প্রিয় অতিথি, সচলায়তনে আপনার লেখার আগ্রহের জন্যে প্রথমেই জানাই ধন্যবাদ।
সচলায়তন লেখা প্রকাশ ও মিথষ্ক্রিয়া নিয়ে একটি নীতিমালা অনুসরণ করে। যে কোনো পোস্ট বা মন্তব্য লিখতে বসার আগে এই সংক্ষিপ্ত নীতিমালাটি পড়ে দেখার অনুরোধ করা হচ্ছে।
আরো জ্ঞাতব্য হচ্ছে:
১. লেখা শেষে নিজের নাম অথবা নিক উল্লেখ করুন। নিয়মিত নীতিমালা অনুসরণ করে সচলায়তনে অংশগ্রহণের আগ্রহ থাকলে নাম বা নিকটি সচলায়তনে নিবন্ধন করে নিতে পারেন। নাম কিংবা নিক উল্লেখ না করলে লেখা বা মন্তব্য প্রকাশিত হবে না।
২. যদি সচলায়তনে নিবন্ধন করে না থাকেন, তাহলে লেখার শেষে নিজের ইমেইল ঠিকানাটি একটি রেস্ট্রিক্ট কোডের ভেতরে উল্লেখ করতে পারেন। নিচে একটি উদাহরণ দেয়া হলো, ব্যবহারের সময় "*" চিহ্নটি তুলে দিতে হবে।
[*restrict:মডু]
ইমেইল ঠিকানা
[*/restrict]
৩. অন্য কমিউনিটি ব্লগ বা পত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত লেখা অনুগ্রহ করে সচলায়তনে পোস্ট করার পরিশ্রম করবেন না, সেসব লেখা প্রকাশিত হবে না। আমরা মৌলিক লেখার প্রত্যাশী।
৪. কবিতার বাহুল্যের ব্যাপারটি বিবেচনায় এনে আমরা কবিতা ছাড়া অন্য সব ধরনের লেখার ব্যাপারে আগ্রহী। অভিনব, সুলিখিত সব লেখার প্রত্যাশায় আমরা আছি।
৫. অনুগ্রহ করে লেখাটি সংরক্ষণ করার পর অপেক্ষা করুন। এক লেখা একাধিকবার পোস্ট করা নিরর্থক।
আপনাদের কাছ থেকে চমৎকার সব লেখায় আগামী বছর সচলায়তন সজ্জিত হয়ে উঠবে, এমনই কামনা রইল। ধন্যবাদ।
মন্তব্য