গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেট, দেশের মাটিতে প্রথম বৈশ্বিক আসর। অনেক প্রত্যাশা ও প্রতীক্ষার বিশ্বকাপ উপলক্ষ্যে সচলায়তন আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু আয়োজন।
প্রথম আয়োজন সচলায়তনের নিজস্ব প্রেডিকশন গেম। সচলায়তনের যেকোনো পাঠক নিচের ফর্মটি ব্যবহার করে টুর্নামেন্টের প্রতিটি খেলার ফলাফল অনুমান করতে পারবেন। সাধারণ পাঠকের সুবিধার্থে ইচ্ছাকৃত ভাবেই ব্যাক্তিগত অর্জনের (রান, উইকেট, ক্যাচ) পরিবর্তে দলীয় ফলাফলের উপর জোর দেওয়া হয়েছে। এই সরলতার কারণে দৈনন্দিন ব্যস্ততা সত্বেও যেকোনো পাঠক অংশগ্রহণ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ৪২টি খেলাকে মোট ৬টি রাউন্ডে বিভক্ত করা হয়েছে। প্রতি রাউন্ডে থাকছে ৭টি করে খেলা। অর্থাৎ, প্রতি রাউন্ডে গড়ে প্রতিটি দল একটি করে খেলা খেলবে।
মুখোমুখি হওয়া দুই দলের সামর্থ্যের অসামঞ্জস্য বিবেচনা করে এই খেলাটির স্কোরিং সিস্টেমে একটু যন্তর-মন্তর সংযোগ করা হয়েছে। দুর্বল দলের পক্ষে সঠিক বাজি ধরার পুরষ্কার আনুপাতিক হারে বেশি। এই অনুপাত হিসাব করা হবে ICC-ব্যবহৃত seeding-এর ভিত্তিতে। উদাহরণ হিসাবে ধরা যাক অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে খেলার কথা। #১ বনাম #৯-এর খেলায় অস্ট্রেলিয়ার পক্ষে সঠিক বাজি ধরার পুরষ্কার ১/(১+৯) = ০.১ পয়েন্ট। পক্ষান্তরে জিম্বাবুয়ের পক্ষে সঠিক বাজি ধরার পুরষ্কার ৯/(১+৯) = ০.৯ পয়েন্ট। অংকের ভাষায়, x ও y দলের খেলায় x দলের পক্ষে সঠিক বাজি ধরার পুরষ্কার x/(x+y) পয়েন্ট।
প্রথম রাউন্ডের জন্য থাকছে একটি বোনাস প্রশ্ন -- এই রাউন্ডে কোনো খেলা টাই কিংবা পরিত্যাক্ত হবে কি? এই প্রশ্নের জবাব সম্পূর্ণ ঐচ্ছিক। সঠিক জবাবের পুরষ্কার ১ পয়েন্ট, ভুল জবাবের শাস্তি ০.৫ পয়েন্ট জরিমানা। পরবর্তী রাউন্ডেও এ-ধরনের বোনাস প্রশ্ন থাকছে।
সচলায়তনের নিবন্ধিত ও অনিবন্ধিত সকল পাঠকের জন্য খেলাটি উন্মুক্ত হওয়ায় এতে কোনো লগ-ইন/অথেনটিকেশনের সুযোগ রাখা হয়নি। কিছু নির্বাচিত সদস্য পর্দার অন্তরালের কাজ এগিয়ে নেবেন। আপনার ভোট সংশোধন করতে চাইলে পূর্বের নাম ব্যবহার করে পুনরায় ভোট দিতে পারবেন। একাধিক ভোটের ক্ষেত্রে শুধুমাত্র সবচেয়ে সাম্প্রতিক ভোট গণ্য করা হবে।
প্রতি রাউন্ডের খেলা শুরুর ১২ ঘন্টা পূর্ব পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।
প্রথম রাউন্ডে অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করুনঃ
দ্বিতীয় আয়োজন একটি ফ্যান্টাসি লীগ যা বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকইনফো-তে সচলায়তনের পাঠকদের জন্য তৈরি করা হয়েছে। লীগ কোডঃ ৪৩৬৫. সীমিত বাজেটে নিজের পছন্দ অনুযায়ী ১১ জন খেলোয়াড় নির্বাচন করে যোগ দিন টুর্নামেন্টব্যাপী এই লীগটিতেও। এই আয়োজনটিও সচলায়তনের সকল পাঠকের জন্য উন্মুক্ত। নিয়মাবলি জানতে এই লিংক দেখুনঃ http://espncricinfo.fantasyleague.com/
এছাড়া মাঠের খেলা ও গ্যালারির আয়োজন নিয়ে আলোচনার জন্য বিশ্বকাপ জুড়ে আপনাদের জন্য আসছে সচলায়তনের ক্রিকেট কর্নার।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
দারুন জিনিস।
দিলাম ভোট।
খেলা শুরুর ১২ ঘন্টা আগ পর্যন্ত তো সময় আছে; তখন ভেবেচিন্তে আবার দেবো ক্ষণ।
ক্রিকেট নিয়ে অলরেডি সব জায়গায় শুরু হয়ে গেছে।
কারো কাছে মীকাইল (আঃ) এর মোবাইল নাম্বারটা আছে? ওনারে এসেমেস করে জেনে নেওয়া যেতো এই কয়দিনে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার উপর দিয়ে কোনো লঙ্কাকাণ্ড ঘটানোর পিলান আছে কি-না! ঝড়বিষ্টি ছাড়া খেলা টাই হওয়ার কোনো সম্ভাবনাই নাই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পরের রাউন্ডগুলার জন্য ইন্টারেস্টিং বোনাস প্রশ্ন তৈরি করা যায়...
প্রস্তাবে সাপোর্ট দিলাম
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
দারুন উদ্যোগ। সাধুবাদ জানাই। -রু
নারদ নারদ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমার পুরো নাম ব্যবহার করে ভোট দিলাম। একই নামের অন্য কেউ কি আমার ভোট বদলে দিতে পারবে? -রু
কেনিয়ার উপর বাজি ধরলাম।
দিলাম ভুট।
এই রাউণ্ডে ভারত-বাংলাদেশ আর দঃআফ্রিকা-ওয়েস্ট ইণ্ডিজ খেলা দুইটাই জমবে।
কিন্তু আমি কেনু ESPN ফ্যান্টাসী লীগে জয়েন করতে পারতেছি না? connection timeout বলতেছে। ping করলেও পায় না।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
অবাক
ভোট দিয়ে অবাক, নাকি না দিয়ে?
cricinfo-র ফ্যান্টাসি লীগ নিয়ে কারও কোনো ধারণা আছে নাকি? দল তো জমা দিয়েছি, কিন্তু হাজার হাজার সাব-এর নিয়ম দেখে ভচকে গেলাম।
আমি নিয়ম-কানুন মোটামুটি জানতাম। স্পেসিফিক প্রশ্ন থাকলে উত্তর দিতে পারবো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
গাড়ি জিতুম ক্যামনে?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আগে ড্রাইভিং লাইসেন্স চাই, পরে গাড়ি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নারী'র ব্যাপারেও কি একই সিস্টেম?
[দ্রষ্টব্যঃ এই নারী আমাদের কার্বনমাঝি 'নারী' না কৈলাম]
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাইনষেরডা ধার নিয়া প্রাকটিস কইরা লাইসেন্সের জন্যি এপ্লাই করেন
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমি আগে কোনো ফ্যান্টাসি লীগ খেলি নাই যেখানে এত এত খেলোয়াড় বদল করা যায়। গ্রুপ স্টেজে ৪০ জন?! কীভাবে, কী কৌশল ব্যবহারে, এসব নিয়ে চিন্তা ছিলো আর কি।
এখানে পয়েন্ট স্কোরিং ম্যাচ বাই ম্যাচ বেসিসে হয়। কোনো খেলোয়াড়কে বাদ দিলেও তার অলরেডি অর্জিত পয়েন্ট হারিয়ে যায় না। ক্যাপ্টেনও প্রত্যেক ম্যাচের জন্য আলাদা।
৪০ টা ট্রান্সফার এমনভাবে ইউজ করতে হয়, যাতে মোট বেশি সংখ্যক খেলোয়াড়কে খেলানো যায়। যেমন, কোনো টিমের খুব কাছাকাছি সময়ে ২ বা ৩ টা ম্যাচ থাকলে সে টিমের খেলোয়াড় নেয়া ভালো।
ট্রান্সফারের সময় যে টিমের খেলা অনেক পরে সে টিমের খেলোয়াড়কে বাদ দেয়া ভালো। যেমন, প্রথম ম্যাচের পরে ইন্ডিয়ার খেলোয়াড় বাদ দেয়া ভালো, তাদের সেকেন্ড ম্যাচ অনেক পরে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হুঁ, সেটাই বুঝলাম। এবং বুঝে খুব বিরক্ত হলাম। দিনেও দেখি দুই বার ক্যাপ্টেন বদলানো যাবে দেখি। সারাক্ষণ লোকজনকে ওদের ওয়েবসাইটে বসিয়ে রাখার ধান্ধা। ঘড়ির কাঁটার মতো প্লেয়ার ঘুরানো দেখেই মন উঠে গেছে।
ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এই রাউন্ডের জন্য সব ভোটিং বন্ধ করা হলো। প্রথম রাউন্ডে ১২২ জন অংশগ্রহণ করেছেন। ৭টি খেলায় সবার সম্মিলিত ভোটের সার-সংক্ষেপঃ
ভারত ৫৩ - ৬৯ বাংলাদেশ
কেনিয়া ০৭ - ১১৫ নিউজিল্যান্ড
শ্রীলংকা ১২২ - ০ কানাডা
অস্ট্রেলিয়া ১২০ - ২ জিম্বাবুয়ে
ইংল্যান্ড ১২০ - ২ হল্যান্ড
কেনিয়া ২৩ - ৯৯ পাকিস্তান
সাউথ আফ্রিকা ৯৬ - ২৬ ওয়েস্ট ইন্ডিজ
নতুন মন্তব্য করুন