কিছুদিন আগে সচল সাঈদ আহমেদ মুক্তিযোদ্ধা বানু বিবি সম্পর্কে আমাদের জানিয়েছিলেন। এই বৃদ্ধা আমাদের বাংলাদেশের জন্যে যুদ্ধ করেছেন, পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, হারিয়েছেন তাঁর স্বামীকে। স্বাধীন দেশে স্বয়ং বঙ্গবন্ধু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বানু বিবিকে সহায়তা করবেন। বঙ্গবন্ধু তাঁর প্রতিশ্রুতি রক্ষার আগেই নিহত হন।
আমরা টুকরো টুকরো আরো দুঃসংবাদ পাই। নিঃসহায় বানু বিবির এক সন্তান নিহত হয়েছে গার্মেন্টসের দুর্ঘটনায়, তাঁর আরেকটি সন্তান বাড়িতে পড়ে থাকে অসুস্থ অবস্থায়।
এই বৃদ্ধা কার কাছে যাবেন? তাঁর পিতা নেই, স্বামী নেই, সন্তান নেই। তাঁর আছে কেবল ঋণ, যে ঋণ শোধ করার কথা আমাদের।
বানু বিবি আমাদের আরেকজন মা। এই নির্মম বর্ষায় তাঁর মাথা গোঁজার ঠাঁইটুকুও বিপন্ন। কিছু আশু আর্থিক সাহায্য তাঁর প্রয়োজন। আসুন, আমরা আমাদের এই মায়ের পাশে দাঁড়াই।
যাঁরা তাৎক্ষণিকভাবে বানু বিবিকে সহায়তার জন্যে ঢাকায় কিছু টাকা পাঠাতে পারবেন, তাঁদের জন্যে একটি গুগল ফর্ম যোগ করা হলো। এই কার্যক্রমে আপাতত সচলায়তনের নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণই কামনা করছি আমরা, তাই ফর্মটি কেবল সচলায়তনের পূর্ণ ও অতিথি সদস্যরা দেখতে পাবেন।
যুদ্ধ আর ভালোবাসার গল্পে যুদ্ধের পর্ব শেষ করেছেন বানু বিবি, ভালোবাসাটুকু আপনাদের কাছ থেকে প্রাপ্য।
মন্তব্য
আছি
______________________________________
পথই আমার পথের আড়াল
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
যদিও আমাদের এই মায়ের পাশে দাঁড়াবার যোগ্যতায় ব্যর্থ ঘোষণা করা হলো, তারপরও চাইবো আমাদের কথা পূর্ণবিবেচনা করা হোক
যোগ্যতায় ব্যর্থ ধরে নেবেন না নিজেকে। বানু বিবির প্রাথমিক প্রয়োজন যদি সচলেরা মেটাতে না পারেন, দ্বিতীয় পর্যায়ে আমরা সবার কাছেই হাত পাতবো।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
সাথে আছি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
সাথে আছি।
প্রাথমিক পর্যায়েই আমাদের সম্পৃক্ততার কথা কি চিন্তা করা যায়? অন্তত যারা ঢাকায় আছি.......
এই মহতী উদ্যোগের জন্যে সচলায়তনকে সাধুবাদ। এই উদ্যোগের সাফল্য কামনা করছি। আমরা জাতিগতভাবে কালেক্টিভলি অনেক কিছুই অর্জন করেছি। সমন্বিত প্রয়াস অনেক কঠিন বিষয়কে সহজসাধ্য করে দেয়। আসুন বানু বিবির জন্যে আরেকবার আমাদের কালেক্টিভ এফোর্টস দেই একটুখানি।
দশের লাঠি একের বোঝা।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আছি , থাকবো ............
সচল/হাঁচল না হওয়ার জন্য আজ আহত হলাম ও আক্ষেপ রইল।
তবে আমাদের সবার উদ্দেশ্যই উনাকে সহায়তা করা। আপনারা করুন আর আমাদের অশেষ শুভ কামনা রইল।
[restrict:সচল][/restrict]
সাথে আছি- ঢাকার যে কোন জায়গায় যোগাযোগে সমস্যা নাই।
ঐ
_________________
ঝাউবনে লুকোনো যায় না
-----------
চর্যাপদ
বিষয়টার একটা আপডেট দরকার।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ফর্ম ফিল আপ করলাম।
ফেসবুকে এই লেখাটা শেয়ার করেছিলাম। ওটা দেখে সোমালিয়ায় অবস্থানরত এক বাংলাদেশী বন্ধু এই উদ্যোগে শরীক হতে চেয়েছেন। তিনি অনুরোধ রেখেছেন আমি যেনো তার পক্ষে একটা এ্যামাউন্ট জমা করে দেই। আমি অবশ্যই তা দেবো।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
সাথে আছি।
আছি সাথে।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
আছি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
সাথে আছি।
নতুন মন্তব্য করুন