ক্যাশিং জনিত জটিলতার কারনে পোস্ট পঠন সংখ্যার সমস্যা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ১১/০১/২০১১ - ১২:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের বর্তমান ভার্সনে একটি ক্যাশিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এতে সচলায়তনের গতি বৃদ্ধি পেলেও প্রতিটি পৃষ্ঠা কতবার পঠিত হয়েছে এবং কতজন অনলাইনে আছে সেই সংখ্যাটি অনেক কম দেখাচ্ছে। প্রথমতঃ নীচের গুগল এনালাইটিক্সের ছবি দেখলেই বুঝতে পারবেন যে সচলায়তনের পাঠক সংখ্যা কমেনি।

ডিসেম্বর ১০ থেকে জানুয়ারী ৯ স্ট্যাটডিসেম্বর ১০ থেকে জানুয়ারী ৯ স্ট্যাট

লক্ষ্যনীয় বাম দিকের স্পাইকটি ডিসেম্বর ১১ তারিখে এবং সেটা নজরুল ইসলামের শাহরুখ খানকে নিয়ে করা পোস্টের কারনে এসেছিল। আরো লক্ষ্যনীয় জানুয়ারী ৪ এ সচলায়তন আপগ্রেডের কারনে একটা কমতি দেখা যায় ডান দিকে। তাছাড়া প্রায় পুরোটা সময় জুড়ে সচলায়তনের ভিজিট স্টেবল ছিল।

এই স্ট্যাট ঠিক করার জন্য এখানে বর্ণিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে এবং আশা করছি যে শীঘ্রই সঠিক পাঠসংখ্যা দেখাবে। উপরন্তু ইউনিক পৃষ্ঠা সংখ্যার হিসাবটিও আপাতত বন্ধ আছে। তাছাড়া তৃতীয় পদ্ধতি হিসেবে গুগল অ্যনালাইটিক্সে রক্ষিত পাঠ সংখ্যা দেখানোর ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা চলছে।

আপনাদের এ ব্যাপারে আপডেট জানানো হবে। ধন্যবাদ।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আমিও তো বলি, যে পোস্টে ৫০+ মন্তব্য, সেটা মাত্র ২১০ বার পঠিত হয় ক্যাম্নে?
ঘোষণার জন্য ধন্যবাদ

---আশফাক আহমেদ

অতিথি লেখক এর ছবি

আমার তো উলটা ঘটনা মনে হচ্ছিলো। নিজের লিখায় মন্তব্য দেখতে যতোবার ঢুকি, পঠনসংখ্যা ১ বৃদ্ধি পায় দেঁতো হাসি

সম্ভব হলে তদন্ত করে দেখবেন।

-নুসায়ের

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বলা আছে:

উপরন্তু ইউনিক পৃষ্ঠা সংখ্যার হিসাবটিও আপাতত বন্ধ আছে।

রাতঃস্মরণীয় এর ছবি

তাইতো বলি ল্যাংড়া আমে আঁশ এলো কোত্থেকে!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

guest_writer এর ছবি

একটা সমস্যার কথা কেউ কি একটু শুনবেন?
সচল পড়ি অনেকদিন থেকেই, 'দিগন্ত বাহার' নামে মন্তব্য করে থাকি(diganta_bahar@yahoo.com ই-মেইল এড্রেস থেকে), বার দুয়েক লিখেছিও। কিন্তু আপগ্রেডের পর মন্তব্য করতে গেলে বলছে 'The name you used belongs to a registered user', আমার জানা মতে সচলে 'দিগন্ত সরকার' নামে একজন সচল আছেন, কিন্তু ঠিক আমার নামে কাউকে তো দেখিনি কখনো!...এটা কি আপগ্রেডের পর সিস্টেমের কোন সমস্যা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। অতিথিরা মন্তব্য করলে ড্রুপাল চেক করে দেখে একই নামে আর কেউ আছে কিনা। সেটা যদি আপনি নিজেও হন, যেহেতু লগডইন নন, আপনাকে একটা এরর দিবে।

২। সচলায়তনে অতিথিদের মন্তব্য করার সুযোগ বাড়িয়ে দিতে আমরা এটা বন্ধ করেছিলাম কোর হ্যাক করে। নতুন সিস্টেমে আবার ডিফল্ট ব্যবস্থাটি ফিরে এসেছে।

এক্ষেত্রে যতদিন কিছু ব্যবস্থা না নেয়া হচ্ছে ততদিন আপনি 'নাম (অতিথি)' এই ধরণের কিছু ব্যবহার করুন।

ধুসর গোধূলি এর ছবি

বহুত খাটাখাটুনি যাইতেছে তোমার মামু। ল্যাও, একটা গান হুনো। ঘর আন্ধার করে হুনবা। পোলারে ঘুম পাড়াইয়া।

নীল পিপড়া এর ছবি

এই গান পারি, বন্দুক আর গোলাপ ব্যান্ডের গান হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

দিলেন তো আমার আজ রাতের ঘুমটার ইয়ে মেরে! ইউকে থেকে আসা ৪ বাঘা অডিটর সামলাতে হচ্ছে একার। সারা রাত না ঘুমায়ে সকালে যখন ঢুলু ঢুলু চোখে অফিসে ঢুকবো, অডিট টিম তখন আবার আমার পার্সোনাল লাইফস্টাইল অডিট শুরু করে না দেয়!

যাইহোক, একা একা বসে টুংটাং-গুনগুনের জন্যে কিন্তু গানটা জোস্‌।

E=Eb B=Bb G=Gb D=Db A=Ab E=Eb
_______________________________________________

C C

N.C. C
When I look into your eyes I can see the love restrained
N.C.
C
But darlin' when I hold you don't you know I feel the same
Dm G
C
Nothin' lasts forever and we both know hearts can change
Dm G
C
And it's hard to hold a candle in the cold November rain
F Dm

We've been through this such a long long time just tryin' to kill
C
the pain
F
But lovers always come and lovers always go an
Dm C
no one's really sure who's lettin' go today
F
If we could take time to lay it on the line I could
Dm C
rest my head just knowin' that you were the mine
Dm G C
So if you want to love me then darlin' don't refrain
Dm G
C
Or I'll just end up walking in the cold November rain
F G
Do you need some time on your own
F G
Do you need some time all alone
F G
Ooh everybody needs some time on their own
F G
Ooh, don't you know you need some time all alone
Em F C
I know it's hard to keep an open heart

Em F D
When even friends seem out to harm you
Em F C
But if you could heal a broken heart
Em F G
Wouldn't time be out to charm you

F Dm C F Dm
Guitar Solo I
C Dm G C Dm

G C F
G
Sometimes I need some time on my own
F G
Some times I need some time all alone
F G
Ooh everybody needs some time on their own
F G
Ooh don't you know you need some time all alone

F Dm C (repeat 2x)
Guitar Solo II

F Dm
C
And when your fears subside and shadows still remain
F Dm
C
I know that you can love me when there's no one left to blame
Dm G
C
So never mind the darkness we still can find a way
Dm G C
G/B
Nothin' lasts forever even cold November rain
Am G F G C G/B Am G F G C

C5* C5 C5
*w/dist.
C5 G5 F5 Eb5 Ab5 Bb5 C5 (repeat 5x)

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ধুসর গোধূলি এর ছবি

নতুন বছরে ভাবছিলাম পিয়ানো'টা নিয়া বসুম। হালার ব্যস্ততা পাইয়া বসছে আমারে। দৌড়াইতে দৌড়াইতে নিজের নাম ভুলার যোগাড়! একটু পাতলা হয়া নেই। গানটা তোলার ইচ্ছা আছে পিয়ানোতে। বাকিটা তেনার ইচ্ছা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।