অতি সম্প্রতি ডেভলপমেন্ট রিসার্চ নেটওর্য়াক আয়োজিত এবং বাংলাদেশ বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রনালয় পরিচালিত জাতীয় ডিজিটাল ইনোভেশন এওয়ার্ড ২০১১ এর ইনিউজ এবং সোশ্যাল মিডিয়া ক্যাটেগরিতে সচলায়তন রানার আপ নির্বাচিত হয়েছে। এই অর্জনে সচলায়তনের লেখক, মন্তব্যকারী এবং পাঠকদের জানাই অশেষ ধন্যবাদ এবং শুভকামনা।
এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন সচলায়তনের জন্য। সচলায়তন বাংলা ভাষায় দ্বিতীয় ব্লগ হিসেব জন্ম হলেও সব সময় কঠোর মান নিয়ন্ত্রন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে উঁচুমানের লেখার প্রতি জোর দিয়ে এসেছে। আজ পৃথিবীর শতাধিক দেশের সোয়া লক্ষ পাঠক প্রতিমাসে সচলায়তন ভিজিট করে থাকেন। সচলায়তনের লেখা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখতে সাহায্য করে, ইউনিভার্সিটির রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। কোয়ালিটি নিয়ন্ত্রনে সচলায়তনের লেখক বেইজ ছোট রাখা হলেও এই কোয়ালিটির কারনেই সচলায়তনের শ্রেষ্ঠত্ব অনেক বেশী অন্যান্য অনেক বাংলা ব্লগের চেয়ে। এই পদক প্রাপ্তি তাই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পদক আয়োজনে জড়িত বাংলাদেশ বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রনালয়, ডেভলপমেন্ট রিসার্চ নেটওর্য়াক এবং এর সাথে জড়িত অন্যান্য সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ এই আয়োজন এবং মনোনয়নের জন্য। সেই সাথে সামহোয়ার ইন ব্লগকে শুভেচ্ছা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার জন্য।
আপনাদের লেখায়, আলোচনায় এবং মন্তব্যে সচলায়তন আরো বেড়ে উঠুক।
(এওয়ার্ড ওয়েবসাইট। আরো বিস্তারিত আসছে শিঘ্রী। ছবি কৃতজ্ঞতা যুবায়ের লোদী।)
মন্তব্য
অভিনন্দন!!
অভিনন্দন
অভিনন্দন...
প্রাণঢালা অভিনন্দন!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বেশ মিষ্টি সন্দেশ
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
অভিনন্দন সচলকে।
সেইসাথে চ্যাম্পিয়নকে নির্দিধায় অভিনন্দন জানিয়ে সচল সুস্থ প্রতিযোগিতামূলক এ্যাপ্রোচে এবং ঔদার্যে চ্যাম্পিয়ন হলো।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
অভিনন্দন সচলায়তন
অভিনন্দন সচলায়তন
...........................
Every Picture Tells a Story
অভিনন্দন সবাইকে।
সচলায়তন = সকল সরব/নিরব পাঠক + মন্তব্যকারী + অতিথি সচল + হাচল + সচল + মডুরাম। এই বিপুল সমাবেশে আমিও একজন, ভাবতেই ভালো লাগছে।
[আমি যে মডু তা আর প্রকাশ করলাম না ]
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ভাই, আপনি কোন রংএর মডু?
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
কনগ্রাটস সচলকে।
সহমত রাতঃস্মরণীয়ের সাথে, "সেইসাথে চ্যাম্পিয়নকে নির্দিধায় অভিনন্দন জানিয়ে সচল সুস্থ প্রতিযোগিতামূলক এ্যাপ্রোচে এবং ঔদার্যে চ্যাম্পিয়ন হলো"।
বিজয়রথ এগিয়ে চলুক!
এম আব্দুল্লাহ
অভিনন্দন সচলায়তন....
এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক
ভালো লাগছে জেনে। সচলায়তনের সামনের-পেছনের-ডানের-বামের সবাইকে অভিনন্দন।
পিপিদা, উপর-নিচ বাদ পড়ছে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অভিনন্দন সচালয়তন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
সচলকে অভিনন্দন .....
খাইছে!!! টেরই পাইলাম না কিছু!!! অভিনন্দন অভিনন্দন আর অভিনন্দন!!! পরেরবার আশাকরি চ্যাম্পিয়ন হবে আমাদের দুর্বার সচলায়তন!!!
আচ্ছা কেউ কি বলবেন ক্রাইটেরিয়ন কী কী ছিল? চ্যাম্পিয়ন হতে পারলাম না কেন!!!
এই সুবর্ণ প্রাপ্তিতে সক্রিয় অতিথিদের হাচল আর হাচলদের সচল করার উদাত্ত আহ্বান জানাচ্ছি (তবে আমার মতো অযোগ্যকে না দিলেও চলবে!!! আমি ছাড়া বাকিদের দেওয়া হোক!!! )
ফটুকগুলোও খুব সুন্দর...........ভালো লাগল খুব........ .......এই আনন্দ আমিও তীব্রভাবে অনুভব করছি!!! জয়তু সচলায়তন!!!!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অভিনন্দন সচলায়তন। একজন সচল হিসেবে গর্বিত ও আনন্দিত।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অভিনন্দন।
অভিনন্দন! দারুণ আনন্দের খবর৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
অভিনন্দন
অভিনন্দন।
অনেক শুভকামনা ও অভিনন্দন। সব অংশগ্রহনকারীদের শুভেচ্ছা
অভিনন্দন!!
এই আনন্দে আমার মত কিঞ্চিৎ পুরনো অতিথিদের সচল করে নেয়া হোক।
সচলের সাথে জড়িত সবাইকে অভিনন্দন।
অলস সময়
অভিনন্দন ,
অভিনন্দন সচলায়তন !
অভিনন্দন। সচল আরো সচল হোক সেই শুভকামান রইল
অভিনন্দন সচল আর সচল পরিবারকে।
সচলের একজন হতে পেরে নিজেকে বেশ কেউকেটা কেউকেটা মনে হচ্ছে।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
অভিনন্দন। সচল আরো সচল হোক সেই শুভকামান রইল
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
স্টিকি করা হউক!
ওরে পাঙ্খা ... অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন ...
সচল থাকুন, সচল রাখুন ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সচলের নীরব-সরব সকল পাঠক, লেখক, অন্তরালের মডারেটর, সকলকে শুভেচ্ছা।
অভিনন্দন সচলায়তন!
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
অভিনন্দন , সচলায়তন।
অভিনন্দন সচলায়তন
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই পুরষ্কার আমাদেরকে একটা মাত্র ক্রেষ্ট দিয়েছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি দিয়েছে দায়িত্ব... আমাদের আসলে পাহাড় সরাতে হবে ঠেলতে ঠেলতে...
______________________________________
পথই আমার পথের আড়াল
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
অভিনন্দন!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
অভিনন্দন!
love the life you live. live the life you love.
congrats
বুনো আর শিমুল্ভাইয়ের ফতুয়া ম্যাচিং হইসে! সিমনভাই ছেলেটা না খেতে পেয়ে হুগায়া গেছে!
অভিনন্দন সচলায়তন... অভিনন্দন সবাইকে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
মন্তব্যে (গুড়)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বহুদিন পর সচলে ঢুকেই বত্রিশ দাঁত বের হয়ে গেলো।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সচলসংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
ছাগুদের অভয়ারণ্যকে বিট করে চ্যাম্পিয়ন হলে বেশি খুশি হতাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
প্রাণঢালা অভিনন্দন!
জয়তু সচলায়তন!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অবশ্যই সচলায়তনের জন্য অভিনন্দন আর শুভ কামনা। তবে ইউনিভারসিটির রেফারেন্স হিসাবে সচলায়তনের কনটেন্টের ব্যবহার সচলায়তনকে যতটা না উঁচুতে উঠায় তার চেয়ে অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের মানকে নিচুতে নামায়।
এটা ডিপেন্ড করে। বিশেষ করে সচলায়তনে কিছু লেখা রেফারেন্স সহ খুব উঁচুমানের এবং ঐ বিষয়ের বিশেষজ্ঞ দ্বারা লেখা।
অবশ্যই একমত যে কিছু লেখা অনেক তথ্যপূর্ণ এবং ঐ বিষয়ে অনেক ভালভাবে জানা বিশেষজ্ঞরাই লিখেন। আমিও একমত পোষণ করছি যে সচলায়তনের কিছু লেখার রেফারেন্সগুলো অনেকেরই অনেকভাবে সাহায্য করে। তবে সরাসরি সচলায়তনের 'কনটেন্ট' বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে কতটুকু রেফারেন্স হিসাবে ব্যবহার করা যায় তা নিয়ে একটু সন্দিহান।
সচলায়তের জন্য আবারও শুভ কামনা।
ক্রেস্টের ভাগ দ্যান! শিমুল স্যার কে অভিনন্দন।
আবার লিখবো হয়তো কোন দিন
সবাইকে অভিনন্দন।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অভিনন্দন সচলায়তন! অভিনন্দন! অভিনন্দন!
অনেকদিন পরে একটু সময় করে এসেই এই খবর পড়ে খুব ভাল লাগল । সচলের সকল মডারেটরকে বিশেষ ধন্যবাদ ।
অটঃ হিমুর খবর কি? অনেকদিন ধরে তার কোন লেখা দেখছি না । পড়াশোনা, কাজে ব্যস্ত থাকলে কোন কথা নেই । আশা করি সুস্থ আছে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
কী যে ভালো লাগে এরকম একটা খবর পেলে।
অভিনন্দন প্রিয় সচলায়তন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অভিনন্দন সচলায়তন..
আরো আরো আরো পাঠকের কাছে যাক সচলায়তন।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
অভিনন্দন!!
অভিনন্দন সচলায়তন!
ঢাকাইয়্যা যাদুকর
অভিনন্দন।
অনেকদিন পর ঢুকেই একটা ভাল খবর পেলাম
অভিনন্দন সচলায়তনের যত লেখক পাঠক কে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অভিনন্দন! অভিনন্দন!
এই রিকগনিশন সচলের পথচলায় আরো বেশী দ্যোতনা দিক, দায়বদ্ধতার ক্ষেত্রে দিক সরব পাদটিকা আর অগণিত মানুষের ভেতরের মননশীলতার বিকাশ ঘটুক অনায়াস সাধ্যে! অভিনন্দন কয়দিনে পরম প্রিয় হয়ে যাওয়া এই আইডেন্টিটি!!
সচলসংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন!
অভিনন্দন সচলায়তন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
অভিনন্দন
সচলের জন্য ঝুড়ি ভর্তি অভিনন্দন।
অভিনন্দন সচলায়তন !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অভিনন্দন, কিন্তু মাথার উপরে চ্যাম্পিয়ানটারে দেখে অস্বস্তি লাগছে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এই কথাটা আমার কাছে সচলায়তন-এর গুরুত্ব সর্বাধিক করে তোলে। সচলায়তন, এর পেছনের মানুষেরা, সামনের মানুষেরা, লেখক, পাঠক, জড়িত প্রতিটি ব্যাক্তিকে অভিনন্দন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন