আপডেট
আপডেট প্রসেস এখন সম্পন্ন। ছোটখাট ফিচার গুলো শিঘ্রী এবং বড় ফিচার গুলো কিছু দিনের মধ্যে ঠিক করা হবে। সিরিয়াস কোনো সমস্যা থাকলে পুনরায় আগের ভার্সনে ফেরার কথা ভাবা যেতে পারে। যে কোনো লেখা এবং মন্তব্যের ব্যাকআপ রাখবেন। এই পোস্টের মন্তব্যে সমস্যা গুলো জানাতে পারেন।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
==============================================
সময়
বাংলাদেশ সময় সকাল ৮টা জানুয়ারী ৪, ২০১১ তে সচলায়তন আপগ্রেডের একটি প্রচেষ্টা নেয়া হবে। আপগ্রেড সম্পন্ন হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টা, জানুয়ারী ৪, ২০১১ (১২ ঘন্টা)।
এই আপগ্রেডের সময় মাঝে মাঝে সচলায়তন এক্সেসিবল হলেও যে কোনো লেখা এবং মন্তব্য হারিয়ে যাবে। তাই এই সময়ে লেখা এবং মন্তব্যে বিরত থাকুন। সচলায়তনের টুইটার ফিডে আপগ্রেড নিয়ে তথ্য দেয়া হবে।
কী আশা করা যায়?
আপগ্রেডের পরপর শুধুমাত্র নীচের ফিচারগুলো কাজ করবে আশা করা যায়।
১। লেখা পোস্ট করা
২। মন্তব্য করা
৩। রেস্ট্রিক্টেড লেখা সঠিক ভাবে সংরক্ষণ
৪। মডারেশন প্যানেল
বাকী সব কিছু ধীরে ধীরে ঠিক করা হবে।
কীভাবে সাহায্য করতে পারেন?
একটা ডেমো সাইট আছে http://s6.sachalayatan.com এ। উপরের যে চারটি বিষয় ঠিক মত কাজ করছে কিনা সেটা যাচাই করতে পারেন। যে কোন রকম সমস্যা নোট করে রাখুন এবং এই পোস্টের মন্তব্যের ঘরে জানাতে পারেন। কোন উত্তর না পেলেও সমস্যাটি জানান। প্রায়োরিটির ভিত্তিতে সব কিছু ঠিক করা হবে।
থিম, ব্যানার, ট্রান্সলেশন এবং ফরম্যাটিংয়ের সমস্যা গুলোর প্রায়োরিটি কম। সুতরাং এইগুলো একটু পরে করা হবে। প্রাথমিক ভাবে লেখা প্রকাশ, মন্তব্য প্রকাশ, সিকিউরিটি, সাইটের গতি - এসব গুরুত্বপূর্ণ। এগুলো আগে লক্ষ্য করুন।
আরো কিছু তথ্য
১। অনুগ্রহ করে আপগ্রেডের পর এক্সপ্লিসিটলি লিখতে বলার পর লেখা এবং পোস্ট রিজিউম করবেন। তার আগে নয়।
২। আপগ্রেড হবার পর ৪৮ ঘন্টা, ঢাকা সয়ম জানুয়ারী ৬, ২০১১ রাত ৮টা পর্যন্ত আমরা খুব ভালোভাবে অবজারভ করব। কোন মেজর সমস্যা হলে এরপর আমরা পুরোনো সাইটে ফিরব। এই দুইদিন আপনার সকল লেখা এবং মন্তব্যর ব্যাকআপ রাখুন।
৩। সব কিছু ভালোভাবে চললে আগামী এক সপ্তাহ লুজলি অবজারভ করাহবে। আপনার সকল লেখা এবং মন্তব্যর ব্যাকআপ রাখুন।
৪। সচলায়তনের পুরোনো সাইট http://s4.sachalayatan.com এ অ্যাক্সেস করা যাবে। কিন্তু অনুগ্রহ করে কোনো লেখা এবং মন্তব্য সেখানে করবেন না।
মন্তব্য
যাচ্ছালা, আজকে একটা গল্প লেখার মুড আসছিলো, গেলো মাঠে মারা পড়ে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চাপা মাইরো না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি একটা কবিতা লিখতে চেয়েছিলাম
...........................
Every Picture Tells a Story
এখন ল্যাখেন। কোলন খিলখিল
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আষাঢ় মাস
গরু খায় ...
...........................
Every Picture Tells a Story
হে হে হে...মনে হচ্ছে অনেক কঠ্যিন কবিতা, সময় নিয়ে লেখেন মুস্তাফিজ ভাই।
দরকার হইলে দৈনিকদার সাথে পরামর্শ করতে পারেন
** লিঙ্ক দেবার চেষ্টা করেছিলাম। অপশন দেখতে পাচ্ছিনা
সমস্যাঃ লেখার কোনো অংশ কোট করার পর সেই অংশটাকে আলাদা ফরমেটে দেখা যাচ্ছে না। লেখার অন্য অংশের মতোই মনে হচ্ছে। আলাদা হলে বোধ'য় ভালো হতো।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রচেষ্টা সফল হোক।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
পোস্টে ঢুকতে গেলেই এ রকম ম্যাসেজ আসতেসে-
Fatal error: require() [function.require]: Failed opening required 'sites/all/modules/facebook_stream/facebook-php-sdk/src/facebook.php' (include_path='.:/usr/local/lib/php') in /www/sachalayatan/sachal6/sites/all/modules/facebook_stream/facebook_stream.module on line 36
কুটুমবাড়ি
দারুণ! খুব দ্রুত এক্সেস করা যাচ্ছে, যা খুবই পজিটিভ সাইন। তবে অনেক ফিচারই এখনো অনুপস্থিত, আশা করি আস্তে আস্তে সেগুলি ঠিক হয়ে আসবে।
কুটুমবাড়ি
kintu bangla koi?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
বাংলা আছে কিনা দেখে জানান।
আব্বে অই, কী সাইট'টারে কী বানাইয়ালাইছে! আমার ইনবিল্ট ফোনেটিক বাংলা কই? ফোনেটিক না দিলে কইষ্যা মাইনাস। সাইড বারে লগডইন নামের পাশে সময়ও দেখি দেখা যাচ্ছে না। এইবার মেম্বরের '৫২ সপ্তার রেকর্ডে'র কী হবে? এগুলা সব ষড়যন্ত্র। আমার আর মেম্বরের যথাক্রমে ফোনেটিক আর ৫২ সপ্তা'র বিরুদ্ধে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ— ফ্যাসিবাদী মডুগণের বিরুদ্ধে আগামি শুক্কুরবার বাদজুম্মা হরতালে সমর্থন দিন। এক কাপড়ে বের করে দেয়ার হাদুমপাদুম ছইলত ন!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাম দিকের লগডইন প্যানেলে একটা না, পাঁচটা না- দুই, দুইটা জ্বলজ্যান্ত ধুসর গোধূলি দেখা যাচ্ছে। আমি এই মর্মে শপথ করিয়া কহিতেছি যে আমার এখনো কোনো ক্লোন করা হয় নাই। আমি এখনো এক এবং অতি অবশ্যই অদ্বিতীয় আছি।
আর, মন্তব্যে আমার সিগনেচার ফিরিয়ে দে ঠাকুরররর!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কয়টা ব্রাউজার থেকে লগইন করছো?
বেশি না, মোটে দু'টো। আগে করলে কিন্তু সাম্প্রতিকটা দেখাতো।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপ্নে যে আপ্নে, আপ্নের কোলন না তার প্রমাণ কী?
মেম্বর ভাইয়ের সাট্টিফিকেট কই?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
"« সর্বপ্রথম ‹ পূর্ববর্তী ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ পরবর্তী › সর্বশেষ »"
এই নাম্বার গুলো রিভার্স করে দেয়া যায় না? মানে সর্বশেষ পাতাটি হবে ১ নাম্বার। কারন আমার মত যারা পাঠক তাদের জন্য সুবিধা হয়। আমি সচলায়তনের প্রথমদিকের লেখাগুলো এক সিরিয়ালে পড়ে আসছি। যদি নাম্বার গুলো সর্বশেষে ১ থাকে তাহলে পৃষ্টা নাম্বার হিসাবে এগুলা চেঞ্জ হবে না। বুকমার্ক হিসেবে ব্যবহার করা যাবে। এটা একান্তই পাঠকের পড়ার সুবিধার্তে (মামাবাড়ির!) আবদার।
মুস্তাফিজ ভাইয়ের 'ভয়াল সুন্দর সুন্দরবন'-এ আমার করা মন্তব্য মুস্তাফিজ ভাইয়ের করা প্রতিমন্তব্য এগুলো দেখি না। কালকে রাত ১০টার দিকে করা মন্তব্য, পরে রাত ২টার দিকে আরেকটা করেছিলাম।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ডিফল্ট ৫০ মন্তব্য / পেইজ ছিল। ১৫০ মন্তব্য / পেইজ করা হয়েছে। এখন দেখা যাবার কথা।
ধন্যবাদ, এখন দেখতে পাচ্ছি।
http://www.sachalayatan.com/jajabor_backpacker/33524 - এইখানে ছবির এহাল কি সাময়িক?! আরেকটাতেও এমন হয়ে আছে।
নোটিফিকেশন/সাবস্ক্রিপশন সংযুক্তির জন্যে ধন্যবাদ। এটা টেস্ট করে দেখছি। প্রাথমিক প্রশ্ন, মেইলে নোটিফাইড হব, নাকি এখানে লগ ইন করলে? আচ্ছা, নিজেই দেখি...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মুর্শেদ,
হোমপেইজে একটা পোস্ট করে দেখলাম। পরে কীভাবে পোস্ট মোছা যায় এটা খুঁজে পেলাম না। ওটা একটু মুছে দেন। এই পোস্টটা লিখে সংরক্ষন চাপার ১ মিনিট সময় পরে প্রগ্রেসবার ১০০% হলো। এটা আসলে কীসের সমস্যা? পোস্ট করা বাদে বাকি সব ব্রাউজিং আগের থেকে ভালো অর্থাৎ কম সময় লাগছে মনে হচ্ছে।
বটম লাইন, মনে হচ্ছে মূল আপডেটের কাজটা বড় কোন বাগ ছাড়াই হয়েছে। টুকটাকের দিকে নজর দিতে পারেন এবার।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ওয়ার্কফ্লো বাগ হতে পারে। আবার ক্যাশিং বাগ হতে পারে। আরেকটা পোস্ট করে দেখেন।
কিমুন জানি দেখা যাইতাছে, চিন-পরিচিৎ লাগতাছেনা। আমার হালকা একটু লইজ্জা লাগতাছে।
যাউজ্ঞা, নোটিফিকেশন জিনিশটা ভালু পাইলাম।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মোবাইল ব্রাউজ করে স্ক্রিন শট দিতে পারেন বিভিন্ন মোবাইল থেকে?
মোবাইলে চাল্লু লাগছে নতুন সাইট!
mobile photo1mobile photo2
mobile photo3
mobile photo4
তবে আপনার লাস্ট লেখাটা এখনো আসতেই আছে আর আসতেই আছে| কিন্তু আসে না| আগেও এমন হত? এটা কি আমার ফোনের সমস্যা নাকি বড় পেইজগুলো লোড হতে সময় লাগে?
আগে একটা লেখা খসড়া সেইভ ছিল, এখন খুঁজে পাচ্ছিনা। 'আমার কীর্তিকলাপ' কই ?
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
http://www.sachalayatan.com/workspace/2014
হুররে, আমার দারুউউউউউউন লাগছে নতুন সাইট
একেবারে ঝরঝরে, ঝকমকে আর চটপটে
জটিল কাজ করেছেন জনগন
অভিনন্দন লহ, অভিনন্দন-----
ইয়া ঢিসুম (দুঃখিত, অতিরিক্ত আনন্দে আছি সাইট দেখে--)
এমনি একটা ঢিশুম দিলাম...
অন্যরকম লাগছে।
ক.
নতুন সাইটের স্পীড ভালো। দেখতে ভালো। কিন্তু বেশী ফাকা। চারপাশে বিশাল ধূ ধূ মরুভূমি খালি পড়ে আছে। বিশেষ করে মন্তব্য লিখতে গেলে উপরে লাইন ধরে দাড়ানো এই লিংকগুলো এভাবে দেখতে ভালো লাগছে না।
* লেখালেখি করুন
* লেখা অনুসরণ
* সচলায়তন সাইট
* আমার অ্যাকাউন্ট
* বাংলা লেখা
* প্রস্থান
খ.
একটা ছবি টেষ্ট করি এবার।
ওই দূর পাহাড়ে: একদিন চলে গেলাম দিগন্তের ওই পাহাড়ে
গ.
সিগনেচার অপশন কি তুলে দেয়া হয়েছে?
ঘ.
ইমো টেষ্ট করি।
(গুড়)
ঙ.
ফরমেটিং অপশন কই গেল? বোল্ড ইটালিক কিচ্ছু পাচ্ছি না।
=======================
আপাতত এই!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ছবি টেষ্ট ফেল করছে!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ফেইসবুক কানেন্ট টেষ্ট করলাম।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ফেসবুক নাম আর ছবি দেখাচ্ছে, ব্যাপারটা কনফিউজিং।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কারো নাম দেখি একবার বাংলায় একবার ইংরেজীতে দেখায়।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
নতুন সাইটের চেহারাসুরত কেমন জানি খাপছাড়া লাগছে। আগের লেখার সাইজ ঠিকমত ছিলো, এখন বেশি বড় বড় লাগে
এ কী কাণ্ড!
একটা ব্রাউজার থেকে পরপর দুইবার লগিন করলাম।
আপগ্রেডের মত কষ্টসাধ্য কাজটা সফল হোক, সুন্দর ভাবে শেষ হোক।
মুর্শেদ ভাইসহ আর যারা জড়িত আছেন সবাইকে অন্তরিক অভিনন্দন।
সচলায়তনের মুল লোগো প্রথম পাতায় কোথাও রাখা যায়?
...........................
Every Picture Tells a Story
ও মানিক, কি বাত্তি জ্বালাইলি, এতো পুরাই ফকফকা!
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
কোন পোস্টে ক্লিক করার পরে পেইজ ভচকাইয়া যাইতেছে।
অজ্ঞাতবাস
যে যা-ই রিপোর্ট করেন না কেন, সাথে ব্রাউজারের নামটাও দিয়েন।
মজিলা ৩.৬ জার্মান। সমস্যাটা এখনো আছে। ফ্রন্ট পেইজ ঠিক থাকে। কিন্তু পোস্টে ক্লিক করলেই পেইজ ভচকাইয়া যায়।
অজ্ঞাতবাস
মজিলা 3.6X জার্মান, রিপোর্টিং- আমারটায় কিন্তু ঠিকই আছে। ভচকানো বলতে বদ্দা কী বুঝাইতাছেন? আগের মতো পাওয়া যাবে না এইটা ঠিক। আগে যেমন ডান দিকে একটা প্যানেল ছিলো লেখকের সব লেখার, সেইটা এখন নাই।
আপনে একটা স্ক্রিনশট দেন বদ্দা, বিটে। মুরশেদালির বুঝতে সুবিধা হবে নে তাইলে। তাছাড়া বাকিরাও মিলায়ে দেখতে পারবে, প্রায় বা একই রকম সমস্যা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"ব্লগ লিখুন" ট্যাবটা খুঁজে পাচ্ছি না (ব্রাউজার : মজিলা)
কুটুমবাড়ি
আছে তো, উপরে।
উপরে বাঁয়ের লিস্টে 'লেখালেখি করুনও' দেখতে পাচ্ছি।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
১। মোবাইল সাইটের জন্য অনেক ধন্যবাদ!
২। আই-ফোনে বাংলা টাইপ করে ক্যামনে?
৩। সাইট অনেক দ্রুত মনে হচ্ছে।
৪। হাচলদের নামের পাশে (অতিথি) দেখা যাচ্ছে না।
৫। মন্তব্যের নাম্বারিং দেখা যাচ্ছে না।
৬। মোবাইল সাইটে সবচেয়ে প্রথমে "প্রাথমিক লিঙ্ক" আসছে, তারপর নিচে স্ক্রল করলে পোস্টগুলো আসছে, আমার মতে উল্টোটা হলে ভালো হতো।
৭। মোবাইল সাইটের কোথাও সচলায়তনের লোগো দেখলাম না।
ব্রাউজারঃ সাফারি, ফায়ারফক্স
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
কোনকিছু সার্চ করার উপায় কী?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
উপরে সার্চ লিংক থেকে সার্চ করতে পারো। ৩৫% ইনডেক্সিং সম্পন্ন হয়েছে। এছাড়াও গুগল সার্চ যুক্ত করা হবে শিঘ্রী।
ওকে, ধন্যবাদ।
নোটিফিকেশন কি অফ? 'আমার অ্যাকাউন্টে' ট্যাবটা দেখছি না এখন। আপনি যে আমার মন্তব্যের জবাব দিলেন, কোন নোটিফিকেশন পাইনি। ইন ফ্যাক্ট এখনো কোন কিচ্ছুরই কোন নোটিফিকেশন পাই নাই।
* FF ব্যবহার করছি।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আগে প্রথম পাতায় কতটা আসবে সেটা ঠিক করার জন্য একটা ব্রেক বিবিকোডের কথা বলা ছিল, কিন্তু সেটা ঠিকমত কাজ করত না (আমার অন্তত); সেটা এবার ঠিকঠাক করে দেওয়া যায়?
'Split At Cursor' অপশন আছে। ব্রেইকটাও কাজ করার কথা।
বাঃ। ওই অপশনটা লাগিয়ে দেখব।
ব্রেক কি এখনও আছে? বিবিকোড হেল্প-এ দেখিনি বলে ভাবলাম আর নেই। যাহোক প্রথমটাই যথেষ্ট।
নামের পাশে [অতিথি] কোথায় গেল? আপগ্রেডের ধাক্কায় একেবারে মোক্ষলাভ ঘটেনি নিশ্চয়ই?
সমস্যা এক. কারো পোস্টে গেলে তাঁর করা বাকি পোস্টের তালিকা নাই।
সমস্যা দুই. ফেসবুক কানেক্ট ক্যমনে করে? (চেকড্)
সমস্যা তিন. চুরি করে ইনভিজিবল থাকার বেইল কি শ্যাষ?
সমস্যা চার. নতুন কমেন্টের "নতুন" লেখাটা কালো ক্যান? লাল-কমলা-সবুজ-গু কালার, যা খুশি একটা হোক যাতে চোখে পরে। এখন তো বুঝিই না কোনটা নতুন আর কোনটা পুরান।
সমস্যা পাঁচ. পরে কমু, এখন ক্ষুধা লাগছে। আগে খাইয়া লই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফেসবুক কাজ করে তো। টেস্ট করলাম। ট্রাই দেন। এখান থেকে লগাউট করেন আগে।
১। তালিকার মডিউলটা যুক্ত করা হবে।
২। লগ আউট করো। তারপর লগইনের উপরে ফেইসবুক কানেক্ট (নীল সংযোগ লেখা) বাটন চিপি দাও। কানেক্ট হলে পরে লগ ইন করো।
৩। হ, তাইতো মনে হয়।
৪। নতুন ঠিক করছি। থ্যাংকস।
৫। পরে উত্তর দিমু। খাইয়া আসি।
১। দেখছি।
২। সহজ অপশন যোগ করা হবে।
৩। বুঝি নাই। আপনি তো ফেইসবুক কানেক্ট ব্যবহার করেই এই মন্তব্যটি করেছেন।
৪। দুঃখিত। শীঘ্রই আরো ইউজার ফ্রেন্ডলী করা হবে।
রিপোর্টিংয়ের জন্য ধন্যবাদ।
আমি ফেসবুক একাউন্ট দিয়ে ঢুক্তে চাচ্ছি না। কাজেই মন্তব্যের নোটিফিকেশন কোথায় আসবে, সেটা জানার জন্যে এ মন্তব্য করলাম। পরোপকারী কেউ একটা বেহুদা জবাব দিয়ে বাধিত করুন।
দিলাম বেহুদা জবাব!
কী বুঝলা জানাও। আমার এখনো কোন নোটিফিকেশন আসে নাই। হতে পারে অপশনটা আপাতত অফ আছে, পরে আবার যোগ করা হবে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নোটিফিকেশনের কয়েকটা অপশন আছে:
১। সচলায়তনের ব্যক্তিগত মেসেজ: সক্রিয় এবং এটাই বর্তমানে ব্যবহৃত হচ্ছে
২। ইমেইল: সক্রিয় কিন্তু ব্যবহৃত হচ্ছে না
৩। এসএমএস: নিস্ক্রীয়। এসএমএস গেইটওয়ে কিনত পয়সা লাগবে কিন্তু আন্দাজ করছি বেশী ব্যবহৃত হবে না।
৪। টুইটার: নিস্ক্রীয়। বাংলাদেশীরা টুইটারে অতটা সক্রিয় না।
৫। XMPP: নিস্ক্রীয়। বুঝতেছি না কতটা দরকারী হবে।
বাহ! মন্তব্যের জবাব আর নতুন মন্তব্যের জন্যে নতুন পেজে যেতে হচ্ছে না দেখে আমি মুগ্ধ!
এটা চমৎকার লাগছে। উপরে নিচে অন্য মন্তব্য, পোস্ট সব ঘুরে আসা যাচ্ছে দরকারে।
এডিটিং করলে ঝাপসা করে উপরে দেখায় আগের মন্তব্যটা! নতুন মন্তব্য করার পরে আবার ফ্ল্যাশিং হয়!
আর সব কিছু অনেক অনেক ফাস্টার!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বাহ। বেশ ভালোই তো লাগছে। চেষ্টা করলাম, কিন্তু মন্তব্যের প্রিভিউ তো দেখাচ্ছে না। স্মাইলি দিলাম, নিচ্ছে না। ফায়ারফক্স ব্যবহার করছি। এটা কি আমার ব্রাউজারের সমস্যা কিনা বুঝতে পারছি না।
অ্যাজাক্সিফায়েড বলে প্রিভিউ বাটন কাজ করে না। বরং উপরের বাটনের জায়গায় চোখের মত আইকনটায় ক্লিক করুন।
খালি এই অ্যাজাক্সিকরণের লাইগাই তোমারে মিয়া একটা চুম্মা দিমু (দেখা হৈলে মনে করায়া দিও যে তুমি আমার কাছে একটা চুম্মা পাও)।
দুইটাই দিতাম, কিন্তু জবাব দিতে গেলে টেক্সট ফরম্যাটিং কারিকুরীগুলো এখনও আসে নাই বলে একটাই পাইবা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওহ! একদম বোকার মতো প্রশ্ন করে ফেলেছি! ধন্যবাদ।
মন্তব্যের ঘরে ফরম্যাটিং কারিকুরীগুলো কি নিষ্ক্রিয় হয়ে গেছে? আমার ফায়ারফক্সে এখন দেখতে পাচ্ছি না। কাল রাতেও তো দেখলাম আছে।
পেইজের প্রস্থ কি বেড়েছে? ব্যানারের সাইজ কি পরিবর্তিত হয়েছে নাকি আগেরটাই আছে?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
১। মন্তব্যের কারিকুরি তো আছেই! Ctl+F5 চেপে দেখো।
২। পেইজের প্রস্থ বেড়েছে। প্রথম পেইজে কলাম দুটোই আগের চেয়ে ছোট। লেকার ভিতরে ঢুকলে কোনো ডান কলাম পাবেনা। অনেকখানি দৈর্ঘ্য বেড়ে যায়। পড়তে আরাম হবে।
৩। ব্যানারের আকার আগেরটাই আছে।
১) নোটিফিকেশনের অপশন 'আমার অ্যাকাউন্ট' বা মন্তব্যের নিচে দেখি না।
আ্পগ্রেডের পরে আসছিল নোটিফিকেশন ট্যাবটা, কালকে রাত থেকে দেখছি না।
২) কেবলই কনট্যাক্ট অ্যাট সচলয়ায়তন থেকে ৪৬টা মেইলের একটা থ্রেড পেলাম, যেখানে আমাকে বলা হচ্ছে আমার নাকি 'প্রাইভেট মেসেজ' এসেছে, প্রতিটার ভিন্ন ভিন্ন লিঙ্ক, কিন্তু আমি একটাতেও ক্লিক করে দেখতে পাচ্ছি না কিছুই। বলছে -
Access denied
You are not authorized to access this page. !!
(লগ ইন করা আছে, আর ফায়ারফক্স ব্যবহার করছি)।
৩) মন্তব্য এডিট করতে গেলাম, বা ভুলে চাপ পড়লো, কিন্তু পরে ঠিক করলাম যে দরকার নাই, এক্ষেত্রে 'cancel' জাতীয় কিছু নাই, পুনরায় 'সংরক্ষণ' (save) ক্লিক করতে হচ্ছে।
বি.দ্র.: নতুন করে সংরক্ষণ করলে কিন্তু শেষ মডিফাইড সময় দেখায়, মানে নতুন মন্তব্য হয়ে যায় ঐটা। কাজেই এডিট না করলে ব্যাপারটা কেমন যেন!
৪) আমি মন্তব্য 'লাইকানোর' কোন পদ্ধতি দেখছি না। সন্দেশের অন্য পোস্টটায় দেখছি অনেকে 'প্লাস/মাইনাস' দেবার কথা বলেছেন। লাইক/ডিসলাইক কি আপাতত হাচল/অতিথিদের নাই?
৫) অতিথিদের লেখা মডারেশন হচ্ছেনা? বিশেষ করে ফেসবুক দিয়ে লগইন করে পোস্টালে?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
১। দেখছি। নোটিফিকেশন সবার থাকার কথা।
২। প্রাইভেট মেসেজটা অতিথিদের দেয়া নেই। দিয়ে দিচ্ছি।
৩। দেখছি। (জাস্ট ইগনোর করলেও চলে)
৪। লাইক/রেটিং অতিথিদের জন্য নেই।
৫। মডারেশন পার হচ্ছে। এটা (প্রায়) আগের মতোই আছে।
ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
অতিথিদের জন্য নোটিফিকেশন এবং মেসেজিং ঠিক করলাম। প্রতি বারো ঘন্টায় একটা সামারাইজড ডাইজেস্ট যাবে প্রতি সদস্যের কাছে - সচলায়তনের প্রাইভেট মেসেজ বা ব্যক্তিগত বার্তায় ভর করে। যদি এই ব্যক্তিগত বার্তা না দেখা হয় তাহলে প্রতিদিন অন্তর একটা করে রিমাইন্ডার আসবে ব্যক্তিগত বার্তাটির ব্যাপারে এটাও বন্ধ করা যায় নিজের প্রোফাইলে ঢুকে।
ঠিক হয়েছে। এখন সব পাচ্ছি।
(মন্তব্যে লাইকানোর অপশনটা আগের মতো হাচলদেরকে দিলে বেশ হতো। অনুরোধ রাখলাম।)
অনেক ধন্যবাদ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নিবন্ধন করতে আমি 'রু' এবং 'ru' দুটোই ব্যবহার করেছি। এখন নতুন মন্তব্য করতে নাম দেওয়ার সময় 'রু' নিচ্ছে না, কিন্তু 'ru' দিয়ে মন্তব্য করা যাচ্ছে। 'রু' নাম লিখলে, বলে এটা একটি নিবন্ধিত নাম। একই হিসাবে 'ru'-টাও রিজেক্ট করা উচিত ছিল। করেনি আমার জন্যই ভাল, তাও জানায় রাখলাম।
-রু
১। এখন আমাগো কারুর নামের পাশেই আর [অতিথি]টা দেখায় না ক্যান?
২। প্রোফাইলে কটা পোস্ট কটা মন্তব্য ইত্যাদি স্ট্যাটটা ফিরায়ে দেন, নইলে কবে সাড়ে ছাব্বিশটা হয়ে গেল বুঝব কী করে...
৩। পোস্ট করতেই লেখাটা লিঙ্কসমেত পেয়ে গেলাম, মডুপ্যানেল ঘুরে আসার আগেই (তখনও নীড়পাতায় বা প্রোফাইলে দেখাচ্ছিল না), মন্তব্যের সুযোগও পেয়ে গেলাম, এইটা একটা মজার ফীচার।
৪। অ্যাজাক্সায়িত কমেন্ট দারুণ ব্যাপার হয়েছে।
৫। নীড়পাতায় প্রতিটা লেখার নিচে দেখাচ্ছে, ১০টা মন্তব্য, ২টো নতুন, এরকম, কিন্তু লেখায় ঢুকে পড়লে সেগুলো আর দেখাচ্ছে না। সেইটা ফিরিয়ে দিলে ভালো হয়।
১। এটা ঠিক করতে চেষ্টা করছি। নামের ওভাররাইডটা কাজ করছে না।
২। স্ট্যাট কিছুদিন পরে ধরি। মেজর সমস্যা নয় এটি।
৩। হু ঠিকই আছে। আপনার পোস্টে আপনি একসেস করতে পারবেন এখন থেকে।
৪। পপআপ করার ইচ্ছা ছিল। তবে যা আছে সেটাও মন্দ নয়।
৫। এটা হয়েছে অ্যাজাক্সায়িত করার পর। আপনি মন্তব্য পোস্ট করার পর সেটাকেও টুকে রাখছে। এই মডিউল ডেভলপারদের কাছে ধর্না দিতে হবে।
৩| নিজের পোস্টে নিজে অ্যাকসেস করতে পারাটা বিরাট লাভজনক ব্যাপার।
৪| পপ-আপ কোরেন না ভাইয়া। এইটাই বেশি সুবিধা লাগছে, অন্তত আমার কাছে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন