ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৭/০১/২০১১ - ১১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ কিলোবাইটের কাছাকাছি। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।

সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪


মন্তব্য

ওডিন এর ছবি


এইটা আগের একটা ব্যনারের সামান্য মডিফাইড ভার্সন। দুইহাজার আটের ডিসেম্বারে হিমাচলের কুফরি থেকে তোলা, আমার প্রিয় সাবজেক্ট- নিঃসঙ্গ কাউয়াদেঁতো হাসি

দ্রোহী এর ছবি

একই কুমীর দুইবার দেখানোর জন্য ওডিনের ফাঁসি চাই। শয়তানী হাসি

ওডিন এর ছবি

ইয়ে এইটা কিন্তু মিউটেটেড কুমির। সেকেন্ড জেনারেশন। ফাস্ট অ্যান্ড ইমপ্রুভড দেঁতো হাসি

guest_writer এর ছবি

মিউটেটেড কুমির। সেকেন্ড জেনারেশন। ফাস্ট অ্যান্ড ইমপ্রুভড

এর জন্য ওডিন এর মিউটেটেড, সেকেন্ড জেনারেশন, ফাস্ট অ্যান্ড ইমপ্রুভড ফাঁসি চাই।
আত্তসুদ্ধি

বাউলিয়ানা এর ছবি

অসাধারন ব্যানার উজানগাঁ চলুক

বইখাতা এর ছবি

খুবই ভাল ব্যানার।

জোহরা ফেরদৌসী এর ছবি

চমৎকার ব্যানার উজানগাঁ, খুব ভাল লাগল । আহা, সত্যিই যদি বিপ্লব আসতো এই গ্রহে!

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অনার্য সঙ্গীত এর ছবি

মিশর' ব্যানারে লাখতারা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

বইমেলার ব্যানারটা খুব সুন্দর। -রু

দুর্দান্ত এর ছবি

আজকের ব্যানারটা ভাল লেগেছে। সবুজ রঙ এর ফ্রি-ফর্ম দিয়ে'সচলায়তন' লেখার ফন্ট-শিলোয়েট ভাঙার প্রচেষ্টা কিছুটা কাজে এসেছে, তবে ফ্রি ফর্ম এর সবুজ রং আর কার্টুনের হাতে ধরা বই এর রংগুলো নিয়ে আরেকটু সময় ভাবা যেতো।

উজানগাঁকে অভিনন্দন।

নাশতারান এর ছবি

বইমেলার ব্যানারটা মজার হয়েছে তো! উজানগাঁকে ধন্যবাদ।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দারুণ ব্যানার উজানগাঁদা! চলুক
(তবে কার্টুনটা না থাকলে ব্যানারটা আমার আরো পছন্দ হতো। )

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

উজানগাঁদা লিখতে গিয়েও লিখলাম না। কেমন জানি উজানের গাঁদাফুল মনে হচ্ছিলো খাইছে

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হে হে, আমি তাও লিখে দিয়েছি। দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

উজানগাঁ এর ছবি

আলাদাভাবে দুইটা ব্যানার করছিলাম শেষে পাঠালাম একটা। তবে কার্টুনটার মধ্যে একধরনের আনন্দ আছে। বই কেনার/কিনতে পারার আনন্দটা টের পাওয়া যায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হুঁ, কার্টুনটা আলাদাভাবে বেশ মজার। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কৌস্তুভ এর ছবি

ব্যানারের পরিকল্পনায় উত্তম জাঝা!। তবে BSOD-র মেসেজের মত লাগছে বলে প্রথমটায় চমকে উঠেছিলাম!

দ্রোহী এর ছবি

ইঁচড়ে পাকার বয়সে মানব দেহ সম্পর্কে জানতে লুকিয়ে বড়দের বিজ্ঞান বই পড়তাম। এমনি করে লুকিয়ে পড়তে পড়তে একদিন জেনেছিলাম মানব দেহের প্রতিটি কোষের ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তাতে জিন থাকে। ভয়ানক শিহরিত হয়েছিলাম সেদিন। নিজেকে জিনের বাদশাহ মনে হয়েছিল সেদিন।

দেখতে দেখতে জিনোম সিকোয়েন্সিংয়ের দশ বছর হয়ে গেল। বিশ বছর হয়ে গেল হাবুল টেলিস্কোপের। মাঝে মাঝে ভেবে বিস্মিত হই আরো সত্তর বছরের জীবদ্দশায় আরো কত শতবার শিহরিত হব।

চমৎকার ব্যানারের জন্য জীবাণুকে উত্তম জাঝা!

কৌস্তুভ এর ছবি

দেঁতো হাসি

নাশতারান এর ছবি

দারুণ! দারুণ!!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ফাহিম হাসান এর ছবি

অসাধারণ ব্যানার। স্বকীয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


ফাল্গুন নিয়ে এতো সুন্দর পরিমার্জিত শিল্পীত ব্যানার আমি ইহ জিন্দিগীতে দেখি নাই...
উজানগাঁদার জন্য গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

আমিও দেখি নাই। উজানগাঁদাকে উত্তম জাঝা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দ্রোহী এর ছবি

হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

খুব সুন্দর ব্যানার। উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে। -রু

সুরঞ্জনা এর ছবি

অসাধারণ অসাধারণ অসাধারণ ব্যানার করেছেন উজানগাঁ। এক লহমায় পুরো বসন্ত কালটা উঠে এলো সচলায়তনে...
চলুক চলুক চলুক

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনার্য সঙ্গীত এর ছবি

অতিঅসাধারণ ব্যানার হইছে উজানগাঁদা হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

স্বৈরাচার প্রতিরোধ দিবসের ব্যানারটি খুব ভালো হয়েছে। -রু

অনার্য সঙ্গীত এর ছবি

স্বৈরাচার প্রতিরোধ দিবসের ব্যানারে লাখতারা।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মুক্তির মন্দির সোপানতলে
কতো প্রাণ হলো বলীদান
লেখা আছে অশ্রুজলে...

আহা... কী অপূর্ব... ব্যানারে জাঝা

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা ...
ভালবাসা আর শ্রদ্ধা।

_______________________
মেঘদুত

রাতঃস্মরণীয় এর ছবি

ওরা আসলে কখোনেই মরেনা। ওরা বারবার জন্ম নেয় অন্যের চেতনায়।

মুক্তির মন্দির সোপানতলে,
কতো প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।

ওদের সকলের জন্যে আমার এটারনাল (এর বাংলা জানা নেই) ভালোবাসা।
শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা

এমন অসাধারণ একটা ব্যানারের জন্যে হিমুকে কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই জানাবার নেই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

onindita এর ছবি

বসন্তের ব্যানারটা একেবারে অসাধারন!
এত বর্নিল যে উৎসবের পুরো আবহ চমৎকার ভাবে এসেছে।
উজানগাঁকে কৃতজ্ঞতা

কৌস্তুভ এর ছবি


অসাধারণ একটা ব্যানার। এটা বলতেই লগিন করতে হল।

সুরঞ্জনা এর ছবি

অসাধারণ অসাধারণ অসাধারণ ব্যানার!! অসংখ্য অজস্র ধন্যবাদ লিও হক কে, গায়ে কাঁটা দেয় ব্যানারটা দেখলে।
শ্রদ্ধা

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনার্য সঙ্গীত এর ছবি

অসাধারণ ব্যানার লিও হক। আপনার কার্টুন দেখিনা দীর্ঘদিন!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

আমার দেখা অন্যতম সেরা ব্যানার। লিও হক-কে অনেক অনেক ধন্যবাদ।

নাশতারান এর ছবি

অপূর্ব! অসাধারণ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জি.এম.তানিম এর ছবি

সেই রকম একটা ব্যানার হইসে! ফাটাফাটি!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জি.এম.তানিম এর ছবি

সেই রকম একটা ব্যানার হইসে! ফাটাফাটি!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই ব্যানারটা দেখে আমার প্রতিক্রিয়া ছিল অনেকটা এমন -
তব্দা - ভালো লাগা - অভিভূত - অসীম ভালোবাসা - নিঃশব্দ ...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

লিও হোক, অসাধারণ একটা ব্যানার বানিয়েছেন। -রু

অতিথি লেখক এর ছবি

ধুসর গোধূলি, এই ব্যানার নিয়ে আপনার গর্ব করা উচিত। খুব সুন্দর। -রু

ধুসর গোধূলি এর ছবি

শুধু আমি কেনো? গোটা বাংলাদেশই গর্ব করুক। ব্যানার নিয়ে না হলেও, ব্যানার যাঁদের সম্মানে বানানো সেই পনেরো জন 'টাইগার'কে নিয়ে। হাসি

আবির আনোয়ার এর ছবি

নতুন এক এ্যাড দেখলাম "বাংলাদেশের জান সাকিব আল হাসান"। ধুগোদার ব্যানার দেখে সেই এ্যাড এর কথা মনে পড়ল-

দ্রোহী এর ছবি

এত চমৎকার ব্যানারের জন্য মনির হোশেনকে উত্তম জাঝা।

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

সাকিবকে একা না রেখে পুরো বাংলাদেশ টিমকে রাখলে আরো ভাল হত। পোলাটা একা একা ভয় পাবে না?

ধুসর গোধূলি এর ছবি

পুরো দল নিয়ে ব্যানার আসবে শুক্রবারের মধ্যেই। এটা আপাতত উটপোঁদদের উৎপাতের কথা মাথায় রেখে বানানো।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দারুণ! বিশ্বকাপের ব্যানারের অভাব পূরণ হলো। হাসি
পুরো দলকে নিয়ে ব্যানারের অপেক্ষায় থাকলাম।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

অসাধারণ ব্যানার ধুগো'দা গুরু গুরু
এই ব্যানারের জন্য অর্ডার দিয়া হইলেও ধুগো'দার জন্য একটা শালী পয়দা করুম! দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অছ্যুৎ বলাই এর ছবি

অনেকগুলো বাঘ দল বেঁধে একটা অসহায় হরিণ শিকারের ব্যানার দেখে প্রথমেই 'ক্রুয়েল' শব্দটা মাথায় আসলো। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মনে হয় একটা বাঘেরই অ্যাকশন সিকোয়েন্স ... চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি


উত্তম জাঝা! চলুক গুরু গুরু জিএমটি!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধ্রুব বর্ণন এর ছবি

বাহ, কি চমৎকার ব্যানার জি এম তানিম!

অনার্য সঙ্গীত এর ছবি

তানিম্ভাই লোকটা পুরা বদ হয়া যায়নাই। শয়তানী হাসি অতিঅসাধারণ একটা ব্যানার দিয়ে সেইটা প্রমাণ করছে। ব্যানারে জাঝা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দ্রোহী এর ছবি

মিয়া ফাউল! গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

সুন্দর ব্যানারটার জন্য ধন্যবাদ, জি এম তানিম। এটারও প্রয়োজন ছিল। -রু

ফাহিম হাসান এর ছবি

তানিম ভাই, ব্যানারটা অসাধারণ হয়েছে। গুল্লি

খালি ছোট্ট একটা বানান ভুল রয়ে গেছে। স্বগর্বে > সগর্বে

টাইপোটা ঠিক করে দিন।

জি.এম.তানিম এর ছবি

কন্টেক্সটের বিবেচনায় এই শব্দটাও ঠিক আছে সম্ভবত, নিজের গর্বে অর্থে।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফাহিম হাসান এর ছবি

তাও ঠিক দেঁতো হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

অসাধারণ ব্যানার!!! আরো যারা মাঠে গেছিলেন খেলা দেখতে, তাদের কাছেও এমন কিছু লাইভ মূহুর্ত নিয়ে ব্যানারের দাবী জানালাম হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জিএমটিকে জাঝা

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আমার আগেই সবাই সব বলে দিলে, আমি কি কমু???
সচলায়তন এর বশীরভাগ ব্যানার ই ভালু পাই... ... ... চালায়ে যান ভাইয়েরা সাথে আছি। - পথিক

জোহরা ফেরদৌসী এর ছবি

চমৎকার ব্যানার । ধন্যবাদ জি এম টি হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

জি এম টি...ব্যানার টা ভালো লেগেছে।।। চলুক
আমার প্রথম মন্তব্য এটা... হাততালি হাততালি
আশা করছি আপনাদের সাথে ভালোই কাটবে দিন গুলো... কোপাও মামা...

অনার্য সঙ্গীত এর ছবি

তানিম্ভাই, চ্রম ব্যানার! জাঝা লন!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আনন্দী কল্যাণ এর ছবি

এই দিনটির কথা ভুলে গেছিলাম। ধন্যবাদ জি. এম. তানিম। চমৎকার ব্যানার।

মেহবুবা জুবায়ের এর ছবি

ব্যানারটা ...ব্যানার টা খুব ভালো হয়েছে।।।

--------------------------------------------------------------------------------

rahil_rohan এর ছবি

জি এম টি...ব্যানার টা ভালো লেগেছে।।। জয বাংলা

অতিথি লেখক এর ছবি

সময়ের সাথে তাল রেখে ব্যানার প্রকাশে সচলের তুলনা সচল নিজেই! তাই অনুরোধ থাকলো, লিবিয়ায় আঁটকে থাকা আমাদের শত শত আত্নীয়-বন্ধুদের অসহায় অবস্হান নিয়েও ব্যানার আসুক। হতভাগ্য মানুষগুলোর দিক থেকে দেশের রাষ্ট্র পর্যায়ের মানুষগুলো খুব সহজেই মুখ ফিরিয়ে নিলেও সচল পরিবার যে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটুকু অন্তত তারের জানতে দেয়া হোক। 'দুঃসময়ে মানুষ/বন্ধুর পাশে থাকতে হয়' এই বোধের জয় হোক।

- আয়নামতি

অতিথি লেখক এর ছবি


ও হে ধূগোদা..................
বিশ্বকাপের সেরা ব্যানার।

- বুদ্ধু

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ব্যানারের জন্যে অনেক ধন্যবাদ তানিম।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

খাইসে!! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধ্রুব বর্ণন এর ছবি

ব্যানার দেখে মন ভালো হয়ে গেল! চমৎকার!

দ্রোহী এর ছবি

auto

মেজর মনির হোশেন দেখি ফাডায়ালাইছে!!!!!!!!!!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত ব্যানার, ধূগো দাদা...

হাসান মোরশেদ এর ছবি

সচলায়তনের সেরা ব্যানারদের একটি।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

rahil_rohan এর ছবি

সচলায়তনের সেরা ব্যানারদের একটি - আসলেই

কুটুমবাড়ি [অতিথি] এর ছবি

সচলে আমার দেখা সেরা ব্যানার।

অতিথি লেখক এর ছবি

ধুসর গোধূলি, আপনি দেখি সুপ্ত প্রতিভার আধার!! -রু

পাগল মন এর ছবি

ধুগোদা, বাঘতো মাটির সাথে মিশায়ে ফালায়ছেন এক্কেবারে বাস্তব। হাসি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

স্বপ্নাতুর এর ছবি

খুব ভালো লাগল!

সংসপ্তক এর ছবি

উজান গাঁ'র নতুন ব্যানারটি অসাধারণ! রঙের গ্রেডিয়েন্স......দারুন!

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

পাগল মন এর ছবি

জটিল ব্যানার হইসে, এরকম একটা এখন সত্যিই খুব দরকার ছিল।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

বইখাতা এর ছবি

দারুণ ব্যানার। খুব পছন্দ হলো।

কৌস্তুভ এর ছবি


ফাটাফাটি। পেছনের ব্রাশড ব্যাকগ্রাউন্ডটা, আর পুরোটায় সবুজের এফেক্ট মিলিয়ে। তবে সচলায়তন লেখাটা পড়ে অনার্য সঙ্গীতের কথা মনে হচ্ছিল, যেন লাল লেখার গায়ে সবুজ রঙের স্পোর গজিয়ে উঠছে খাইছে

নাশতারান এর ছবি

কী দারুণ একটা ব্যানার হয়েছে! বাঘের বাচ্চা

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি এর ছবি

ব্যানারের জন্য উজানগাঁও'রে উত্তম জাঝা!

শফিউল আমার প্রিয় ক্রিকেটার হয়ে যাচ্ছে। শফিউল ভাই আমার, যদি কখনো সচলায়তনে এই মন্তব্যটা চোখে পড়ে তোমার, জেনে রাখবা অব দ্য ম্যাচ পুরষ্কারের তোমার দরকার নাই। তুমি ম্যান অব দ্য পিপোল। সারা বাংলাদেশের মানুষের শুভকামনা তোমার সাথে আছে। একটা ক্রেস্টের কি সাধ্য আছে সেই শুভকামনার প্রতিদান দেবার!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


ফাটাফাটি ব্যানার... জিয়েমটিরে বিরাট জাঝা

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনেক ধন্যবাদ জিএমটি, এটা দরকার ছিল। দুর্গতদের জন্যে শক্তি, সাহস আর আবারো উঠে দাঁড়াবার শুভকামনা।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

আনন্দী কল্যাণ এর ছবি

অসাধারণ ব্যানার!!!

পাগল মন এর ছবি

অনেক ধন্যবাদ তানিম ভাই। অনেকদিন আগেই দাবি করেছিলাম এটা।
অসাধারণ হয়েছে ব্যানারটা।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

তিথীডোর এর ছবি

শ্রদ্ধা
অসাধারণ ব্যানার!
তানিম ভাইকে উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নৈষাদ এর ছবি

ব্যানারের জন্য তানিমকে চলুক

অতিথি লেখক এর ছবি

এই ব্যানারকে সুন্দর তো বলা যায় না! গায়ে কাঁটা দিয়ে উঠলো। -রু

ফাহিম হাসান এর ছবি

তানিম ভাই যেভাবে একটার পর একটা দুর্দান্ত ব্যানার উপহার দিচ্ছেন, ইলেকশানের সময় এই ব্যানারশিল্পীকে নিয়ে কাড়াকাড়ি পরে যাবে- ঈমানে কইলাম।

অতিথি লেখক এর ছবি

ধুসর গোধূলির নীল প্রজাপতি ব্যনারটা খুব সুন্দর হয়েছে। একটা কাকতাল হয়ে গেল। আজকে সকালে এক বন্ধু বিয়ে নিয়ে প্রচুর হেদায়েত দিল। গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়। কথা শেষ করে সচলায়তন খুলে দেখি এত্ত বড় একটা প্রজাপতি। তা বিয়েটা কার? সচলায়তনের নাকি ধুসর গোধূলির? -রু

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

কাকতালের উপরেও কাকতাল আছে। ব্যানারটা জমা দেয়ার পর হঠাৎই মনে হয়েছিলো, প্রজাপতি আর বিবাহ সংক্রান্ত একটা প্রশ্নের দার খুলে দিলাম বোধ'য়! কাকতালটা যে নেহায়েৎ মিথ্যা না, সেটা তো আপনার মন্তব্যেই প্রমাণিত। হাসি

আসল কথা হলো, এই ব্যানারটা তৈরী হয়েছে আরেকটা ব্যানারের বাই-প্রোডাক্ট হিসেবে। ঐ ব্যানারে ফাইনাল টাচ দিতে গিয়ে এটা হয়ে গেছে। যদিও দুইটা ব্যানারের রঙের বিন্যাস, থিম আর ধারনা সম্পূর্ণই আলাদা।

ছোটবেলায় প্রজাপতির পেছনে অনেক ছুটাছুটি করেছি আর এর ফলে এতোবার এরা আমার গায়ে বসেছে যে গায়ে প্রজাপতি বসলেই যদি বিয়ে হতো তাহলে এতোদিনে আমার বিবিদের কাফেলা লম্বা হতে হতে চাঁদে পৌঁছে যেতো।

আর, বিয়েটা সম্ভবত আপনার সেই হেদায়েতকারী বন্ধুর। এবার মিষ্টি খান। হাসি

নাশতারান এর ছবি

প্রজাপতি-ব্যানারটা ভালো লাগলো না, ধুগোদা মন খারাপ

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি


আই বেগ টু ডিফার!
আমার কাছে অমানবিক লাগলো! আপনি মিয়া পুরাই 'রঙীন', হুদাই ভাব ধরেন খালি! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

মাঝে মইদ্যে মনে চিন্তার উদয় হয়, আপ্নে কঠিন একখান ছ্যাকা খাইছিলেন জীবনে! সাহস করে বলে উঠতে পারিনা দেঁতো হাসি
ব্যানারে ফাডায়ালায়ছেন ধুগো'দা।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

auto

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ছেঁড়া পাতা এর ছবি

ধূসর গোধুলী, আপনার ব্যানারটায় ফন্ট এবং রঙ এর ব্যবহার ভাল লেগেছে, তবে মনে হয়েছে প্রজাপতিটা একটু বড় হয়ে গেছে। সুন্দর ব্যানারের জন্য ধন্যবাদ। দয়াকরে, ফন্ট'টার নাম জানতে পারি?

ছেঁড়া পাতা এর ছবি

ফন্টটির নাম: একুশে পুনর্ভাবা ।

ধুসর গোধূলি এর ছবি

ঠিকই ধরেছেন, ফন্টের নাম একুশে পুনর্ভবা।
আমি খুবই দুঃখিত সময় মতো আপনার মন্তব্যের জবাব দিতে পারি নি জন্য।

নাশতারান এর ছবি

ভীষণ ভীষণ সুন্দর ব্যানার, উজানদা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তিথীডোর এর ছবি

ব্যানারে তারা। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

উমম... আরেকটা সবুজ ব্যানার। হাসি
কিসের ছবি এটা উজানদা, পাতার গায়ে ওগুলো কাঁটা, নাকি রোঁয়া?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নৈষাদ এর ছবি

ধূসর গোধুলি/লীকে নববর্ষের ব্যা্নারের জন্য চলুক

ধুসর গোধূলি এর ছবি

কপাল ভালো, শেষে একটা 'ন' লাগায়ে দীর্ঘ-ঈকার দেন নাই নৈষাদ'দা! হাসি

সাফি এর ছবি

এমন খাসা ব্যানারের জন্য ধুগোরে নগদে শ-খানেক পয়েন্ট দেওয়া হোক

পাগল মন এর ছবি

বেশ ঝাকানাকা ব্যানার হইসে ধুগোদা। দেঁতো হাসি

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

নববর্ষের ব্যানারের জন্যে ধন্যবাদ ধুগোদা।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রু (অতিথি)  এর ছবি

খুবই সুন্দর একটা ব্যানার।

উজানগাঁ এর ছবি

পাহাড় বিষয়ক ব্যানারে "রাষ্ট্র, তোমার হাতে রক্তের দাগ" অংশটুকু জনাব আরিফ জেবতিকের একটি লেখা থেকে নেয়া।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

উজানগাঁ ভাইকে সালাম গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

অদ্ভুত!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনার্য সঙ্গীত এর ছবি

ব্যানারের ছবি জুড়ে কমেন্ট করে কেম্নে?! চিন্তিত

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

ফায়ারফক্সে ব্যানারের উপর রাইট ক্লিক করে "view background image" দিলে ব্যানার ওপেন হবে। সেই ইউয়ারএল কপি করে নিয়ে মন্তব্যে ছবি হিসেবে যোগ করে দিতে হবে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আনন্দী কল্যাণ এর ছবি

উজানগাঁ, গুরু গুরু

রু (অতিথি)  এর ছবি

'পাহাড়ের কান্না' ব্যানারটা অদ্ভুত সুন্দর। আমরা বধির নই, কান্নার শব্দ ঠিকই শুনি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি মূক, আমরা কি কিছুই বলব না। নাকি আমরা পঙ্গু, কিছু করার ক্ষমতা আমাদের নাই।

rahil_rohan এর ছবি

দারুন 'পাহাড়ের কান্না' ব্যানারটা গুরু গুরু

পাগল মন এর ছবি

চমৎকার ব্যানার উজানগাঁ। একদম মনের কথা লিখেছেন।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

কুঙ্গ থাঙ এর ছবি

ব্যানার এবং কথা, দুটোই শিল্প হয়েছে। সচলকে স্যালুট!

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

অ্যামেইজিং হইছে............... চলুক চলুক

আয়নামতি1 এর ছবি

http://www.sachalayatan.com//files/banners/shawon_ht.jpg

চমৎকার একটি ব্যনার! শব্দে রঙে এভাবেই অন্যায়ের প্রতিবাদ জারি থাকুক সচলে।

নাশতারান এর ছবি

ইউআরএল-এর আগে [img], পরে [/img] দিলে ছবিটা দেখা যায়। অত ঝামেলায় না গিয়ে মন্তব্যের উপরে একদম বাম কোনায় ছবির বোতাম চেপে সেখানে লিংক বসিয়ে দিলেই হয়। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ফাহিম হাসান এর ছবি

অসধারণ ব্যানার। গুরু গুরু

তাসনীম এর ছবি

রাষ্ট্র, তোমার হাতে রক্তের দাগ- আমরা বধির নই, পাহাড়ের কান্নার শব্দ আমরাও শুনতে পাই।

অসাধারণ এই ব্যানারটার জন্য উজানগাঁকে অসংখ্য ধন্যবাদ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত এর ছবি

উজানগাঁ'দা কে

ব্যানারু

খেতাবে ভূষিত করা হোক।
অসাধারণ সব ব্যানার বানানোতে উনি কখনো ফাঁকি দেন না।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জি.এম.তানিম এর ছবি

অথবা "ব্যানারজি" খাইছে

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যানারজি পছন্দ হইছে
এখন থেকে উজানগাঁর নাম উজানগাঁ ব্যানারজি হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


বিরাট একটা ধন্যবাদ ব্যানারজি সাহেব হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

ঠিকাছে, এখন থেকে

উজানগাঁ ব্যানারজি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি

কিংবা, ব্যানার্গাজী
[ব্যানার করে করে যিনি গাজী হয়ে গেছেন]

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দারুণ!! চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রু (অতিথি)  এর ছবি

উজানগাঁ, দারুণ একটা ব্যানার বানিয়েছেন।

সুহান রিজওয়ান এর ছবি

ব্যানারটা দারুণ হয়েছে। উজানগাঁকে পুরষ্কৃত করা হোক।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

বাংলার সকল মহাকীর্তিমান মানুষদের জন্মদিনেই এরকম সঙ্গতিপূর্ণ ব্যানার চাই!!

এ ব্যানারটিও যথারীতি দারুণ হয়েছে। উজানগাঁ দা দি বস্!! চলুক

বইখাতা এর ছবি

খুবই সুন্দর ব্যানার।

অনার্য সঙ্গীত এর ছবি

'জিএম ব্যানারু' সংক্ষেপে '

জিএমবি

' কে উত্তম জাঝা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি

হ। জেএমবি ওরফে ধুগো ইঞ্চার্জ রক্স।

এবারে বিজ্ঞপন বিরতিঃ স্থানীয় বালিকারা খাজাবাবা ধুগোর আশ্চর্য কেরামতি সম্পন্ন স্ম্যাশড অ্যাশ সংগ্রহ করার জন্য ধুগো ইঞ্চার্জকে পাকড়াও করুন। সরবরাহের অপারগতায় লাঠিচালান করুন। ধুগো ইন্টারন্যাশনাল, আপনার সুখের দিনে এবং আপনার দুঃখের দিনে... টিংটং...

সায়ন (১) এর ছবি

রবি বুড়োর সার্ধশত জন্মবার্ষিকীর ব্যানারে

জিএমবি দা'
কে-উত্তম জাঝা!

তিথীডোর এর ছবি

'যে আমারে দেখিবারে পায়------------
অ-সীম ক্ষমায়................
ভাল -মন্দ, মিলায়ে সকলি!'

ব্যানারে উত্তম জাঝা! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কবি-মৃত্যুময় এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা

আর যথারীতি অসাধারণ ব্যানার!!

অনার্য সঙ্গীত এর ছবি

খুব সুন্দর ব্যানার। জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


দুর্দান্ত ব্যানারের জন্য উজানগাঁকে ধন্যবাদ

______________________________________
পথই আমার পথের আড়াল

মেহবুবা জুবায়ের এর ছবি

উজানগাঁ, ধন্যবাদ জানাবার জন্য কাজে বসে লগ-ইন করলাম।

--------------------------------------------------------------------------------

অনার্য সঙ্গীত এর ছবি

মারাত্মক উজানগাঁ ব্যানারজি চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কবি-মৃত্যুময় এর ছবি

আসলেই-
"ছেলেটির চিত্ত অভয়,
শির যথোন্নত-
সে আকাশ ছুঁয়ে ফেলবে।।"............কবিতাটি কোন একদিন সম্পূর্ণ করে ফেলব!!!! ব্যানার যথারীতি সাংঘাতিক!!! চলুক চলুক

কবি-মৃত্যুময় এর ছবি

হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!
দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,
অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস,
অকালে শুকালে মোর রূপ রস প্রাণ!
শীর্ণ করপুট ভরি’ সুন্দরের দান
যতবার নিতে যাই-হে বুভুক্ষু তুমি
অগ্রে আসি’ কর পান! শূন্য মরুভূমি
হেরি মম কল্পলোক। আমার নয়ন
আমারি সুন্দরে করে অগ্নি বরিষণ!

বাংলার সবথেকে শক্তিমান কবির আজ জন্মবার্ষিকী, ঊনি সহস্রবছর আমাদের শক্তিসঞ্চার করে যাবেন!!!

ধৈবত(অতিথি) এর ছবি

শির নেহারি আমারি নত-শির, ওই শিখর হিমাদ্রির!

চলুক সাময়িক সচল-স্লোগান হিসেবে ভালই মানিয়েছে

অনার্য সঙ্গীত এর ছবি

এই মারাত্মক ব্যানারের জন্য 'জিএম-বি'কে উত্তম জাঝা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বাপ্পী হায়াত এর ছবি

খুবই সুন্দর ব্যানার, ধন্যবাদ 'জিএম-বি'কে - নজরুলকে ফুটিয়ে তোলার জন্য

অনার্য সঙ্গীত এর ছবি

ব্যানারে উত্তম জাঝা! দিলাম।
কিন্তু সুরঞ্জনা তানিম্ভায়ের লগে ব্যানার ছাড়া অন্যকিছু শেয়ার কর্তে চাইলে ঝাতি মেনে নেবে না!!! রেগে টং

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কবি-মৃত্যুময় এর ছবি

দারুণ। চলুক

"ফিরছে চায়ের কাপ ধোঁয়া ওঠা
জমছে আড্ডা নিরন্তই"

সবুজ ফন্টগুলো খয়েরি দেখতে পাচ্ছি, এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? কিন্তু সবুজটাই তো বেশি সুন্দর মনে হয়!! তবে ব্যানারের সাথে খয়েরি সঙ্গত।

মাহবুব লীলেন এর ছবি

সুরঞ্জনা আর জিএম তানিমের চায়ের কাপের এই ব্যানারটা আমার হিসেবে সর্বশ্রেষ্ঠ ব্যানার

কেন শ্রেষ্ঠ বললে ব্যাখ্যা দিতে পারব না

শুধু এইটা বলি; সম্ভবত আমার জীবনে করা প্রথম ব্যনারের প্রতিক্রিয়া এটা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সুর আর জিএমটির এই ব্যানারটা যে কী দারুণ! সচলায়তন খুললেই মন ভালো লাগছে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মাহবুব লীলেন এর ছবি

আজম খানের ব্যানারটা ভালো হয়নি
চশমার কালারের জন‌্য ড্রাকুলা মনে হচ্ছে

কবি-মৃত্যুময় এর ছবি

চশমার কালারটা অন্যকিছু হলে ভালো হত!!

কবি-মৃত্যুময় এর ছবি

হে কিংবদন্তিতূল্য পপগুরু ও নির্ভীক মুক্তিযোদ্ধা, স্মৃতিতে তুমি অম্লান আছো, থাকবে অনন্ত!!! মন খারাপ

কবি-মৃত্যুময় এর ছবি

সুন্দর হয়েছে।

শ্রদ্ধা .......................

রিসালাত বারী এর ছবি

বর্ষার ব্যানার অসাধারণ হইছে চলুক গুরু গুরু ^:)^ গুরু গুরু

কৌস্তুভ এর ছবি


দারুণ ব্যানার। সবুজ আমার প্রিয় রঙ।

অনার্য সঙ্গীত এর ছবি

উজানগাঁ ব্যানারজির আরেকটি প্রভুখন্ড গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কবি-মৃত্যুময় এর ছবি

অতুলনীয় সুন্দর। স্ফটিকের মত বৃষ্টিবিন্দু সবুজ নূপুরপায় রিমঝিম বরষা নামায়!!!!!! চলুক চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


দুর্দান্ত

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

একটা কথা না বললেই নয়, নিবিড়'কে নিয়ে ব্যানার করা হলো। আমারে নিয়া একটা না করলে হরতাল ডাকুম চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বর্ষার ই-বইয়ের ছবি পোস্ট দিয়েছে না দেয় নাই উজান'দা?

আর উজান'দা, বৃষ্টি কই? খালি আপ্নের সিলেটে থাকলেই চলবে? আমাদের এইদিকেও কিছু না পাঠালে ক্যাম্নে কী? মন খারাপ
(বামের লেখাটা আরেকটু ছোট ফন্টে নিচের দিকে হলে আরও মানাতো মনে হচ্ছে... এমনিতে ছবিটা অসাধারণ, কিন্তু আপনাকে আর কতবার সেটা বলা যাবে!)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

কি অদ্ভূত সজীব একটা ব্যানার! সচলায়তনে এসেই মন ভালো হয়ে যাচ্ছে হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

বইখাতা এর ছবি

খুব সুন্দর ব্যানার হয়েছে।

একজন মন্তব্যকারী এর ছবি

আমার দেখা সচলের অন্যতম শ্রেষ্ঠ ব্যানার। কেন এত ভালো লাগছে জানি না, লাইনদুটো কেমন যেন মিশে গেছে আর পড়ে আছে বৃষ্টির ফোঁটার মতই!

তিথীডোর এর ছবি

ব্যানারে ৫.৫ তারা।
অসাধারণ!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দ্রোহী এর ছবি

আপনে কী খান?
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অনার্য সঙ্গীত এর ছবি


মারাত্মক ব্যানার ধুগো'দা। এরকম একটা ব্যানার বানালে অন্তত চারটি শ্যালিকা আপনার হকে পরিণত হয়! চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি

যাহ্ দুষ্টু কীসব বলে! আমি ভালো হয়ে গেছি না? আমার মন এখন ধর্মেকর্মে। শালিপূজা বাদ দিয়ে এখন কালীপূজা করি! কতো পিলান করে পবিত্র জুম্মাবারকে সামনে রেখে ব্যানারটা বানাইয়া পাঠাইছিলাম। পাপিষ্ঠ ডেভুরাম দিলো আমারে জুম্মার ছওয়াব আমলনামায় লেখাইতে? শালায় আবার খোমাখাতায় কীসব নাউযুবিল্লাহ টাইপের ইঙ্গিত করে। ঈমান আকিদা নিয়া আর চলতে পারলাম আমি?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধুগোদারে জাঝা

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুহ্... চা তো খাইতাছিই

______________________________________
পথই আমার পথের আড়াল

রু (অতিথি)  এর ছবি

ধুসর গোধূলি, অপূর্ব সুন্দর একটা ব্যানার।

কবি-মৃত্যুময় এর ছবি

সুন্দর। চলুক

মেহবুবা জুবায়ের এর ছবি

আমাদের পুরনো স্লোগান বদলাইয়া কই রাখলা? যত্ন করে রেখো। হারায়ে ফেলো না কিন্তু!
শালিপূজা ছেড়ে কালীপূজা শুরু করেছো? এইটা কি রক্ত-মাংসের কালী?

--------------------------------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

রক্ত-মাংসের কালী হইলে তো মহাদেবের হাতে এই নাদান জানটা খুদাপেজ হৈতো ভাবী। আর কোনোমতে মহাদেবের মহা হাদুমপাদুম থেকে বাঁচতে পারলেও স্বয়ং মা-কালীর খড়গে কল্লা নিপাত যাইতো।

শ্লোগান তো ঠিকই আছে। এই ব্যানারে যেটা ছিলো, সেটা কেবল এই ব্যানারের জন্যই। হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

সুন্দর হয়েছে নজরুল ভাই।

বিদ্রোহের আগুন ন্যায়ের পক্ষে আরো শক্তিশালী হোক!!!

[সঙ্গতিপূর্ণ লাল ফন্টিও খুব ভালো লাগছে!!]

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এইটা একটা অসাধারণ চে-ব্যানার! খালি ব্যাকগ্রাউন্ডের লালটা অন্য কোন লাল হলে বিপ্লবী তারার লালটা আরো ফুটতো হয়তো... কিন্তু ব্যানারটা আসলেই, আসলেই অসাধারণ!!

নজরুল ভাইকে এই অ্যাত অ্যাত উত্তম জাঝা! গুল্লি (গুড়) হাততালি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

শ্রদ্ধা ...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কালো কাক এর ছবি

দারুণ ব্যানারটা !!!!!!!!!

কবি-মৃত্যুময় এর ছবি

খুব সুন্দর হয়েছে!!!

মহিয়সী সুফিয়া কামালের জীবনাকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হোক।

অনার্য সঙ্গীত এর ছবি

নাহ! এরকম ব্যানার করে করে জিএম'বি সব বালিকাকে পটিয়ে ফেলল! মন খারাপ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক(শান্তিপ্রিয়) এর ছবি

@জি এম তানিম ঃ অসাধারণ ব্যানার। মন ভরে গেছে। শুধু একটা ছোট্ট ইচ্ছা; "ছেলেরা" এর জায়গায় "সন্তানেরা' ব্যবহার করা যেত না?

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। আসলে ডিস্ক্রিমিনেশনের কারণে নয়, বাক্যটি নেওয়া হয়েছে ৭১ এর একটি বিখ্যাত জাগরণের গান থেকে...

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক(শান্তিপ্রিয়) এর ছবি

ও হ্যা, তাই তো; এ গানটার কথা ভুলেই গিয়েছিলাম! শেয়ার এর জন্য ধন্যবাদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আম্মার প্রতি শ্রদ্ধা... জিয়েমটিরে ধন্যবাদ

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি (তাত্ত্বিক) এর ছবি

চমৎকার ব্যানার।
ব্যানারে সচল সব সবয়েই চমকপ্রদ।
হাততালি

শ্রীকৃষ্ণ এর ছবি

আমার অসীম শ্রদ্ধা এই মহামতি মানুষটার প্রতি, আর ব্যানার শিল্পীর প্রতি রইল গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

কবি-মৃত্যুময় এর ছবি

চলুক

মহীয়সী জাহানারা ইমামের স্বপ্ন পূরণ হোক-যুদ্ধাপরাধীদের বিচার হোক!!!

কবি-মৃত্যুময় এর ছবি

বাহ্ বহুবর্ণিল রূপে আমাদের প্রিয় সচলায়তন তার জন্মদিনে সেজেছে.................সুন্দর!!! চলুক

অনার্য সঙ্গীত এর ছবি


সচলের জন্মদিনে ওডিনের ফাঁসি চাই শয়তানী হাসি [মানে ইতিবাচক অর্থে আরকি দেঁতো হাসি ]

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ওডিন এর ছবি

এহ, কত লোক কতবার কতভাবে চেষ্টা করলো, আইছে এক 'আন'কালচার্ড অ্যাগার খাইছে

BTW ব্যনারটায় কেমুন জানি একটা বিবাহোৎসব বিবাহোৎসব ভাব আইসা পড়ছে না? দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মডুদের কারও বিবাহ হইলে আমাদের দাওয়াত নিশ্চিত করা দর্কার! চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন !

সুন্দর ব্যানার ওডিনদা।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ওডিন এর ছবি

থ্যাঙ্কস দেঁতো হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

বাহ্ তুষারশুভ্রসকাল-আকাশ!!! সুন্দর, ধূগোদা!!! আচ্ছা সচলায়তন লেখাটা কী অন্য রঙের হলে আরো দৃশ্যমান হত চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

ঠিকই বলেছেন মৃত্যুময়। অবশ্যই আরও দৃশ্যমান হতো। কিন্তু এই ব্যানারে সচলায়তন লেখাটা কম দৃশ্যমান রাখার কারণ হলো, আমি চেরি ফুলের ভেতর দিয়ে, ফাঁকে ফাঁকে পেছনের আকাশে 'সচলায়তন' দেখতে চেয়েছি। লেখার রঙটাও তাই আকাশী। উজ্জ্বল রঙের সচলায়তন দৃশ্যমান হতো বটে, কিন্তু আকাশ দেখা হতো না!

অবশ্য মন্তব্য থেকেই বুঝা যাচ্ছে, আমার দেখাটা এযাত্রা সফল হয়নি। হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

উজ্জ্বল রঙের সচলায়তন দৃশ্যমান হতো বটে, কিন্তু আকাশ দেখা হতো না!

ঠিক তাইতো!! হাসি এবার বুঝেছি..........ব্যর্থতা আমারি, আমিই ধরতে পারি নাই উদ্দেশ্যটা!!! খুব সুন্দর লেগেছে আরেকবার বললাম। হাসি চলুক

কিন্তু একটা বিষয়, ব্যানারের নিচে 'গোধুলী' দেখাচ্ছে কেন?

মৌনকুহর. এর ছবি

সুন্দর!! চলুক

কৌস্তুভ এর ছবি

ছবিটা খুব সুন্দর, তবে সচল লেখাটা খুব স্পষ্ট লাগছে না...

জোহরা ফেরদৌসী এর ছবি

দূর্দান্ত পোস্টার জিএমটি । কিন্তু ক'জন বোনকে বাঁচাবো আমরা? ক'জনকে বাঁচাতে পারছি আমরা...? রুমানা মঞ্জুর, ভিকারুন্নেসার ছাত্রী, ইয়াসমিন, ...কত শত নাম...স্মৃতির পরতে পরতে জমে থাকে বেদনার ধূলো হয়ে...

জানি না কবে আমাদের ঘর, স্কুল, রাস্তাঘাট, কর্মস্থল নিরাপদ হবে বালিকা, কিশোরী, যুবতী, বৃদ্ধা...সকলের জন্যে...

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

কবি-মৃত্যুময় এর ছবি



জোড়ালো প্রতিবাদের আগুন জ্বলে উঠুক!!!!

যথার্থ এবং সময়োপযোগী ব্যানারের জন্য তানিম ভাইকে ধন্যবাদ।

তানিম এহসান এর ছবি

শকুনের হাত ........ অসাধারন একটা ব্যানার হয়েছে। একজন তানিম এর পক্ষ থেকে আরেকজন তানিমকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন হাসি ....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।