আপডেট:
ফেইসবুক কানেক্ট ব্যবহার করলে ফেইসবুক খোলা থাকা অবস্থায় সচলায়তনে ঢুকলে দুজায়গা থেকেই লগ আউট হয়ে যাচ্ছিল। এই সমস্যার সমাধান হবার আগ পর্যন্ত ফেইসবুক কানেক্ট বন্ধ রাখা হল। ফেইসবুক কানেক্ট এবং তৎসংক্রান্ত সকল টেম্পোরারী একাউন্ট মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে মন্তব্যের ঘরে নাম, ইমেইল দিয়ে এবং পোস্টের জন্য অতিথি লেখক একাউন্টটি ব্যবহার করুন।
======================================
আপডেট:
অতিথি লেখকের অ্যাকাউন্ট সক্রিয় করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
======================================
প্রিয় সচল, অতিথি ও পাঠকবৃন্দ,
গত সাড়ে তিন বছর যাবত সচলায়তন দ্রুপাল এনজিনের চতুর্থ সংস্করণের ওপর ভর করে চলছিলো। আমাদের নিজস্ব প্রয়োজন মেটাতে আমরা অসংখ্য নিজস্ব ফিচার সংযোজন করেছি, যা দ্রুপালের ডিফল্ট এনজিনে ছিলো না।
কিন্তু দ্রুপালের চতুর্থ সংস্করণ থেকে ষষ্ঠ সংস্করণে উন্নীত হবার সময় আমরা কিছু জটিল সমস্যার মুখোমুখি হই সচলায়তনের বিপুল ডেটাবেজ নিয়ে। কিছু ত্রুটির কারণে ষষ্ঠ সংস্করণে এই ডেটাবেজ আমরা যোগ করতে পারছিলাম না। দীর্ঘ দুই বছর ধরে একটু একটু করে আমরা এই সমস্যাটি সমাধান করে অবশেষে তল্পিতল্পা নিয়ে ষষ্ঠ সংস্করণের এনজিনে চড়ে বসেছি। এখন পর্যন্ত পরীক্ষা করে আমাদের মনে হয়েছে, আমাদের এই এনজিনান্তর সফল হয়েছে, কোনো ধরনের বিভ্রাট বা ক্ষতি ছাড়াই।
কিন্তু আমাদের সাড়ে তিন বছরব্যাপী যোগ করা কাস্টোমাইজড ফিচারগুলো এখনও যোগ করা বাকি। আমরা আগামী কয়েক সপ্তাহ ধরে একটু একটু করে এই ফিচারগুলো যোগ করবো, আরো অসংখ্য নতুন ফিচারসহ। প্রতিটি ফিচার নিয়েই আমরা আপনাদের মতামত শুনতে উৎসুক। তাই আগামী দিনের সচলায়তন দেখতে কেমন হবে, কী কী সুবিধা তাতে কে কীভাবে পাবেন, তা বহুলাংশে আপনারাই নির্ধারণ করবেন। তবে এই আলোচনার আগে প্রয়োজন হাতেকলমে সব পরখ করে দেখা।
তাই আর দেরি নয়। আপগ্রেডেড সচলায়তনকে ভাসিয়ে দিন লেখার বন্যায়। সাবধানের মার নেই বলে ব্যাকাপ রাখতে ভুলবেন না। আর যে কোনো সমস্যা রিপোর্ট করুন এই পোস্টে।
"অতিথি লেখক" অ্যাকাউন্টটি কিছু বাগ মেরামত করার জন্যে আপাতত চুনকামের আওতায় রয়েছে। আমাদের সম্মানিত অতিথিদের অনুরোধ করবো কিছু সময় ধৈর্য ধরতে। আমরা দ্রুততম সময়ে আপনাদের জন্যে অ্যাকাউন্টটি খুলে দেবো। আপাতত ব্যবহার করুন আমাদের আনকোরা নতুন পরীক্ষাধীন ফিচার "ফেসবুক কানেক্ট"।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধন্যবাদ সচল দলকে। হুররররে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ইয়াআআআ ঢিসসুমমমম------
জটিল হয়েছে কাজ
শুভেচ্ছা লও আজ
মন্তব্য করার ব্যবস্থাটা দারুণ হয়েছে
নিজের মন্তব্যে ১ ভোট দিলাম
দারুণ কাজ
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার বেশ পছন্দ হইসে।
ধন্যবাদ সচল টীমকে।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
দারুণ দ্রুতগতির হয়েছে। ধন্যু।
কয়েকটা জিনিস পেলে ভালো লাগবে।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
১। দেয়া হয়েছে
২। দেয়া হতে পারে
৩। দেয়া হয়েছে
১ আর ৩ দারুণ দুইটা ফিচার!
মন্তব্য এডিটরের নিচে নোটিফিকেশন এর ব্যবস্থা রাখা আছে। আমি অবশ্য এখনো পর্যন্ত ব্যবহার করিনি। ব্যবহার করে দেখতে পারেন।
ইচ্ছার আগুনে জ্বলছি...
বেশ ভালো লাগছে নতুন বেশে সচল। একটু অভ্যস্ত হতে হবে শুধু।
ব্যানার দেখতে পাচ্ছিনা, শুধু নিচে মুস্তাফিজ ভাইয়ের নাম পড়া যাচ্ছে। Firefox 3.6.13 ব্যবহার করি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নিজের মন্তব্যকে একটা মাইনাস দিলাম। দেখতে ভালোই লাগছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমি এইটায় একটা প্লাস দিলাম।
অতিথিরা কি প্লাস/মাইনাস দিতে পারছেন? আমি কোন অপশন দেখি না!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
পাণ্ডবদা, ব্যানার কি এখনো দেখতে পাচ্ছেন না?
আপনার কোন ব্যানার ব্লক অ্যাড অন আছে কিনা, বা পিসি তে ফায়ারওয়াল ব্যবহার করলে সেখানে ব্যানার ব্লক করা আছে কিনা চেক করে দেখুন একবার।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
১। ফেসবুক কানেক্ট কিছু বুঝিনা। একবার কানেক্ট করলাম, এরপর থেকে আমার ফেসবুক আইডিকে লগড ইন দেখাচ্ছে। এমনকি ফেসবুক থেকে সাইন আউট করার পরও। এমনকি প্রস্থান করার পরও দুইটা Sajal Dash দেখাচ্ছিল কিছু সময়। এ থেকে পরিত্রাণের উপায় কী?
২। পোস্ট দেয়ার সাথে সাথে পাবলিশ হয়ে গেলো, নামের পাশে [অতিথি] দেখা যাচ্ছেনা, সাময়িক মোক্ষলাভ হলো নাকি?
৩। সাইট টা দেখতে এখন বেশ ঝরঝরে লাগছে, থাম্বস আপ।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
চাক্কু হইছে।
গুড জব ডান।
বাহ্
দেখতে বেশ সুন্দর লাগতেছে...
ডেভুদের সবাইরে বিরাট ধন্যবাদ...
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি আজকেগা 'ডেভু' মানে বুঝলাম!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অঙ্কুর বানান পরীক্ষকের শব্দ তালিকা বৃদ্ধি করা হয়েছে। আপগ্রেড করে নিতে পারেন।
সবকিছু দেখা হয়ে উঠেনি। শুধু একটা মন্তব্য করতে গিয়ে নতুনভাবে সংযুক্ত ফিচার দেখে চমৎকৃত হলাম।
সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। ওয়েল ডান।
মন্তব্য করতে গিয়ে দেখলাম 'মনমাঝি' নাকি একজন নিবন্ধিত ব্যবহারকারীর নিক। মন্তব্য প্রত্যাখ্যান করে বারবার এই মেসেজটা আসেঃ "The name you used belongs to a registered user."। আমার জানামতে আমি ছাড়া এখানে এই নিক ব্যবহারকারী আর কেউ নেই ! আর আমি তো কোন নিবন্ধন-টিবন্ধন ছাড়াই ঐ নিকে লিখেছি এদ্দিন। বেশ অবাক হলাম। তাই এখন নিকের সাথে একটা 'ও-কার' জুড়ে দিয়ে মন্তব্যটা করছি। কিন্তু 'ও-কার'-বিহীণ অবস্থায় ফেরা যাবে না ?
তাছাড়া 'লেখালেখি করুন' বা 'ব্লগ লিখুন' - এই লিঙ্কগুলিও আপগ্রেডের পর আর দেখতে পাচ্ছি না।
সদস্য নাম guest_writer , পাসওয়ার্ড guest - দিয়েও তো আর লগ-ইন করতে পারছি না।
নিবন্ধন না করে লেখা শুরু করার এটাই বাজে দিক। আমরা এ কারণেই সবাইকে নিবন্ধন করে লিখতে অনুরোধ করি। অনুরোধটা যে খামাখা করা হয় না, সেটা ঠেকে শিখলেন আর কি। আশা করি বাকিরা আপনাকে দেখে শিখবে ।
আর পোস্টের পাঁচ নাম্বার প্যারাটি আবার পড়ুন।
মনমাঝি ভাই, আপনার উদ্বিগ্ন হবার কোনই কারণ নেই। "The name you used belongs to a registered user." এই রেজিস্টার্ড হওয়া বাবুটি আর কেউ নয়, স্বয়ং আপনি নিজেই!
মনে করে দ্যাখেন, সচলে লিখালিখির শুরুতে আপনি নিশ্চয়ই রেজিস্টার করেছিলেন, এবং তখন সচলায়তন থেকে একটা মেসেজও আপনার কাছে এসেছিল। মেসেজটা ছিল এইরকমঃ
মনমাঝি, // the name you registered with
সচলায়তন এ নিবন্ধন করার জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে লক্ষ্য ........
সদস্য হবার জন্য অতিথি লেখক হয়ে লিখতে ও মন্তব্য করতে হবে। অতিথি.........
-- সচলায়তন team
সেইজন্যেই কেউই "আপনার নাম" এর ঘরে "মনমাঝি" লিখে মন্তব্য করতে পারবে না। আমার এক বন্ধুও দেখলাম "রেজিস্টার্ড" এর জুজুতে ১১৫ ডিগ্রি জ্বর তুলে ফেলেছে। বেচারা সচলে প্রায় আট-নয়টা পোস্ট করেছে, এখন ভাবছে, হায় হায়, সবই বুঝি গেল। ওকে গোমরটা বলিনি এখনো, থাকুক টেনশনে আরো কিছুক্ষণ।
আরে আনন্দে লাফান মিয়া। হিমুদা খালি খালি আপনাকে ভয় দেখাইসে।
সাত্যকি
হা হা। মাত্র আট-নয়টা পোস্ট? আমি নিজে আটত্রিশটা পোস্ট দেয়ার পরে টের পাইসি যে আমি নিবন্ধনই করি নাই। :( শুরুতে "বইয়ের পোকা" নামে নিবন্ধন করসিলাম অবশ্য। কিন্তু ওই নিকে কোনো পোস্ট/মন্তব্য করি নাই। সন্দেশের সাম্প্রতিক পোস্ট অতিথি লেখকদের জন্য পড়ার পর পুরোনো মেল চেক করতে গিয়া জিনিসটা ধরা পড়ল। শেষে সাত-তাড়াতাড়ি (গত ২৭/১২/১০ ইং তারিখে) রেজিস্ট্রেশন কইরা ফেলসি।
কুটুমবাড়ি
সংশোধনী : অতিথি লেখকদের জন্য নয় পড়তে হবে অতিথি লেখকদের প্রতি
ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে হৈসে, যা প্রথম মন্তব্যে নিকের সাথে দিতে ভুলে গেসি!
এই ভুলোমন নিয়া যে কী করি!
নিবন্ধিত নিক : কুটুমবাড়ি
নাহ। এত সরল না বোধহয় ব্যাপারটা। আমার যদ্দুর মনে পড়ে আমি লেখালেখির জন্য কখনো নিবন্ধন করিনি। সোজা guest_writer লিখে ঢুকে গেছি এবং পোস্ট করেছি। নিকটা দিয়েছি পোস্টের মূল বডির ভিতর, কোন ডেটা ইনপুট বক্সের ভিতর না। তাছাড়া আপনার কথামত আমার ইমেইলের ভিতর সার্চ দিয়ে দেখলাম ঐ রকম কোন ইমেইল আমি পাইনি।
উপরন্তু, এখন নতুন করে সচলে 'মনমাঝি' নিকে 'সদস্য নিবন্ধন' করতে গিয়ে দেখলাম মেসেজ আসছে এই নিকটা নাকি 'is already taken'। তো ভাবলাম আপনার কথাই হয়তো ঠিক, হয়তো ভুলে গেছি নিবন্ধনের কথা। তাই পাসওয়ার্ড পুনরুদ্ধারের আশায় 'পাসওয়ার্ড হারিয়েছে?' পেইজে গিয়ে 'মনমাঝি' এবং 'monmajhi' এবং আমার ইমেইল এ্যাড্রেস - এই তিন উপায়ে ৩ বার ট্রাই করে দেখলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ৩ বারই মেসেজ আসলো - "Sorry, মনমাঝি / monmajhi / আমার ইমেল এ্যাড্রেস is not recognized as a user name or an e-mail address" !
কিন্তু আমার প্রশ্ন হলো এই নিকটা যদি 'already belongs to a registered user'-ই হয়, বা 'is already taken'-ই হয়, তাহলে এই নিক লিখে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে চাইলে "is not recognized as a user name or an e-mail address" !" - এইরকম মেসেজ তো আশার কথা না। এই দুইটা মেসেজ তো পরস্পর কনফ্লিক্টিং। একটা বলছে 'আছে', আরেকটা বলছে 'নাই'। তাছাড়া, এই নিক যদি ইতিমধ্যে অন্য কারো দ্বারা নিবন্ধিত হয়েই থাকে - তাহলেও এইরকম মেসেজ না এসে যা হওয়ার কথা তা হলো - নতুন পাসওয়ার্ডটা ঐ নতুন নিবন্ধিত সদস্যের ইমেল ঠিকানায় চলে যাওয়ার কথা সফল ভাবে এবং একটা 'New Password Sent to your registered email address' - এই জাতীয় মেসেজ দেখানোর কথা। তাই না ? অন্ততঃ 'is not recognized...' ধরণের কোন মেসেজ তো আসার কথা না (যার মানে আমি বুঝছি যে এই রকম কোন নিক ডেটাবেইজে নেই আদৌ)।
আর আমার ইমেল এ্যাড্রেসটাও যে নিবন্ধিত না-ই, তা আরো নিশ্চিত হওয়া যায় যখন দেখা যায় আমার ইমেল এ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা করলেও ঐ একই নেতিবাচক মেসেজ আসে (Sorry, ... is not recognized as a user name or an e-mail address)।
সোজা কথায় আমার কাছে ব্যাপারটা এইরকম মনে হচ্ছে - The nick 'মনমাঝি' is already taken and belongs to a registered user (who is not you), but the nick does not exist in our database. এইটা কিভাবে সম্ভব সেটা অবশ্য আমি বুঝতে পারছি না।
আমার বোঝায় ভুল থাকলে অবশ্য ভিন্ন কথা। তাছাড়া আমি এসব Techy ব্যাপার-স্যাপার একটু কমই বুঝি। তো মডুরা কি বলেন ? সমস্যাটা কোথায় আসলে ?
তবে আমার একটা বাদে মনে হয় অল্প যে ক'টি পোস্ট দিয়েছি তার সবক'টি পোস্টের নিচেই সন্দেশের এই পোস্টের ২নং পরামর্শ অনুযায়ী আমার ইমেইল এ্যাড্রেসটি "restrict:মডু" কোডের মাধ্যমে দিয়ে দিয়েছি।
আপনার এই নিকটি অন্য কেউ বুক করে রেখেছে তাহলে। তবে সেই ব্যক্তির অ্যাকাউন্টটি সক্রিয় করা হয়নি। আপনি মনমাঝির কোনো একটা ভ্যারিয়্যান্ট দিয়ে নিবন্ধনটা করে রাখুন, নাহলে পরে শিবরামের সেই অদ্বিতীয় পুরস্কারের মতো পরিস্থিতি দেখা দিতে পারে।
আপনার নাম: অপশনে বাংলা লিখা যাচ্ছে না।
মন্তব্য / ই-মেইলে বাংলা, ইংরেজি দুটো টাইপ হচ্ছে।
হায় হায় আমার এই আইডি ও আরেকজন নিয়ে গেছে
অনেক আগে মনেহয় একবার রেজিষ্ট্রেশন করেছিলাম। কিন্তু পাসওয়ার্ড তো ভুলে গেছি
পাসওয়ার্ড ফেরত কি পাওয়া সম্ভব (ই-মেইলে)??
সব কিছুই তো ঠিকাছে..
মন্তব্য করতে গেলে নীড় পাতা সার্চ টেগটার উদ্দেশ্য কি?
ইদানীং একটু কম ঢোকা হচ্ছে সচলায়তনে। পুরা দৌড়বিদ হয়ে গেছি ট্রাক ছাড়াই
আজ নতুন অবস্থা দেখে ঢুকে একটা পোস্টালাম হালকার উপর
দুইটা সমস্যা দেখলাম
০১
নীড়পাতায় লগইন করে কোনো পোস্টে ঢুকলে অটোমেটিক লগআউট হয়ে যাচ্ছি। পোস্টে ঢুকে আবার লগাতে হচ্ছে। যেমন এখনও হলো
০২
প্রচলিত বাংলা টেক্সট থেকে ইউনিতে কনভার্ট করার কনভার্টারটা বোধহয় এখনও যোগ করা হয়নি
০৩
আগে কোনো পোস্ট আপলোড দিলে বাই ডিফল্ট প্রথম পাতায় চলে যেত। নিজের ব্লগে রাখতে হলে অপশন ব্যবহার করতে হতো। এখানে দেখলাম বাই ডিফল্ট নিজের ব্লগ-এ টিক দেয়া আছে। প্রথম পাতায় দিতে হলে অপশনে গিয়ে টিক দিতে হয়
বাকিসব দেখে দেখে একটু একটু করে বলব। আপাতাত ভালোই লাগছে
০১। লগ্রইন করার পর কোনো পোস্ট ঢুকলে রিফ্রেশ দিন। Ctl+F5
০২। না কনভার্টার যোগ করা হয়নি। করে দিবো।
০৩। এখনও আগের মতই আছে। এট লিস্ট আমার ক্ষেত্রে। আমি দেখবো এটা।
ভাইয়া, অতিথি লেখকের একাউন্ট ব্যবহার করে লগ্ইন করার পর আরেকটি পোস্ট ঢুকে রিফ্রেশ দিলাম।
হচ্ছে না
---আশফাক আহমেদ
ভালোই লাগতেছে, আপাতত কোন সমস্যা হচ্ছেনা
...........................
Every Picture Tells a Story
আপাতত পারবেন না মনে হয় মুস্তাফিজ ভাই। আর ছবিও দেখেন ফেসবুকেরটাই আসছে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
টেস্ট করলাম। দারুণ একটি কাজ হয়েছে। সংশ্লিষ্ট সকলকে বিশাল ধন্যবাদ। এখন ধীরে ধীরে ফিচারগুলো যুক্ত হতে থাকুক।
দারুন আউটলুক।
যারা পেছনে ক্লান্তিহীন শ্রম দিয়েছেন তাদের অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন।
নতুন রূপ বেশ পছন্দ হলো।। এখন অনেক দ্রুতগতির মনে হচ্ছে।।
নোটিফিকেশনের ব্যবস্থা পছন্দ হয়েছে।। তবে মন্তব্যের উত্তর দিলেই শুধু নোটি যাবে নাকি আমার মন্তব্যের পর আর কেউ করলেও যাবে এটা বুঝতে পারলাম না।।
পোস্ট আর মন্তব্যের মাঝখানে কিছু স্পেস থাকলে ভালো হতো বোধহয়...দু'টাকে আলাদা করা যাচ্ছে না। 'আপনার বন্ধুদের মাঝে প্রথম হোন' এটা থাকার দরকার আছে বলে আমার মনে হয় না...ভালো লেগেছে-ই যথেষ্ট বোধহয়।।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
সচলকে নতুন আঙ্গিকে দেখে ভালো লাগছে। সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ
__________
হামিদা আখতার
গতরাতেও লগইন করলাম, মন্তব্য করলাম। সচলের, পিপি ভাইএর পুরোনো মেইলও পেলাম, জবাবও দিলাম। নামের পরে ব্রাকেটে অতিথি নেই দেখে পুলকিতও হলাম। কিন্তু আজ সকালে আর লগইন করতে পারছিনা। অনেক চেস্টা করে না পেরে ভগ্ন চিত্তে বসে রইলাম।
ঘটনা কি মডু? দয়া করে সমাধান জানাবেন?
ফেইসবুক কানেক্ট অপশনটা গিয়াঞ্জাম করতেছে। দেখি দাঁড়ান।
উঁহু আপনি তো ফেইসবুক কানেক্ট ব্যবহার করছেন না। আপনি লগইন করলে টার্মস এন্ড কন্ডিশনস আসে? সেটায় স্ক্রল করে নীচে নেম 'Accept' সিলেক্ট করুন। তারপর সংরক্ষণ করুন। সমাধান না হলে আমাকে জানান প্লিজ।
জ্বী ভাই, লগ অনের চেস্টা করলে টারমস এন্ড কন্ডিশন্স আসছে। আবার ট্রাই করি। নাহলে আপনাকে জানাবো। ধন্যবাদ।
সার্চ অপশনের জাত তো গেল মনে হচ্ছে। কিছুই ঠিকমত বের করে আনতে পারছে না দেখি..
ধৈবত
প্রিয়বরেষু,
কি হলো জানিনা, এইমাত্র একটি লেখা পোষ্ট করতে গিয়ে দেখি, 'ব্লগ লিখুন' শিরোনামের যে ট্যাবটি ছিল, যেটি ব্যবহার করে এর আগের সবগুলো পোষ্ট করেছি, সেটি আর নেই। বাম মার্জিনে 'লেখালেখি করুন' এ ক্লিক করলাম, কিন্তু কপাল ক্লিক করলো না। ব্লাঙ্ক পেজ পাচ্ছি। অবাঞ্ছিত হয়ে গেলাম নাকি সেটিও বুঝছি না। সহায়তা করবেন কি?
রোমেল চৌধুরী
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এক এক করে আগের সব ফিচারই যোগ করা হবে। কয়েক দিন সময় লাগবে সব ঠিক হতে।
দিদি, ডেভুরা তো খাটছেনই। এমন রাগী সুরে না বলে একটু মিষ্টি করেই বলুন না, ওনাদেরও উৎসাহ হয়...
ইচ্ছার আগুনে জ্বলছি...
গুগলায়তন প্রায় এক সপ্তাহের চেষ্টায় অনেক অনেক কাস্টোমাইজ করা একটি ফিচার ছিল। স্ট্যার্ন্ডাড মডিউলটা সুবিধার না। এটা ঠিক করা হবে - তবে সময় লাগবে।
এই সার্চ মডিউলটা ড্রুপালের। কিন্তু প্রায় চল্লিশ হাজার পোস্ট ইনডেক্স করতে সময় লাগবে। কিছুদিনের মধ্যে ইনডেক্সিং হয়ে গেলে খানিকটা বেটার রেজাল্ট পাবেন। আপাতত এটা ইউজ করুন। গুগলটা যথাসম্ভব শিঘ্রী ঠিক করা হবে।
রোমেল এটা আমার একটা ভুলের কারনে ঘটেছিল। ঠিক করা হয়েছে। অসুবিধার জন্য দুঃখিত।
মাহবুব মুর্শেদ ভাই,
ধন্যবাদ। এমন বিশাল কর্মযজ্ঞে এটি মোটেও অনভিপ্রেত নয়। বরং লজ্জিত হচ্ছি ধৈর্য্য হারাবার জন্যে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ফিরিয়ে দাও আমার হারিয়ে যাওয়া সতেরো সপ্তাহের একটানা লগডইন থাকার রেকর্ড।
আসছে বছর আবার হবে নাহয়...
আবার সমস্যায় পড়েছি। 'লেখালেখি করুন' এ গেলে লেখার কোনো অপশন পাচ্ছি না। খালি একটা পাতা দেখাচ্ছে। আর আমার নিজের অ্যাকাউন্টে গেলে আমার আগের কোনো লেখাও দেখছি না তো।
দুঃখিত। অনুমতি সংক্রান্ত অপশন গুলো নাড়তে গিয়ে অতিথিদের ব্লগ লেখার অপশন কখন যেন তুলে দেয়া হয়েছিল। ঠিক করা হয়েছে।
এবার পেয়েছি। অনেক ধন্যবাদ।
ভাইরে ভাই। বড়োই বেকায়দায় পড়েছি। যতবই লগাই ততবার আমারে লগাইতে না দিয়া টার্মস এন্ড কন্ডিশন দেখায়
পড়তে পড়তে ওইটা মুখস্থ করে ফেলছি। কিন্তু লগাইতে পারি না
নীচে একটা অপশন আছে "Accept terms and condition" ওইটা সিলেক্ট করে সংরক্ষণে ক্লিক করেন। সমস্যা হলে আবার জানান। আমি অপেক্ষা করছি। আমাকে জিমেইলে বা ফেইসবুকে নক করতে পারেন।
এখন তো দেখি হচ্ছে ! আচ্ছা আমি লগাউট হয়ে আবার লগিন করার চেষ্টা করে দেখি, সফল হই কিনা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এবার তো হয়েছে মনে হয় ! এখন নীড়পাতায় গিয়ে আবার পরীক্ষা চালাতে হবে।।।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ফেইসবুক কানেক্ট সমস্যাটা করছিল মনে হয়। সেটা বন্ধ করা হয়েছে।
সম্ভবতঃ ফায়ারফক্স সংক্রান্ত সমস্যা: http://drupal.org/node/669712
আরেকটি সাপোর্ট রিকোয়েস্ট খোলা হয়েছে: http://drupal.org/node/1018212
আমার আগের সমস্যা গেছে। ধন্যবাদ। প্রথমে বুঝিনি বিষয়টা
০২
একটা নতুন বিষয় দেখলাম। কোনো মন্তব্যের জবাব দিতে গেলে এখন অন্য মন্তব্যগুলোও নিচে দেখা যায়
একটা বিষয় করা যায় কি না একটু দেখেন
তা হলো একসাথে একাধিক মন্তব্যের জবাব দিয়ে একবারে ক্লিক করে আপলোড করার অপশন যোগ করা যায় কি না
তা হলে আমাদের মতো স্লো কানেকশনে প্রতিটা হ- না- ধন্যবাদ দেবার পরে একবার করে ক্লিক করে তিন মিনিট করে অপেক্ষা করতে হয় না
একসাথে সব উত্তর লিখে এক ক্লিকে আপলোড করে দেয়া যায়
০৩
মন্তব্য করা পর অনেক নিচে নেমে সংরক্ষণ ট্যাবটা খুঁজে বের করতে হয়। এইটাকে একটু মন্তবের কাছাকাছি আনা যায় কি না দেখেন
২। এটা মনে হয় সম্ভব না।
৩। এটা আমিও অনুভব করেছি। দেখছি।
৩। করা হয়েছে। উপরের টুলবারে ফ্লপি আইকনে ক্লিক করলেই সেভ হবে। অথবা Alt+S চাপতে পারেন।
টেস্ট
টেস্ট
আগে ব্লগারের ১০টি পোস্ট তালিকা ডানে দেখা যেতো। এখন পোস্টের স্বাস্থ্য প্রস্থে একেবারে ডানে গিয়ে ঠেকেছে। পূর্ববর্তী পোস্টের কোন তালিকা নেই। এটা কি বাদ দিয়ে দেয়া হয়েছে ? থাকাটা মনে হয় দরকার ছিলো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
গুগলায়তন যুক্ত করা হয়েছে। সার্চে গিয়ে গুগলায়তন ক্লিক করুন।
ঘটনাটা বুঝবার পারলাম না। আমি একজন অতিথি লেখক। প্রোফাইল পিক এ্যাড করা যাবে দেখে আমি একটি ফটো এ্যাড করলাম। অথচ সকল অতিথি লেখকের প্রোফাইল পিক সেইম এ্যাজ আমারটার মতো হয়ে গেছে। এর কি কোন সমাধান আছে??
এটি একটি গণ একাউন্ট।
আমার সমস্যার সমাধান হয়নি। ফায়ারফক্সে (৩.৬.১৩) উপরে ফাঁকা জায়গা রয়ে গেছে। স্ক্রীনের অর্ধেক ফাকা, তার নীচ থেকে লেখা শুরু।
.............................................................................................
নীড় সন্ধানী
* লেখালেখি করুন
* লেখা অনুসরণ
* সচলায়তন সাইট
* আমার অ্যাকাউন্ট
* ড্রাফট
* বার্তাসমূহ
* প্রস্থান
................................................................................................................................
এই পর্যন্ত ফাঁকা জায়গা। পাতার অর্ধেক প্রায়। এখানে এসেই লেখার শিরোনামটার দেখা যায়। আবার ইন্টারনেট এক্সপ্লোরারে এই সমস্যা নাই। ওখানে পুরোপাতাই ভরাট দেখা যায়। ব্রাউজার সেটিংসে কিছু করার আছে কিনা বুঝতে পারছি না।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ফ্রেম সাইজ নিয়ে সমস্যা মনে হচ্ছে। একটু সময় দিন।
এই সমস্যাটির কথা আরেকজন সচল জানিয়েছেন। তিনি উইন্ডোজ ৭ + ফায়ারফক্স ব্যবহার করছেন। আমি এক্সপি এবং ভিস্তা ব্যবহার করে দেখলাম ঠিকই আছে। আনফরচ্যুনেটলি, আগামী উইকএন্ডের আগে উইন্ডোজ ৭ এ কাজ করবার উপায় নেই। আপনি আপাতত ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ৪ বেটা (firefox.com/beta) ব্যবহার করুন।
আমার উইন্ডোজ ৭, ফায়ারফক্স ৩.৫.১৩ এ ঠিকাছে। ফায়ারফক্স ৩.৬.x এ ঝামেলা থাকতে পারে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আমি উইন্ডোজ ৭, ফায়ারফক্স ৩.৬.১৩ ব্যবহার করে দেখলাম। কোন সমস্যা নেই।
নীড়পাতা.কম ব্লগকুঠি
অন্যরা উইন্ডোজ ৭ এ ঠিক আছে জানিয়েছেন। এছাড়া অন্য সচলের স্ক্রিন শট দেখে মনে হচ্ছে CSS বা স্কিন সাইজ জনিত সমস্যা। নীচের সমাধানগুলির একটি একটি করে এপ্লাই করে দেখুন:
১। ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করুন। তারপর আবার সচলায়তনে ঢুকুন।
২। স্কিন রেজ্যুলুশন বাড়িয়ে কমিয়ে দেখুন। আপনার স্কিন রেজ্যুলুশন কত জানান।
একটি সমস্যা। আমি সচল জাহিদ নামে লগইন করে ব্লগ লেখা বা মন্তব্য করার সময় কোন এডিটর টুলস পাইনা কিন্তু অতিথি লেখক হিসেবে যদি লগ ইন করি তাহলে দুই ক্ষেত্রেই এডিটর টুলস পাই। এটা কি সব সচলের সমস্যা নাকি আমার ব্যক্তিগত সমস্যা? আমি ইতিপূর্বে ( আপডেটের আগে) রিচ টেক্সট এডিটর সুবিধা পেয়েছিলাম যা একসময় আবার বন্ধ করে হয়েছিল। ঠিক কি কারনে এই সমস্যা হচ্ছে তা বুঝতে পারছিনা।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
লেটস ডিবাগ দিস। একটি পরিবর্তন করেছি। Ctl+F5 দিয়ে দেখুন তো।
ধন্যবাদ মুর্শেদ। এখন দুই ক্ষেত্রেই এডিটর টুলস পাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই অক্লান্ত পরিশ্রমের কারনেই আজ সচলায়তন এই অবস্থানে এসেছে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
সমস্যা চিহ্নিত করা জন্য আপনাকে এক ছটাক (গুড়)
আমি দিলাম তিন আঙুলের প্রথম ভাগের এক চিমটি লবন।
ওরে কে আছিস, কেউ আধা লিটার পরিষ্কার খাবার পানি দিয়ে যা। জাহিদ ভাই ঘুটা দিয়ে 'কিছু একটা' বানাক!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভয়াবহ তুষারপাতে জীবন স্থবির, স্নোতে আটকাইয়া নিজের গাড়ি নষ্ট, লাইফ হেল হওয়নের দশা, এর মধ্যে তোমার এই মন্তব্য পইড়া হাইসা গড়াগড়ি খাইতাছি। এইভাবে আর দুই চার দিন চললে ঘুটা দেওয়া জিনিস খাওয়া আসলেই শুরু করতে হইব।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
আরে আমি পানি নিয়ে আসতে না আসতেই দেখি জাহিদ ভাই কমেন্ট করে ফেলেছেন! ক্যাম্নে কী?!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
সমস্যাঃ
এই পোস্টের নিচে মন্তব্যের দুটো পাতার লিঙ্ক আসছে, ২ নং পাতায় আসলে কোন মন্তব্য নেই। সেখান থেকে ১ বা পূর্ববর্তী -তে ক্লিক করে ব্যাক করতে চাইলে একটা ফাঁকা পাতায় রিডাইরেক্ট হচ্ছে সেখানে কিছু ই-মেইল অ্যাড্রেস আসছে।
ফায়ারফক্স ৩.৬.* ব্যবহার করছি, ভিস্তায়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
http://drupal.org/node/1022062
থ্যাঙ্কস
নতুন মন্তব্য করুন