এক নজরে নতুন ও পরিবর্তিত ফিচারগুলো এবং ভবিষ্যত ফিচার

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ০৮/০১/২০১১ - ৪:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নতুন ও পরিবর্তিত ফিচার
লগইন ডায়ালগ বক্সে বাংলা কাজ করে করবে না। মোবাইল থেকে লগইন করতে গেলে এই ফিচারটি খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার ইংরেজী লগইন নাম ব্যবহার করে লগইন করুন। আপনার প্রোফাইল > সম্পাদনা পেইজ থেকে আপনার ইংরেজী লগইন নাম খুঁজে পেতে পারেন। এছাড়া আপনার নামের উপর মাউস নিয়ে গেলেও sachaclayatan.com\your_english_login_name দেখাবে। সেখান থেকে আপনার লগইন নাম দেখতে পাবেন।

হাচল বা সচলায়তনের অতিথিরা বেশ কিছু নতুন সুবিধা পাচ্ছেন। হাচলরা এখন যে কোন পোস্টে তারকা চিহ্নিত করতে পারবেন এবং মন্তব‌্যের লাইক দিতে পারবেন। তাছাড়া তারা সচলায়তনের ব্যক্তিগত বার্তা আদান প্রদান করতে পারবেন। ব্যক্তিগত বার্তার সুবিধাটি তাদের সচলায়তন নোটিফিকেশন ম্যানেজমেন্টে সহায়তা করবে।

সচলায়তনে নতুন যুক্ত হয়েছে নোটিফিকেশন সিস্টেম। আপনার নতুন লেখায় বা মন্তব্যে যে কোনো রকমের মন্তব্য আসলে আপনি একটি নোটিফিকেশন পেতে পারেন। বাই ডিফল্ট এই নোটিফিকেশন দিনে দুইবার ছোট ডাইজেস্ট আকারে আপনার ব্যক্তিগত বার্তায় পেতে পারেন। এই সমস্ত সেটিংস আপনার অ্যকাউন্টে ঢুকে বদলে নিতে পারেন। চাইলে প্রতি ঘন্টায় থেকে প্রতি সপ্তাহে এবং ব্যক্তিগত বার্তার বদলে ইমেইলে এই নোটিফিকেশন পেতে পারেন। তাছাড়া নিজের পুরোনো পোস্টে ঢুকে নোটিফিকেশন এনেইবল করে রাখতে পারেন। এতে করে পুরোনো পোস্টে মন্তব্য আসলে সেটার নোটিফিকেশন পেতে পারেন।

তবে পুরোনো পোস্ট এডিট করতে গেলে একটু সতর্ক থাকতে হবে। সচলায়তনের পুরোনো ভার্সনে একটি লেখার প্রিভিউ এবং মূল লেখা আলাদা করে রাখা হত। কিন্তু নতুন ভার্সনে পুরো লেখা প্রিভিউ এবং বাকি অংশ হিসেবে সংরক্ষণ করা হয়। এতে করে পুরোনো লেখা সম্পাদনা করতে গেলে প্রিভিউ এবং মূল লেখা জুড়ে লেখার প্রথম অংশটি দুবার চলে আসতে পারে। এটা ঠিক করে সংরক্ষণ করতে হবে।

এছাড়া নতুন যুক্ত হয়েছে অ্যাজাক্স মন্তব্য। তাই মন্তব্য করার সময় আপনাকে বারে বারে পেইজ রিফ্রেশ করতে হবে না।

নতুন একটি এডিটর সংযুক্ত হয়েছে। এটি অনেক ইউজার ফ্রেন্ডলি। উপরন্তু একটি প্রিভিউ বাটন ব্যবহার করে মন্তব্য তৎক্ষনাৎ প্রিভিউ করতে পারবেন এতে করে।

মোবাইল ফ্রেন্ডলি থিমের মাধ্যমে সচলায়তনকে মোবাইল ফ্রেন্ডলী করা হয়েছে।

ড্রাফট হিসেবে সংরক্ষণের জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করা হয়েছে। ব্লগ লেখার সময় "সংরক্ষন" এবং "ঘ্যাচাং" এর পাশে "খসড়া সংরক্ষণ" নামে একটি বাটন দেখতে পাবেন। আপাতত আগের "খসড়া হিসেব সংরক্ষণ" এবং এখনকার
"খসড়া সংরক্ষণ" প্রায় একই ভাবে কাজ করে। বর্তমানে দুটোই সিলেক্টেড রাখুন। ভবিষ্যতে পুরোনো "খসড়া হিসেব সংরক্ষণ" সরিয়ে ফেলা হতে পারে।

অটো সেইভ বা হারিয়ে যাওয়া লেখা পুনুরুদ্ধারের একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। বাই ডিফল্ট এটি বন্ধ থাকে। আমার একাউন্ট > সম্পাদনায় গিয়ে অটো সেইভ ফিচারটি এনেইবল করে নিতে পারেন। লিখতে লিখতে ব্রাউজার ক্র্যাশ বা ভুল করে অন্য পেইজে চলে গেলে লেখাটি সংরক্ষিত হয়ে থাকবে। এই স্ন্যাপশট বাই ডিফল্ট প্রতি ৩০ সেকেন্ড পর পর (পরিবর্তনযোগ্য) নেয়া হয় এবং সচলায়তনে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়।

সার্চ অপশনটি গুগলায়িত হয়েছে। এখন থেকে সচলায়তনের অভ্যন্তরীন লেখা সার্চের পাশাপাশি, লেখক সার্চ এবং গুগল সার্চ করতে পারবেন।

পেইজগুলো কয়েক ধরনের ক্যাশিংয়ের মাধ্যমে গতিশীল করা হয়েছে। ভবিষ্যতে আরো অপটিমাইজেশনের মাধ্যমে গতি বৃদ্ধির ব্যবস্থা করা হবে।

সম্ভাব্য ভবিষ্যত ফিচার
ফেইসবুক ইন্টিগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে। কিছু সমস্যার কারনে আপাতত এটি বন্ধ আছে। এতে করে অতিথিরা ফেইসবুক একাউন্টের মাধ্যমে লগইন করতে পারবেন এবং মন্তব্য/পোস্ট করতে পারবেন। তবে তাদের পোস্ট মডারেশন প্যানেল হয়ে আসবে।

রিচ টেকস্ট এডিটর এবং বানান পরীক্ষক নতুন করে যুক্ত করা হবে।

অ্যাক্টিভিটি স্ট্রিম নামে একটি পদ্ধতির মাধ্যমে সচলরা চাইলে অন্যান্য ওয়েবসাইটে তাদের অ্যক্টিভিটিগুলো একটি পাতায় প্রকাশ করতে পারবেন। যেমন ফেইসবুকের স্ট্যাটাস, ফ্লিকার ছবি ইত্যাদি প্রকাশিত হবে সেখানে।

মাইক্রো ব্লগিং বা সচলায়তন স্ট্যাটাসের ব্যবস্থা করাটা যুক্তিসঙ্গত হবে কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে।

নোটিফিকেশনের জন্য অন্যান্য পদ্ধতি যেমন: এস এম এস, ইনস্ট্যান্ট মেসেজের, টুইটার ইন্টিগ্রেশনের ব‌্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা চলছে।

সহজে ছবি সংযোজনের উপায় নিয়ে নিরীক্ষা চলছে এবং যথাশীঘ্র এটি যুক্ত করা হবে।

এছাড়া কুইজ (একাধিক মাল্টিপল চয়েস প্রশ্ন নিয়ে প্রশ্ন পত্রের মত), চ্যাট, ভিডিও ইত্যাদি সংযুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে আমাদের।

আশা করি বর্তমান এবং ভবিষ্যত ফিচার গুলো নিয়ে আপনাদের সচল যাত্রা আনন্দের হবে।


মন্তব্য

সচল জাহিদ এর ছবি

একটি মতামত। সচলায়তনের উপরের মেন্যুবারে "Bangla!?" মেন্যুটি দেয়ার প্রয়োজন মূলত এই কারনে যেন যে কম্পিউটারে বাংলা ডিফল্ট এলাবল্ড নেই সেখান থেকে মানুষ যেন এই লিঙ্ক ফলো করে সমস্যা সমাধান করতে পারে। কিন্তু ব্যক্তিগত ভাবে মেন্যুবারে সব বাংলা মেন্যুর মধ্যে Bangla!? দেখতে ব্যাখাপ্পা লাগে। সুতরাং এক্ষেত্রে যদি 'বাংলা সমস্যা' কথাটি পিকচার আকারে মেন্যুতে নিয়ে আসা যায় সেটা দেখতে অনেক শোভন লাগবে বলে আমার ধারনা। যেমনটা নিচে দিলামঃ

bangla


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবি দিতে হলে একধরনের হ্যাকিং করতে হবে। এই বারের আপডেটে সব রকমের হ্যাকিং থেকে দূরে থাকতে চাচ্ছি। পরের আপডেটে নাহলে একই রকম যন্ত্রনা হবে। হাসি

তবে মাথায় থাকল বিষয়টা সময় সুযোগ পেলে ঘেঁটে দেখবো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার সাজেশনটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। লক্ষ্যনীয়:

১। থিমের রং বদলালে বেখাপ্পা হয়ে যাবে।
২। ছবির কারনে জিনিসটা এমনিতেই খাপছাড়া লাগছে।

ধ্রুব বর্ণন এর ছবি

.png আকারে সেভ করতে পারেন, তাহলে হয়তো ঘোলা দেখাবে না। কিন্তু রংয়ের সমাধান জানি না।

তাসনীম এর ছবি

সচলের নতুন চেহারা ও গতি খুব ভালো লাগছে। নোটিফিকেশন দেখলাম ডিফল্টে অন আছে। এছাড়াও লেখকদের ব্লগ সাবস্ক্রাইব করার ব্যাপারটাও ভালো লেগেছে।

অ্যাজাক্স রিফ্রেশটা নতুন সংযোজন, দারুণ। সব মিলিয়ে নতুন সচল উপভোগ করছি।

হাচল বা সচলায়তনের অতিথিরা বেশ কিছু নতুন সুবিধা পাচ্ছেন। হাচলরা এখন যে কোন পোস্টে তারকা চিহ্নিত করতে পারবেন এবং মন্তব‌্যের লাইক দিতে পারবেন। তাছাড়া তারা সচলায়তনের ব্যক্তিগত বার্তা আদান প্রদান করতে পারবেন

এটার হয়ত আগেও করা যেত, এটা মূলত নীতিগত সিদ্ধান্ত। স্বাগত জানাচ্ছি...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

সচলে প্রথম তারকা দিচ্ছি। অন্য রকম লাগছে। অসংখ্য ধন্যবাদ অতিথি সচলদের এই সুবিধা দেয়ার জন্যে।

অতিথি লেখক এর ছবি

মাইক্রো ব্লগিং বা সচলায়তন স্ট্যাটাসের ব্যবস্থা করাটা যুক্তিসঙ্গত হবে কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে।

আমার মনে হয় এটা করলে গঠনমূলক পোস্টের চাইতে বরং অপ্রয়োজনীয় স্ট্যাটাসে সচলের পাতা ভরে যেতে পারে

ধৈবত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মূল পাতায় আসবে না। আলাদা পাতা থাকবে সেক্ষেত্রে। ইন্টারেস্টিং স্ট্যাটাস আলাদা একটা পেইজ আসলে খারাপ হবে কেন?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উদ্ধৃতি-কে একটু থিম/স্টাইল করা যায়না ভাই? দেখতে ভালো লাগতো আরকি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কি রকম চাইছেন? হাইলাইটেড?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুম, সেরকম হলে চট করে আলাদা করা যায় যে কোনটা উদ্ধৃতি আর কোনটা সাধারণ টেক্সট। তবে হাইলাইটের একটা সমস্যা হতে পারে কন্সিস্টেন্সি নিয়ে। যেমন, নতুন কালার থিম দিলে সেটার জন্য কি আবার নতুন করে উদ্ধৃতির css পরিবর্তন করতে হবে?

ধুসর গোধূলি এর ছবি

আমি এটা নিয়ে কোথায় যেনো রিপোর্ট করলাম একবার।
হাইলাইটেড দরকার নাই। আগের মতো ইটালিক করে দিলেই হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইটালিক ই তো আছে!

ধুসর গোধূলি এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আচ্ছা! বাগ মনে হয়। দেখবোনে সময় করে।

ইশতিয়াক রউফ এর ছবি

ইটালিক ই তো আছে!

টেস্ট করে দেখি।

এডিটঃ নাহ, ইটালিক নাই। আরেকটা ব্যাপার। আগে সিলেক্ট করে "উদ্ধৃতি" ক্লিক করলে চলে আসতো, এখন কাজ করে না ঐটা আর। মন খারাপ

অতিথি লেখক এর ছবি

ইটালিক নাই, আমি নিজে থেকেই ইটালিক করেছি আগের ধারাটা বজায় রাখতে দেঁতো হাসি

ধৈবত

ইশতিয়াক রউফ এর ছবি

আগের মতো আইটালিক করলেও চলে। এখনকার স্রেফ ইনডেন্ট করা রূপের চেয়ে ভালো।

দ্রোহী এর ছবি

ঘাবড়ায়া গেলাম মামু! একা একা এত কষ্ট করতেছেন।

ধুসর গোধূলি এর ছবি

হ। মামু'র বিটা যতোদিন বিবাহযোগ্য না হবে, ততোদিন তো মামুরেই সব করতে হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অথবা দ্রোহীর বিটা যতদিন বিবাহযোগ্য না হয়! খাইছে

দ্রোহী এর ছবি

আগে তো ধুগো নিজে বিবাহযোগ্য হয়ে উঠুক।

তুলিরেখা এর ছবি

মাউস দিয়ে জোড়া কথার সুবিধাটা কোথায়? খুজে পাই না।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাউস দিয়ে টাইপ? আন্ডার ডেভলপ মেন্ট।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রাথমিক ডেভলপমেন্ট করা হয়েছে। টাইপের সময় 'অ এর উপর হাত' এই রকম একটা আইকন দেখবেন। সেটাতে ক্লিক করুন।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর দলকে এই Herculean Job করার জন্য কৃতজ্ঞতা।

আলাদা পাতায় হোক আর নীড়পাতায় হোক "অ্যাকটিভিটি স্ট্রিম" আর "মাইক্রো ব্লগিং"-কে "না" ভোট দিলাম। কোন ভাবেই সচলায়তনকে ফেসবুকের কাজিনের মতো দেখতে চাই না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও না ভোট দিলাম

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

কোন ভাবেই সচলায়তনকে ফেসবুকের কাজিনের মতো দেখতে চাই না।
চলুক

ধৈবত

স্পর্শ এর ছবি

বাহ্‌! চমৎকার সাব নতুন ফিচার।
মুর্শেদ ভাই, আপনার উপর শ্রদ্ধা বাড়তেই আছে, বাড়তেই আছে... এতকিছু করা কম খাটুনির কাজ না।

আচ্ছা, এত সব নতুন ফিচারের কারণে সার্ভারে চাপ পড়ছে কেমন?

অতিথি লেখকদের দেওয়া সুবিধাগুলো ভালো লাগলো। সঙ্গে এটাও বোঝা গেল যে, এখন থেকে অতিথি লেখক হিসাবে সচল হওয়াটাও কঠিন হয়ে যাবে। ভাগ্যিস অনেক আগে এই রাস্তা হেঁটে ফেলেছি। দেঁতো হাসি

সবশেষে অশেষ কৃতজ্ঞতা জানবেন। হাসি

পুরো সচলায়তন টিমকে ধন্যবাদ। সেভাবে ভেবে দেখলে, আমাদের জীবনযাত্রার মানই বাড়িয়ে দিয়েছে সচলায়তন।
জয়তু...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উত্তম জাঝা... দারুণ হইছে

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

পুরাপুরি না বুঝলেও অনেকটা বুঝলাম। আর বুঝলাম যে একাউন্টে গিয়ে কিছু অপশন টিক ক্রস করে দিয়ে আসতে হবে
০২

পরিবর্তনের জন্য ধন্যবাদ

একাউন্টে যেসব পরিবর্তন টিক ক্রস করতে হবে সেগুলোর একটা লিস্ট কি একাউন্ট সেটিংয়ের আশেপাশে স্থায়ীভাবে কোথাও ঝুলিয়ে রাখা যায়?
তাহলে ওইসময় আর ঘোল খেতে হবে না

jitu_me04 এর ছবি

যারা সচলের লেখা পড়েন তাদের পক্ষ থেকে বলছি, নতুনভাবে পরিচ্ছন্ন সচল দেখতে খুব ভালো লাগছে।

আপডেটের জন‌্য ডেভেলপারদের ধন‌্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ! নতুন চেহারা ভালোই লাগছে। অভ্যস্ত হতে আরেকটু সময় লাগবে অবশ্য। তবে সব মিলিয়ে খুবই ভালো। প্রচণ্ড পরিশ্রমের এই কাজের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

পোস্টের শুরুতে "পরিবর্তীত" বানানটা বদলে দিলে ভালো।

পল্লব এর ছবি

অন্য ফিচারগুলা এখনও এত লাগে নাই, অ্যাজাক্স রিফ্রেশটা দেখে আমি "মুগেধ" (বেশি মুগ্ধ হাসি ) হইলাম! অসাধারণ!

==========================
আবার তোরা মানুষ হ!

অতিথি লেখক এর ছবি

নতুন ফিচার গুলো ভালো লাগবে মনে হয়

___সকাল রয়

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে সচলায়তনকে আমি আরেকটা সোশাল নেটওয়ার্ক এর মতোই দেখতে চাই না। তবে মুর্শেদ ভাই যেমন বলেছেন, আলাদা পাতায় ইন্টারেস্টিং স্ট্যাটাস দেখতে আপত্তি নেই। হয়তো টুকিটাকি জরুরি খবরো সেখানে পাওয়া যাবে।

দৃষ্টি আকর্ষণ: এই মন্তব্যটা উপরে ষষ্ঠ পাণ্ডবদা আর নজরুল ভাইয়ের "অ্যাকটিভিটি স্ট্রিম" আর "মাইক্রো ব্লগিং" সম্পর্কিত মন্তব্যের জবাব হিসেবে করা। অথচ এখানে সবশেষে যোগ হলো। এর আগেও একবার এওই ঘটনা ঘটেছে, সুরঞ্জনার 'ঈর্ষা' গল্পের পোস্টে। সম্ভাব্য বাগ? চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কৌস্তুভ এর ছবি

আমারও এই সমস্যা হয়েছে একবার। বাঘ-ই হবে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

পুরোটা নিয়ে শুধু অনেক অনেক ধন্যবাদ। মুর্শেদ ভাইকে বেশি করে, আর বাকিটা আর সব্বাই যারা একটু আধটুও জড়িত ছিলেন।
আর তারকা দিতে দেবার সুযোগের সদ্ব্যবহার করলাম। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

হিমু এর ছবি

পোস্টের ভেতরে টেক্সট প্যানেলটা বেশি চওড়া হয়ে গেছে। এক লাইনে গড়ে দশটার বেশি শব্দ পড়তে হলে চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এটাকে আরো সরু করা হোক।

সুহান রিজওয়ান এর ছবি

মুর্শেদ ভাইকে একটা

বিশাল ধন্যবাদ

৪পৃথিবী২০ এর ছবি

মাঝখানে কয়েকদিন বাইরে থাকায় আইপ্যাড দিয়ে সাইটে ঢুকার চেষ্টা করেছিলাম, ফন্ট পুরা ছ্যাড়াব্যাড়া দেখাচ্ছিল। আইওএস হালনাগাদ করার পর সব বাংলা সাইটই এখন আইপ্যাডের সাফারি ব্রাউজারে পড়তে পারি(এমনকি বাংলা উইকিতে একটা সম্পাদনাও করেছি চাল্লু ), কিন্তু সচলায়তনই দেখি সমস্যা করছে। সাইট আপগ্রেডের আগে সচলায়তন ভালমতই পড়া যেত। ব্যাপারটা কি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখন মোবাইল ফ্রেন্ডলী থিম ব্যবহার করা হয়েছে। আপনার আইপ্যাডের স্ক্রীনশট দিতে পারবেন?

অতিথি লেখক এর ছবি

মুর্শেদ ভাই,
১। অতিথি লেখকদের "নাম" আর "ইমেইল আইডি" এর মাঝখানে এত বেখাপ্পা রকমের ফাঁকা কেন?
২। নীড় পাতায় প্রতি পোস্টের এগেইন্সটে কয়টা মন্তব্য জমা পড়েছে সেটা দেখা গেলেও ইনডিভিজুয়াল পোস্ট ওপেন করার পর টোটাল মন্তব্যের সংখ্যা উধাও। এমনকি মন্তব্যের পাশে আগের মত মন্তব্যের ক্রমিক নম্বরও দেখা যাচ্ছে না। ঠিক কইরা দ্যান। গররর। হাসি
[ব্রাউজারঃ ফায়ারফক্স, অপেরা]

সাত্যকি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। স্ক্রীন শট দেন। আমি কোনো সমস্যা দেখছি না।

২। এগুলো ঠিক হবে ব্রো। একটু সময় দেন।

ধুসর গোধূলি এর ছবি

কাউকে মেসেজ পাঠানোর সোজা সিস্টেমটা কী এখন? আগে তো নামের পাশে একটা করে খামের ফটুক থাকতো। সেটা তো দেখা যাচ্ছে না এখন।

অতীব দরকারী কিছু না। জানায়ে রাখলাম আরকি! হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরকমটাই হবে আবার।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

খামটাম আসতো নাকি?? চিন্তিত

আচ্ছা যাই হোক, আপনাকে এই অ্যাত্ত অ্যাত্ত চকলেট আর কেক (ভার্চুয়াল অবশ্যই!) এই মেসেজের ব্যাপারটা আর তারা দিতে পারার ক্ষমতাটা দেবার জন্যে। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

tuli1 এর ছবি

কী করা যায়? দেখি তো! উততম উরমিলা উদভট উনমাদ মনতবয লিখুম কেমবে??????
ফলাগুলো আসবে কেমবে? যুকতাকষর কেমবে টাইপামু??? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

আমার অবশ্য বাংলাতেই লগিন হয়েছে আজ। তবু জেনে রাখার জন্য বলছি- নামের মধ্যে কার্সর রাখলে যেভাবে দেখা যায় ইংরেজিতে সেভাবেই লিখতে হবে। তার মানে কি আন্ডারস্কোরও থাকবে ?

এখনো অ্যাকাউন্টে ঢুকি নাই। পরে গিয়ে দেখবো কোথায় টিক-ক্রস দিতে হবে। আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে বলতে হবে কোথায় কী সমস্যা হচ্ছে। তবে এক্ষুণি যা করা যায় তা হচ্ছে- নতুন সচলকে স্বাগত জানাচ্ছি, আর সচলকর্তাদের অভিনন্দন জানাচ্ছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হু আন্ডারস্কোর সহ।

তুলিরেখা এর ছবি

আমি ফোনেটিকে টাইপ করি। কিনতু যুকতাকষর টাইপাবো কেমনে? এতকাল উপরের বাকসের আইকনে কিলিক মেরে মেরে জুড়ে নিতাম। ঋ আর যফলা ও ওভাবে দিতাম। হাসি
এখন কী করবো? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফোনেটিকে যুক্তাক্ষর হচ্ছে যোগ চিহ্ন। কষ্ট করে শিখে নিন আপাতত। দেখি এটা ঠিক করা যায় কিনা। 'অ এর উপর মাউস' এরকম একটা আইকনে ক্লিক করে করতে পারবেন। আপডেট জানাচ্ছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করা হয়েছে। 'অ এর উপর হাত'টি ক্লিক করে করে দেখুন।

তুলিরেখা এর ছবি

বা:, চম‌তকার! অনেক ধন্যবাদ। অনেক। সত্যি। হাসি
শুধু খন্ড ত টা জুড়ে দিন, তাইলে একেবারে দারুণ! হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দ্বিতীয় লাইনে হয়ের পরেই ৎ আছে তো! বক্স হিসেবে দেখাতে পারে।

তুলিরেখা এর ছবি

আরে তাই তো! অনেক থ্যাঙ্কস। উবুন্টু তে এসে সব ঠিক দেখতে পাচ্ছি। হাসি
আর অসুবিধা নাই, তাই রে নাই রে না। হাসি
নতুন আপডেটেড সচল খুবই ভালো, দিনের পর দিন সচল আরো এগিয়ে যাক। আমার নিরন্তর শুভেচ্ছা আপনাদের সবার জন্য।

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আনন্দী কল্যাণ এর ছবি

নতুন এই এডিটরটা আসায় খুবই সুবিধা হয়েছে, অনেক ইউজার ফ্রেন্ডলি, নতুন সচলায়তনে পোস্ট করে খুবই আনন্দ হচ্ছে, থ্যাঙ্কু হাসি হাসি

স্বাধীন এর ছবি

দারুণ কাজ হয়েছে। নোটিফিকেশন সিস্টেমটা আমার মত ফাঁকিবাজদের জন্য উপকারি জিনিস। মুর্শেদকে বিশাল ধন্যবাদ। বাচ্চা, সংসার করেও কিভাবে সে সময় ম্যানেজ করে এটা এক বিষ্ময় আমার কাছে। গুরু গুরু

রানা মেহের এর ছবি

নতুন সচল অনেক ফাস্ট। দেখতেও বেশ ঝকঝকে।
তবে মাইক্রোব্লগিং বা সচল স্ট্যাটাসকে না ভোট দিলাম

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সজল এর ছবি

মোবাইল সাইট থেকে কোন ব্লগের বিস্তারিত দেখতে চাইলে আর লোড হচ্ছেনা, মাঝখানে ব্রাউজার হ্যাং হয়ে যাচ্ছে। এটা অবশ্য আপডেটের আগেও মাঝে মাঝে হত।
[iPhone 4 and Sufary browser]

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি iPhone 3GS এ ঠিক মত পাই। দেখবো ইস্যুটা।

হাসিব এর ছবি

ফেইসবুকে জিনিসপাতি শেয়ার করে মজা পাচ্ছি না। লিংক দিলে হেডিং বা কন্টেন্ট আসে না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করব।

অতিথি লেখক এর ছবি

পুরনো ভার্সনে দুইটা অপশন ছিল "নতুন ব্লগ" আর "পুরাতন ব্লগ" এই দুইটা অপশন ফেরত চাই। নতুবা বারবার নীড় পাতায় গিয়ে ব্লগ খুলতে হয়।

অতিথি লেখক এর ছবি

মুর্শেদ ভাইয়া,

ফেসিবকে শেয়ার করার নতুন সিস্টেমটা ভাল্লাগছেনা। আগেরটাই ভালো ছিল

---আশফাক আহমেদ

হাসিব এর ছবি

ওএস উবুন্টু ১০.১০
ব্রাউজার ফায়ারফক্স ৩.৬.১৩

  • মন্তব্যের প্রিভিউ কাজ করে না।
  • মন্তব্যঘরে ছবি পোস্ট করা যায় না।

হাসিব এর ছবি

নতুন মন্তব্য কাউন্টারে একটা ঝামেলা হচ্ছে মনে হয়।

একটা মন্তব্য করার পর হোম পেইজে গেলে কাউন্টারে "১টি নতুন মন্তব্য" দেখায় যেটা আমারই করা মন্তব্য। মন্তব্যটা যেহেতু আমারই করা সেহেতু আমার কাছে এই ১টি নতুন মন্তব্য কনফিউশন তৈরী করছে। আগের ভার্সনে এই সমস্যা ছিলো না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অ্যাজাক্স মন্তব্যের কারনে এমন ঘটছে। আমি মডিউলটার ইস্যু রিপোর্ট করছি।

রানা মেহের এর ছবি

দুটো মন্তব্যকে আলাদা করতে সমস্যা হচ্ছে। চেহারা একটু বদলানো যায়না?
আর আসলেই মন্তব্য পেইজ এতো চওড়া চোখ ক্লান্ত হয়ে যায়

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জোহরা ফেরদৌসী এর ছবি

সচলায়তন টিমকে আন্তরিক ধন্যাবাদ সব কিছুর জন্য । সবচেয়ে আগে আমি এর গেটআপের কথা বলব । ফন্ট, রং সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য আছে । আর লেখা? অধিকাংশ সময়েই খুব ভাল । উপভোগ করি । কদাচিৎ কোন লেখা পড়লে মনে হয় কী করে তা সচলায়তনের মডারেশনের ছাড় পেল (সচলায়তনের সদস্যদের ভাষায় পুলসিরাত পাড়ি দিল) ।

সচলায়তনের নতুন চেহারার সবটুকুই ভাল লেগেছে । শুধু ছোটখাট দু'একটা জিনিষ । আগের ভার্সনে মনে হয়, মন্তব্যকারীর ছবি বা দিকে থাকতো, এখন ডানদিকে । কেন যেন মনে হচ্ছে আগেরটাই ভাল ছিল । তবে, এ আমার চোখের অভ্যস্থতার ব্যাপারও হতে পারে । দ্বিতীয়তঃ নীড়পাতায় কোন কোন লেখার সামারী একটু বেশী জায়গা নিয়ে নিচ্ছে, এটি ছোটখাট ফর্মেটিংয়ের ব্যাপার হতে পারে । আগেও অবশ্য কবিতা বেশী জায়গা নিতো, একটু বেখাপ্পা লাগে, এই যা ।

তবে, মোদ্দা কথা অতিথিদের আগের চেয়ে অনেক বেশী সুযোগ (ঠিক জানি না ভাল লাগা পোস্টে ভোট দিতে পারব কি না ) দেয়া হচ্ছে, সে জন্য অনেক ধন্যবাদ । ব্যক্তিগত মেসেজ লেখার সুযোগটির জন্যেও ধন্যবাদ ।

সচলায়তনের পুরো টিমকে অভিনন্দন! নতুন বছরে সচলায়তন সচল থাকুক ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

Yeameen এর ছবি

আমার ওএস উবুন্তু। গুগল ক্রোমে লেখা ভেঙে যাচ্ছে - http://img18.imageshack.us/i/screenshotsachalayatan2.png/

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তনে ফন্ট এমবেডিং করা হয়। গুগল ক্রোমের একটা বাগের কারনে এটা ঘটছে। পুরোনো ভার্সনে কিছু করার উপায় ছিল না। নতুন ভার্সনে একটা সমাধান বের করা হবে শীঘ্রি।

দিফিও-1 এর ছবি

সচলের নতুন ভার্শনের জন্য শুভকামনা!

সার্চে "লেখা" সার্চ অপশনটাকে কাজ করাতে পারিনি, এই পোস্টের হেডিংটা কপি করে সার্চ মারলাম, বলল "নো রেজাল্ট ফাউন্ড"। সময় পেলে দেখবেন অনুগ্রহ করে।

নিজের নামে আপাতত কমেন্টাতে পারছিনা, তাই শেষে একটা ১ লাগিয়ে নিচ্ছি, ইমেল ফিল্ডে আগের ইমেলটাই দিচ্ছি, নাকি অন্য কিছু করতে বলেন?

ধন্যবাদ!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

- দেখবো

- ঠিক আছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মোবাইল ফ্রেন্ডলি থিমের মাধ্যমে সচলায়তনকে মোবাইল ফ্রেন্ডলী করা হয়েছে।

m.sachalayatan.com ব্যবহার করে মোবাইলে (LG Cookie) অপেরা মিনি দিয়ে, অথবা মোবাইলের ব্রাউসার দিয়ে ঢুকলেও আমি নতুন লেখা দেখতে পাচ্ছি না, পোস্ট ভিসিট সংখ্যা সংক্রান্ত সন্দেশের মেসেজটাই সর্বশেষ পোস্ট দেখাচ্ছে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।