প্রিয় সচল, অতিথি ও পাঠকবৃন্দ,
আজ পঞ্চম বর্ষে পা রাখলো সচলায়তন। গত চার বছরে আপনাদের ক্রমাগত স্বতস্ফূর্ত অংশগ্রহণ সচলায়তনের কাঠামোকে সুপুষ্ট ও সংহত করেছে। অনাগত দিনেও সচলায়তন আপনাদের সমাগমে মুখরিত থাকুক।
বিগত দিনে নানা ইস্যুতে সচলায়তন আমাদের সরব হওয়ার প্ল্যাটফর্ম হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আগামী দিনে এ্ই ভূমিকা হোক বলিষ্ঠতর। পরিমাণে নয়, মানের দিক দিয়ে সচলায়তনের লেখা আরো সূক্ষ্ম, পরিমিত ও চিত্তজয়ী হবে, এমনটিই আমাদের সবার কামনা।
সকলকে ধন্যবাদ।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
শুভ জন্মদিন, সচলায়তন
সচল থাকুন। সচল রাখুন
অভিনন্দন সচলায়তন আর তার পেছনের মানুষদের
আমাদের অতিপ্রিয় সচলায়তন জাতি তথা দেশ গঠনে কার্যকরী ভূমিকা রেখে আরো সামনে এগিয়ে যাবে, এই নিয়ত শুভ্র শুভতম কামনা রইল।
সত্য-সুন্দর, চতুর-চাঞ্চল্য, ললাট-বৈভব, আগমনী-নক্ষত্র, তমসা-বিদারী, নব্যোদিত-জাগরণ এই নিয়ে আমাদের ভালোবাসার স্থান সচলায়তন। জয়তু তব।
সচল আছি, থাকব............শুভ জন্মদিন।
অভিনন্দন
শুভেচ্ছা ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অভিনন্দন।
শুভ জন্মদিন সচলায়তন!
'♫♪তুমি না থাকলে মেঘ করে যেতো, বৃষ্টি হতো না....'
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ জন্মদিন।
শুভ হক সচল এর প্রগতির যাত্রা ......।আমার প্রিয় ব্লগ...।।
অভিনন্দন।
মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন, সচলায়তন...
শুভ জন্মদিন সচলায়তন...
শুভ জন্মদিন, সচলায়তন।
শুভ জন্মদিন, সচলায়তন।
শুভেচ্ছা
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন
আমরা আজকে বেশ কয়জন সচল অজান্তেই একটা আড্ডা দিয়ে ফেলেছি বৃষ্টিভেজা টোটোগিরিসহ...!!
আমার মনে হচ্ছিলো এই হপ্তাতেই, খালি কবে খেয়াল ছিল না, কেউ কিছু বলছে না দেখে তো আমরা সচলকে শুভেচ্ছা জানিয়ে কোন বাণী রাখি নাই, কিন্তু সবাই সেলিব্রেট ঠিকই করেছি!!
উপস্থিত সচলেরা - ওডিন, বুনোহাঁস, অকুতোভয় বিপ্লবী, দুষ্ট বালিকা, তারানা শব্দ, আঁকাইন, আমি আর সচল পাঠক তুহিন।
শুভ জন্মদিন সচলায়তন!!
অ-নে-ক বড় হও!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কেক্কুক না খাওয়াইলে কইলাম বদ্দোয়া দিমু! জেবনে বিয়া হইবো না! শেষে জেবন ধুসর হয়া যাইবো
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শুভ জন্মদিন সচলায়তন!
কিন্তু জন্মদিনের পায়েসটা নিয়ে কী করি.......
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
শুভ জন্মদিন, সচলায়তন
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
------------------------------------------------------
অল্পসল্প...কবিতা-গল্প...
শুভ জন্মদিন সচলায়তন
সচলায়তন, শুভজন্মদিন!
শুভ জন্মদিন সচলায়তন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অবশেষে সচলায়তনের পঞ্চত্বপ্রাপ্তি ঘটল--------
শুভ জন্মদিন
নির্ঝরা শ্রাবণ
জন্মদিন শুভ হোক.....
উন্মাদ_নাঈম
শুভ জন্মদিন সচলায়তন।
----------------
স্বপ্ন হোক শক্তি
যাদের উদ্যোগে সচলায়তন গঠিত, যাদের চেষ্টায় সচলায়তন সচল থাকে, যাদের লেখায়-পাঠে-মন্তব্যে-মডারেশনে সচলায়তন পূর্ণতা পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন!
একটাই কামনা, সচলায়তন তার নীতি-আদর্শ-চরিত্র অক্ষুণ্ন রাখুক। সময়ের সাথে সাথে উন্নতি করুক সব ক্ষেত্রে, শুধু চরিত্রটা না পাল্টাক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন সচলায়তন!
শুভ জন্মদিন সচলায়তন!
অনিঃশেষ ভালবাসা আর শুভ কামনা----
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন!
love the life you live. live the life you love.
শুভেচ্ছা।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন সচলায়তন!!!
সচল থাকুন। সচল রাখুন
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
শুভ জন্মদিন!
পরিচ্ছন্ন ব্লগিং অব্যাহত থাকুক, শুভ জন্মদিন সচলায়তন!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
জন্মদিন তো জীবনচক্রে একবারই হয়, তাই না?
অতএব শুভজন্মবার্ষিকি সচলায়তন
==================
আমি জানি না
শুভ জন্মদিন, সচলায়তন!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
শুভ জন্মদিন, সচলায়তন। এর পেছনের সব মানুষদের, লেখক, পাঠক সবাইকে শুভেচ্ছা।
শুভ জন্মদিন, সচলায়তন!!
অভিনন্দন ও কৃতজ্ঞতা
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
শুভ জন্মদিন... অভিনন্দন...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধ্বংস হোক নিপাত যাক সার্ভার জ্বলে যাক মডুদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ুক...
(কিন্তু সচলায়তন যাতে ঠিক থাকে।)
হ্যাপি বাড্ডে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
শুভ শুভ জন্মদিন
আমার ডায়েরী
আরো বহু বহু বহু জন্মদিন পালনের প্রত্যাশায় শুভ জন্মদিন সচলায়তন।
সচল থাকুন, সচল রাখুন।
অনেক অনেক শুভেচ্ছা সচল সংশ্লিষ্ট সবাইকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ জন্মদিন সচলায়তন।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
পাঠক-লেখকের মিথস্ক্রিয়ায় সচলায়তন মুখর থাকুক, জন্মদিনে এটাই সবচেয়ে বড় কামনা
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
শুভকামনা...
শুভ জন্মদিন!
সচল মানে অচল নয়, চলমান কোনকিছু
প্রাণ আছে, গান আছে, আর আছে তাল
সচলের আভিধানিক অর্থ আছে, আছে ব্যাকরন
পিছু হাটার প্রবনতা; আাবার বেসামাল
ও নয়। সচলের বহিঃপ্রকাশ উন্মুক্ত হউক - যুক্তির আচারে!! (28.06.2011)
অভিনন্দন!!
অভিনন্দন!! সেই সাথে শুভকামনা...
শুভ জন্মদিন!
সুমিমা ইয়াসমিন
শুভ জন্মদিন সচলায়তন। পরিবারের সবার জন্য শুভকামনা। সচলায়তন আমার কাছে যতটা একটি অনলাইন রাইটার্স কমিউনিটি তার চেয়ে বেশী একটি পরিবার!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
"সচল থাকুন, সচল রাখুন" আর আমাকেও একটু সচল করুন!! সচলায়তনের জন্য শুভকামনা অনেক!
শুভ জন্মদিন সচলায়তন...
****************************************
এইটা বুঝি ইজিপ্সিয়ান ক্রিকেট খেলার স্ট্যাম্প? তিনটা তিন সাইজ! এই স্ট্যাম্প দিয়ে খেললে বল একটু উঠে ইন-সুইং করলেই কেল্লা ফতে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হে হে ! ঠিকই ধরেছেন, এটা ইজিপ্সিয়ান ক্রিকেট খেলার স্ট্যাম্পই বটে। তবে ওদের নিয়মটা একটু ভিন্ন ছিল আরকি। ওদের নিয়মে স্ট্যাম্পে বল লাগলে ব্যাটসম্যান না - বোলারই আউট হয়ে যেত। আর ব্যাটসম্যান পিটাতে পারলে বোলারের রান হত, এমনকি ব্যাটসম্যান বল বাউণ্ডারি পার করলে বোলারের হত চার-ছক্কা ! হে হে, বুঝলেন না ? এইডা হল গিয়ে ফারাওদের খেলা। হুঁ-হুঁ বাবা, চাট্টিখানি কথা না !! আমাদের মত আম পাব্লিক এসবের কি বুঝবে !
যাই হোক আসল কথা হলো, উপরে তিনটা কার্টুশে ডেকোরেটিভ হাইরোগ্লিফিক্সে (ট্রান্সলিটারেটেড) আলাদা আলাদা ভাবে 'শুভ জন্মদিন সচলায়তন' লেখার চেষ্টা করেছি। যেহেতু 'শুভ জন্মদিন সচলায়তন' এর তিনটা শব্দ তিন সাইজের, তাই কার্টুশ তিনটাও তিন সাইজের হয়ে গেছে।
এক্ষেত্রে 'কার্টুশ' মানে হচ্ছে এক মাথায় একটা আনুভূমিক লাইন-বিশিষ্ট, একটু লম্বাটে খোদাইকৃত ইলিপ্টিকাল বেষ্টনীর মধ্যে আবদ্ধ হাইরোগ্লিফিক্সে লেখা প্রাচীন মিশরের রাজা-বাদশা তথা ফারাওদের নাম। ফারাওনিক যুগের হাইরোগ্লিফিক রীতিতে এই ইলিপ্সের মানেই হচ্ছে ঘোষনা দেয়া যে এর মধ্যে যা লেখা আছে তা কোন 'রাজকীয়' নাম, সাধারন কোন হাইরোগ্লিফিক্স না। যেমন, ব্লগোস্ফেয়ারের ক্ষেত্রে 'সচলায়তন' আরকি।
তবে এর 'কার্টুশ' নাম ফারাওনিক/হাইরোগ্লিফিক না, এটা ইজিপ্টে নেপোলিয়নের সাথে আসা ফ্রেঞ্চ সৈন্যদের দেয়া। এর আসল প্রাচীন ইজিপ্সিয়ান নাম 'শেনু'। এই শেনু বা 'কার্টুশ' প্রাচীন ইজিপ্টে এর অন্যান্য রাজকীয়-অফিশিয়াল ব্যবহার ছাড়াও এক সময় সৌভাগ্য আর সব রকম অশুভ আর অকল্যান থেকে সুরক্ষার প্রতীক হয়ে দাঁড়ায় এবং অনেকে কার্টুশের ছাঁচে বানানো বা খোদাই করা তাবিজ-কবজও ব্যবহার করতে থাকেন। সাম্প্রতিক কালে (আমাদের যুগে), হাইরোগ্লিফিকের চক্রা-বক্রা ডিজাইনে মুগ্ধ হয়ে অনেকে এগুলির অনুকরনে নানারকম সুভেনির, ডেকোরেশন পিস, গ্রিটিং-কার্ড ইত্যাদিও তৈরি করছেন।
তাই আমিও...
****************************************
অভিনন্দন, প্রিয় সচলায়তন!
শুভ জন্মদিন
শুভ জন্ম দিন প্রিয় সচল জানালা।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অভিনন্দন ও শুভেচ্ছা...
শুভ জন্মদিন, সচলায়তন!!
শুভ জন্মদিন সচলায়তন।
আমার ডায়েরী
নতুন মন্তব্য করুন