সচলায়তনের প্রিয় সদস্য, অতিথি ও পাঠক, নতুন বছরের শুভেচ্ছা জানাই। ২০১১ সাল আপনার জন্যে বয়ে আনুক অশেষ আনন্দ ও উদ্দীপনা।
গত সাড়ে তিন বছর ধরে সচলায়তন নানা পরিস্থিতির ভেতর দিয়ে যাত্রায় আপনাকে পাশে পেয়েছে। আমাদের এই যাত্রা সবসময়ই বন্ধুর ছিল। তবু থেমে থাকেনি আমাদের আলোর মিছিল।
অনাগত দিনগুলোতেও মহত্তর কল্যাণের জন্যে আমরা যেন একে অপরের চিন্তা, অভিজ্ঞতা আর কর্ম প্রয়োগ করতে পারি, সেই প্রত্যাশা আর অনুরোধ রইলো সকলের কাছে।
নতুন বছর হোক আমাদের সরব হওয়ার সময়। সচলায়তনের পাতা হয়ে উঠুক আমাদের ভাবনা আর অভিজ্ঞতার গ্যালারি। অভিনব সব লেখায় আমাদের ভাবনাজগত প্লাবিত হোক সচলায়তনের আঙিনায় এসে।
সচল থাকুন, সচল রাখুন।
গুগল অ্যানালাইটিক্স অনুসারে, ২০১০ সালে সচলায়তনে ১,০৪৪,২৯৯টি ভিজিট হয়েছে। ৫,৪৫৮,৬১৬ বার পেইজভিউ হয়েছে বিশ্বের ১৪৭টি দেশ থেকে। প্রতিটি ভিজিটে আমাদের পাঠক গড়ে ১৯ মিনিট ১৬ সেকেণ্ড সময় কাটিয়েছেন সচলায়তনে। ২৯১,৪৭০ জন অ্যাবসলিউট ইউনিক ভিজিটর এ সময়ের পরিসরে সচলায়তনে এসেছেন।
মন্তব্য
সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
এ বছর নীড়পাতা আরো দ্রুত পাল্টাক- নতুনেরা আরো লেখা দিন, পুরোনোরা আরো সচল হোন, সচলায়তনের পাতা হোক আরো জমজমাট।
নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে।
প্রেম, প্রীতি, ও পরকীয়ায় কেটে যাক আগামী একটি বছর।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
কাকস্য পরিবেদনা
সাধু সাবধান পরকীয়ায় ডুবে যেন আবার স্বকীয়া না ভুলি।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
হেপ্পি ন্যু ইয়ার ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নতুন বছরের শুভেচ্ছা আরও একবার!
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে।
_________________________________________________
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
গত বছরের পরিসংখ্যান চাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
মোহনা
ইংরেজি নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক। হ্যাপি নিউ ইয়ার !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
সচল থাকুন, সচল রাখুন।
...........................
Every Picture Tells a Story
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সচল জাহিদ ব্লগস্পট
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
সব খানেই লাইনের এক্কেরে পিছে খাড়াই। এইখানে পিছে খাড়াইয়া লাভ একটা হইল। নব বর্ষের শুভেচ্ছা জানানোর সময় পার হইয়া গেছে। এখন কেবল আগে যারা শুভেচ্ছা জানাইছে তাগোটা আমি গ্রহন করতে পারব। নব বর্ষের শুভেচ্ছা গ্রহন করলাম।
সংকল্পের বিষয়টা গত বছরের আলোকে করতে গেলে ভবিষ্যত অন্ধকার। আমি নিজে খুব কিছু লেখি, তা না। তবে আমার মতো এবং আমার চেয়েও বুড়া সচলরা যেই হারে গত বছর লিখছে তাতে মনে হয় অতিথি আর হাচলরা দয়া কইরা না লিখলে আমার লেখা পুরা বছর না হোক মাস অব্দি প্রথম পাতায় থাকতো। নতুন বছরে যেনো পরাণ সচলরাও দয়া কইরা দুইচারটা লেখা দেয়ার সংকল্প করে।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সব্বাইকে শুনব; মানে [b]শুভ [b]নব [b]বর্ষ......হিহিহিহিহিহিহিহিহিহিহি
-অতীত
২০১০ সচলায়তনে এ প্রকাশিত লেখার তালিকা: https://docs.google.com/document/d/1TDWFHW3gd_5CJ2sbjzx3op9zWD7U-QFeyKU46QB6v44/edit?hl=en&authkey=CJWZydkH
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ হোক সকলের । চিত্ত থাকুক উন্নত সচলায়তনের ।
……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
শুভ নববর্ষ সবাইকে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নতুন মন্তব্য করুন