ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ২৭/১০/২০১০ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ কিলোবাইটের কাছাকাছি। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। কিন্তু তাঁদের পরিশ্রমটুকুর স্বীকৃতি হিসেবে দর্শকের প্রতিক্রিয়া জানানোর কোনো সরাসরি উপায় এখনও সচলে নেই। এ পরিস্থিতি নিরসনের জন্যে ব্যানার নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই পোস্টে ধারাবাহিকভাবে যুক্ত হবে সব শিল্পীর নামই।

সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩


মন্তব্য

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক
রাজশাহী সিল্কের ব্যানার ভালো হয়েছে মুস্তাফিজ ভাই! হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মুস্তাফিজ এর ছবি

এটার কৃতিত্ব কিন্তু আপনার, আমাকে সিল্ক ফ্যাক্টরীর পথ বাতলে দেয়ার জন্য।

...........................
Every Picture Tells a Story

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

মুস্তাফিজ ভাইয়া, 'রাজশাহী সিল্ক'-ব্যানারটা সুন্দর লেগেছে! বিশেষ করে উজ্জল রঙের ব্যবহার মনের ভিতরটায় সরাসরি দোলা দিয়েছে...যে ঘটনাকে অনেকে বলে অনুরণন!!!


ছেড়া পাতা
ishumia@gmail.com

কৌস্তুভ এর ছবি

আমার পাপী মন, ব্যানার দেখে ব্লঁদ চুলের কথা মনে পড়ে যায়... মন খারাপ

মুস্তাফিজ এর ছবি

আপনাকে দোষ কোথায়, আমার খুব কাছের মানুষটি বলে সেমাই।

...........................
Every Picture Tells a Story

কৌস্তুভ এর ছবি

দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

ঈমানে কই মুস্তাফিজ ভাই, আমারও সেমাইয়ের কথাই মনে হইছিলো। ভাবছিলাম, ভুখা-নাঙ্গা মানুষ, খাওয়ার কথাই তো মনে হৈবে। কিন্তু এখন তো দেখি কাহিনি ভিন্ন! কোলন খিলখিল



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

শান্ত [অতিথি] এর ছবি

ইহা একটি অমানবিক সুন্দর ব্যানার।

মুস্তাফিজ ভাইকে [গুড়]

দুষ্ট বালিকা এর ছবি

অছাম ব্যানার! মুস্তাফিজ ভাই রক্স! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বাউলিয়ানা এর ছবি

দারুন বর্ণময় ব্যানার মুস্তাফিজ ভাই।

সাইফ তাহসিন এর ছবি

ব্যানার দারুণ, কিন্তু বস সচলায়তন এবং চিত্ত ... এর ছায়ার কারণে কেমন যেন অস্বস্তি হচ্ছে আমার, মনে হচ্ছে ভিড় লেগে গেছে, মনে হয় নাদিলেও চলত ছায়াটা

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একমত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শান্ত [অতিথি] এর ছবি

সুরমা নদী নাকি শাওন ভাই? খুব সুন্দর হয়েছে ব্যানারটা

স্পর্শ এর ছবি

auto

সুন্দর ব্যানার! উজানগাঁ

উপরের দিকে পানি কেমন আকাশে উঠে গেছে মনে হচ্ছে। এইটা কি শুধু আমার হচ্ছে নাকি অন্যদেরও?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তিথীডোর এর ছবি

চমৎকার কাজ শাওনদা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বরাবরের মতোই চলুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কাজী মামুন এর ছবি

চমৎকার ব্যানার!
কোন নদী এটা?

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

auto
কালকে কয়েকবার বসছি কলিম শরাফীর একটা ব্যানার করতে। কিন্তু সময়াভাবে পারি নাই, ইচ্ছা ছিলো একটা পোস্ট দেবারও... তাও পারি নাই... মনটা খ্রাপ হয়ে ছিলো।
সকালে এই ব্যানারটা দেখে তবু যাহোক একটু সান্তনা পেলাম... ধন্যবাদ টিউলিপাপা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

টিউলিপ এর ছবি

আমার নিজেরো খবরটা পাওয়া অব্দি মন খারাপ। ব্যানারটা তাড়াহুড়া করেই করা, মুর্শেদ ভাই আর ধুগোদার সাহায্য নিয়ে। খুব ভালো কিছু হয়ও নি। পরে ভাবলাম, থাকুক আমার এই কানাকড়ি তাঁর চরণে।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অনিন্দ্য রহমান এর ছবি

ব্যানারের জন্য শিল্পী টিউলিপকে ধন্যবাদ। আসলে ৩রা নভেম্বর দিনটা এমনিতেই বেদনাদায়ক।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দ্রোহী এর ছবি

auto


চমৎকার ব্যানার! এটা কোন ফন্ট?


কাকস্য পরিবেদনা

ধুসর গোধূলি এর ছবি

আপনে আর কোনো প্রশ্ন পাইলেন না? এই ফন্টের নাম হৈলো, কওন্জাইবোনাওস্তাদের্নিষেধাছে। আমি বিগত বছর খানেক গুতাইয়াও নামখানা বাইর করতে পারি নাই। আপনের লাইগা শুভকামান থাকলো মেম্বর।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দ্রোহী এর ছবি

আমি বাইর করতে চাইলে ১০ মিনিটেই বাইর করতে পারুম। হাসি


কাকস্য পরিবেদনা

ধুসর গোধূলি এর ছবি

আপনে দুইগুণ সময় নেন। তারপর বাইর করতে পারলে আমারে কৈয়েন। আপনেরে বাবুইল্যার দোকানের চা খাওয়ামু, নিজের তহবিল থাইকা। চোখ টিপি



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

হিমু এর ছবি
দ্রোহী এর ছবি

হাগতে গেছে মনে হয়।


কাকস্য পরিবেদনা

তাসনীম এর ছবি

ধন্যবাদ হিমু নূর হোসেনকে নিয়ে করা ব্যানারটার জন্য।

শহরের টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা
নূর হোসেনের বুক নয় বাংলাদেশের হৃদয়
ফুটো করে দেয়ে; বাংলাদেশ
বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার
বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে।


(বুক তার বাংলাদেশের হৃদয়/শামসুর রাহমান)

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

হিমু এর ছবি

ধন্যবাদ আসলে রিটন ভাইয়ের প্রাপ্য, উনি স্মরণ করিয়ে দিলেন মেসেজ পাঠিয়ে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

তাসনীম এর ছবি

রিটন ভাইকেও ধন্যবাদ হাসি
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুরঞ্জনা এর ছবি

হিমু ভাই কে ধন্যবাদ।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হিমুকে ধন্যবাদ সময়মত ব্যানার করার জন্য। আমি করব করব করতে করতে করাই হল না। তবে একটু তালি মারা লাগছে ব্যানারটা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

তুমি কি একটা জিনিস খিয়াল করছো, এই ব্যাটারে যে ইদানিং তালিমারাব্যামো-তে পাইছে। আংরেজিতে যার নাম, ইঙ্কস্কেপসিন্ড্রোম।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দ্রোহী এর ছবি

এই ব্যারাম হইলে কুতায় কুতায় তালি মারে মানুষ?


কাকস্য পরিবেদনা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

শুধু আমারই এই সমস্যা হচ্ছে নাকি অন্যদেরও? আমি কোন ব্যানার দেখতে পাচ্ছি না। নতুন পুরনো কোন কিছুই নেই, ফাঁকা হয়ে আছে! চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নীড়পাতায় দেখা যাচ্ছে, কিন্তু কোনো পোস্টে ঢুকলেই ব্যানার লাপাত্তা। মনে হয় ডেভু ক্যাশ খালি করে নাই মন খারাপ
[অল্পবিদ্যাভয়ঙ্করীমার্কা একটা জ্ঞান ঝাড়লাম চোখ টিপি ]

ঈদের জন্য একটা ব্যানার বানাইছিলাম, কিন্তু পাঠাইতে পারলাম না মন খারাপ
জিপি নতুন নিয়ম করছে মাসে ৫ গিগার বেশি ইউজ করলে লাইন স্লো করে দেয়। কিন্তু সেই নিয়ম কাউরে জানায় নাই। ১৫ দিনে ৫ গিগা খরচ করে জানলাম যে বাকী ১৫ দিন আমার এই স্পিড নিয়াই কাটাইতে হইবো মন খারাপ

কোথাও কোনো মেইল করতে পারতেছি না। তাই ব্যানারটাও পাঠাইতে পারলাম না... মন খারাপ :( মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আর বলেন না, আমার এক ফ্রেণ্ডও এই ধরা খেয়ে জিপির সাথে মেলা চিল্লাফাল্লা করেছে, কিন্তু কিসের কী?! মন খারাপ
আমি এখন বুঝছি মাসের মাঝ বরাবর কেন আমার নেটের অবস্থা অত খারাপ হয়ে যেত। বাধ্য হয়ে কদিন আগে জিপিরে বাইবাই বলেছি।

আর এদিকে সারাদিন ব্যানারহীন সচলায়তন দেখতে দেখতে প্রায় কানা হবার যোগার যখন, স্পর্শ একটা সমাধান দিয়েছে, www.unblockworld.com এ গিয়ে সচলায়তনের url (অ্যাড্রেসটা) বসিয়ে ব্রাউস করতে হবে, এখন ব্যানার দেখছি, কিন্তু লগ ইন করতে পারছিলাম না! মন খারাপ
স্পর্শের কথায় যা বুঝলাম আইপি-র কোন সমস্যা, আর এটা খুব সম্ভব কয়দিন পরে আপনি ঠিক হয়ে যাবে।

কিন্তু আমি তো ঈদে নতুন ব্যানার হবে সেই আশাতেই আরো ব্ল্যাঙ্ক ব্যানারে আপত্তি করছিলাম, এখন যদি নাই পাই তাইলে আর ক্যাম্নে কী? মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শাহেনশাহ সিমন এর ছবি

আমার এইখানেও ব্যানার আসতেছে না। বুঝলাম না ঠিক, কী ঘটছে।
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

Ctl+F5 দিয়ে দেখেন তো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

উঁহু, লাভ হয় নাই মুর্শেদ ভাই। দেখেছি। মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

বরফ এর ছবি

ব্যানারে "শূন্য" বানানটা "শূণ্য" আছে। "শূন্য" করে দিন প্লিজ।

শাহনাজ এর ছবি

সুজন জ্যেঠা দেয়াল গাইত্তা দিলেন, কিছুই তো দেখপার পাই না।

জি.এম.তানিম এর ছবি

টাইটেলে বুদ্ধিজীবী বানানটি ভুল করে মেইলে বুদ্ধিজীবি লিখেছিলাম। শুধরে দেবেন মডারেটরেরা আশা করি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাই

ব্যানারের জন্য জি.এম.তানিম ভাইকে ধন্যবাদ

কুটুমবাড়ি

সুরঞ্জনা এর ছবি

ব্যানারের জন্য ধন্যবাদ তানিম ভাইয়া।

'নিঃশেষে প্রাণ যে করিবে দান...ক্ষয় নাই তার ক্ষয় নাই।'

যুদ্ধাপরাধীদের বিচার চাই।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিজয় দিবসের অসাধারণ এই ব্যানারের জন্য নজ্রুলিছ্লাম ভাইকে উত্তম জাঝা!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জি.এম.তানিম এর ছবি

দারুণ একটা ব্যানার, নজু ভাইকে উত্তম জাঝা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনার্য সঙ্গীত এর ছবি

নজুভাই রক্স! চ্রম ব্যানার!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

জয় বাংলা! বাংলার জয়!
বাংলাদেশের জয় হবে নিশ্চয়!

ধন্যবাদ নজুভাই, দুর্ধর্ষ এই ব্যানারটির জন্য!

কুটুমবাড়ি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।

বাংলার প্রতি ঘর ভরে দিতে
চাই মোরা অন্নে।।
আমাদের রক্তে টগবগ দুলছে
মুক্তির রিক্ত তারুণ্যে।।
নেই ― ভয়
হস্ত হউক রক্তের প্রখ্যাত ক্ষয়।
আমি করি না করি না করি না ভয়।
অশোকের ছায় যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তব্ধ।।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ঐ কান্নার শব্দ।।
শাসনের নামে চলে শোষণের
সুকঠিন যন্ত্র।।
শব্দের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।

আর ― নয়।
তিলেতিলে মানুষের এই পরাজয়।।
আমি করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।

কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আমি মনে মনে গানের কথাগুলো খুঁজছিলাম। অশেষ ধন্যবাদ...

কুটুমবাড়ি

মূলত পাঠক এর ছবি

নজরুল সাহেব, গানের কথায় কিছু গড়বড় হয়েছে। হাসি

জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।

বাংলার প্রতি ঘর ভরে দিতে
চাই মোরা অন্নে।।
আমাদের রক্ত টগবগ দুলছে
মুক্তির দৃপ্ত তারুণ্যে।।
নেই ভয় ―
জয় হোক রক্তের প্রচ্ছদ পর -
তবু করি না করি না করি না ভয়।

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তব্ধ।।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ঐ কান্নার শব্দ।।
শাসনের নামে চলে শোষণের
সুকঠিন যন্ত্র।।
বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।

আর নয় ―
তিলেতিলে বাঙালির এই পরাজয়।।
আর করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।

ভুখা আর বেকারের মিছিলটা যেন ঐ
দিন দিন শুধু বেড়ে যাচ্ছে,
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ
ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে ।।
বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো না গো
আর ধান,
বাংলার দুশমন তোষামোদি চাটুকার
সাবধান সাবধান সাবধান ।।

এই দিন ―
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনো সংশয়‍।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফাঁকীবাজী করলে যা হয় আর কী। সার্চ মেরে প্রথম দুতিন লাইন পরেই কপি পেস্ট। নিজের কানটা মলে নিলাম একটু...

অনেক ধন্যবাদ দাদা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

আরে কানমলাটলা আবার কী, এই ভয়েই তো আপনার লেখায় বানান ঠিক করতে আসি না। আসলে ঐ লাইনটা পড়েই একটু সন্দেহ হয়েছিলো: মুক্তির রিক্ত তারুণ্যে হাসি

তখন ইউটিউবে শুনে শুনে লিরিকটা লিখলাম, গানটা জানা ছিলো না, এই সুযোগে শোনা হয়ে গেলো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাক, গানটা তো আপনার শোনা হলো এই সুযোগে... শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ।

কিন্তু আপনি যদি আমার পরবর্তী পোস্টে বানান ঠিক না করছেন তাইলে কিন্তু খবরাছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

auto


পুরাই কোপানি ব্যানার নজুলুল ভাই। চলুক

"জয় বাংলা, বাংলার জয়"— এই শব্দমালা বাংলাদেশের শব্দমালা। বাংলাদেশের আঁতুরঘরের শব্দমালা। দলমতজাত নির্বিশেষে সবার মুখেই এই শব্দমালা সেদিন প্রতিধ্বনিত হয়েছিলো বলেই আজকের বাংলাদেশ আমাদের।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অসম্ভব অসাধারণ সুন্দর এই ব্যানার। এটাকে বড় করে একটা লম্বা পোস্টার বানিয়ে ঘরে ঝুলাতে পারলে ভালো লাগতো।

তানভীর এর ছবি

আমি কুনো ব্যানার দেখি না। কেনু কেনু কেনু?

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

তানভীর ভাই, নিচে আমার সমস্যার সমাধান দিলাম, আপনার পিসিতে কোন ফায়ারওয়াল থাকলে একটু চেক করে দেখুন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শুভাশীষ দাশ এর ছবি

নজরুল ভাইকে ধন্যবাদ।

তানভীর এর ছবি

ধুগোর দেয়া লিংকেও কিছু দেখতে পাচ্ছি না

দ্রোহী এর ছবি
সংসপ্তক এর ছবি

অসাধারণ ব্যানার নজরুল ভাই।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

নজরুলদা, এইটা একটা (জঘন্য)^-1 ব্যানার হইছে। সচলে ঢুকেই মেজাজ (খারাপ)^-1 করে দিলেন।

সাত্যকি

মর্ম এর ছবি

মন ভাল করে দেয়া বিজয় ব্যানারের জন্য নজরুল ভাইকে অজস্র ধন্যবাদ।

ডিসেম্বর মাসের বাকি দিনগুলোর জন্য অন্তত এই ব্যানারটা অপরিবর্তনীয় করে দেয়া যায় না?
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আজকে একমাস পরে ব্যানার দেখতে পাচ্ছি ঠিকঠাক! প্রথমেই তানিম আর নজরুল ভাই দুজনাকেই অসম্ভব রকমের দুইটা ভালো ব্যানার উপহার দেবার জন্যে ধন্যবাদ জানাই।

আর এখানে লিখে রাখি আমার সমস্যাটার সমাধান কী করে হয়েছে -
সমস্যা ছিল আমার ফায়ারওয়াল+অ্যান্টিভাইরাস সফটওয়ারের ফায়ারওয়াল ব্যানার ব্লক করে দেয়ায়। ফায়ারওয়াল চেক করার কথাটা কেন জানি মিস করে গিয়েছিলাম, আজকে দ্রোহীদার সাথে আলাপে খেয়াল হলো, দ্রোহীদাকে অনেক ধন্যবাদ। হাসি
আমি ব্যবহার করি Kaspersky Internet Security, এখানে Anti-banner টা অন করা ছিল, এটা যদিও ভালো জিনিস, অন্য অনেক ফালতু অ্যাড আলা ব্যানারের হাত থেকে রক্ষা করে, পেজ লোড হতেও সমস্যা কমায়, কিন্তু সচল্যতনের ব্যানার ব্লক করে দিলে তো আর চলবে না! তাই অ্যান্টি-ব্যানার অন রেখেই, সচলায়তনের ব্যানার অন রাখার বাই পাস মেথডটা এখানে শেয়ার করছি -
KIS > Prtection > Firewall > Configure > Publicly Banner Blocking > Settings > White list (tab) > Add >
এবার http://www.sachalayatan.com/* বসাতে হবে url space টায়। এখানে উল্লেখ্য যে * টা বসাতে হবে, সচলায়তনের নীড়পাতাসহ অন্য যে যে পেজে রি-ডাইরেক্ট হচ্ছে সেখানেও ব্যানার দেখতে চাই বলে।
এবার ক্লিক করতে হবে OK আর তারপর APPLY।

এই তো!
এখন আমি চউক্ষে সব দেখতে পাই! দেঁতো হাসি

বি.দ্র. অন্য কোন সাইটের ব্যানার দেখতে হলে, এই পন্থাই কাজে দেবে। আর অন্য ফায়ারওয়াল হলে, অ্যান্টি-ব্যানারের অপশনটা খুঁজে বের করতে হবে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ইস্ কিছুই তো দেখতে পাচ্ছিনা।:-(

বাউলিয়ানা এর ছবি

অসাধারন ব্যানার নজরুল ভাই।

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার বড়দিনের থীমের ব্যানার হয়েছে। ধুগো আর দ্রোহীকে ধন্যবাদ।

ধুসর গোধূলি এর ছবি

auto


বাধাই হো, মুবারক হো মেম্বর সাব, সচলায়তনে আপনের পয়লা পর্থম ব্যানারের জন্য।
এইবার কোপায়া সব কোপানী ব্যানার বানায়া ব্যানারায়তনে মেইলের পর মেইল কোপাইতে থাকেন। ফিল গ্লুক। হাসি



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

কৌস্তুভ এর ছবি

কই, আপ্নারা দুইজনে এবার কেক্কুকের ঝুলি লয়ে আসেন?

দ্রোহী এর ছবি

ব্যানার বানাইছে মনির হোশেন। সে যখন ব্যানার বানাচ্ছিল তখন আমি তারে চ্যাটে "মেন্টাল সাফুট" দিছি।

বিনয়ের অবতার ভায়রা ভাই মনির হোশেন আমার নামটা চামে ঢুকায়া দিসে।


কাকস্য পরিবেদনা

ধুসর গোধূলি এর ছবি

আকাশ বাতাস চান-সুরুয ময়না টিয়া সাক্ষী— এর আগে যতোবার আপনে জিহাদী জোশে আমার সুনাম করছেন, ততোবারই আমি মহাপেরেশানিতে পড়ছি। আল্লায়ই জানে, এইবার মনের কোনে 'কী নিয়া' আবার জেহাদী জোশে জোশিয়ান হৈলেন! চিন্তিত



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

দ্রোহী এর ছবি

auto

নিজের ব্যানার অন্যের নামে চালিয়ে দেয়ায় বাটপার মনির হোশেনকে দিক্কার।


কাকস্য পরিবেদনা

ধুসর গোধূলি এর ছবি

হেনি কলেজের টিয়া লই এইত্তা চুদুরবুদুর ছৈল্ত ন মেম্বর ছাব!
ব্যানারের দাবী আমার কান্ধে দিয়া কী লাভ? যা দেওয়ার, সেইটা লৈয়া তো শালি-চি খেলেন!



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা কী লিখছে? সচলীয়াতুন কী জিনিস?

...............................
নিসর্গ

দ্রোহী এর ছবি

হা হা হা....

বাটপার মনির হোশেনের কাম! আমার উপ্রে দোষ চাপানোর জন্য আমার নাম সাথে জুড়ে দিছে।


কাকস্য পরিবেদনা

ধুসর গোধূলি এর ছবি

এইটা ক্বারী মুহাম্মদ মেম্বর হুসাইনী এর সুরা ত্বীণ প্রীতির ফল। চোখ বন্ধ করে, কানে হাতের তালু চেপে ধরে সেই যে অনবরত "ওয়া ত্বীণ, ওয়া জয়তুন" বলা শুরু করলো (পরের আয়াতে আর ক্বারী ছাহেব যান না, প্রথম আয়াতেই ঘুরপাক খান নানা ডেসিবেলে)- এতে করে সচলায়তনও 'সচলীয়তুন' হয়ে গেলো! মন খারাপ



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনারা কিছু মনে নিয়েন না, এটা ব্যাক্তি আক্রমণ নয় মোটেও, কিন্তু এইটা সচলায়তনে আমার দেখা সবচেয়ে বাজে ব্যানার, যে শব্দটা মাথায় আসছে তা হলো - ক্ষ্যাত! (খুবই দুঃখিত এরকম প্রতিক্রিয়ার জন্যে, সৎভাবে বললাম যা মনে হলো) মন খারাপ
আগে দেখি নাই তাই জানানো হয় নাই, আজকে ব্যাক ট্র্যাক করে গিয়ে দেখলাম। কালার কম্বিনেশন চরম বাজে, আর সাথের ছবিগুলো আর তাদের প্লেসমেন্ট, ইত্যাদি দিয়ে ওভারঅল আমার ভাল লাগে নাই।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ওয়াও! অসাধারণ ব্যানার ধুগো ও দ্রোহী।
অভিনন্দন নিজেদের মতো ভাগ করে নিন হাসি

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

ব্যানারে উত্তম জাঝা!

ধুগোদা আর দ্রোহীদা, বেছে নিন- কে উত্তম নেবেন, কে জাঝা!

কুটুমবাড়ি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বাহ! চমৎকার ব্যানার বুনো। ভালো লাগছে। লাল-সবুজ, স্নো-ফ্লেক/তারা/জোনাকি আর সাথে ক্রিসমাস ট্রি, বেশ উৎসব আমেজ।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

Smiley

সাদাগুলো স্নো-ফ্লেক।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

বুনোহাঁস, অপূর্ব সুন্দর ব্যানার।
-রু

স্পর্শ এর ছবি

অসাধারণ ব্যানার বুনোহাঁস!
auto


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নাশতারান এর ছবি

আমার প্রথম ব্যানার Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

auto
সুন্দর! হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ!
ফোনের ক্যামেরা দিয়ে ছবিটা তুলেছিলাম। একটা ভাল ক্যামেরা হলে সত্যিকার রংগুলো আসতো, খুব সুন্দর নীল ছিল।
মন খারাপ
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তানভীর এর ছবি

auto

ব্যানার সুন্দর হয়েছে উত্তম জাঝা!

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

কৌস্তুভ এর ছবি

লাল কিষ্টমাস ব্যানারটাও সুন্দর ছিল, এই নীল ব্যানারটাও ভালো!

কৌস্তুভ এর ছবি

নতুন বছরের নতুন ব্যানার উত্তম হয়েছে। তবে বুনোদির ব্যানারগুলোয় এত jpeg artifact থাকে কেন?

নাশতারান এর ছবি

ছবির ওজন কমাতে গিয়ে এমন হচ্ছে। কী করা যায়? চিন্তিত

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

আপনার এই ব্যানারটা ১১ কেবি, আগেরটা ছিল ১৯। অন্য কয়েকটা ব্যানার দেখলাম, সবগুলোই ৩০ থেকে ৮০ কেবির মধ্যে। তাহলে আপনি সাইজ কমাতে এতটা কষ্ট না করলেও হয়ত পারেন, তবে উদ্দেশ্যটা ভাল নিঃসন্দেহে।

ইরফানভিউয়ের জেপেগ কম্প্রেশনের অ্যালগোটা ভাল, সাইজ মোটামুটি ভালই কমায়। আর কালার ডেপথ অর্ধেক করে - ১৬ বিট-এর বদলে ৮ বিট করে দিলে সাইজ অর্ধেক হয়ে যাবে, কোয়ালিটির দর্শণীয় হেরফের ছাড়াই। এই ব্যানারটা যেমন গ্রেস্কেল করে দিলেও হয়...

মুস্তাফিজ এর ছবি

জেপেগ কম্প্রেশন ১৬ বিট ইমেজে হয়?

...........................
Every Picture Tells a Story

কৌস্তুভ এর ছবি

আরে, আপনিই তো এ নিয়ে বিশদে বলতে পারব্বেন, আমার অ্যামেচার খোঁচাখুঁচির দরকার হবে না।

আমি ১৬বিট-পার-চ্যানেল এর কথা বলিনি তো। ৮বিট/চ্যানেল মানে মোট ২৪বিট এর বদলে ৮ বা ১৬ বলছিলাম; ৮ হয় তো জানি, গ্রেস্কেলেই হয়, ১৬ও কি হয় না?

মুস্তাফিজ এর ছবি

বুনো'র করা ব্যানার ভালো লেগেছে। বিশেষ করে ০ মুছে ১ লেখার ব্যাপারটাতে নতুনত্ব আছে। পাঁচতারা।

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

ধন্যবাদ!
আমার কাছে নিউ ইয়ারের আবেদন অমনই। শুধু সংখ্যার পরিবর্তন।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

খাইছে! আমি ব্যাপারটা খেয়ালই করেছিলাম না। আপনার মন্তব্য না পড়া পর্যন্ত ভাবছিলাম - গঠনা কী, কালাকুলা ব্যানার ক্যান বছরের প্রথম দিন? খাইছে

চোখ দেখানো দরকার! মন খারাপ
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

কালাকুলা ব্যানার ক্যান বছরের প্রথম দিন?

গড়াগড়ি দিয়া হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নাশতারান এর ছবি

মডুদের ধন্যবাদ ব্যনারের হাই রেজ্যুলেশন ভার্শনটা দেওয়ার জন্য।

blackboard_banner_2011

কিন্তু আর্টিফ্যাক্ট এখনো আছে দেখছি। কী যে করি? ইয়ে, মানে...

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

নিউ ইয়ারের ব্যানারের পটভূমিতে কালো রং বড়ই বেমানান।

গুরু ভাই

কৌস্তুভ এর ছবি

আরে, দেখুন আবারো, কালোর মধ্যে ২০১১, মানে অন্ধকারে যেমন আলো, এখনও লাগছে না ভালো?

ফাহিম হাসান এর ছবি

ব্যানারের আইডিয়া দুর্দান্ত হইসে। বুনোদিকে ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

বুনোহাঁস
এটা কীভাবে করলেন?
ফটো না ফটোশপ?!

জহিরুল ইসলাম নাদিম

মুস্তাফিজ এর ছবি

উজান গাঁ এর করা সুন্দরবনের ব্যানার অসাধারণ হয়েছে।

...........................
Every Picture Tells a Story

সুরঞ্জনা এর ছবি

সুন্দরবনের ব্যানার উত্তম জাঝা!

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মানুষজন দেখি সুন্দরবনে গেলেই ফাটাফাটি সব ব্যানার বানায়... ব্যানার দারুণ হইছে উজানগাঁ সাব

______________________________________
পথই আমার পথের আড়াল

অনুপম ত্রিবেদি এর ছবি

অ্যাঁ জুশ হইছে রে ভায়া উজানগাঁ ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বইখাতা এর ছবি

খুব সুন্দর ব্যানার।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আজকে ঢুকেই ব্যানারেই চোখ আটকে থেকে গেল! কী চমৎকার সুন্দরবনের ব্যানার!
'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির'-এর ফন্টটা খালি সামান্য একটু বেশি ছোট লাগছে।
উজানগাঁ ভাইকে চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ru এর ছবি

ব্যানার খুবই সুন্দর। উজানগাঁকে ধন্যবাদ। -রু

কৌস্তুভ এর ছবি

ব্যানার তো স্বপ্নের মত লাগতেছে!

নাশতারান এর ছবি

অদ্ভুত সুন্দর ব্যানার! সুন্দরবন না দেখার কষ্টকে উসকে দিলো আরেকবার!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ফাটাফাটি একটা ব্যানার। সুন্দরবনের আগের ছবিটাও খুব সুন্দর ছিল। -রু

হিমু এর ছবি

মুস্তাফিজ ভায়ের এই ব্যানারটাই একটা গল্প। দারুণ হয়েছে!

সুরঞ্জনা এর ছবি

অসাধারণ অসাধারণ অসাধারণ ব্যানার মুস্তাফিজ ভাই।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

বইখাতা এর ছবি

দারুণ ব্যানার।

অতিথি লেখক এর ছবি

চমৎকার ব্যানার, মুস্তাফিজ ভাই। ধন্যবাদ।

কুটুমবাড়ি

উজানগাঁ এর ছবি

মুস্তাফিজ ভাইয়ের করা "সুন্দরবন ২" ব্যানারটা অসম্ভব সুন্দর।

সম্ভবত এইটা দুবলার চরের ছবি।

ধুসর গোধূলি এর ছবি

ওডিন মিয়া খালি তালিমারা ব্যানার করে। তবে এই ছবিটার সাথে কালোর কম্বিনেশন, এক কথায় অসাধারণ!

তারপরেও পিক ধরি। কালো অংশটা আরেকটু কম এলাকা জুড়ে হলে ভালো লাগতো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যানারের সাইজে মনে হয় কিঞ্চিত ঝামেলা আছে, সচলায়তন লেখাটার গলা কেটে গেছে...

______________________________________
পথই আমার পথের আড়াল

তাসনীম এর ছবি

শহীদলিপি নিয়ে বানানো ব্যানারটা দারুণ লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ধুসর গোধূলি এর ছবি

আজকের দিনটিকে সামনে রেখে অসাধারণ এই ব্যানারটির জন্য সামিয়াকে অসংখ্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।