২০১১ সালে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলায় সচলায়তনের সদস্য ও অতিথিদের লেখা প্রকাশিতব্য গ্রন্থের একটি তালিকা আমরা বইমেলা চলাকালীন সচলায়তনের প্রথম পাতায় প্রদর্শন করবো। তালিকাটি প্রস্তুত করার জন্যে লেখকদের কাছ থেকে আমরা নিম্নলিখিত তথ্যগুলো চাইছি।
এই তথ্যগুলো গুছিয়ে লিখে মেইল করুন contact অ্যাট sachalayatan ডট com বরাবর। কালানুক্রমিকভাবে তালিকাটি সাম্প্রতিকীকৃত হবে। এই তালিকাটিতে শুধুমাত্র পূর্ণ এবং অতিথি সচলদের (যারা নিজ নামে ব্লগ প্রকাশ করতে পারেন) প্রকাশিত বইয়ের তথ্য সংযুক্ত হবে।
আপনাদের সহযোগিতার জন্যে ধন্যবাদ।
১. অবমুক্ত গদ্যরেখা
রণদীপম বসু
শুদ্ধস্বর
মূল্য ৩০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ১৮২
প্রচ্ছদশিল্পী: তৌহিন হাসান ও জি এম তানিম
২. কহলিল জিবরানের রত্মভান্ডার থেকে
মূলঃ কহলিল জিবরান, অনুবাদঃ আসাদ আলম
শুদ্ধস্বর
মূল্য ১০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৬৪
প্রচ্ছদশিল্পী: সুনৃত শুদ্র
৩. রোদের অসুখ
আশরাফ মাহমুদ
শুদ্ধস্বর
মূল্য: ১২৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৮০ পৃষ্ঠা
প্রচ্ছদশিল্পী: তৌহিন হাসান
৪. প্রকাশিত ও অর্ধপ্রকাশিত বক্রবয়ান
আরিফ জেবতিক
জাগৃতি
মূল্য: ১২৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৮০
প্রচ্ছদশিল্পী : সুমন
৫. অবিশ্বাসের দর্শন
অভিজিৎ রায়, রায়হান আবীর
শুদ্ধস্বর
মূল্য ৫০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা ৩২০
প্রচ্ছদশিল্পী: সামিয়া হোসেন
৬. ভাষা আন্দোলনের কথা
পান্থ রহমান রেজা
শুদ্ধস্বর
মূল্য ৬০ টাকা
পৃষ্ঠা সংখ্যা ২০
প্রচ্ছদ শিবু কুমার শীল
বইয়ের ধরন: শিশু-কিশোর
৮. গোয়েন্দা ঝাকানাকা ও জাদুঘরে চুরি রহস্য
মাহবুব আজাদ ও সুজন চৌধুরী
শস্যপর্ব ও পাঠসূত্র
মুদ্রিত মূল্য ২২০ টাকা
পৃষ্ঠা সংখ্যা ৪০ [সম্পূর্ণ রঙিন]
বইয়ের ধরন: রহস্য কমিক
৯. সাকিন সুন্দরবন
মাহবুব লীলেন
প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
বইয়ের মুদ্রিত মূল্য: ১২৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৭৮
প্রচ্ছদশিল্পী: মোহাম্মদ মুস্তাফিজুর রহমান
১০. মুক্তিযুদ্ধের কথা
পান্থ রহমান রেজা
প্রকাশক: শুদ্ধস্বর
পৃষ্ঠা সংখ্যা: ২০
দাম: ৬০ টাকা
প্রচ্ছদশিল্পী: শিবু কুমার শীল
বইয়ের ধরন: শিশু-কিশোর
১১. ভাক্ষস
কাহিনী: মেহেদী হক
সংলাপ: জি.এম.তানিম
আঁকা: রুবাইয়াত হাবীব, জাহিদ হোসেন
প্রকাশক: কাঠপেন্সিল
প্রাপ্তিস্থান: উন্মাদ
পৃষ্ঠা সংখ্যা: ৩২
প্রচ্ছদ: রুবাইয়াত হাবীব, জাহিদ হোসেন
১২. স্বপ্ননীল রেলগাড়ি
শেখ জলিল
প্রকাশনা সংস্থা: সাকী পাবলিশিং ক্লাব
মুদ্রিত মূল্য: ৭৫
পৃষ্ঠা সংখ্যা: ৪৮
প্রচ্ছদশিল্পী: আশেক-উল-হক
প্রচ্ছদের ফ্ল্যাপের ছবি: শরৎ চৌধুরী
১৩. কার্টুন আঁকিবার ক, খ, গ এবং "ক্ষ"
মেহেদী হক
প্রকাশকঃ কাঠপেন্সিল প্রকাশন
পাওয়া যাবেঃ ২১'শে বইমেলা- ২০১১, উন্মাদ স্টলে
পৃষ্ঠা সংখ্যা ১১১
মূল্যঃ ২০০ (আনুমানিক)
মন্তব্য
লেখকদের প্রতি অগ্রিম অভিনন্দন! আর সবচেয়ে মোটা বইটা যে(বা যাহারা) লিখবে আমার পক্ষ থেকে তাকে(বা তাহাদেরকে) বিশেষ পুরষ্কারে ভূষিত করা হবে বলে ঘোষণা প্রদান করা হইলো।
btw:
এইখানে একটা বর্ণবাদী পক্ষপাতিত্ব...
ইচ্ছার আগুনে জ্বলছি...
তাহলে কি "সাদানুক্রমিকভাবে" অথবা "রঙানুক্রমিকভাবে" বলা ঠিক হবে? আমার মনে হয় লেখকের নামের "বর্ণানুক্রমিকভাবে" বললে সব কূল রক্ষা পায়।
বই মেলা শুরু হয়ে গেলে এই পোস্টে প্রকাশনা প্রতিষ্ঠানের নামের পাশে বুথ নাম্বারটাও দিয়ে দেয়া দরকার।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কিংবা "লুলানুক্রমিকভাবে"।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"লুলানুক্রমিকভাবে" হলে তো আমিই একনম্বর হবো। দ্রোহীদার সার্টিফিকেট আছে আমার কাছে!
লুল্সাট্টিফিকেট দেয়ার সাট্টিফিকেট মেম্বররে দিছে ক্যারা?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
স্পর্শ 'দা যেহেতু বলেছেন যে সবচেয়ে মোটা বইটার লেখককে পুরস্কৃত করবেন, সুতরাং বইগুলোকে আকারানুক্রমে (মোটানুক্রমে/চিকনানুক্রমে) সাজাইলে কেমন হয়।
মাহফুজ খান
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আমিও এই বছর একটা বই প্রকাশ করতে যাচ্ছি। যথাসময়ে আলাদা পোস্টে বিজ্ঞাপন করে জানাবো সবাইকে।
হ। আর আমি লিখুম সেই বইয়ের ফ্ল্যাপ। রীতিমতো নিলামে ডাইকা পাইছি এই দায়িত্ব।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অপেক্ষায় থাকলাম..
স্পাই থ্রিলার যেইটার হিরু মাশুদ রানা হইলো আমগো রঙীল ভাই?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মনির ভাই, আপনেরে অপমান করছে। আপনে প্রতিশোধ নেন।
এইটা কী বুইল্লেন! আমি তো জব্বর একখান বই হবে বুলে শখুন থেক্যা মুখ ধুয়্যা বইস্যে আছি! রঙীল ভাই কি লায়ক হত্যা চ্যাছে নাখো? আর ময়না ভাই ভিলেইন?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
প্রশংসনীয় উদ্যোগ!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মেইলে নাহয় পরে পাঠাই। তার আগে এখানেই হাটে উঠি ?
* বইয়ের নাম: অবমুক্ত গদ্যরেখা
* লেখক বা লেখকবৃন্দের নাম: রণদীপম বসু
* প্রকাশনা সংস্থার নাম: শুদ্ধস্বর
* বইয়ের মুদ্রিত মূল্য: ৩০০
* পৃষ্ঠা সংখ্যা: ১৮২
* প্রচ্ছদশিল্পীর নাম: তৌহিন হাসান
* প্রচ্ছদের ফ্ল্যাপের ছবি: জি এম তানিম
ছবিটা দেয়া হলো এই লিংক থেকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বস, একটু কষ্ট করে মেইল করে দেন, ছবিসহ। কারণ ছবিটা একটা ফ্লিকার শোকেসে তোলা হবে। এই তথ্যগুলো সরাসরি পোস্টে যোগ করা হবে, তাই মন্তব্যের পাতায় না থাকলেই ভালো। আর ফিল্ডের নাম উল্লেখ না করে শুধু রেকর্ড উল্লেখ করলেই চলবে। অর্থাৎ, "লেখকের নাম রণদীপম বসু" না লিখে শুধু "রণদীপম বসু" লিখলেই চলবে।
ঝাকানাকার কমিক বইটার প্রচ্ছদ স্লাইডে নাই কেন?
ধৈবত
'চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কথাটা মন্দ বলেন নাই রনদীপম দা।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
স্লাইড-শোটা ভালো হয়েছে। তবে বইয়ের বর্ণনার সাথে একটা করে (একটু বড় আকারের) থাম্বনেইল থাকলে আসোসিএশন এ সুবিধা হতো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
এই তালিকায় কি অতিথি লেখকদের নামও থাকবে?
আমর একটা ছড়ার বই বেরুচ্ছে এই একুশের মেলায়, তাই জিজ্ঞেস করলাম।
খন্দকার আলমগীর হোসেন
অতিথি লেখক
আলমগীর ভাই,
শিরোনামে বলা আছে "প্রিয় সচল ও অতিথিবৃন্দ"। অতএব, আপনার বইয়ের বিবরণ পাঠিয়ে দিন জায়গা মত।
না। সচলায়তনের পূর্ণ আর অতিথি সচলদের লেখা বইয়ের তালিকা হবে শুধু।
বইয়ের 'ধরণ'টা যোগ করে দিলে মনে হয় ভালো হত।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
"ধরন"
বুনোহাঁস ওই তেড়ে এলো।
ভাইবেন্না আপনি বুনোহাঁসের আগে বলতে পারছেন!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
জীবাণুর বই বেরোচ্ছে নাকি আর?
নাহ! এবার বড্ড দৌড়ের উপর ছিলাম। তবে শেষ মুহূর্তে আপনার বইয়ের সহ-লেখক হওয়া যায় কিনা ভাবতেছি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
জীবানুর বইয়ের আগাম বুকিং দিলাম, বিশেষ ডিসকাউন্ট দিয়া বাধিত করিবেন
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সলাইড শোও টা বেশি জোস। ভালো লাগসে।
------------
Lover of Sadness | Sad Love Songs
লেখকদের প্রতি অভিনন্দন !
----------------------------------------------------
সবুজ পাহাড়ের রাজা ।
লেখকদের শুভেচ্ছা।
তবে এবার তুলনামূলক ভাবে কম সচলদের বই বেরুচ্ছে মনে হয়?
এখন তো দেখি সবাই লেখক, ব্লগে লিখেই। প্রথম পাতায় ১০ মিনিট ও লিখা টিকছে না। কিন্তু বই ইয়ের সংখ্যা কম মনে হচ্ছে।
তবে ব্গ্লারদের বই পড়ার মজা আলাদা।
ভালো উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ।
এবারের বইমেলায় আমার একটি কবিতার বের হয়েছে।
ছবি সংযুক্ত করা গেলো না।
* বইয়ের নাম: স্বপ্ননীল রেলগাড়ি
* লেখকের নাম: শেখ জলিল
* প্রকাশনা সংস্থার নাম: সাকী পাবলিশিং ক্লাব
* বইয়ের মুদ্রিত মূল্য: ৭৫
* পৃষ্ঠা সংখ্যা: ৪৮
* প্রচ্ছদশিল্পীর নাম: আশেক-উল-হক
* প্রচ্ছদের ফ্ল্যাপের ছবি: শরৎ চৌধুরী
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন