গ্রুপ পর্বের আনন্দ, বিষাদ, এবং উন্মাদনার শেষে শুরু হতে যাচ্ছে নকআউট পর্বের খেলা। প্রেডিকশন গেমের এই রাউন্ড চলবে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত। বরাবরের মতো এবারও অংশ নিতে পারবেন সচলায়তনের সকল পাঠক। পয়েন্ট ও প্রশ্নের ধাঁচ কিছুটা বদলে যাচ্ছে এই রাউন্ডে।
কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষদের নাম সকলে জেনে গেছেন এর মধ্যে। এই পর্বে বিজয়ী দল সঠিক ভাবে অনুমানের পুরষ্কার ১ পয়েন্ট।
সেমিফাইনালে বিজয়ীদের নাম অনুমান করার কোনো বাধ্যবাধকতা নেই। শুধু কোন কোয়ার্টার ফাইনাল জয়ী দলটি জিতবে তা অনুমান করাই যথেষ্ট। এই পর্বে বিজয়ী দল সঠিক ভাবে অনুমানের পুরষ্কার ২ পয়েন্ট।
সবশেষে, অবশিষ্ট ৮টি দলের মধ্যে কোন দল ফাইনাল জিতবে তা সঠিক ভাবে অনুমানের জন্য থাকছে ৫ পয়েন্ট।
এই রাউন্ড উন্মুক্ত থাকছে বিশ্বকাপ ফাইনাল শুরু আগ পর্যন্ত। প্রতি রাউন্ড বিলম্বের জন্য প্রাপ্ত পয়েন্ট কমবে ১ পয়েন্ট করে।
এই পোস্টেই আগামী কিছুদিনের মধ্যে ঘোষিত হবে গ্রুপ পর্বের বিভিন্ন রাউন্ডে বিজয়ীদের নাম।
মন্তব্য
প্রথম প্রশ্নের উত্তরে ইংল্যান্ডের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ হবে। ঠিক করে ফেলুন।
প্রথম প্রশ্নের উত্তরে ওয়েস্ট ইন্ডিজের নাম হবে, ইংল্যান্ডের বদলে।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
নতুন মন্তব্য করুন