ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ কিলোবাইটের কাছাকাছি। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।
ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।
সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
মন্তব্য
এইটা আগের একটা ব্যনারের সামান্য মডিফাইড ভার্সন। দুইহাজার আটের ডিসেম্বারে হিমাচলের কুফরি থেকে তোলা, আমার প্রিয় সাবজেক্ট- নিঃসঙ্গ কাউয়া।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
একই কুমীর দুইবার দেখানোর জন্য ওডিনের ফাঁসি চাই।
ইয়ে এইটা কিন্তু মিউটেটেড কুমির। সেকেন্ড জেনারেশন। ফাস্ট অ্যান্ড ইমপ্রুভড
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এর জন্য ওডিন এর মিউটেটেড, সেকেন্ড জেনারেশন, ফাস্ট অ্যান্ড ইমপ্রুভড ফাঁসি চাই।
আত্তসুদ্ধি
অসাধারন ব্যানার উজানগাঁ
খুবই ভাল ব্যানার।
চমৎকার ব্যানার উজানগাঁ, খুব ভাল লাগল । আহা, সত্যিই যদি বিপ্লব আসতো এই গ্রহে!
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
মিশর' ব্যানারে লাখতারা
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বইমেলার ব্যানারটা খুব সুন্দর। -রু
আজকের ব্যানারটা ভাল লেগেছে। সবুজ রঙ এর ফ্রি-ফর্ম দিয়ে'সচলায়তন' লেখার ফন্ট-শিলোয়েট ভাঙার প্রচেষ্টা কিছুটা কাজে এসেছে, তবে ফ্রি ফর্ম এর সবুজ রং আর কার্টুনের হাতে ধরা বই এর রংগুলো নিয়ে আরেকটু সময় ভাবা যেতো।
উজানগাঁকে অভিনন্দন।
বইমেলার ব্যানারটা মজার হয়েছে তো! উজানগাঁকে ধন্যবাদ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দারুণ ব্যানার উজানগাঁদা!
(তবে কার্টুনটা না থাকলে ব্যানারটা আমার আরো পছন্দ হতো। )
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
উজানগাঁদা লিখতে গিয়েও লিখলাম না। কেমন জানি উজানের গাঁদাফুল মনে হচ্ছিলো
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হে হে, আমি তাও লিখে দিয়েছি।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আলাদাভাবে দুইটা ব্যানার করছিলাম শেষে পাঠালাম একটা। তবে কার্টুনটার মধ্যে একধরনের আনন্দ আছে। বই কেনার/কিনতে পারার আনন্দটা টের পাওয়া যায়।
হুঁ, কার্টুনটা আলাদাভাবে বেশ মজার।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ব্যানারের পরিকল্পনায় । তবে BSOD-র মেসেজের মত লাগছে বলে প্রথমটায় চমকে উঠেছিলাম!
ইঁচড়ে পাকার বয়সে মানব দেহ সম্পর্কে জানতে লুকিয়ে বড়দের বিজ্ঞান বই পড়তাম। এমনি করে লুকিয়ে পড়তে পড়তে একদিন জেনেছিলাম মানব দেহের প্রতিটি কোষের ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তাতে জিন থাকে। ভয়ানক শিহরিত হয়েছিলাম সেদিন। নিজেকে জিনের বাদশাহ মনে হয়েছিল সেদিন।
দেখতে দেখতে জিনোম সিকোয়েন্সিংয়ের দশ বছর হয়ে গেল। বিশ বছর হয়ে গেল হাবুল টেলিস্কোপের। মাঝে মাঝে ভেবে বিস্মিত হই আরো সত্তর বছরের জীবদ্দশায় আরো কত শতবার শিহরিত হব।
চমৎকার ব্যানারের জন্য জীবাণুকে ।
দারুণ! দারুণ!!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অসাধারণ ব্যানার। স্বকীয়।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ফাল্গুন নিয়ে এতো সুন্দর পরিমার্জিত শিল্পীত ব্যানার আমি ইহ জিন্দিগীতে দেখি নাই...
উজানগাঁদার জন্য
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও দেখি নাই। উজানগাঁদাকে
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
খুব সুন্দর ব্যানার। উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে। -রু
অসাধারণ অসাধারণ অসাধারণ ব্যানার করেছেন উজানগাঁ। এক লহমায় পুরো বসন্ত কালটা উঠে এলো সচলায়তনে...
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
অতিঅসাধারণ ব্যানার হইছে উজানগাঁদা
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
স্বৈরাচার প্রতিরোধ দিবসের ব্যানারটি খুব ভালো হয়েছে। -রু
স্বৈরাচার প্রতিরোধ দিবসের ব্যানারে লাখতারা।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মুক্তির মন্দির সোপানতলে
কতো প্রাণ হলো বলীদান
লেখা আছে অশ্রুজলে...
আহা... কী অপূর্ব... ব্যানারে জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
...
ভালবাসা আর শ্রদ্ধা।
_______________________
মেঘদুত
ওরা আসলে কখোনেই মরেনা। ওরা বারবার জন্ম নেয় অন্যের চেতনায়।
ওদের সকলের জন্যে আমার এটারনাল (এর বাংলা জানা নেই) ভালোবাসা।
এমন অসাধারণ একটা ব্যানারের জন্যে হিমুকে কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই জানাবার নেই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
বসন্তের ব্যানারটা একেবারে অসাধারন!
এত বর্নিল যে উৎসবের পুরো আবহ চমৎকার ভাবে এসেছে।
উজানগাঁকে কৃতজ্ঞতা
অসাধারণ একটা ব্যানার। এটা বলতেই লগিন করতে হল।
অসাধারণ অসাধারণ অসাধারণ ব্যানার!! অসংখ্য অজস্র ধন্যবাদ লিও হক কে, গায়ে কাঁটা দেয় ব্যানারটা দেখলে।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
অসাধারণ ব্যানার লিও হক। আপনার কার্টুন দেখিনা দীর্ঘদিন!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার দেখা অন্যতম সেরা ব্যানার। লিও হক-কে অনেক অনেক ধন্যবাদ।
অপূর্ব! অসাধারণ!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সেই রকম একটা ব্যানার হইসে! ফাটাফাটি!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
সেই রকম একটা ব্যানার হইসে! ফাটাফাটি!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এই ব্যানারটা দেখে আমার প্রতিক্রিয়া ছিল অনেকটা এমন -
তব্দা - ভালো লাগা - অভিভূত - অসীম ভালোবাসা - নিঃশব্দ ...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
লিও হোক, অসাধারণ একটা ব্যানার বানিয়েছেন। -রু
ধুসর গোধূলি, এই ব্যানার নিয়ে আপনার গর্ব করা উচিত। খুব সুন্দর। -রু
শুধু আমি কেনো? গোটা বাংলাদেশই গর্ব করুক। ব্যানার নিয়ে না হলেও, ব্যানার যাঁদের সম্মানে বানানো সেই পনেরো জন 'টাইগার'কে নিয়ে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন এক এ্যাড দেখলাম "বাংলাদেশের জান সাকিব আল হাসান"। ধুগোদার ব্যানার দেখে সেই এ্যাড এর কথা মনে পড়ল-
এত চমৎকার ব্যানারের জন্য মনির হোশেনকে উত্তম জাঝা।
সাকিবকে একা না রেখে পুরো বাংলাদেশ টিমকে রাখলে আরো ভাল হত। পোলাটা একা একা ভয় পাবে না?
পুরো দল নিয়ে ব্যানার আসবে শুক্রবারের মধ্যেই। এটা আপাতত উটপোঁদদের উৎপাতের কথা মাথায় রেখে বানানো।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুণ! বিশ্বকাপের ব্যানারের অভাব পূরণ হলো।
পুরো দলকে নিয়ে ব্যানারের অপেক্ষায় থাকলাম।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অসাধারণ ব্যানার ধুগো'দা
এই ব্যানারের জন্য অর্ডার দিয়া হইলেও ধুগো'দার জন্য একটা শালী পয়দা করুম!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনেকগুলো বাঘ দল বেঁধে একটা অসহায় হরিণ শিকারের ব্যানার দেখে প্রথমেই 'ক্রুয়েল' শব্দটা মাথায় আসলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মনে হয় একটা বাঘেরই অ্যাকশন সিকোয়েন্স ...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
জিএমটি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বাহ, কি চমৎকার ব্যানার জি এম তানিম!
তানিম্ভাই লোকটা পুরা বদ হয়া যায়নাই। অতিঅসাধারণ একটা ব্যানার দিয়ে সেইটা প্রমাণ করছে। ব্যানারে জাঝা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মিয়া ফাউল!
সুন্দর ব্যানারটার জন্য ধন্যবাদ, জি এম তানিম। এটারও প্রয়োজন ছিল। -রু
তানিম ভাই, ব্যানারটা অসাধারণ হয়েছে।
খালি ছোট্ট একটা বানান ভুল রয়ে গেছে। স্বগর্বে > সগর্বে
টাইপোটা ঠিক করে দিন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
কন্টেক্সটের বিবেচনায় এই শব্দটাও ঠিক আছে সম্ভবত, নিজের গর্বে অর্থে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
তাও ঠিক
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
অসাধারণ ব্যানার!!! আরো যারা মাঠে গেছিলেন খেলা দেখতে, তাদের কাছেও এমন কিছু লাইভ মূহুর্ত নিয়ে ব্যানারের দাবী জানালাম
জিএমটিকে জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার আগেই সবাই সব বলে দিলে, আমি কি কমু???
সচলায়তন এর বশীরভাগ ব্যানার ই ভালু পাই... ... ... চালায়ে যান ভাইয়েরা সাথে আছি। - পথিক
চমৎকার ব্যানার । ধন্যবাদ জি এম টি ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
জি এম টি...ব্যানার টা ভালো লেগেছে।।।
আমার প্রথম মন্তব্য এটা...
আশা করছি আপনাদের সাথে ভালোই কাটবে দিন গুলো...
তানিম্ভাই, চ্রম ব্যানার! জাঝা লন!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এই দিনটির কথা ভুলে গেছিলাম। ধন্যবাদ জি. এম. তানিম। চমৎকার ব্যানার।
ব্যানারটা ...ব্যানার টা খুব ভালো হয়েছে।।।
--------------------------------------------------------------------------------
জি এম টি...ব্যানার টা ভালো লেগেছে।।। জয বাংলা
সময়ের সাথে তাল রেখে ব্যানার প্রকাশে সচলের তুলনা সচল নিজেই! তাই অনুরোধ থাকলো, লিবিয়ায় আঁটকে থাকা আমাদের শত শত আত্নীয়-বন্ধুদের অসহায় অবস্হান নিয়েও ব্যানার আসুক। হতভাগ্য মানুষগুলোর দিক থেকে দেশের রাষ্ট্র পর্যায়ের মানুষগুলো খুব সহজেই মুখ ফিরিয়ে নিলেও সচল পরিবার যে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটুকু অন্তত তারের জানতে দেয়া হোক। 'দুঃসময়ে মানুষ/বন্ধুর পাশে থাকতে হয়' এই বোধের জয় হোক।
- আয়নামতি
ও হে ধূগোদা..................
বিশ্বকাপের সেরা ব্যানার।
- বুদ্ধু
ব্যানারের জন্যে অনেক ধন্যবাদ তানিম।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
খাইসে!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ব্যানার দেখে মন ভালো হয়ে গেল! চমৎকার!
মেজর মনির হোশেন দেখি ফাডায়ালাইছে!!!!!!!!!!
দুর্দান্ত ব্যানার, ধূগো দাদা...
সচলায়তনের সেরা ব্যানারদের একটি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সচলায়তনের সেরা ব্যানারদের একটি - আসলেই
সচলে আমার দেখা সেরা ব্যানার।
ধুসর গোধূলি, আপনি দেখি সুপ্ত প্রতিভার আধার!! -রু
ধুগোদা, বাঘতো মাটির সাথে মিশায়ে ফালায়ছেন এক্কেবারে বাস্তব।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
খুব ভালো লাগল!
উজান গাঁ'র নতুন ব্যানারটি অসাধারণ! রঙের গ্রেডিয়েন্স......দারুন!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
জটিল ব্যানার হইসে, এরকম একটা এখন সত্যিই খুব দরকার ছিল।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
দারুণ ব্যানার। খুব পছন্দ হলো।
ফাটাফাটি। পেছনের ব্রাশড ব্যাকগ্রাউন্ডটা, আর পুরোটায় সবুজের এফেক্ট মিলিয়ে। তবে সচলায়তন লেখাটা পড়ে অনার্য সঙ্গীতের কথা মনে হচ্ছিল, যেন লাল লেখার গায়ে সবুজ রঙের স্পোর গজিয়ে উঠছে
কী দারুণ একটা ব্যানার হয়েছে!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ব্যানারের জন্য উজানগাঁও'রে ।
শফিউল আমার প্রিয় ক্রিকেটার হয়ে যাচ্ছে। শফিউল ভাই আমার, যদি কখনো সচলায়তনে এই মন্তব্যটা চোখে পড়ে তোমার, জেনে রাখবা অব দ্য ম্যাচ পুরষ্কারের তোমার দরকার নাই। তুমি ম্যান অব দ্য পিপোল। সারা বাংলাদেশের মানুষের শুভকামনা তোমার সাথে আছে। একটা ক্রেস্টের কি সাধ্য আছে সেই শুভকামনার প্রতিদান দেবার!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফাটাফাটি ব্যানার... জিয়েমটিরে বিরাট জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ জিএমটি, এটা দরকার ছিল। দুর্গতদের জন্যে শক্তি, সাহস আর আবারো উঠে দাঁড়াবার শুভকামনা।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অসাধারণ ব্যানার!!!
অনেক ধন্যবাদ তানিম ভাই। অনেকদিন আগেই দাবি করেছিলাম এটা।
অসাধারণ হয়েছে ব্যানারটা।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
অসাধারণ ব্যানার!
তানিম ভাইকে ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ব্যানারের জন্য তানিমকে
এই ব্যানারকে সুন্দর তো বলা যায় না! গায়ে কাঁটা দিয়ে উঠলো। -রু
তানিম ভাই যেভাবে একটার পর একটা দুর্দান্ত ব্যানার উপহার দিচ্ছেন, ইলেকশানের সময় এই ব্যানারশিল্পীকে নিয়ে কাড়াকাড়ি পরে যাবে- ঈমানে কইলাম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধুসর গোধূলির নীল প্রজাপতি ব্যনারটা খুব সুন্দর হয়েছে। একটা কাকতাল হয়ে গেল। আজকে সকালে এক বন্ধু বিয়ে নিয়ে প্রচুর হেদায়েত দিল। গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়। কথা শেষ করে সচলায়তন খুলে দেখি এত্ত বড় একটা প্রজাপতি। তা বিয়েটা কার? সচলায়তনের নাকি ধুসর গোধূলির? -রু
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কাকতালের উপরেও কাকতাল আছে। ব্যানারটা জমা দেয়ার পর হঠাৎই মনে হয়েছিলো, প্রজাপতি আর বিবাহ সংক্রান্ত একটা প্রশ্নের দার খুলে দিলাম বোধ'য়! কাকতালটা যে নেহায়েৎ মিথ্যা না, সেটা তো আপনার মন্তব্যেই প্রমাণিত।
আসল কথা হলো, এই ব্যানারটা তৈরী হয়েছে আরেকটা ব্যানারের বাই-প্রোডাক্ট হিসেবে। ঐ ব্যানারে ফাইনাল টাচ দিতে গিয়ে এটা হয়ে গেছে। যদিও দুইটা ব্যানারের রঙের বিন্যাস, থিম আর ধারনা সম্পূর্ণই আলাদা।
ছোটবেলায় প্রজাপতির পেছনে অনেক ছুটাছুটি করেছি আর এর ফলে এতোবার এরা আমার গায়ে বসেছে যে গায়ে প্রজাপতি বসলেই যদি বিয়ে হতো তাহলে এতোদিনে আমার বিবিদের কাফেলা লম্বা হতে হতে চাঁদে পৌঁছে যেতো।
আর, বিয়েটা সম্ভবত আপনার সেই হেদায়েতকারী বন্ধুর। এবার মিষ্টি খান।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রজাপতি-ব্যানারটা ভালো লাগলো না, ধুগোদা
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আই বেগ টু ডিফার!
আমার কাছে অমানবিক লাগলো! আপনি মিয়া পুরাই 'রঙীন', হুদাই ভাব ধরেন খালি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মাঝে মইদ্যে মনে চিন্তার উদয় হয়, আপ্নে কঠিন একখান ছ্যাকা খাইছিলেন জীবনে! সাহস করে বলে উঠতে পারিনা
ব্যানারে ফাডায়ালায়ছেন ধুগো'দা।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হে হে হে
ব্যানারে কারে ফাডায়ালাইলাম!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূসর গোধুলী, আপনার ব্যানারটায় ফন্ট এবং রঙ এর ব্যবহার ভাল লেগেছে, তবে মনে হয়েছে প্রজাপতিটা একটু বড় হয়ে গেছে। সুন্দর ব্যানারের জন্য ধন্যবাদ। দয়াকরে, ফন্ট'টার নাম জানতে পারি?
ফন্টটির নাম: একুশে পুনর্ভাবা ।
ঠিকই ধরেছেন, ফন্টের নাম একুশে পুনর্ভবা।
আমি খুবই দুঃখিত সময় মতো আপনার মন্তব্যের জবাব দিতে পারি নি জন্য।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভীষণ ভীষণ সুন্দর ব্যানার, উজানদা!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ব্যানারে ৫ তারা।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
উমম... আরেকটা সবুজ ব্যানার।
কিসের ছবি এটা উজানদা, পাতার গায়ে ওগুলো কাঁটা, নাকি রোঁয়া?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধূসর গোধুলি/লীকে নববর্ষের ব্যা্নারের জন্য
কপাল ভালো, শেষে একটা 'ন' লাগায়ে দীর্ঘ-ঈকার দেন নাই নৈষাদ'দা!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এমন খাসা ব্যানারের জন্য ধুগোরে নগদে শ-খানেক পয়েন্ট দেওয়া হোক
বেশ ঝাকানাকা ব্যানার হইসে ধুগোদা।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
নববর্ষের ব্যানারের জন্যে ধন্যবাদ ধুগোদা।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
খুবই সুন্দর একটা ব্যানার।
পাহাড় বিষয়ক ব্যানারে "রাষ্ট্র, তোমার হাতে রক্তের দাগ" অংশটুকু জনাব আরিফ জেবতিকের একটি লেখা থেকে নেয়া।
______________________________________
পথই আমার পথের আড়াল
উজানগাঁ ভাইকে সালাম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অদ্ভুত!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ব্যানারের ছবি জুড়ে কমেন্ট করে কেম্নে?!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ফায়ারফক্সে ব্যানারের উপর রাইট ক্লিক করে "view background image" দিলে ব্যানার ওপেন হবে। সেই ইউয়ারএল কপি করে নিয়ে মন্তব্যে ছবি হিসেবে যোগ করে দিতে হবে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
উজানগাঁ,
'পাহাড়ের কান্না' ব্যানারটা অদ্ভুত সুন্দর। আমরা বধির নই, কান্নার শব্দ ঠিকই শুনি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি মূক, আমরা কি কিছুই বলব না। নাকি আমরা পঙ্গু, কিছু করার ক্ষমতা আমাদের নাই।
দারুন 'পাহাড়ের কান্না' ব্যানারটা
চমৎকার ব্যানার উজানগাঁ। একদম মনের কথা লিখেছেন।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ব্যানার এবং কথা, দুটোই শিল্প হয়েছে। সচলকে স্যালুট!
অ্যামেইজিং হইছে...............
http://www.sachalayatan.com//files/banners/shawon_ht.jpg
চমৎকার একটি ব্যনার! শব্দে রঙে এভাবেই অন্যায়ের প্রতিবাদ জারি থাকুক সচলে।
ইউআরএল-এর আগে [img], পরে [/img] দিলে ছবিটা দেখা যায়। অত ঝামেলায় না গিয়ে মন্তব্যের উপরে একদম বাম কোনায় ছবির বোতাম চেপে সেখানে লিংক বসিয়ে দিলেই হয়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অসধারণ ব্যানার।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
রাষ্ট্র, তোমার হাতে রক্তের দাগ- আমরা বধির নই, পাহাড়ের কান্নার শব্দ আমরাও শুনতে পাই।
অসাধারণ এই ব্যানারটার জন্য উজানগাঁকে অসংখ্য ধন্যবাদ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
উজানগাঁ'দা কে
ব্যানারু
খেতাবে ভূষিত করা হোক।
অসাধারণ সব ব্যানার বানানোতে উনি কখনো ফাঁকি দেন না।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অথবা "ব্যানারজি"
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ব্যানারজি পছন্দ হইছে
এখন থেকে উজানগাঁর নাম উজানগাঁ ব্যানারজি
______________________________________
পথই আমার পথের আড়াল
বিরাট একটা ধন্যবাদ ব্যানারজি সাহেব
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিকাছে, এখন থেকে
উজানগাঁ ব্যানারজি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কিংবা, ব্যানার্গাজী।
[ব্যানার করে করে যিনি গাজী হয়ে গেছেন]
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুণ!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
উজানগাঁ, দারুণ একটা ব্যানার বানিয়েছেন।
ব্যানারটা দারুণ হয়েছে। উজানগাঁকে পুরষ্কৃত করা হোক।
বাংলার সকল মহাকীর্তিমান মানুষদের জন্মদিনেই এরকম সঙ্গতিপূর্ণ ব্যানার চাই!!
এ ব্যানারটিও যথারীতি দারুণ হয়েছে। উজানগাঁ দা দি বস্!!
খুবই সুন্দর ব্যানার।
'জিএম ব্যানারু' সংক্ষেপে '
জিএমবি
' কে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হ। জেএমবি ওরফে ধুগো ইঞ্চার্জ রক্স।
এবারে বিজ্ঞপন বিরতিঃ স্থানীয় বালিকারা খাজাবাবা ধুগোর আশ্চর্য কেরামতি সম্পন্ন স্ম্যাশড অ্যাশ সংগ্রহ করার জন্য ধুগো ইঞ্চার্জকে পাকড়াও করুন। সরবরাহের অপারগতায় লাঠিচালান করুন। ধুগো ইন্টারন্যাশনাল, আপনার সুখের দিনে এবং আপনার দুঃখের দিনে... টিংটং...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রবি বুড়োর সার্ধশত জন্মবার্ষিকীর ব্যানারে
জিএমবি দা'
কে-
'যে আমারে দেখিবারে পায়------------
অ-সীম ক্ষমায়................
ভাল -মন্দ, মিলায়ে সকলি!'
ব্যানারে
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আর যথারীতি অসাধারণ ব্যানার!!
খুব সুন্দর ব্যানার। জুবায়ের ভাইয়ের জন্য
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দুর্দান্ত ব্যানারের জন্য উজানগাঁকে ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
উজানগাঁ, ধন্যবাদ জানাবার জন্য কাজে বসে লগ-ইন করলাম।
--------------------------------------------------------------------------------
মারাত্মক উজানগাঁ ব্যানারজি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আসলেই-
"ছেলেটির চিত্ত অভয়,
শির যথোন্নত-
সে আকাশ ছুঁয়ে ফেলবে।।"............কবিতাটি কোন একদিন সম্পূর্ণ করে ফেলব!!!! ব্যানার যথারীতি সাংঘাতিক!!!
বাংলার সবথেকে শক্তিমান কবির আজ জন্মবার্ষিকী, ঊনি সহস্রবছর আমাদের শক্তিসঞ্চার করে যাবেন!!!
সাময়িক সচল-স্লোগান হিসেবে ভালই মানিয়েছে
এই মারাত্মক ব্যানারের জন্য 'জিএম-বি'কে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
খুবই সুন্দর ব্যানার, ধন্যবাদ 'জিএম-বি'কে - নজরুলকে ফুটিয়ে তোলার জন্য
ব্যানারে দিলাম।
কিন্তু সুরঞ্জনা তানিম্ভায়ের লগে ব্যানার ছাড়া অন্যকিছু শেয়ার কর্তে চাইলে ঝাতি মেনে নেবে না!!!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দারুণ।
"ফিরছে চায়ের কাপ ধোঁয়া ওঠা
জমছে আড্ডা নিরন্তই"
সবুজ ফন্টগুলো খয়েরি দেখতে পাচ্ছি, এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? কিন্তু সবুজটাই তো বেশি সুন্দর মনে হয়!! তবে ব্যানারের সাথে খয়েরি সঙ্গত।
সুরঞ্জনা আর জিএম তানিমের চায়ের কাপের এই ব্যানারটা আমার হিসেবে সর্বশ্রেষ্ঠ ব্যানার
কেন শ্রেষ্ঠ বললে ব্যাখ্যা দিতে পারব না
শুধু এইটা বলি; সম্ভবত আমার জীবনে করা প্রথম ব্যনারের প্রতিক্রিয়া এটা
সুর আর জিএমটির এই ব্যানারটা যে কী দারুণ! সচলায়তন খুললেই মন ভালো লাগছে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আজম খানের ব্যানারটা ভালো হয়নি
চশমার কালারের জন্য ড্রাকুলা মনে হচ্ছে
চশমার কালারটা অন্যকিছু হলে ভালো হত!!
হে কিংবদন্তিতূল্য পপগুরু ও নির্ভীক মুক্তিযোদ্ধা, স্মৃতিতে তুমি অম্লান আছো, থাকবে অনন্ত!!!
সুন্দর হয়েছে।
.......................
বর্ষার ব্যানার অসাধারণ হইছে ^:)^
দারুণ ব্যানার। সবুজ আমার প্রিয় রঙ।
উজানগাঁ ব্যানারজির আরেকটি প্রভুখন্ড
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অতুলনীয় সুন্দর। স্ফটিকের মত বৃষ্টিবিন্দু সবুজ নূপুরপায় রিমঝিম বরষা নামায়!!!!!!
দুর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল
একটা কথা না বললেই নয়, নিবিড়'কে নিয়ে ব্যানার করা হলো। আমারে নিয়া একটা না করলে হরতাল ডাকুম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বর্ষার ই-বইয়ের ছবি পোস্ট দিয়েছে না দেয় নাই উজান'দা?
আর উজান'দা, বৃষ্টি কই? খালি আপ্নের সিলেটে থাকলেই চলবে? আমাদের এইদিকেও কিছু না পাঠালে ক্যাম্নে কী?
(বামের লেখাটা আরেকটু ছোট ফন্টে নিচের দিকে হলে আরও মানাতো মনে হচ্ছে... এমনিতে ছবিটা অসাধারণ, কিন্তু আপনাকে আর কতবার সেটা বলা যাবে!)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কি অদ্ভূত সজীব একটা ব্যানার! সচলায়তনে এসেই মন ভালো হয়ে যাচ্ছে
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
খুব সুন্দর ব্যানার হয়েছে।
আমার দেখা সচলের অন্যতম শ্রেষ্ঠ ব্যানার। কেন এত ভালো লাগছে জানি না, লাইনদুটো কেমন যেন মিশে গেছে আর পড়ে আছে বৃষ্টির ফোঁটার মতই!
ব্যানারে ৫.৫ তারা।
অসাধারণ!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আপনে কী খান?
মারাত্মক ব্যানার ধুগো'দা। এরকম একটা ব্যানার বানালে অন্তত চারটি শ্যালিকা আপনার হকে পরিণত হয়!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
যাহ্ দুষ্টু কীসব বলে! আমি ভালো হয়ে গেছি না? আমার মন এখন ধর্মেকর্মে। শালিপূজা বাদ দিয়ে এখন কালীপূজা করি! কতো পিলান করে পবিত্র জুম্মাবারকে সামনে রেখে ব্যানারটা বানাইয়া পাঠাইছিলাম। পাপিষ্ঠ ডেভুরাম দিলো আমারে জুম্মার ছওয়াব আমলনামায় লেখাইতে? শালায় আবার খোমাখাতায় কীসব নাউযুবিল্লাহ টাইপের ইঙ্গিত করে। ঈমান আকিদা নিয়া আর চলতে পারলাম আমি?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগোদারে জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
চা খান? দিতে কই?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুহ্... চা তো খাইতাছিই
______________________________________
পথই আমার পথের আড়াল
ধুসর গোধূলি, অপূর্ব সুন্দর একটা ব্যানার।
সুন্দর।
আমাদের পুরনো স্লোগান বদলাইয়া কই রাখলা? যত্ন করে রেখো। হারায়ে ফেলো না কিন্তু!
শালিপূজা ছেড়ে কালীপূজা শুরু করেছো? এইটা কি রক্ত-মাংসের কালী?
--------------------------------------------------------------------------------
রক্ত-মাংসের কালী হইলে তো মহাদেবের হাতে এই নাদান জানটা খুদাপেজ হৈতো ভাবী। আর কোনোমতে মহাদেবের মহা হাদুমপাদুম থেকে বাঁচতে পারলেও স্বয়ং মা-কালীর খড়গে কল্লা নিপাত যাইতো।
শ্লোগান তো ঠিকই আছে। এই ব্যানারে যেটা ছিলো, সেটা কেবল এই ব্যানারের জন্যই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুন্দর হয়েছে নজরুল ভাই।
বিদ্রোহের আগুন ন্যায়ের পক্ষে আরো শক্তিশালী হোক!!!
[সঙ্গতিপূর্ণ লাল ফন্টিও খুব ভালো লাগছে!!]
এইটা একটা অসাধারণ চে-ব্যানার! খালি ব্যাকগ্রাউন্ডের লালটা অন্য কোন লাল হলে বিপ্লবী তারার লালটা আরো ফুটতো হয়তো... কিন্তু ব্যানারটা আসলেই, আসলেই অসাধারণ!!
নজরুল ভাইকে এই অ্যাত অ্যাত (গুড়)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
শ্রদ্ধা ...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দারুণ ব্যানারটা !!!!!!!!!
খুব সুন্দর হয়েছে!!!
মহিয়সী সুফিয়া কামালের জীবনাকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হোক।
নাহ! এরকম ব্যানার করে করে জিএম'বি সব বালিকাকে পটিয়ে ফেলল!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
@জি এম তানিম ঃ অসাধারণ ব্যানার। মন ভরে গেছে। শুধু একটা ছোট্ট ইচ্ছা; "ছেলেরা" এর জায়গায় "সন্তানেরা' ব্যবহার করা যেত না?
ধন্যবাদ। আসলে ডিস্ক্রিমিনেশনের কারণে নয়, বাক্যটি নেওয়া হয়েছে ৭১ এর একটি বিখ্যাত জাগরণের গান থেকে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ও হ্যা, তাই তো; এ গানটার কথা ভুলেই গিয়েছিলাম! শেয়ার এর জন্য ধন্যবাদ
আম্মার প্রতি শ্রদ্ধা... জিয়েমটিরে ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
চমৎকার ব্যানার।
ব্যানারে সচল সব সবয়েই চমকপ্রদ।
আমার অসীম শ্রদ্ধা এই মহামতি মানুষটার প্রতি, আর ব্যানার শিল্পীর প্রতি রইল
মহীয়সী জাহানারা ইমামের স্বপ্ন পূরণ হোক-যুদ্ধাপরাধীদের বিচার হোক!!!
বাহ্ বহুবর্ণিল রূপে আমাদের প্রিয় সচলায়তন তার জন্মদিনে সেজেছে.................সুন্দর!!!
সচলের জন্মদিনে ওডিনের ফাঁসি চাই [মানে ইতিবাচক অর্থে আরকি ]
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এহ, কত লোক কতবার কতভাবে চেষ্টা করলো, আইছে এক 'আন'কালচার্ড অ্যাগার
BTW ব্যনারটায় কেমুন জানি একটা বিবাহোৎসব বিবাহোৎসব ভাব আইসা পড়ছে না?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
মডুদের কারও বিবাহ হইলে আমাদের দাওয়াত নিশ্চিত করা দর্কার!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
শুভ জন্মদিন সচলায়তন !
সুন্দর ব্যানার ওডিনদা।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
থ্যাঙ্কস
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বাহ্ তুষারশুভ্রসকাল-আকাশ!!! সুন্দর, ধূগোদা!!! আচ্ছা সচলায়তন লেখাটা কী অন্য রঙের হলে আরো দৃশ্যমান হত
ঠিকই বলেছেন মৃত্যুময়। অবশ্যই আরও দৃশ্যমান হতো। কিন্তু এই ব্যানারে সচলায়তন লেখাটা কম দৃশ্যমান রাখার কারণ হলো, আমি চেরি ফুলের ভেতর দিয়ে, ফাঁকে ফাঁকে পেছনের আকাশে 'সচলায়তন' দেখতে চেয়েছি। লেখার রঙটাও তাই আকাশী। উজ্জ্বল রঙের সচলায়তন দৃশ্যমান হতো বটে, কিন্তু আকাশ দেখা হতো না!
অবশ্য মন্তব্য থেকেই বুঝা যাচ্ছে, আমার দেখাটা এযাত্রা সফল হয়নি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিক তাইতো!! এবার বুঝেছি..........ব্যর্থতা আমারি, আমিই ধরতে পারি নাই উদ্দেশ্যটা!!! খুব সুন্দর লেগেছে আরেকবার বললাম।
কিন্তু একটা বিষয়, ব্যানারের নিচে 'গোধুলী' দেখাচ্ছে কেন?
সুন্দর!!
ছবিটা খুব সুন্দর, তবে সচল লেখাটা খুব স্পষ্ট লাগছে না...
দূর্দান্ত পোস্টার জিএমটি । কিন্তু ক'জন বোনকে বাঁচাবো আমরা? ক'জনকে বাঁচাতে পারছি আমরা...? রুমানা মঞ্জুর, ভিকারুন্নেসার ছাত্রী, ইয়াসমিন, ...কত শত নাম...স্মৃতির পরতে পরতে জমে থাকে বেদনার ধূলো হয়ে...
জানি না কবে আমাদের ঘর, স্কুল, রাস্তাঘাট, কর্মস্থল নিরাপদ হবে বালিকা, কিশোরী, যুবতী, বৃদ্ধা...সকলের জন্যে...
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
যথার্থ এবং সময়োপযোগী ব্যানারের জন্য তানিম ভাইকে ধন্যবাদ।
শকুনের হাত ........ অসাধারন একটা ব্যানার হয়েছে। একজন তানিম এর পক্ষ থেকে আরেকজন তানিমকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ....
নতুন মন্তব্য করুন