কম্পিউটারে প্রথম বাংলা লেখনী শহীদলিপিকে শুভেচ্ছা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ২৫/০১/২০১১ - ১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কম্পিউটারে প্রথম বাংলা লেখনী শহীদলিপির যাত্রা শুরু হয়েছিলো ২৫ শে জানুয়ারী ১৯৮৫ সনে। এই দিন শহীদলিপির জনক সাঈফ শহীদ শহীদলিপি দিয়ে মাকে চিঠি লেখার মাধ্যমে এই ইতিহাস সৃষ্টি করেছিলেন। সচলায়তনে রেকর্ড হয়ে আছে এই ইতিহাস

আজ, শহীদলিপির সূচনার ২৬ বছর পরে, শহীদলিপিকে বাংলা কম্পিউটিংয়ে এই যুগান্তরকারী ইতিহাস সৃষ্টির জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।


মন্তব্য

তাসনীম এর ছবি

আজ, শহীদলিপির সূচনার ২৬ বছর পরে, শহীদলিপিকে বাংলা কম্পিউটিংয়ে এই যুগান্তরকারী ইতিহাস সৃষ্টির জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।

চলুক

শুভেচ্ছা রইল।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত এর ছবি

শুভেচ্ছা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

হাসিব এর ছবি

শুভেচ্ছা। কম্পিউটারে বাংলা লেখার সঠিক ইতিহাস সংরক্ষিত হোক।

হিমু এর ছবি

সাইফ ভাইয়ের এই কীর্তির কথা আমরা যথাযথভাবে জানতেই পেলাম পঁচিশ বছর পর। আশা করবো, আমরা যেন আর বিস্মৃত না হই। পত্রিকায়, ব্লগে, উইকিপিডিয়ায়, টকশোতে সবাই যেন সঠিক ইতিহাসটি ছড়িয়ে দিতে পারি।

সাইফ ভাইকে অভিনন্দন। কেবল শহীদলিপির স্রষ্টা হিসেবে নয়, একজন চমৎকার সংবেদনশীল মানুষ হিসেবে তাঁকে বড়ই পছন্দ করি।

অতিথি লেখক এর ছবি

শুভেচ্ছা জানাই। -রু

আরিফ.হাসান এর ছবি

সাইফ ভাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই। চলুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শহীদলিপিকে এবং এর কারিগর সাঈফ শহীদকে শুভেচ্ছা।

ধুসর গোধূলি এর ছবি

প্রচলিত স্বীয় ঢাঁক পেটানো বেনিয়াদের মুখের ওপর চপেটাঘাত করে কম্পিউটারে সর্বপ্রথম বাংলা লেখনি "শহীদলিপি"র ইতিহাস ছড়িয়ে পড়ুক সর্বত্র।

শহীদলিপি'র স্রষ্টা সাঈফ শহীদকে অনেক অনেক অভিনন্দন আজকের দিনে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক অনেক অভিনন্দন। সাঈফ ভাইকে ভালো পাই।

দ্রোহী এর ছবি

অসাধারণ ব্যানারের জন্য সামিয়াকে গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু .....

"কম্পিউটারে বাংলা লেখার জনক" কথাটুকুকে বারংবার ধর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য শহীদ ভাইকে অভিনন্দন এবং শহীদ ভাইয়ের অমর কীর্তিটুকুকে সবার সামনে তুলে ধরার জন্য সচলায়তনকে ধন্যবাদ।

তিথীডোর এর ছবি

সাঈফ ভাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। হাততালি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সায়নের ব্লগ এর ছবি

সন্দেশ কে এই লিঙ্কে এর শেষে একটু নজর দিতে বলব। এর সত্যতা কতটুকু?

সন্দেশ এর ছবি

প্রথম আলোতে লিখেছে:

ব্লগসাইটগুলো থেকে জানা যায়, বাংলা ভাষায় ব্লগ লেখকেরা (ব্লগার) এই দিবস উদ্যাপনের উদ্যোক্তা।

এটা সত্যি যে কয়েকজন ব্লগার এই প্রস্তাবটি উত্থাপন করেছে। সচলায়তন দিবসটি পালনের গুরুত্ব স্বীকার এবং যৌক্তিকতা অনুভব করলেও শুধুমাত্র কয়েকটি ব্লগের উদ্যোগে "কম্পিউটারে বাংলা প্রচলন দিবস" কতটা গ্রহণযোগ্য হতে পারে সেটা নিয়ে ভাবতে সময় নিয়েছে। সে কারণেই দিবসটির পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও সচলায়তন মনে করে এর গুরুত্ব এবং ব্যাপ্তি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আমাদের প্রত্যাশা যে, দিবসটি আরো বড় পরিসরে এবং বৃহত্তর ব্যাপ্তিতে স্বীকৃত এবং উদযাপিত হবে।

যেমন—সচলায়তন, ক্যাডেট কলেজ ব্লগসহ বিভিন্ন ব্লগ আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এটাও সত্য বলেই প্রতীয়মান হচ্ছে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ধন্যবাদ সাইফ ভাই আর সচলায়তনকে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুহান রিজওয়ান এর ছবি

কম্পিউটার ব্যবহার করে যারা বাংলা লেখেন, তারা এই চিঠির বিস্মৃত হবেন না কিছুতেই।

সাইফ শহীদ ভাইয়াকে শ্রদ্ধা ও ভালোবাসায় অভিনন্দন।

আর চমৎকার ব্যানার শিল্পী সামিয়া আপাকেও ধন্যবাদ এই ব্যানারের জন্যে।

নাশতারান এর ছবি

শ্রদ্ধা ও শুভেচ্ছা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ফাহিম হাসান এর ছবি

সাইফ ভাইকে অভিনন্দন। বিষয়টা এই পোস্ট পড়েই জানলাম।

সচলায়তনের এই ব্যানারটি অপূর্ব!

মানিক চন্দ্র দাস এর ছবি

সাইফ ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন । মানুষটা লিখেনও চমৎকার।

অস্পৃশ্যা এর ছবি

এবিসি রেডিওতে আজ রাত ৯টা আর ১২ টার খবরে সাইফ শহীদের সাক্ষাৎকার প্রচারিত হবে।

অভিনন্দন সাইফ শহীদকে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটার একটা রেকর্ডিং জোগাড় করতে পারলে ভালো হোতো।

আরিফ.হাসান এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

সাইফ ভাইকে শ্রদ্ধা আর শুভেচ্ছা

_________________
ঝাউবনে লুকোনো যায় না

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সঠিক ইতিহাস সংরক্ষিত হোক সঠিকভাবে।

শ্রদ্ধা আর শুভেচ্ছা।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মাহবুব রানা এর ছবি

সাইফ শহীদ ভাইকে শ্রদ্ধা, অভিনন্দন।
সচলায়তনকে ধন্যবাদ এটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবার জন্য।

মুস্তাফিজ এর ছবি

সাইফ ভাইকে শুভেচ্ছা। রাত নয়টার রেডিয়োর খবরে সাক্ষাৎকার শুনলাম, তখন গাড়ি চালাচ্ছিলাম।

...........................
Every Picture Tells a Story

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন!

রানা মেহের এর ছবি

অনেক কৃতগ্গতা থাকলো উনার প্রতি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনন্দী কল্যাণ এর ছবি

সাইফ শহীদ ভাইকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।

Hemayet এর ছবি

This is just to properly document the history. A bangla font was developed by me at around the same time Shahid Lipi came out (before or after - can not remember now but the news was published in Bangladesh news papers including Bichitra and Melbourne University News) to assist publication of the Australia Bangladesh Society Magazine.

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

জনাব হেমায়েত, আপনি কি অনুগ্রহ করে আপনার উদ্ভাবিত বাংলা ফন্টের ইতিহাসটা বাংলায় লিখে সচলায়তনে পোস্ট করবেন? বিচিত্রা ও মেলবোর্ন ইউনিভার্সিটি নিউজের পেপার কাটিং আপনার সংগ্রহে থাকলে সেগুলোও সাথে জুড়ে দিন। আমরা সত্য ইতিহাস জানতে চাই, এবং যার যা মর্যাদা প্রাপ্য তা যথাযথভাবে দিতে চাই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাফি এর ছবি

সাইফ ভাইকে আরেকবার শ্রদ্ধা জানিয়ে গেলাম

বইখাতা এর ছবি

শুভেচ্ছা। সাঈফ শহীদ ভাইকে শ্রদ্ধা জানাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।