিপি, স্পর্শ)

৪। ম্যারিনেল্লি (হিমু, মুর্শেদ অভ্রনীল)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বার্ন্ট দিয়ে শুরু করেন। বাকিগুলো আস্তে আস্তে সময় পেলে এপ্লাই করবেন।

আরিফ জেবতিক এর ছবি

থিম বাছাইয়ে যাই না। তবে অভ্যস্ততার একটি বিষয় আছে, বর্তমান থিমের কাছাকাছি কিছু করার বিষয়টিও তাই বিবেচনায় রাখতে পারেন।

ধুসর গোধূলি এর ছবি

- অনেক খুঁজলাম আজকে দুপুরে, কিন্তু চোখে পড়ে নাই কিছু। এইটা অবশ্য আমারই সমস্যা। আমি অনেক অপশন থেকে একটা জিনিস পছন্দ করতে পারি না। একটা থেকে পারি। হাসি

থিম পছন্দ করতে না পারলে ব্যক্তিগত একটা পছন্দের কথা সবিনয়ে জানাই। সেটা হলো সাইটের লিংক। এই লিংকগুলো বক্স বক্স দেখতে আমার ভালো লাগে না। এখনকার থিমে একেবারে প্লেইন লিংক আছে। কিন্তু কয়েকটা থিমে দেখেছি লিংকগুলো একেকটা বাক্সবন্দী হয়ে থাকবে! যেমন, নীড়পাতা- একটা বাক্সের ভেতর, প্রস্থান- একটা বাক্সের ভেতর প্রভৃতি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

শুভেচ্ছা,
আমি জুমলা দিয়ে সাইট তৈরী করি। সচলায়তন ধ্রুপাল দিয়ে তৈরী, জানতাম না।
আমার মন্তব্যঃ
১। থিম সাধারণ হলে ভাল, রঙ সাদা কিংবা নীল ( ফেইসবুক নয়!) হলে চোখে লাগবে না
২। ডাইনামিক ব্যানার / ব্যানার রোটেট না দেয়টাই ভাল,
৩। IE 6 Support অবশ্যই । বাংলাদেশের বেশির ভাগ পিসিতে IE 6 ব্যবহৃত হয়। যেমনঃ Arthemia 2 তে IE 6 ভাল কাজ করে না।
৪। ফেইসবুক একাউন্ট ব্যবহার করে কমেন্ট সিস্টেম আবশ্যক, সেই সাথে অন্যান্য সোসাল নেটোয়ার্কিং সাইটগুলোর কথা ভাবতে হবে।
৫। সেলফোন কম্পাটিবিলিটি হতে হবে।
সবাই ভালো থাকবেন।

-------------- অ্যামেচার------------

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ নূতন রূপের জন্য, যেটা ব্লগটির চেহারাকে আরো উজ্জ্বল করে তুলেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।