ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ১২/০৭/২০১১ - ১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।

সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মন খারাপ মন খারাপ ভাবতেই কেমন লাগে- সেই কচিমুখের পাখিগুলো আর তাদের মাতৃক্রোড়ে মুখরতায় ফিরে আসবে না.............. মন খারাপ মন খারাপ

তানিম এহসান এর ছবি

ব্যানারটা অসাধারন হয়েছে! নীল রঙের সীমাহীন আধিক্যে ডানা মেলুক সব ইচ্ছেঘুড়ি - বেদম উড়ে যাক ছাড়িয়ে সীমানা। নির্জন ভাই, অভিনন্দন!

নির্জন ফারজানা এর ছবি

ধন্যবাদ ভাইয়া...তবে একটু ভুল হলো,নির্জন ভাইয়া না,নির্জন আপু... হাসি

তানিম এহসান এর ছবি

আচ্ছা, নির্জন আপু! হাসি আপুর হাতেতো দেখি নীল অদ্ভুত সুন্দর আসে, অনবদ্য ভাবে হাসে। সবার সব রঙ সমানভাবে আসেনা। মঙ্গলকামনায়!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সবকিছুই দেখছি নীলে নীলান্তর................. হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

চমৎকার ব্যানার। অভিনন্দন নির্জন। আরো ব্যানার চাই।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি

ব্যাপক একটা ব্যানার এইটা। অভিনন্দন ব্যানারশিল্পী 'নির্জন' (সম্ভব হলে আপনার নামটা প্রকাশ করে যাবেন। এতো সুন্দর একটা কাজের কারিগর শুধু 'নির্জন'-এ বসে ব্যানার বানাবে- সে কেমন কথা!)

নির্জন ফারজানা এর ছবি

সবাইকেই অসংখ্য ধন্যবাদ... হাসি

আশালতা এর ছবি

একটু ভিন্নমত পোষণ করছি... সত্যিকারের একটা গহীন নীল আকাশে সত্যিকারের তুলো তুলো মেঘের ছবি দিলে কি বেশি ভালো লাগত না ?

----------------
স্বপ্ন হোক শক্তি

নির্জন ফারজানা এর ছবি

নিশ্চয়ই...আগে যে চিন্তা করিনি,তা নয়...তবে,এটাই আমার করা প্রথম ব্যানার তো,তাই পুরোপুরি বুঝে উঠতে পারিনি,ব্যানার তৈরীর ধরণ সম্পর্কে।মূলত,এর আগের ব্যানারটি দেখেই ধারণা নিয়েছি...হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

দুটো দুরকম। তুলনা না করাই বোধহয় ভালো!
বিরিয়ানি আর বার্গারের কী তুলনা হয়! দুটোই ভালো। হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৌনকুহর. এর ছবি

অন্যরকম সুন্দর! চলুক

অনার্য সঙ্গীত এর ছবি


সচলের নতুন ব্যানারু নির্জন। বাহ! অনেক সুন্দর। হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আসলেই নতুন ব্যানারু, সচলে সুস্বাগতম!!!! হাসি

কৌস্তুভ এর ছবি


এই স্টাইলের ছিমছাম ব্যানার ভালো লাগছে...

ফাহিম হাসান এর ছবি

চমৎকার ব্যানার। ধন্যবাদ নির্জন।

নীল রোদ্দুর এর ছবি

সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটি ব্যানার দেখলে কার না মন ভালো হয়ে যায়। আমি তো মনে হয় আপনার করা ব্যানারের প্রেমে পড়ে যাচ্ছি। হাসি

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

যাযাবর ব্যাকপ্যাকার (অফ্লাইন) এর ছবি

নির্জন, আপনার এই ব্যানারটা খুব ভালো লেগেছে। আপনি কি লিখছেনও নিয়মিত? আরও চমৎকার সব ব্যানারের প্রত্যাশা রইলো।

মৃত্যুময় ঈষৎ এর ছবি


বাহ্!! কী সুন্দর!!! শৈশবের সেই আঁকাআঁকির দিনগুলি মনে পড়ে গেল...........কত রং ছিল, কত তার দৃশ্য...... চলুক চলুক

মৌনকুহর. এর ছবি

এতদিন কই ছিলেন আপনি!! হাসি

বেশি সুন্দর একটা ব্যানার!! চলুক

তানিম এহসান এর ছবি

খুব খুব সুন্দর!! অনেক দ্ব্যর্থবোধক আর নীলের ছোয়ার কথা নাইবা বললাম “আপু” নির্জন ফারজানা! অবিরাম পথচলায় প্রশান্তি থাকুক!

আশালতা এর ছবি

সচলের ফন্টের রঙ নীল হতে দেখেই মনটা খুশাল হয়ে গেছল, আর তার সাথে মিলিয়ে আজ এই দারুন ব্যানারটা দেখে তো সচল খুলেই দুম করে মন ভালো হয়ে গেল। ভীষণ ভীষণ ভালো লেগেছে এই কাজটা। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

মৃত্যুময় ঈষৎ এর ছবি


মাচ ইন্টারেস্টিং ওয়ান.....................ওয়ান্ডারফুল!!!!!! চলুক চলুক

মৌনকুহর. এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


এইটা পৃথিবীর সেরা ব্যানার... তিনজনরেই স্যালুট

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

হ! আপ্নেরে কইসে! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার (অফ্লাইন) এর ছবি

লেখাটা চমৎকার হয়েছে। ব্যানারটাও।
তুমি কি এখন সচল?

রণদীপম বসু এর ছবি

কী ব্যাপার ! আগে দেখলাম ব্যানারে লেখা রয়েছে 'দুষ্ট মেয়ে', এখন দেখি 'দুষ্ট বালিকা' !
মেয়ে আর বালিকার মধ্যে পার্থক্য কী !?!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

তবে ব্যানারটা সত্যিই সেরাগুলোর একটি !!
অভিনন্দন ব্যানার-কারিগরদের !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জি.এম.তানিম এর ছবি

ব্যানারটি নিয়ে একটু কথা বলি। কাচের গায়ে তুলিতে স, চ, লা, য়, ত আর ন লেখার এই সুচারু কাজটি করেছে দুষ্ট বালিকা, আর সেটার ছবি তুলেছেন ফয়সাল মাসুম। পুরা কাজে আমার হাত কেবল ফটোশপে "চিত্ত যেথা..." লেখায়...

কাচচিত্র দারুণ!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তেব্র প্রতিবাদ... এই ফটো তোলার সময় আমি যে নানান মূল্যবান কুপরামর্শ দিয়া দিয়া ছবি তোলার বারোটা বাজাইতেছিলাম... সেইটার ক্রেডিট কোই?
আর আমি যে ছবি তোলার জন্য ভেন্যু স্পন্সর করলাম? সেইটা কিছু না?
মডুগো কাছে অখনই কমপ্লেইন মারতেছি... লিখিত হাসি

যাহোক... দুষ্ট বালিকাকে একটা বিরাট শুভেচ্ছা... কাঁচচিত্রটা আসলেই দারুণ... অরজিনালটা বান্ধায়া রাখা উচিত

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

হেহেহে! বান্ধায় রাখেন, আপনার কাছেইতো আছে! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৌরভ সাহা এর ছবি


অসাধারণ একটা ব্যানার হইছে।

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ ব্যনার। দুষ্টু বালিকা, তানিম্ভাই, আর ফয়সাল মাসুম তিনজনকেই শুভেচ্ছা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নীল রোদ্দুর এর ছবি

আর সহ্য হচ্ছে না! লগিন না করে থাকতেই পারলাম না! দুষ্ট বালিকা একদিন হয়ত বাংলাদেশের ডেল চিহুলি হয়ে উঠবে! সেই সম্ভাবনার ঝলকে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে!

চারজনকেই (নজু ভাই সহ) ধন্যবাদ। নজু ভাই, দোয়া করি, আপনি আপনার কুপরামর্শসমেত দীর্ঘজীবি হন আর এইভাবে কাঁচকলা আর আলোবাজির বারোটা বাজান। খাইছে

হাসি

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

দুষ্ট বালিকা এর ছবি

হো হো হো হাহা! একদিন বসে বসে কাঁচ নিয়ে দুষ্টামি করছিলাম! বান্ধবীর বিয়ের কিছু গিফট বানানোর জন্য ৫ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এই কাঁচ কাটা হয়েছিলো, পরে সব কাজে লাগানো হয়নি বলে ভাবছিলাম এইগুলো দিয়ে কী করা যায়! তারপর হুট করেই সচলের ব্যানার আইডিয়া মাথায় আসে! সবটা একবারে লেখা যাবেনা দেখে একটা একটা অক্ষর লিখি কালার থিম লাল নীল সবুজ রেখে। ব্যস, আর এক রাত বিরাতের আড্ডায় নজুর বাসায় তার স্টাডির মেঝেতে ল্যাম্পের আলোয় নানাভাবে ছবি তুলে ফয়সাল ভাই আর আমার ফটোশপ নাই দেখে শিরোনাম বসিয়ে দেয় তানিম! হাসি খুবই সহজ আর সিম্পল থিম! হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

টিউলিপ এর ছবি

অনেকদিন পরে শুধুমাত্র এই ব্যানারটা যে অসাধারন সেইটা বলতে লগিন করলাম।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

আনন্দী কল্যাণ এর ছবি

অপূর্ব একটা ব্যানার, যতবার সচলায়তন খুলছি মন ভাল হয়ে যাচ্ছে হাসি

কৌস্তুভ এর ছবি


বেশ নতুনত্ব!

ফাহিম হাসান এর ছবি

অ-সা-ধার-ণ একটা ব্যানার। ব্যানার টিমকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আশালতা এর ছবি

এই ব্যানারটায় রঙের ব্যবহারটা খুব সুন্দর হয়েছে। এটা যে কাঁচচিত্র তা বুঝতে পারিনি, জেনে ভালো লাগলো। পুরো টিমকে অভিনন্দন।

----------------
স্বপ্ন হোক শক্তি

সজল এর ছবি

গুড ওয়ার্ক!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তানিম এহসান এর ছবি

একটা “দুষ্ট” মানুষের হাত এত নিমগ্ন হতে পারে? কি অসাধারন একটা ব্যানার, কি অসাধারন! ”ত্রি রতেœর ব্যানার বিহার” - আরো ব্যানার উপহার দিক! আর নজরুল ভাই, আপনাকে ওনারা মূল্যায়ন না করলেও আমাদের কাছে আপনার মূল্য অনেক, আপনি ভেন্যূ দিতে থাকুন, কুপরামর্শ দিতে থাকুন - যারা পরে নাম নিতে ভুলে যায় তাদের করে দিন ক্ষমা হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ক্ষমা কীভাবে করবো রে ভাই? আমি তো দেশের রাষ্ট্রপতি না মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

নিজ গুনে ক্ষমা করে দেন, “রাষ্ট্রপতি” গুনে না দেঁতো হাসি

বোকা মেঘ এর ছবি

জানি আমি টিউব লাইট, দোস্তরা কয় ফউজ টিউব লাইট... শুধু আমি কই, মেশিনে পরসেসরটা একটু সুলু |
তা যাউক্গা, এইডা দেখাটা হা কইরা অনেকক্ষণ তাকায় রইসি, কেমনে করসে?!! চিন্তিত ...একটু তব্দা ...ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে, আবার পানিতে ছায়া ছায়া মতন দেহা যায়, কিসের লগে যেন মিল আসে ...অহন বুঝলাম সত্যি সত্যি গেলাসেরই উপর রঙ্গের কারিগুরি... হাসি
খাইসে আমারে !!! ...সেইরাম সুন্দর হইসে চলুক

অনার্য সঙ্গীত এর ছবি


অসাধারণ মুস্তাফিজ ভাই হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময়-ঈষৎ এর ছবি


সময়োপযোগী চমৎকার ব্যানারটির জন্য অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই। চলুক এই ব্যানারটির অভাববোধ করছিলাম।

guest_writer এর ছবি

ভয়ানক সুন্দর!
মুস্তাফিয ভাইয়ের কাজ আর কি বলবো সব সময় সেরাদের সেরা
তবে আপনার বানানো এই পর্যন্ত সব চেয়ে সেরা মনে হয়েছে বঙ্গবন্ধু র স্বদেশ প্রত্যাবর্তনের দিনের সরনে করা সাদাকালো ব্যনারটা

মাহমুদ.জেনেভা

তানিম এহসান এর ছবি

খুব, খুব ভালো লাগলো! কনসার্ট ফর বাংলাদেশ এর এই প্রতিচ্ছ্ববি সচলায়তনকে একটা আলাদা মাত্রিকতা দিলো!

দ্রোহী এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

প্রথমে কি ব্যানারটা একটু আলাদা ছিল? চিন্তিত
যাই হোক, দারুণ! চলুক
অনেকদিন পরে মুস্তাফিজ ভাইয়ের ব্যানার আর সেটাও 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর ৪০ বছর পূর্তিতে কনসার্ট নিয়ে! হাততালি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নৈষাদ এর ছবি

কনসার্ট ফর বাংলাদেশের ব্যানার... চলুক চলুক চলুক । অনেক ধন্যবাদ।

বোকা মেঘ এর ছবি

সাধু সাধু !! গুরু গুরু

নির্জন ফারজানা এর ছবি

অসাধারণ...চমৎকার ব্যানার... হাসি

অনার্য সঙ্গীত এর ছবি


দারুণ হইছে খুকি হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি


লেখাতো কসম কাইটা বন্ধ করছেন! একটা ব্যানার দিলেন তাও এতদিন পর! ভালৈছে তো কমুই না। বরং তন্ময়'দার ফাঁসি চাই শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুরঞ্জনা এর ছবি

সকালে উঠেই পুরান ঢাকা সচলের ব্যানারে, মনটাই ভালো হয়ে গেলো হাসি
ব্যানার খুবই পছন্দ হয়েছে দাদা হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ওডিন এর ছবি

দেঁতো হাসি থ্যাঙ্কস! এইটা জানুয়ারিতে এক বিকেলবেলা রূপলাল হাউজের ছাত থেকে তোলা। যুধিষ্ঠির'দার লগে ঘুরতে গেছিলাম।

আসল ছবিটা এইখানে হাসি আমি খালি মাঝখান দিয়ে মাপমতো কেটে নিয়েছি আরকি। এইটা দেখে একজন আমারে মেসেজ করে কইলো উড্ডয়নরত কাউয়াটা আমি নাকি ফটোশপ করে বসাইছি, (আমার প্রিয় পাখি কি না।) তাই সেই বদটার মুখ বন্ধ করার জন্য আসল লিঙ্কটা দিলাম। খাইছে

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এইটা কাক তো? চিল না তো?? চিন্তিত
কিডিং... দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

চলুক
আপসুস! নজুভাই আমার ছবি দিয়া কুনু ব্যানার বানাইলোনা! মন খারাপ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

"অনার্য সঙ্গীতকে ধরিয়ে দিন" এই শিরোনামে একটা ব্যানার বানায়া পাঠামু?

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

পাঠাইতে পারেন। বালিকারা তো কবে থেকেই আমারে ধরতে চাইতেছে চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সুন্দর হয়েছে নজরুল ভাই। চলুক রবীন্দ্রনাথ প্রতিটি বাঙালির জন্য অপরিহার্য হয়ে উঠুক!!!!


_____________________
Give Her Freedom!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ভালো হয়েছে, তবে প্লেসমেন্টে আরেকটু যত্ন নিলে মনে হয় ভালো হত। 'সচলায়তন লেখার স্থানটা' আর 'দুটো আলাদা অংশ' বিশেষ করে।


_____________________
Give Her Freedom!

নির্জন ফারজানা এর ছবি

আরে নাহ,ভালো হয় নাই,জানি।আসলেই,যত্ন করে বানাতে পারিনি।কাল এটা নিয়ে খুব মেজাজ খারাপ হচ্ছিলো,ফটোশপ ও নাই,আবার বন্ধু দিবসে একটা ব্যানার ও দিতে ইচ্ছা করছিলো।সব মিলিয়ে এই অবস্থা...ইনশাল্লাহ,সাম্নে ভালো হবে। হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এই ব্যানার যিনি করেছেন তিনি অবশ্যই আরো ভালো করবেন এ বিষয়ে আমি নিশ্চিত। আর বর্তমানটা কিন্তু ভালোই লাগছে.........শুভ কামনা জানবেন.............


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

জীবনানন্দের কবিতাংশ নিয়ে এই ব্যানারটা প্রথমেই দৃষ্টি আকর্ষন করলো। ব্যাকগ্রাউন্ডের ছবিটা কি বিল্ডিং এর - যার ভেতর থেকে প্রাযুক্তিক আলো বের হচ্ছে? অদ্ভুত আঁধারের সাথে প্রযুক্তির সাদৃশ্য দেখানোর কিএকটা প্রয়াস ছিলো? জাহিদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, একটু বলবেন কি!

সচল জাহিদ এর ছবি

মূল ছবিটা এইখানে

light

অটোয়াতে সিভিলাইজেশন মিউজিয়াম ঘুরে দেখছিলাম। এক গ্যালারীরে ঘুটঘুট অন্ধকারে এই আলোক বর্তিকাটি দেখে অন্যরকম একটি অনুভূতি হয়েছিল।

আসলে গত কিছুদিন ধরে একের পর এক সংবাদ খুব নাড়া দিচ্ছিল, নুরুল ইসলামের হত্যাকারীদের ক্ষমা করে দেয়া, পিটিয়ে মানুষ মারা, মন্ত্রী সাহেবদের উপহাসমূলক কথাবার্তা আর সর্বশেষ মিলনের মৃত্যু। যেন আসলেই আমরা একটি অন্ধকার সময় পার করছি, ঠিক জীবনানন্দের কবিতার মত।

এই অন্ধকারে আলোকবর্তিকা আমাদের কলম, আমাদের মনুষ্যত্ব যা এখনো টিকে আছে অধিকাংশ মানুষের কাছে শুধু ছড়িয়ে দেয়ার বা পড়ার অপেক্ষায়।

এই ছিল আমার ভাবনা।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

তানিম এহসান এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ জাহিদ ভাই। মূল ছবিটা নাড়িয়ে দিয়ে গেলো! ভালো থাকবেন।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

দারুণ ভাবনা ভাইয়া!!!! চলুক


_____________________
Give Her Freedom!

রু (অতিথি) এর ছবি

সুন্দর ব্যানার। পিছনের ভাবনাটাও ভালো লাগলো।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ হয়েছে জাহিদ ভাই!!!! চলুক চলুক


_____________________
Give Her Freedom!

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ ভাই


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি


চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ অনার্য


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অনার্য সঙ্গীত এর ছবি


চলুক

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ অনার্য


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

তিথীডোর এর ছবি

ব্যানারে উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সচল জাহিদ এর ছবি

ধন্যবাদ তিথীডোর


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

নির্জন ফারজানা এর ছবি

অদ্ভুত রকমের সুন্দর..... হাসি

সুরঞ্জনা এর ছবি

আজকের ব্যানারটা খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে রাহিল। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রাহিল এর ছবি

ধন্যবাদ, আমিও শিহরিত হাসি সচল কে বিশাল ধন্যবাদ

মর্ম এর ছবি

ব্যানারটা দেখে মন ভাল হয়ে যাচ্ছে হাসি

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

রাহিল এর ছবি

ওয়াও! মন্তব্য দেখে আমার মন ও ভাল হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

শ্রদ্ধা আমাদের দেশটার জন্য আজ বড় বেদনার দিন। শ্রেষ্ঠ একজন চলচ্চিত্রকার আর চিত্রগ্রহণ প্রযুক্তির আধুনিকায়নকারীকে হারালাম!!! এই সৃষ্টিশীল মানুষগুলোকে আমাদের বড় দরকার!!!! মন খারাপ

অটঃ এবারের ব্যানারটি দারুণ হয়েছে রাহিল ভাই। চলুক


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

রাহিল ভাই, পাথরের ছাপচিত্রে আমাদের ভেতরের অনেক কিছুই বলা হয়ে গেছে! ধন্যবাদ, ভালো থাকবেন!

রাহিল এর ছবি

মন খারাপ, ভীষন খারাপ, ব্যানার এর ছবি সুত্র - ইন্টারনেট এবং কবিতাংশ ভাষ্কর আবেদিন এর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া (কথোপকথন -পুর্ণেন্দু পত্রী)- কিছুটা পরিবরতিত - - -

মৃত্যুময় ঈষৎ এর ছবি

রক্তের ছোপছোপ রেখা লেগে আছে খুনিদের হাতে, আর কত তাদের পৈশাচিক ক্ষুধা?

( চলুক অসংখ্য ধন্যবাদ সুজনদা।)


_____________________
Give Her Freedom!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক চলুক


_____________________
Give Her Freedom!

 তাপস শর্মা  এর ছবি

ব্যানার গুলো সত্যই বর্ণময় ... সুজন ভাই আপনার শেষ ব্যানারটা জাস্ট ফাটাফাটি। সব নিমিত্ত সত্ত্বাকে অতলান্ত চিন্তায় করায়, একটা অনুভূতি দেয়। আপনাকে অভিনন্দন।

কোলাকুলি

তাপস শর্মা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অন্যদের কথা জানি না, কিন্তু এই ব্যানারটা দেখে আমার নিজের বেশ অস্বস্তি হচ্ছে। সবুজ আকাশের সাররিয়ালিজম না, বেশি অদ্ভুত লাগছে প্রোপোরশনহীন হাত-পা ছড়ানো ফিগারটা দেখে!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মিলু এর ছবি

ফিগারটা আসলেই অদ্ভূত লাগছে। তাড়াহুড়ো করে বানিয়েই ঝোঁকের মাথায় পাঠিয়ে দিয়েছিলাম। ভুল হয়ে গেছে। ভাগ্যিস এখন সরিয়ে নেয়া হয়েছে! আসল ছবিটা বোধহয় এতটা খারাপ ছিল না।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ভুল-ঠিকের কিছু নাই আসলে... আর আমি কোন ব্যানার বিশেষজ্ঞ নই মোটেও!
কিন্তু আমার মনে হয়েছে ব্যানারটার কম্পোজিশনে সিলুয়েটটা ঠিক যাচ্ছে না, তার উপরে সেটা একদম মধ্যেখানে আর ব্যানারের সাইজ ঠিক রাখতে স্ট্রেচড হয়ে ভচকে গিয়ে আরও ভয়াবহ হয়ে গেছে...

আমার মনে হয় শুধু সব্‌জে আকাশটা রেখে (নীচের নীল সমুদ্রও বাদ্দিলে) সেটা বেশ দুর্দান্ত একটা ব্যানার হতো...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মুস্তাফিজ এর ছবি

সচলে এ যাবৎ কালের সেরা ব্যানারগুলোর অন্যতম। সবুজ আকাশ আর হলুদ মেঘ, আহ্‌ কী সুন্দর, জীবনে দেখিনাই।

...........................
Every Picture Tells a Story

রোমেল চৌধুরী এর ছবি

বালক ভুল করে নেমেছে ভুল জলে

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুরঞ্জনা এর ছবি

প্রথম ব্যানার দারুণ হয়েছে তুহিন দাদা হাসি

চলুক

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক তুহিন!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তিথীডোর এর ছবি

ব্যানারে চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কৌস্তুভ এর ছবি


সুন্দর, ছিমছাম ব্যানার।

সুমন তুরহান এর ছবি

ব্যানার চমৎকার হয়েছে। চলুক উপরে রোমেল ভাইয়ের সাজেশন ভেবে দেখতে অনুরোধ করি। হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

রোমেল চৌধুরী এর ছবি

http://www.sachalayatan.com//files/banners/tuhin-lonely-2011.jpg
বাহ, কী চমৎকার একটি ব্যানার! মুগ্ধতা জাগানিয়া। ব্যানারের সাথে জীবনানন্দ দাশের কবিতা থেকে এই চরণটি তুলে দিলে কেমন হয়?

মিনারের মত মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি


সুন্দর হয়েছে, নজরুল ভাই!!

মানুষকে উৎসবমুখর দেখতে ভালো লাগে। উৎসবটি আনন্দময় কাটুক সবার, বিশেষ করে শিশুদের, কারণ উৎসবটা মূলতঃ তাদেরই। শুভেচ্ছা সবাইকে।

pathok(sam) এর ছবি

সুন্দর!! নজরুল ভাই!!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্যামের ব্যানারটা এবং আগের ব্যানার গুলো খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ব্যানারগুলোর জন্য।

pathok (sam) এর ছবি

লইজ্জা লাগে ধন্যবাদ মাহবুব ভাই, ভাল লাগে সচলায়তন...

কৌস্তুভ এর ছবি

লোকটার ছবির অংশটা ভাল, কিন্তু ব্যানারের ডানদিকে সাদা সাদা দাগগুলো কেমন বাচ্চাদের আঁকিবুকির মত অপরিণত লাগছে...

তাপস শর্মা এর ছবি

কৌস্তুভ ভাই
আমিও যখন ব্যানারটা বানাই তখনই ভেবেছিলাম যে এটা একটা ফেক্টার হবে। যদিও প্রথম যখন ব্যানারটার চিন্তা মাথায় আসে তখন কিন্তু এই আঁকিবুকিগুলি কাটিনি। একেবেরে শেষে মাথায় খেয়াল এল এই কাটাছেরা থেকে একটা নির্বোধ হতাশার চিত্রকল্প আঁকা যায় না। তাই সচলায়তনের পাশে এবং উপরে সাদা দর্পণ এবং প্রশ্নমুখী সাপ এঁকে দিলাম। যদিও এটা একান্তভাবে আমার মনগড়া একটা এক্সপেরিমেন্ট।

আশা করি ভবিষ্যতে আরেকটু ভাল করতে পারব।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ভালো লেগছে!!! চলুক তবে কোণের সাপটা আরেকটু যত্ন করে করলে ভালো হত............


_____________________
Give Her Freedom!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ইয়ে, আমি মানে ঠিক বুঝিনাই ব্যাপারটা, সচলায়তনে ঢুকে ঘাবড়ে গেলাম... কোন বিশেষ প্রেক্ষাপট আছে আজকের দিনের? মানে এই ব্যানারটা যেন শোক, দুঃশ্চিন্তা, এগুলো রিপ্রেজেন্ট করছে মনে হলো... বিশেষ দিবস বা ঘটনার প্রেক্ষাপট ছাড়া বেশ আলোহাওয়াপ্রাণবন্ত ব্যানার দেখে অভ্যস্থ হয়ে গেছি আসলে...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

pathok(sam) এর ছবি

উজানগা - দা'র ব্যানার চাই

তানিম এহসান এর ছবি

ব্যানার দেখেই ভেবেছিলাম এইটা আমার একটা খুবই অপছন্দের মানুষের করা চোখ টিপি ... ঠিক ঠিক মিলে গেলো! স্যাম নামে ডাকতে ঠিক জুত লাগেনা, কিন্তু তুমি যেহেতু ব্যবহার কর তাই স্যাম ভাই - তোমার কাজের আমি চিরকাল ভক্ত সহযোদ্ধা!!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মেঘের ফাঁক দিয়ে সূর্যের ছটা! চলুক
আপনার তোলা ছবি কি? কোথায় তোলা এটা? তবে ব্যানারের ডানে এক্সট্রা প্যাচটা আসছে কেন? ওটা বাদ দেয়া গেলে দারুণ হতো.. মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

pathok (sam) এর ছবি

তানিম- অভিনন্দন আবারো -
যাযাবর ব্যাকপ্যাকার- আপ্নি ঠিক ধরেছেন- ওইটুকু এরর এর বিঊটি টা নষ্ট করেছে --- আমি বা সচলায়তন - কোথাও একটা গুব্লেটিং হয়েছে - শ্যাল চেক টুমরো - ছবিটা কালেকশন - কোন বন্ধু বা ইন্টারনেট সুত্রে পাওয়া - অনেক আগের - মনে পড়া মাত্র জানাব - ধন্যবাদ

pathok এর ছবি

চলুক @যাযাবর

ধুসর গোধূলি এর ছবি

ব্যানার ভালো হৈছে। ঝিরঝিরে বৃষ্টি ব্যাপক পছন্দের জিনিস।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধন্যবাদ পাঠক, তবে পাঠকদের নাম না থাকলে মুশকিল হয় আসলে জবাব দিতে।

এই 'ইলশেগুঁড়ি' ছবিটা ব্যানার করবার কিছুদিন আগেই তুলেছিলাম ধুগোদা। আমার খুব পছন্দ হয়েছিলো, কিন্তু ক্যামেরা তো আর অত মারত্মক নয়, আসলে তো দেখতে অনেক চমৎকার লাগছিলো! তবে ব্যানারে দেবার পরে মনে হলো ব্যানারটা যেন একটু মিটমিটা হয়েছে, মানে কেমন যেন একটা gloomy ভাব।
ভালো হয়েছে বলায় ধন্যবাদ।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

আচ্ছা, 'সচলায়তন' লেখাটা কোন্‌ ফন্টে?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি


বামের ডানের দুটো লেখাই দারুণ লাগলো, অতিথি ভাই। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আরেকটু চিন্তা করলে মনে হয় ভালো হত!!!

কালো কাক এর ছবি

ব্যানারগুলো নিয়ে একটা অ্যাল্বাম করা যায়না? ইবুক ফরমেটে।। সেখানে থাকবে ব্যানার, শিল্পীর নাম, তারিখ আর যদি কোন ইতিহাস থাকে এর পিছনে ( বা সামনে )।

pathok এর ছবি

সাম্প্রতিক সময়ের সবচাইতে সুন্দর ব্যনার...

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সুন্দর হয়েছে এটি..........


_____________________
Give Her Freedom!

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

এইটা চমৎকার হয়েছে উজানদা দি ব্যানরজি। চলুক

তাপস শর্মা এর ছবি

অসাধারণ চলুক

জি.এম.তানিম এর ছবি

চলুক

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধ্রুব বর্ণন এর ছবি

চলুক

এরকম ব্যানারই চাচ্ছিলাম!

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

চমৎকার!!!! চলুক

তাপস শর্মা এর ছবি
নজমুল আলবাব এর ছবি

নতুন ব্যানার পাওয়া গেল না!!! এটাতো পুরানা দিনের জিনিস। এখন যে মানের ব্যানার যায় তার সাথে এটা বড় বেশি বেমানান।

জি.এম.তানিম এর ছবি

গুল্লি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নজমুল আলবাব এর ছবি

ফাটাফাটি

sam এর ছবি

চলুক

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

উত্তম জাঝা!

পাগল মন(অফ্লাইন) এর ছবি

ব্যানারটা অসাধরণ হয়েছে উজানগাঁ ভাই।

তানিম এহসান এর ছবি

খুব পছন্দ হলো ব্যানারটা, খুব!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

সুরঞ্জনা এর ছবি

স্যালুট উজানগাঁ দা। হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

উজানগাঁ এর ছবি

স্যালুট দিতে হলে সুজন্দা আর রিটন ভাইকে দেওয়া উচিত। এই ছবি আর ছড়ার লাইনগুলো না হলে এই ব্যানার কল্পনাই করা যায় না।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সবাইকেই চলুক আর গুরু গুরু

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মৃত্যুময় ঈষৎ(Offline) এর ছবি

অসামান্য জিনিয়াস লোকটা মারা গেল, প্রতিটা কম্পু বিজ্ঞানের ছাত্র যার কাছে চিরঋণী, সেই মানুষটা চলে গেছে। মন খারাপ মন খারাপ মন খারাপ শ্রদ্ধা

-----------
এই ব্যানারটা করার জন্য, অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ, তানিমভাই। চলুক

ধ্রুব বর্ণন এর ছবি

শ্রদ্ধা

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

বোকা মেঘ এর ছবি

শ্রদ্ধা

অসংখ্য ধন্যবাদ ব্যানারুকে...
চলুক

রু (অতিথি) এর ছবি

"ছোট মানুষের ছায়া ... ..." উজানগাঁ অসাধারন একটা ব্যানার (ছবিটা কপি করতে পারছি না)।

পৃথ্বী এর ছবি

ব্যানারের উক্তিটা অসাধারণ। কোথা থেকে নেওয়া হয়েছে?

উজানগাঁ এর ছবি

এটা সন্দীপন চট্টোপাধ্যায় এর উক্তি। বাংলা সাহিত্যের অবক্ষয় সম্পর্কে তিনি এক জায়গায় এই কথাটা বলেছিলেন।

তানিম এহসান এর ছবি

অদ্ভুত!

নুরুজ্জামান মানিক এর ছবি

শ্রদ্ধা

অসংখ্য ধন্যবাদ ব্যানারু মুস্তাফিজ ভাইকে

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

উজানগাঁ এর ছবি

অনেকদিন পর মুস্তাফিজ ভাইয়ের ব্যানার। সময়ের টানাপোড়েন বুঝতে পারি। তারপরও আপনার উপস্থিতি একধরনের আমেজের তৈরী করে।

রু(অতিথি) এর ছবি

জি এম তানিম, আপনাকে ধন্যবাদ দিবো না থ্যাঙ্ক ইউ দিবো বুঝে পাচ্ছি না। সুকুমারের ব্যানার দেখে খুশিতে মাথা আবোল তাবোল হয়ে গেল।

উজানগাঁ এর ছবি

জি এম টি কে ব্যানারু খেতাবে ভূষিত করা হোক। হাসি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ উজানগাঁ ব্যানার্জি দেঁতো হাসি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

মনে কর, পৃথিবীটা যদি চ্যাপ্টা হত, আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়ত, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ্‌ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ্‌ আছাড় খেয়ে পড়ত, তা হলে-

ধন্যবাদ তানিম! লাল-মলাটের যেই বইটার সাথে বেড়ে ওঠা তার থিমে চমৎকার ব্যানার হয়েছে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

তানিম্ভাই লুক্ভালু। ভালু ব্যানার হইছে! তয় লুক্টা বালিকানলে ধ্বংস হয়ে গেল! কিরিয়েটিভিটি আর কিছু তেখাইতার্লোনা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

সুজন চৌধুরী এর ছবি

খুবই সুন্দর হৈছেরে ভাই !! জি এম তানিম!!

তিথীডোর এর ছবি

'বাঃ-- আমার নাম বাঃ!
বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা!'

ব্যানারে বাঃ! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তাসনীম এর ছবি

কার্ল সাগানকে নিয়ে ব্যানারটা খুবই ভালো লাগলো। ধন্যবাদ তানিম।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

জি.এম.তানিম এর ছবি

ব্যানারটি প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। কিছু বহুল প্রচারিত ছবির কোলাজে ব্যানারটি বানানো হয়েছে। সাগানের ছবিটি কার তোলা সেটা বের করতে পারি নি। তবে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবিটি দিয়েছি সেটা "দ্য পেল ব্লু ডট" নামে অধিক পরিচিত। ১৯৯০ সালে ভয়েজার থেকে তোলা পৃথিবীর সর্বশেষ ছবি এটি। এই ব্যাপারে সাগানের নিজের জবানিতে কিছু শুনি চলুন এই লিঙ্ক থেকে।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তাসনীম এর ছবি

অসাধারণ। ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করার জন্য।

কার্ল সাগানের কসমস বিটিভি দেখাতো সেই আশির দশকে। এরপরে ওনার কিছু বই পড়েছিলাম।

জুডি ফস্টার অভিনীত কনট্যাক্ট ছবিটা সাংঘাতিক দাগ কেটেছিল মনে। এখনো মাঝে-সাঝে দেখি।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দ্রোহী এর ছবি

auto

গুরু গুরু

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চমৎকার ব্যানার তানিম ভাই............ চলুক


_____________________
Give Her Freedom!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সে কী সুন্দর!!!! চলুক


_____________________
Give Her Freedom!

তাপস শর্মা এর ছবি

ব্যাপক। জাস্ট ওসম। গুরু গুরু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

বিমুগ্ধ। মুস্তাফিজ ভাই, কোন প্রশংসা যথেষ্ট নয় এর জন্য।

জি.এম.তানিম এর ছবি

শ্রদ্ধা

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বড় মনে পড়ে লোকটারে........ শ্রদ্ধা


_____________________
Give Her Freedom!

তাপস শর্মা এর ছবি

শ্রদ্ধা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।