প্রথম পাতায় টিজার প্রদর্শন করুন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ২৯/০৩/২০১১ - ৮:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন আপগ্রেডের পর ডিফল্ট টিজার তৈরীর পদ্ধতি বদলে গেছে। টিজার হোলো লেখার একটি অংশ যেটা প্রথম পাতায় প্রদর্শিত হয়।

একটি কমিউনিটি ব্লগের বা রাইটার্স কমিউনিটির জন্য টিজার খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একটি পাতায় সব লেখা প্রদর্শিত হয় এবং লেখার একটি অংশ পাঠকরা পড়ে যাচাই করেন সেটা বাকি অংশ পড়বেন কিনা। এই টিজার থেকে বঞ্চিত করা মানে পাঠককে তার একটু সুক্ষভাবে ঠকানো। পাঠক তখন বাধ্য হবেন সেই পোস্টে ঢুকতে (এবং কিঞ্চিত বিরক্ত হবেন)।

লেখা থেকে প্রথম ৬০০ অক্ষর নিয়ে একটি টিজার বা সারসংক্ষেপ তৈরী করে প্রথম পাতায় প্রদর্শিত হয়। কিন্তু যদি লেখায় কোনো ফরমেটিং ব্রেক থাকে তাহলে টিজার সেখানেই ভেঙ্গে যায়। এ বিষয়ে সচলদের কাছ থেকে সহযোগীতা কামনা করা হচ্ছে।

প্রথমতঃ যে টুকু অংশ টিজারে রাখতে চান সেখানে কার্সর রেখে 'Split summary at cursor' বাটনটিতে ক্লিক করুন। (ছবি ১)

দ্বিতীয়তঃ টিজারে অবস্থিত সমস্ত ফরম্যাটিং টিজারেই সংরক্ষণ করুন। ছবি ২ এ দেখুন কিভাবে জাস্টিফাই ট্যাগটি টিজারে এবং মূল লেখায় সংরক্ষণ করা হয়েছে।

লক্ষ্যণীয় যে, টিজারে আকারও গ্রহণযোগ্য হতে হবে। বিশাল টিজার যেমন বিরক্তির উদ্রেক করে তেমনি এক লাইনের টিজারও বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। টিজারে আকার ১০০ থেকে ২০০ শব্দের শব্দের মধ্যে রাখার চেষ্টা করবেন। এমনকি লেখার সারসংক্ষেপ হিসেবে আলাদা করে টিজার তৈরী করতে পারেন।

টিজার সর্ম্পকিত এই গাইডলাইন মেনে না চললে পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে। আসুন আমরা সবাই সচলায়তনকে আরেকটু পরিচ্ছন্ন করে তুলি।

ছবি: 
10/08/2007 - 5:26am
10/08/2007 - 5:26am

মন্তব্য

তাসনীম এর ছবি

আমি একবার দেখেছিলাম যে কোন লেখা ড্রাফট হিসাবে সেইভ করলে পরে দেখা যায় যে টিজার সেইভড হয় নি। এই সমস্যাটা কি এখনো আছে?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ড্রাফটে টিজার সংরক্ষিত হয় না। ড্রাফট করবার সময় টিজার তৈরীর প্রয়োজন নেই। প্রকাশের ঠিক আগে টিজার তৈরী করে প্রকাশ করতে পারেন।

আরিফ জেবতিক এর ছবি

লেখার সারসংক্ষেপ হিসেবে আলাদা করে টিজার তৈরী করতে পারেন।

এটা আমার কাছে ভালো বুদ্ধি মনে হচ্ছে। বেশ সূচিপত্রের মতো ব্যাপার।

হাসিব এর ছবি

হেল্প সেকশনে এই পোস্টটা যোগ করে দেয়া দরকার। এবং এরকম আরেকটা পোস্ট দরকার ট্যাগের ব্যবহার নিয়ে।

ধুসর গোধূলি এর ছবি

আমি অনেক দিন থেকেই বলছি 'ব্ল্যাপ' এর কথা। পাপিষ্ঠ জনগণ কানেই তোলে না। জনগণ বইয়ের মলাটের মধ্যে যেমন ফ্ল্যাপ লেখে, ব্লগের শুরুতেও তেমনি হবে ব্ল্যাপ।

আমার পোস্টে ব্ল্যাপ লেখার জন্য মেম্বররে তৈল মাখতে মাখতে মধ্যপ্রাচ্যে তেলের সংকট ফেলায়ে দিছি, তাতেও মিয়াভাই গমের বস্তা থুইয়া একচুল পরিমানও নড়ে না! এই ব্ল্যাপ সংকটের কারণে কতগুলো লেখা যে আমার প্রকাশিত হচ্ছে না! মন খারাপ

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

ব্ল্যাপ শব্দটা সুন্দর লাগলো। আমি ইদানিং লেখায় একটা ছোট সামারি বা ব্ল্যাপ দেয়ার চেষ্টা করছি। এটা দিলে আসলেই পাঠকের বুঝতে সুবিধা হয় লেখাটা কী ধরনের এবং পাঠক পড়বেন কিনা।

অনার্য সঙ্গীত এর ছবি

পছন্দমত লেখার মাঝখানের কিছু অংশ টিজার হিসেবে দেখানোর উপায় কী?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাফি এর ছবি

কপি করে টিজার ফিল্ডে পোস্ট করেন। চাইলে সম্পূর্ণ নতুন কিছু দিতে পারেন, ধুগোর ভাষায় ব্ল্যাপ

অনার্য সঙ্গীত এর ছবি

কপি করে দিলে "বিস্তারিত লেখায়" ওই অংশটা দু'বার আসবে না?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আসলে অসুবিধা নেই তো। পরিষ্কার করে উল্লেখ করা থাকলে কনফিউশন হবার সম্ভাবনা থাকে না।

অতিথি লেখক এর ছবি

টিজারের বাক্সে কিছু কপিপেস্ট করলে পরে মূল গল্পে যদি সেটা দুবার আসে- গল্পের ক্ষেত্রে সেটা বাজে দেখায়। এ ক্ষেত্রে কিছু করা যায় কিনা দেখেন- অর্থাৎ স্প্লিট করার পর টিজার অংশ মূল অংশের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে যাবে, টিজারটা দেখাবে শুধু প্রথম পাতায়- ক্লিক করে মূল পোস্টে ঢুকলে পরে মূল পোস্টটা দেখা যাবে- টিজারের অংশটা বাহুল্য হিসেবে থাকবে না।

ধরুন কেউ একটা রহস্য গল্প লিখলো। টিজার অংশে দেখা গেল- "ঘুটঘুটে কালো রাত, চারপাশে পরাবাস্তবিক নিস্তব্ধতা। দূর পাহাড়ের চূড়ো থেকে যেন ভেসে আসছে এক বিচিত্র প্রাণীর আর্তনাদ। অন্ধকারে পথ হারিয়ে ফেলা দুই তরুনের প্রতিটি মুহুর্ত এখন বিপদ সংকুল। তারা কী পারবে এই নির্জন তিমিরের ফাঁদ থেকে বেরিয়ে আসতে, তারা কি পারবে অচেনা এই কণ্ঠস্বরের কণ্ঠভেদ করতে..."

কিন্তু যখন পাঠক মূল পোস্টে ঢুকবে তখন উপরের লাইনগুলো এগজ্যাক্টলি থাকবে না। অর্থাৎ উপরের লাইনগুলো হবে গল্পের সারসংক্ষেপ। যদি এরকম ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়।

ধৈবত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যেহেতু ড্রুপাল ইঞ্জিন ব্যবহার করি আমরা তাই এ ধরণের কোর কোনো পরিবর্তন করতে চাই না। ড্রুপালে এই পরিবর্তন করার সময় নিশ্চয়ই বিশদ আলোচনা হয়েছে এবং তারা সবকিছু বিবেচনা করে এরকম রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই এধরনের পরিবর্তনের ক্ষেত্রে ড্রুপালের মেইলিং লিস্টে আলোচনার অনুরোধ রাখছি। আপাততঃ আমাদের এই ব্যবস্থাটির সবচেয়ে ভালো প্রয়োগটি করতে হবে।

নীড় সন্ধানী এর ছবি

দরকারি জিনিস শিখলাম। সন্দেশের জন্য (গুড়)

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তিথীডোর এর ছবি

খাইসে। চিন্তিত
কাজের পোস্ট, আরেকবার পড়ি বরং ...
ব্ল্যাপ শব্দটা বেশ! খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

পাগল মন এর ছবি

টিজার শুনলেই কেমন ইভটিজিং ইভটিজিং মনে হয়, তারচেয়ে ধুগোদার "ব্ল্যাপ" শব্দটা অনেক ভালো।
লেখার সারসংক্ষেপ/টিজার এই শব্দগুলোর বদলে "ব্ল্যাপ" ব্যবহারের দাবী জানায়ে গেলাম।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

রোমেল চৌধুরী এর ছবি

ধুগোদা,
'ব্লাপ' কি অভিসন্দর্ভের abstract এর মতো? তাহলে কোবতের ক্ষেত্রে কি হবে? চিন্তিত

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।