কালামুন মানে কলাম (আপডেট সেকশন যুক্ত হয়েছে)

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ২১/০১/২০১১ - ১:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের নতুন ইন্টারফেইসে ব্লগের প্রথম পাতা আগের মতো দুই কলামের হলেও ভিতরের পাতা এক কলামের। এতে করে লেখার এডিট বক্সটা অনেক প্রশস্ত হয় এবং ছবি প্রকাশের ক্ষেত্রে অনেক বড় ক্যানভাস পাওয়া যায়।

কিন্তু সমস্যা হোলো মানুষের চোখ পড়ার সময় বড় ক্যানভাসের এপাশ থেকে ওপাশ পর্যন্ত যেতে যেতে ক্লান্ত হয়ে যায়। এই সমস্যাটা সমাধানের জন্য কলামের ব‌্যবস্থা করা হোলো। লেখার মাঝ বরাবর <!--column--> ইনসার্ট করলে লেখাটি দুটি কলামে ভেঙ্গে যাবে। তাছাড়া এই ফিচারটি ব্লগ লেখার সময় টুলবারে দেখতে পাবেন।

এতে করে প্রয়োজনে বড় ক্যানভাস এবং চাইলে একাধিক কলামের ব্লগও পোস্ট করতে পারবেন। দ্যা চয়েজ ইজ ইউরস।

এই ফিচারটির একটি উদাহরণ পাবেন এখানে

আশা করি, ফিচারটি আপনাদের ভালো লাগবে।

আপডেট
--------
সেকশন করার পদ্ধতি যুক্ত হয়েছে। এতে করে একটা লেখাকে কয়েকটি সেকশনে বিভক্ত করা যাবে। এই অবস্থায় যে সেকশনে কলাম যুক্ত করা হয়েছে শুধু মাত্র সেই সেকশনটি কলাম করে দেখানো হবে। সেকশন করতে হলে একইভাবে <!--section--> ট্যাগ ব্যবহার করুন। টুলবারেও এই ট্যাগটি পাবেন।

যেমন এই উদাহরণে "শেষ কথা" প্যারাটুকু আলাদা সেকশনে রাখা হয়েছে। যদিও ফরম্যাটিং খানিকটা ভুলভাবে এসেছে, তবুও মূল কনসেপ্ট কাজ করছে। ফরম্যাটিং অতি শিঘ্রী ঠিক করা হবে।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

পছন্দের স্বাধীনতা দেয়ার জন্য বিরাট সাধুবাদ!

মাহবুব লীলেন এর ছবি

দারুণ

সচল জাহিদ এর ছবি

কঠিন।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সচল জাহিদ এর ছবি

টেষ্ট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টিম্বাকটু
====
সচলায়তনের নতুন ইন্টারফেইসে ব্লগের প্রথম পাতা আগের মতো দুই কলামের হলেও ভিতরের পাতা এক কলামের। এতে করে লেখার এডিট বক্সটা অনেক প্রশস্ত হয় এবং ছবি প্রকাশের ক্ষেত্রে অনেক বড় ক্যানভাস পাওয়া যায়।

কিন্তু সমস্যা হোলো মানুষের চোখ পড়ার সময় বড় ক্যানভাসের এপাশ থেকে ওপাশ পর্যন্ত যেতে যেতে ক্লান্ত হয়ে যায়। এই সমস্যাটা সমাধানের জন্য কলামের ব‌্যবস্থা করা হোলো। লেখার মাঝ বরাবর <!--column--> ইনসার্ট করলে লেখাটি দুটি কলামে ভেঙ্গে যাবে। তাছাড়া এই ফিচারটি ব্লগ লেখার সময় টুলবারে দেখতে পাবেন।


এতে করে প্রয়োজনে বড় ক্যানভাস এবং চাইলে একাধিক কলামের ব্লগও পোস্ট করতে পারবেন। দ্যা চয়েজ ইজ ইউরস।

এই ফিচারটির একটি উদাহরণ পাবেন এখানে।

আশা করি, ফিচারটি আপনাদের ভালো লাগবে।

হিমু এর ছবি

এটা একটা দারুণ জিনিস হয়েছে!

আব্দুর রহমান এর ছবি

যাক, সচলায়তনের লেখকেরাও তাহলে আজ থেকে কলামিস্ট বলে দাবি করতে পারবেন। হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরেহ বাহ!! দেঁতো হাসি
এবার আমারে RTE ফিরায়ে দেয়া হোক,

তাইলে আমি ছবি টানা-হ্যাচড়া করে আরাম পাবো। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কিন্তু উপরে এইটা কীরকম হইলো?! এমনিতেই পুরানো পোস্টে ডাবল করে সিগনেচার (আগের + নতুন) দেখা যায়! চিন্তিত

(মন্তব্য 'লাইক' করার অপশন আবার নাই দেখছি!)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

হিমু এর ছবি

পাপিষ্ঠ ডেভুরা তুলে দিয়েছে নরপিশাচ মডুগুলির ইশারায়। মন্তব্য লাইক যত রিসোর্স খায় তত ব্যবহৃত হয় না।

ধুসর গোধূলি এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কিন্তু আমি লাইকাতে চাই!!!! ওঁয়া ওঁয়া

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্পর্শ এর ছবি

চলুক এমনে লাইকাও!


ইচ্ছার আগুনে জ্বলছি...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ! লাইক লিখুম, সাথে চলুক , একেকটা পোস্টে মন্তব্যের সংখ্যা উপচায়ে যাবে শতকের ঘর! খাইছে

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

হই, নীড়পাতায় সন্দেশা দুইটা পোস্ট মারছে। এই ব্যাটারে ব্যান মেরে দেয়া হৌখ।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ! রঙীন ভাই, আমার RTE ফেরত না দেয়া, লাইকানোর মৌলিক অধিকার বঞ্চিত করা, আর সন্দেশের দুই দুইটা পোস্ট এই সবের প্রতিবাদে আপ্নে আমরণ অনশন শুরু করেন (ফাঁকেফুকে ভাতখাইয়ালয়েন তাইলেই চলবো)। চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

অনশন না, নড়াইলবাসীর মতো রাত-দিন হরতাল ডাকুম ভাবতাছি। কারণ-
সন্দেশা খালি দুই দুইটা পোস্টই মারে নাই নীড়পাতায়, বর্ণবাদের স্পষ্ট উদাহরণ টানছে এই লেখার শিরোনামে। "কালামুন" মানে আবার কী, হ্যাঁ? আমরা কিছু বুঝি না নাকি!

কালা-মুন, মানে কালা চান! সাদা ধবধবা চান্দেরে "কালা" (এইটা রঙ হোক আর ধ্যান্দা-হাটকালা হিসেবেই হোক) বলে পরিচিত করে সন্দেশা বিরাট অন্যায় করছে। আর তাছাড়া, আমার তীব্র সন্দো, আমার দুস্ত ময়নারে ব্যঙ্গ করে কালা-মুন ডাকা হৈছে এইখানে। আমি এর বিচার চাই। নাইলে নড়াইলবাসীর হরতালে আমিও সমর্থন দিয়া দিমু!

দ্রোহী এর ছবি

আমার ও তাই মনে হইল। কালা ময়নার নামকে ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গ করে কালামুন বলা হয়েছে।

সন্দেশের ব্যাঞ্চাই।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক আন্দুলন!!! হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্পর্শ এর ছবি

আশা করি, ফিচারটি আপনাদের ভালো লাগবে।

ভালো লাগবে মানে! রীতিমত দুর্দান্ত লাগছে!

কলাম ফিচার এর সাথে সাথে [জাস্টিফাই] ফিচারও কি কাজ করবে? মুর্শেদ ভাইয়ের পোস্টে (উদাহরণ হিসাবে যেটার লিঙ্ক আছে) সেখানে কলামগুলো জাস্টিফাই করা থাকলে একেবারে পার্ফেক্ট হয়ে যেতো। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জাস্টিফাই করলাম। সেকশন বাই সেকশন জাস্টিফাই করতে হবে।

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...

রানা মেহের এর ছবি

খুব কাজের একটা ফিচার হলো

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দ্রোহী এর ছবি

টেলিভিশন খুললে টক-শো। চায়ের দোকানে আড্ডা। বাসে বাদুরঝোলা হয়েও আলোচনার বিষয় বিশ্বকাপের দল। মাশরাফি বিন মুর্তজাকে না নেওয়াটা ঠিক হলো কিনা, অলক কাপালি কেন নেই ১৫ সদস্যের দলে—নাগরিক জীবন ছাড়িয়ে এসব আলোচনা দেশের আনাচকানাচে।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সমান্তরালে এ দেশের মানুষ ক্রিকেট-বোদ্ধা হয়ে উঠছে। মাশরাফির কান্নায় তারা যেমন আবেগতাড়িত, তেমনি দলে আরেকজন পেসার নিলে ভালো হতো কি না, মগ্ন সেই বিশ্লেষণেও। বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে সাধারণ ক্রিকেটভক্তদের এসব বিশ্লেষণের সঙ্গে সাবেক ক্রিকেটারদের চিন্তাভাবনার খুব অমিল নেই। সাধারণের আলোচনায় যেমন মাশরাফি ও অলক, ক্রিকেট বিশেষজ্ঞদের চিন্তায়ও তা-ই। প্রধান নির্বাচক রফিকুল আলমের দলটাকে এই মুহূর্তের সেরা দল মানলেও এই দুই ক্রিকেটারের জন্য দীর্ঘশ্বাস পড়ছে।
সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান বিশ্বকাপে সাকিব আল হাসানের দলকে ‘মোটামুটি ভালো’ বললেও একটা অতৃপ্তি অনুভব করছেন, ‘বিশ্বকাপে একেবারে নতুন কাউকে নিলে সেটা জুয়া হয়ে যেত। সেদিক দিয়ে পরীক্ষিতদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকেরা। তবে দু-একটা জায়গায় আরেকটু ভালো হতে পারত।’

স্পর্শ এর ছবি

আমিও কয়েকটা টেস্ট কমেন্ট করসিলাম ফিচারটা দেখার জন্য। মুছে দিসি। কিন্তু একটা সমস্যায় পড়তেছিলাম তখন। শেষের সেকশনে 'কলাম' না দিলেও সেইটা দুই কলাম হয়ে যাচ্ছিলো। শুরুর সিঙ্গেল কলাম অবশ্য ঠিকই থাকতেসিলো। আপনার এই কমেন্টে দেখতেসি সেরকম হয় নাই।


ইচ্ছার আগুনে জ্বলছি...

দ্রোহী এর ছবি

দুটো কলামের মাঝে সামান্য গ্যাপ থাকলে ভাল হয়। [জাস্টিফাই] ট্যাগ ব্যবহার করলে কলাম দুটো একসাথে মিশে যায়।

উদাহরণ:

বাংলাদেশের ক্রিকেটের উন্নতির সমান্তরালে এ দেশের মানুষ ক্রিকেট-বোদ্ধা হয়ে উঠছে। মাশরাফির কান্নায় তারা যেমন আবেগতাড়িত, তেমনি দলে আরেকজন পেসার নিলে ভালো হতো কি না, মগ্ন সেই বিশ্লেষণেও। বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে


সাধারণ ক্রিকেটভক্তদের এসব বিশ্লেষণের সঙ্গে সাবেক ক্রিকেটারদের চিন্তাভাবনার খুব অমিল নেই। সাধারণের আলোচনায় যেমন মাশরাফি ও অলক, ক্রিকেট বিশেষজ্ঞদের চিন্তায়ও তা-ই। প্রধান নির্বাচক রফিকুল আলমের দলটাকে এই মুহূর্তের সেরা দল মানলেও এই দুই ক্রিকেটারের জন্য দীর্ঘশ্বাস পড়ছে।

দ্রোহী এর ছবি

মামু,

কালামুন ব্রেক দেবার জন্য [column][/column] এবং সেকশন ব্রেক দেবার জন্য [section][/section] টাইপ বিবিকোডের ব্যবস্থা করা যায় না?

আর দুই কলামের মাঝে সামান্য গ্যাপ থাকলে ভাল হয়। এতে করে জাস্টিফায়েড ট্যাগের সুষ্ঠু ব্যবহার সম্ভবপর হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেখবোনে। কিন্তু হোয়াটেভার ওয়াকর্স ব্রো চোখ টিপি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কিন্তু আমার প্রথম মন্তব্যে কলাম ব্রেকের পরের অংশ আমার সিগ্নেচারের ফাঁকে ঢুকে পড়লো কেন?! চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মাহবুব লীলেন এর ছবি

এইটা আরো সুবিধার হইল

গৌতম এর ছবি

বাহ। মাঝখানে ১৫-১৬ দিন সচলে ঢুকার সময় পাই নি। এসেই দেখি দুর্দান্ত সব পরিবর্তন। দারুণ দারুণ!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।