একাধিক সচল অনেকদিন ধরে রিচ টেকস্ট জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানানোর পর রিচ টেকস্ট এডিটরটি আপাতত বন্ধ রাখা হল। যদি এরপরেও আপনার রিচ টেকস্ট এডিটরটি প্রয়োজন মনে হয় অনুগ্রহ করে আমাদের জানাতে ভুলবেন না। যাদের অসুবিধা হয়েছে তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
আমার সমস্যা হচ্ছিল না। আমারটা রিচ টেক্সট চালু রাখার সুযোগ থাকলে অবশ্যই রাখবেন।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নাআআআ!!! আমি চাই!!!!
আমার ছবি এম্বেড করতে আর টেনে হেঁচড়ে ঠিক করতে অনেক সময় বাঁচে!! আমারটা রেখে দিন প্লিজ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরটিই মুঝে দে দে ঠাকুর!!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জিনিসটা খুবই উপাদেয়... কিন্তু যখন নেট স্লো থাকে তখন কাজ করা যায় না। ব্যবহারকারী সুবিধামতো এই সুযোগ অন/অফ করতে পারলে ভালো হইতো। তাইলে যখন দেখতাম নেট স্লো তখন অফ রাখতাম আর নেটস্পিড বেশি থাকলে অন রাখতাম।
এমন মামার বাড়ীর আবদার কি রাখা সম্ভব?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও মামার বাড়ির আবদার পেশ করলাম।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ
আমার কথাটাও নজরুলের সমান। আমি দিনের বেলা থাকি ভালো স্পিডে আর রাতের বেলা স্লোতে
যদি অন-অফ করার অপশন থাকে তবে খারাপ হয় না
আর অপশন বেশি কঠিন হলে আমারটা অফ করারই থাক
মাথার উপর দিয়া গ্যাছে। ঘটনাটা কি?
আমিও হাত তুললাম।
কাকস্য পরিবেদনা
আমায় দিয়ে রাখুন। সুবিধাই লাগতো আমার কাছে।
_________________________________________
সেরিওজা
নেহিঈঈঈঈ...
আমার রিচ টেক্সট আমারে ফেরত দেন। পিলিজ লাগে।
যাদের সমস্যা হচ্ছিল না তাদের রিচ টেক্সট ফেরত দেয়া হল। সমস্যা হলে contact বরাবর ইমেইল করুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন