ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।
ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।
সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
মন্তব্য
কামরুল হাসান এবং উজানগাঁকে চমৎকার এই ব্যানারটির জন্য অসংখ্য ধন্যবাদ!
অসাধারণ ব্যানার। মন্তব্য না করে পারলাম না।
জাস্ট অসাধারণ একটা ব্যানার। ছবিটা কী উজানগাঁ দাদার তোলা ?
না। এটা কামরুল হাসানের তোলা।
অসাধারণ ব্যানার। শুধু ছোট একটা অস্বস্তি। 'কমা' কি দিনের পরে হবে নাকি মাসের পরে?
অসাধারণ ব্যানার। কিন্তু আমার স্ক্রীনের সমস্যা হতে পারে, অথবা সজীব সবুজের পটভূমির কারনেও হতে পারে, কিন্তু ব্যানারের পতাকার সবুজকে সঠিক মনে হচ্ছে না।
আমার বাসার পিসি তে "Color Calibration"-এ ঝামেলা ছিল মনে হচ্ছে। ঠিক করে আবার পাঠালাম।
অসাধারণ একটা ব্যানার। ধন্যবাদ কামরুল হাসান ও উজানগাঁকে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ব্যানারটা খুব সুন্দর। পতাকার রঙ নীল মতো মনে হচ্ছে!
জয়বাংলা
...........................
Every Picture Tells a Story
সুন্দর। কিন্তু পতাকার রঙ ভুল।
এইবার আরও সুন্দর হয়েছে।
রংটা ঠিক করা হয়েছে। খুব সুন্দর ব্যানার
কামরুল হাসান এবং উজানগাঁকে ধন্যবাদ অস্সাধারণ ব্যানারের জন্য।
আমিও ব্যানার তৈরীর ইচ্ছাপোষণ করছি...
অসাধারণ!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ব্যানারটা দেখলেই মন ভিজে যায়...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দোষগুন মিলিয়ে একজন অতি সাধারন মানুষের অন্তর্ধানে দুঃখপ্রকাশ করি।
ছয়দফা আন্দোলনের পর রাজ্জাক থেকে আওয়ামী লীগের অনেক কাজে আসলেও দেশ তার থেকে কি পেয়েছে সেটা আলোচনাসাপেক্ষ। তিনি মুজিববাহিনী ও বাকশালের মত অগণতান্ত্রিক সংস্থার পুরোভাগে ছিলেন, তিনিই প্রথম টিপাইমুখ সংক্রান্ত ভারতের মিথ্যা আশ্বাসে আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। পানি উন্নয়ন বোর্ড বা শরিয়তপুর-৩ এর উন্নয়ন পর্যালোচনা করলেও রাজ্জাককে দোষ-গুন আরো ভালো করে জানা যাবে।
সচলায়তন কে ধন্যবাদ একজন জাতীয় বীর কে স্মরন করার জন্য - হাসান মুরশেদ লিখেছিলেন "ভালো থাকুন আব্দুর রাজ্জাক, আমাদের ভালো থাকার জন্য আপনি লড়েছেন আজীবন- স্বাধীন বাংলার নিউক্লিয়াস থেকে শুরু করে ঘাতক-দালাল বিরোধী গনআদালত পর্যন্ত..." -
দুরদান্ত হয়ত আরো ভাল জানেন - কিন্তু আরো অনেক নেতাদের পরেই হয়ত আব্দুর রাজ্জাক কে সমালোচনার এমন জায়গায় রাখা যায় -
বরং নজু ভাই এর কথাটায় অনেক বেশি আমি একমত - "আব্দুর রাজ্জাক সেই দুর্লভদের একজন, যিনি আমৃত্যু শ্রদ্ধার আসনেই থাকেন। অন্য অনেক বাঘের মতো বিক্রি হয়ে যান না ছাগলের দামে... "
ঘাতক দালাল নিরমুল কমিটির ঐ সময়টাতে তাকে কাছে থেকে দেখে অনেক আন্তরিক আর সৎ মনে হয়েছে গণ মানুষের ঐ দাবীর প্রতি - স্যালুট!
নতুন ব্যানারটা অনেক অনেক সুন্দর হয়েছে স্যাম ভাই...।। অনেক দিন পর আপনার ব্যানার পেয়ে ভালো লেগেছে।
ডাকঘর | ছবিঘর
দারূণ ব্যানার, স্যাম...
আমি উজানগা - র ব্যানার এর ফ্যান...
চমৎকার একটা ব্যানার। সত্যন বোসকে নিয়ে এই ব্যানারটার জন্যে অকুতোভয় বিপ্লবী....... আপনাকে
ডাকঘর | ছবিঘর
অকুতোভয় বিপ্লবীকে ধন্যবাদ এত সুন্দর একটা ব্যানারের জন্য
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
স্যাম!!!! ।
জাস্ট অসাধারণ । অসাধারণ । অসাধারণ ।
এটা আমার দেখা আপনার করা এবং সচলের শ্রেষ্ঠ ব্যানারের একটা হয়ে থাকবে।
জাস্ট হ্যাটস অফ ম্যান...... জাস্ট হ্যাটস অফ...
যদি কিছু মনে না করেন আমি আপনার ইমেল এডরেসটা পেতে পারি কি? দরকার ছিল। ।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ! ইমেইল কিভাবে জানাবো?
এখানেও দিতে পারেন কিংবা আমাকে ফেসবুকে মেইলও করতে পারেন। আমার ফেসবুকের সংযোগটা আমার সচলের প্রোফাইলে দেওয়া আছে। আপনি ওখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন...
ডাকঘর | ছবিঘর
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
উজানগাঁ দাদা কে একটা গ্র্যান্ড স্যালুট.........
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ ব্যানারের জন্য। তবে ছাত্রলীগের হাতে ছাত্রের মৃত্যু না বলে একে খুন বলাই ভালো।
চমৎকার এই ব্যানারটা হয়ে উঠুক প্রতিবাদী কন্ঠ। উজানগাঁকে ধন্যবাদ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
দুঃখিত, কিন্তু বুঝতে পারছিনা, কোনো একটা সমস্যার জন্য আমি ব্যানারটা দেখতে পারছিনা, সম্পূর্ণ সাদা দেখাচ্ছে জায়গাটা...
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ব্যানারজীর প্রভূখণ্ড!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ব্যানার্জীকে
_____________________
Give Her Freedom!
জাস্ট বলতে চাই...... কি বলব !!!!! ব্যানারজী
ডাকঘর | ছবিঘর
অসাধারণ!
অসাধারণ খুকি! চলো বেড়িয়ে আসি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ঘৃণা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ডাকঘর | ছবিঘর
তীব্রতম ঘৃণ...ধুগোদাকে ব্যানারের জন্য ধন্যবাদ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধুসর গোধূলি, অসাধারণ ব্যানার।
নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান...
দারুণ হাসিব ভাই! প্রাণ ভরে গেল।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
খুব সুন্দর!!
হঠাৎ ট্যাব পরিবর্তন করেই ব্যানারটা চোখে এলো, আর একটা ভালোলাগা রঙ আর রঙ অনুভূতিতে চারপাশটা ঝলমল করে উঠলো।
অসামান্য ব্যানার। হাসিব ভাই, পলাশীতে দাওয়াত।
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
চমৎকার কাজ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ব্যানারটা অদ্ভুত সুন্দর হয়েছে। শুধু "আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি" লেখাটা কেমন যেন চোখে ধাক্কা দিচ্ছে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অসাধারণ একটা ব্যানার আবারও বিপ্লবী ভাই।
ডাকঘর | ছবিঘর
উজানগাঁ কে ধন্যবাদ। সময় পাইনি আজকে এতোটুকু, তবে খুব ইচ্ছা ছিলো সিদ্দিকা কবির কে নিয়ে ব্যানার বানানোর!
আর আগের ব্যানারটাও খুব সুন্দর ছিলো। অকুতোভয় বিপ্লবী, আপনাকে সাধুবাদ!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সিদ্দিকা কবীরের উপর এই ব্যানারটার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ব্যানারের জন্য উজানগাঁকে ধন্যবাদ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ছোটবেলার কিছু নাটক প্রিয় ও স্মরনীয় করেছিলেন ফরিদী। মন্টুনি, সংশপ্তক। শ্রদ্ধান্জলী।
অসাধারণ ধুগোদা!!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
জীবনানন্দ দাশকে নিয়ে ব্যানারটার জন্য উজানগাঁকে অনেক ধন্যবাদ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
একমত। খুবই সুন্দর হয়েছে ব্যানারটা।
অদ্ভুত সুন্দর ব্যানার, উজনগাঁ'দা!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই ব্যানারটা একটা বিশুদ্ধ 'অসাধারণ'! আমি বরাবরই মিনিমালিজমের ভক্ত, এতো সুন্দরভাবে এতো পরিমিতভাবে বইমেলার মত একটা বিশাল কন্সেপ্টকে ব্যানারবন্দী করারা জন্য উজানগাঁকে ধন্যবাদ।
সাধারণ যে অসাধারণ হতে পারে তার দুর্দান্ত প্রমাণ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
শেষ দুইটা ব্যানারই অসাম। জাস্ট ফাটাফাটি। ব্যনারজী অন ফায়ার।
ডাকঘর | ছবিঘর
দারুণ! অকুতোভয় বিপ্লবী
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অকুতোভয় বিপ্লবী এবং আঁকাইন-র করা ব্যানার দুটো অসাধারণ
মডারনিজম ভালু পাই। আঁকাইনকে অভিনন্দন।
দুর্ধর্ষ আঁকাইন! দুর্ধর্ষ!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ডিকন্সট্রাকশন!!
হ
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অস্থির!!! পুরাই মাথা নষ্ট করা !!!
একুশের ব্যানারগুলির প্রত্যেকটিই অসাধারণ। উজানগাঁ, অকুতোভয় বিপ্লবী, আঁকাইন
ডাকঘর | ছবিঘর
২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহ নিয়ে একটা ব্যানার তৈরি করা যায় না।
আমি পূর্ণ সদস্য হতে চাই। কিন্তু কি করার, কিছু বুঝতে পারছিনা?
এই লিংকটা অনুসরণ করুন।
আজ ২৭ ফেব্রুআরি, হুমায়ুন আজাদ দিবস। একটা ব্যানার করা যায় না? মুক্তচিন্তার জন্যে অসমসাহসী মানুষটি রক্ত দিলেন...
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
উজানগঁাকে অনেক ধন্যবাদ স্বল্প সময়ের মাঝে ব্যানারটি ডিজাইন করে দেয়ার জন্যে।
হুমায়ুন আজাদ দিবসে আমাদের অশ্রুবিন্দু হোক অগ্নিশিখা!
-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী
"অগ্নিঝরা মার্চ"
কী অদ্ভুত সুন্দর ব্যানাররে বাবা! অকুতোভয় বিপ্লবীকে ধন্যবাদ।
দারুণ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ডেভিড গিলমোরের জন্মদিন আর আমার মেয়ের জন্মদিন যে একই দিনে (মার্চ ৬) সেটা জেনে বিমলানন্দ লাভ করলাম। ধন্যবাদ অনার্য্য।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এই ব্যানারটা পাষণ্ড অনুপম ত্রিবেদীর জন্য বানিয়েছিলাম! এতো মন্দ লোকের জন্য ব্যানার বানিয়ে মনটা খুঁতখুঁত করছিলো! পরে আমার ভাস্তির জন্মদিন জেনে মনটা হালকা হলো
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
রত্নামডু আর বিপ্লবী- দুইজনরেই ।
পুরাই ফাডায়ালাওন্তিস ব্যানার।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোত্মরামা ধরনের সুন্দর হইসে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
দারুন!!!!!
ব্যানারের এই বাজনদার ভাইরে চিনি না। চিন্নেওয়াল সংখ্যা বেশি হবে, না নাচিন্নেওয়ালার?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চিন্নেওয়ালা
আজকে ব্যানার দেখে মন ভালো হয়েছে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অকুতোভয় বিপ্লবীর করা ৭মার্চের ব্যানারটা ভালো লাগলো।
অনার্য্য দা'কে এত সুন্দর একটি ব্যানারের জন্য ধন্যবাদ।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
চমতকার! খুব ই সুন্দর ব্যানার অনার্য্য দা
তাপসদা, বড়ই সৌন্দর্য হৈছে!!!
চমেতকার চমেতকার!
..................................................................
#Banshibir.
তাপস শর্মা রঙ পেয়েছেন ফিরে! এবার একটু প্রশান্ত হোক জীবনযাপন...
তবে সেই যাত্রাই হোক। । অনেক ধন্যবাদ।
ডাকঘর | ছবিঘর
ব্যানারটা চমৎকার হয়েছে তাপসদা।
এইটা খুব ভালো লেগেছে। বুনোহাঁসের জন্যে থাম্বস আপ (Y)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দারুণ ব্যানার বুনো
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বুনোদি,
দারুন ব্যানার হয়েছে।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
সুন্দর!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
অভিনন্দন বাংলাদেশ!!!!! ধন্যবাদ জি এম টি ও সচলায়তন এত দ্রুত ব্যানারটির জন্য!
ফাটান্তিস ইঞ্চার্জ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুন্দর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
লোচন বক্সী রক্স!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে অসাধারন ব্যানার মুস্তাফিজ ভাই।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
পাপিষ্ঠ বিপ্লবী, মিরপুর স্টেডিয়ামের ফটুক তোলা কি এতোই কঠিন! বিরাট বিশাল ক্যামেরার কী ফায়দা থাকলো তাইলে!
তবে, ঝলমলে ব্যানারে । আইজকা পাইক্যাগোরে ডিটিএস সাউন্ড সহ ভরে দিলে সত্তুর গুণ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হেঁহেঁ, রাত ১২ টার পর মনে হল একটা ব্যানার করা যেতে পারে আজকের ফাইনালে টাইগারদের সাফল্য কামনা করে, তখন বিশাল ক্যামেরা নিয়ে মিরপুর স্টেডিয়ামে গফুরগিরি করার উপায় ছিল না, খুঁজেপেতে ভাল একটা প্যানোরমিক ছবি পেলাম, সেটার সাথে সুজন্দার কাছ থেকে চেয়ে নেয়া বাঘু আঙ্কেলের কার্টুনটা মিলিয়ে করে ফেললাম আর কি
চলেন ডিটিএস সাউন্ড দিয়ে আমরা ব্যাঘ্রগর্জন তুলি আমাদের বীরপুরুষদের উৎসাহ দিতে, পাইক্যাদের আর্তনাদের সাউন্ড বের হবে এরপরে
মন্তব্যের জন্য আপনাকে শক্তিশালী ধনেপাতা
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ ফাইনালে খেলা নিয়ে উজানগাঁর করা ব্যানারটা দারুণ, "উজ্জ্বল নক্ষত্রের আলোয় লেখা হল একটি নাম, বাংলাদেশ" - এই ডায়লগটি অসাধারণ হয়েছে
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কবে দিলেন উজানগাঁ? মিস করলাম - আচ্ছা সচল এ পুরোন ব্যানার দেখার কোন ব্যবস্থা আছে?
পুরনো ব্যনার ব্রাউজ করার একটা সিস্টেম চালু করা হয়েছিলো গতবছর, সচলায়তনের সার্ভার আপগ্রেডের পরে সেটা আবার দেয়নি এখনো।
আশাকরছি মডারেশন/ডেভেলপার টিম আবার দ্রুত আমাদেরকে সেটা ফিরিয়ে দেবেন। আমার খুবই পছন্দ ছিলো, সচলায়তনের ব্যানারায়তন হলো সেইইইরকমের জিনিস!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরজ আলী মাতুব্বর - আমাদের ধ্রুব তারা।
facebook
হ্যাঁ, এমন স্বশিক্ষিত দার্শনিক দরকার অনেক, অনেক।
সেই সাথে এটাও বুঝতে হবে যে খালি ডিগ্রি দিয়ে কিছুই হয় না, আলোকিত হওয়াটাই আসল ব্যাপার।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
অকুতোভয় বিপ্লবী কে অনেক ধন্যবাদ আরজ আলী মাতুব্বর ব্যানার টার জন্য - ব্যানার ছবি কিভাবে দেয় কমেন্ট এ?
ছবিতে রাইট ক্লিক করে view image সিলেক্ট করেন, এরপর সেই ছবির লিংকটা কমেন্টে image লিংকে (টুলবারের সর্ববামের আইকন) পেস্ট করে দেন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধন্যবাদ শ্যাম
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
মুস্তাফিজ ভাইয়ের এই ব্যানারের জন্য অপেক্ষা করছিলাম, অসাধারণ কাজ, অসাধারণ!
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
এই ব্যানারটা তৈরি হয়েছে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। ১৫/১৬ বছরের একটা মেয়ের সেই রাতের কাহিনী নিয়ে, তার জবানীর কিছু অংশ শুনুন "আমি তখন কান্নাকাটি করছি৷ মাকে বলছি, মা তুমি দেওয়াল টপকিয়ে নার্সদের হোস্টেলে যাও৷ একজন নার্সকে নিয়ে এসো৷ বা স্বপ্ন দেখছি, ইস্ যদি একটা রেডক্রসের অ্যামবুলেন্স পাওয়া যেতো - তাহলে বাবাকে তাদের হাতেই তুলে দিতাম৷ বাবা সুচিকিৎসা পান, তিনি সুস্থ হয়ে উঠুন৷ তখন সেটাই ছিল আমার একমাত্র চিন্তা৷ অথচ আশ্চর্যের বিষয়, আমাদের তিনজনের মধ্যে একমাত্র বাবাই টের পেয়েছে যে ইতিহাস রচিত হচ্ছে৷ কারণ আহত অবস্থাতেই বাবা আমার মাকে ধরে বলেছিলেন, লেখো৷ মা বলছেন, কি লিখবো? বাবা বললেন, ইতিহাস৷ মা তখন বলেছিলেন, আমি যে ইতিহাস লিখতে পারি না৷ শুনে বাবা বলেছিলেন, তাহলে সাহিত্য লেখো৷ সেই কথার সূত্রেই ঐ ঘটনার প্রায় ২৫ বছর পর, মা একটি বই লিখেছিলেন ‘একাত্তরের স্মৃতি'৷''
...........................
Every Picture Tells a Story
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
মুস্তাফিজ ভাই
স্যালুট মুস্তাফিজ ভাই
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি ভুল না করলে এই ছবিটাই নতুন 'অভ্র'র থিম (অভ্র শুরু হবার পূর্বে যে ছবিটা দেখায়) হিসেবে মুস্তাফিজ ব্যবহার করেছিলেন। দারুণ একটা স্বাধীনতার ছবি।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
স্নিগ্ধ, সতেজ, সুন্দর! শুভ নববর্ষ মুস্তাফিজ ভাই!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমি ভাবছিলাম অনেকদিন ব্যানার করি না, পহেলা বৈশাখে একটা করি। আধেক পর্যন্ত বানিয়েছিলাম পরশু রাতে
আপনারটা দেখে চুপ করে লুকিয়ে ফেললাম
দুর্ধর্ষ হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
সুন্দর সুন্দর সুন্দর। ব্যানারটা দেখেই মনটা কেমন জানি ভালো হয়ে যায়।
অদ্ভুত রকমের স্নিগ্ধ, সুন্দর !
সুন্দর হয়েছে তাপসদা
_____________________
Give Her Freedom!
দারুন নজরুল ভাই !
ভাল হয়েছে তাপসদা।
নিয়মিত ব্যানার বানাও।
সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
বাংলাদেশের ম্যাপটা খণ্ডিত হয়ে গেছে, এটা দেখতে ভালো লাগছে না
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিকতো, এইটাতো খিয়াল করি নাই, লাল সূর্যটা একটু ছোট করলেইতো চলত। ডিজাইন করা অভ্যাস নাইতো, তাছাড়া ক্রিয়েটিভিটির অভাবটাও ভাল মত টের পাইতাছি (মাথা চুল্কানি ইমো)
_______________
আমার নামের মধ্যে ১৩
বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, "না" শব্দটিকে লাল করে দিলে কি বেশি মানানসই আর দৃশ্যমান হত না? আমার নিজের এমনটিই মনে হয়েছে। জানি না রংটা ভালো মানাতো কি না।
হুমায়ুন আজাদের এই অবনত মস্তক ছবিটা কেমন যেন যাচ্ছে না।
ইচ্ছার আগুনে জ্বলছি...
স্পর্শর সাথে একমত।
হুমায়ুন আজাদের ছবিটা ছাড়া ওভারঅল ব্যানারটা অসম্ভব দারুণ হয়েছে।
স্পর্শ এবং অতন্দ্র প্রহরী আপনাদের ধন্যবাদ।
আসলে ছবিটা অনেক বাছাই এর পর সিলেক্ট করেছিলাম ব্যানারটার এর জন্য। আজাদ স্যার এর যত ছবি নেট এ দেখলাম কেন জানি এই ছবিটা আমার কাছে প্যাশানেট মনে হয়েছিল। ছবিটাও এমনিভাবে তোলা ছিল। আসলে এটা অবনত শির এর ব্যাপার নয়। আমার দৃষ্টিতে নিরীক্ষণ মনে হয়েছে, যেন আত্মজিজ্ঞাসার একটা খোঁজ। আর এই জন্যই ছবিটা সিলেক্ট করা।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ তাপস দা ---
আপনাকেও ধন্যবাদ স্যাম।
ডাকঘর | ছবিঘর
মে দিবসের ব্যানারটা ভালো লাগছে নজরুল ভাই। দারুণ।
গতকালই মে দিবস নিয়ে একটা বানানোর কাজে হাত দিয়েছিলাম। আজ আপনার এই ব্যানারটা দেখে ভালো লাগতেছে...
ডাকঘর | ছবিঘর
মে দিবসের ব্যানারটা ভালো লাগছে নজরুল ভাই। দারুণ।
গতকালই মে দিবস নিয়ে একটা বানানোর কাজে হাত দিয়েছিলাম। আজ আপনার এই ব্যানারটা দেখে ভালো লাগতেছে...
ডাকঘর | ছবিঘর
ব্যানারটা চমৎকার হইছে নজরুল ভাই
_______________
আমার নামের মধ্যে ১৩
@উঁজানগা ড্রইং টা আপনার করা? দারুণ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
পৃথিবীর সব ধন্য মায়েদের জন্য আভূমিনত কুর্ণিশ। অকুতোভয় বিপ্লবী, ব্যানারটা চোখের ভেতর কি যেন নাড়িয়ে দিলো। আহা, জীবিত অবস্থায় দূরে ছিলাম, আফসোস!
জাহানারা ইমামকে নিয়ে করা ব্যানারটার জন্য ধন্যবাদ, তবে তুলির আঁচড়ের কমলা রংটা একেবারেই মানানসই মনে হচ্ছে না। কালো ফন্টের "জাহানারা ইমাম" আর লাল ফন্টের "সচলায়তন" কোনোটার সাথেই কমলা রংটা দেখতে ভালো লাগছেনা। আমি উবুন্টুতে ক্রোম/ফায়ারফক্সে দেখছি।
চিরসবুজ, অসাধারণ এই মানুষটির জন্মদিনকে সামনে রেখে অসাধারণ সবুজ একটি ব্যানারের জন্য লোচন বক্সী ওরফে মুস্তাফিজ ভাইকে চরম এবং
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জয় গুরু অ্যাটেনবোরোর জয়।
facebook
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরে !! এ্যাটেনখুড়োর ব্যানার! গতপর্সু খুড়োকে নিয়ে হিমুর সাথে কথা বলছিলাম। তার জন্মদিনতো ৮মে! দারুণ ব্যানার হৈছে বস!!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জটিল!
পরিষ্কার ঝকঝকে সজীব ব্যানার
দারুণ ব্যানার হইছে
মুস্তাফিজ ভাইকে বিরাট একটা ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
যতবার সবুজে চোখ পড়ছে, মুগ্ধ হচ্ছি। শুভ জন্মদিন প্রিয় বুড়ো।
ভীষণ সুন্দর ব্যানারের জন্য মুস্তাফিজ ভাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ।
আহা এই না হইলে ব্যানার, মুস্তাফিজ ভাই আপনেও সবুজ থাইকেন।
_______________
আমার নামের মধ্যে ১৩
অকুতোভয় বিপ্লবী, ব্যানারটা অসাধারণ হয়েছে।
এই ব্যানারে ব্যবহৃত ছবিটা ( স্কেচ ) শিল্পী শফিক শাহীন ( Shafiq Shaeen ) এর করা। এটা নেওয়া হয়েছে উইকি থেকে। লিঙ্ক
ডাকঘর | ছবিঘর
ব্যানারের কালার কম্বিনেশন আমার কাছে দারুন লাগলো।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ব্যানার সুন্দর হইসে, তবে কে এফ সী কে এফ সী লাগে
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
_____________________
Give Her Freedom!
অন্যায় আর রাজনৈতিক অনাচার এর বিরুদ্ধে আপনার উচ্চকিত স্বর আমার মত অনেকেই নিশ্চয় প্রাণিত করেছে। প্রিয় মোজাফফর স্যার আপনার জন্য অনেক শ্রদ্ধা, সচল কে ধন্যবাদ অসাধারণ এই মানুষটি নিয়ে কাভার করার জন্য।
দারুণ ব্যানার নজু ভাই
মিসটেক, উজানগাঁ হবে
জাস্ট অসাধারণ একটা ব্যানার উজানগাঁ দাদা।
নজরুলকে নিয়ে এই ছবিটা দিয়েই কিছু ব্যানার বানানোর চেষ্টায় ছিলাম। নিজেই সেটিসফাইড হতে পারিনি। এরপর ব্রাউস করতেই এটা ফুটে উঠল। আজ বুঝলাম কেন উজানগাঁকে সচলশ্রেষ্ঠ ব্যানারজী বলা হয়।
ডাকঘর | ছবিঘর
সচলশ্রেষ্ঠ বিশেষণটা আসলে অরূপদা কিংবা মুস্তাফিজ ভাইয়ের সাথে ভালো যায়। আপনি সচলের পুরাতন ব্যানারগুলি দেখেন নাই, তাই এরকম মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে।
হুম।
আসলে আমি ব্যানার নিয়ে প্রতিক্রিয়ার প্রায় সবকটা পেইজ ঘুরে দেখেছি। কিন্তু ঘটনা হল সবগুলি ছবি তো সেখানে নেই, বলতে গেলে অধিকাংশই নেই। প্রবলেমটা হচ্ছে ব্যানার সংরক্ষণের কোন সিস্টেম নেই বলে এমন হচ্ছে।
মডুদের কাছে একটা আবেদন রইলো। ব্যানার নিয়ে প্রতিক্রিয়ার পোস্টে ব্যানার বদল এর সাথে সাথে যদি একটা একটা করে ব্যানার এবং শিল্পীর নাম উল্লেখ করা হয় তাহলে ভালো হবে। মানে মূল পোস্টটাই ব্যানার আপডেট থাকুক। মন্তব্যের ঘরে সব সময় ব্যানার থাকেনা। তাহলে সব ব্যানারগুলি একটা স্থায়ী ঠিকানায় আশ্রয় পাবে। যে কোন ব্যানারই দেখা যাবে যেকোন সময়। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরুধ রইলো।
ডাকঘর | ছবিঘর
ব্যানার সবই সংরক্ষিত আছে, কিন্তু এক এক করে দেখার ব্যবস্থা নেই। সেটা পরে যোগ করা যেতে পারে। আপাতত ডেভেলপাররা সময় দিতে পারছে না।
ধন্যবাদ।
ব্যানার এর একটা ফ্লিকার একাউন্ট করে নিলেও কিন্তু মন্দ হয়না।
ডাকঘর | ছবিঘর
বাকরুদ্ধ! এরচে সুন্দর হতে পারত না! ব্যানার্জী, বস!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কী যে সুন্দর!!!
_____________________
Give Her Freedom!
দুর্ধর্ষ
______________________________________
পথই আমার পথের আড়াল
খাটি হাত তালি দিলাম---
কড়িকাঠুরে
উজানগাঁ দাদা, অসাধারণ। জাস্ট অসাধারণ।
ডাকঘর | ছবিঘর
পুরা পাগলা গ্রাফিক্স রে ভাই!
উজানগাঁ রক্স!! \m/
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হ।
স্পিচলেস!!
ডাকঘর | ছবিঘর
গুরু তোমায় স্যালুট।
[অসাধারণ।]
______________________________________
পথই আমার পথের আড়াল
গুরু তোমায় সালাম...
অনেক সুন্দর নজরুল ভাই...
কড়িকাঠুরে
নজরুল ভাই। ব্যানারটা ভালো হয়েছে।
ডাকঘর | ছবিঘর
ব্যানারটা আসলেই অনেক ভালো হইছে।
তাপস'দাকে ধন্যবাদ, "চে" কে নিয়ে দারুন এই ব্যানারটির জন্য।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অনেক ধন্যবাদ তাপস'দা- অনেক সুন্দর হয়েছে চে'কে নিয়ে ব্যানার...
সম্ভবত এখানে আমার দেখা সেরা ব্যানার হল এই বর্ষার ব্যানার।
এরচেয়ে অনেক সুন্দর ব্যানার এর আগে অন্যেরা করেছেন
আপনাকে ধন্যবাদ
বর্ষার ব্যানারটা দারুল হল বিপ্লবী ভাই।
ডাকঘর | ছবিঘর
দারুণ দারুণ দারুণ...
বর্ষার ব্যানার কো?
______________________________________
পথই আমার পথের আড়াল
উজানদার ব্যানার একেবারে অন্যরকম অসাধারণ!!
ব্যানারে "শহিদুল্লাহ" বানানটা ভুল লেখা হয়েছে!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
"ভীষণ" বানান ভুল লেখা হয়েছে!
জ্বীনা! ভীষন বানান রুদ্র মুহম্মদ এভাবেই লিখেছেন । উনি সব জায়গায় "ন" ব্যবহার করতেন।
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
রুদ্র নিজের মতো করে লিখেছেন হয়তো। কিন্তু তাই বলে তাঁকে অনুসরণ করতে হবে কেন? ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানের নিয়মগুলো তো লঙ্ঘন করা যাবে না বানানের ক্ষেত্রে। ভুল বানান অনুসরণ করার কিছু নেই তো।
এটা ভুল বানান না; রুদ্র যেহেতু "ন" ব্যবহার করতো সবসময় "ণ" এর পরিবর্তে , সেহেতু আমি রুদ্র এর কবিতার ৩টি লাইন সিগনেচারে ব্যবহার করেছি- সেখানে নিজে নিজে ভুল শুধরে নেব? ব্যাপারটা হাস্যকর না? নিয়ম ভাঙ্গা যাবে না, এরকম নিয়ম কে বানালো? রুদ্র তো "ণ" এর প্লেসে "ন" ব্যবহার করে এসেছে, এবং সেটা এখন পাঠকের কাছে গ্রহনযোগ্যও। করো কাছে হয়তো না- তাই বলে নিয়ম ভাঙ্গা যাবে না? আমি নিয়ম ভাঙতে ই আগ্রহী।
আর হ্যাঁ, যখন আমি একজন কবির লেখা ৩টা লাইন ব্যবহার করছি সিগনেচার, সেটা সেভাবে ছিল সেভাবে ব্যবহার করা উচিৎ। তার সমগ্র বা সব বইতে সেভাবেই সম্পাদনা করা আছে;
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
সব নিয়ম ভাঙতে হয় না ওস্তাদ
নিয়ম ভাঙলেই স্মার্ট হওয়া যায় না
স্মার্ট হতে যে নিয়ম ভাঙ্গ তাও কিন্তু না বিপ্লবী ভাই। রুদ্রের এই নিয়ম ভাঙ্গার আগেও কেই কেই হয়তো ভেবেছিল, সব নিয়ম ভাঙতে হয় না; কিছু কিছু এক্সপেরিমেন্ট কিন্তু করতেই হয়, সেটা করতে গেলে নিয়মের বাইরে যাওয়াও জরুরী। হসময়ই সেটা বলে দিবে তার অবস্থান কোথায়। যদি এক্সসেপটেবল হয়, তবে টিকে যাবে, যদি না হয়, তবে আগের নিয়মটাই বহাল থাকবে। এর বেশী কিছু তো না। নিময় কথাটা কিন্তু তখনই আসে যখন "এটা অন্যথা করা যাবে না বা ভাঙা যাবে না" এরকম একটা সিচুয়েশন আসে। আপনি যেমন বললেন "সব নিয়ম ভাঙতে হয় না" , মানে কিছু কিছু নিয়ম ভাঙা যায়; অথচ সেই নিয়মগুলো ও কিন্তু করা যাতে অনিয়ম না হয়।
ভাঙা হচ্ছেই নতুন কিছু গড়ার জন্যে। যদি নতুন কিছু নাই আসে, তবে আগের নিয়মটা কিন্তু থেকেই যাবে। কাইকে না কাইকে ভাঙতেই হবে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
শান্ত স্নিগ্ধ একটা ব্যানার। শাওনরে শুভেচ্ছা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
ব্যানারটা সেরাম হইছে রে বেটা শাওন। যাহ, তোর চাকরি ফাইনাল
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ব্যানারটা সুন্দর হইছে নজরুল ভাই।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
উৎসব উৎসব সুন্দর !!!
অনেক সুন্দর...
থ্যাঙ্কু ।
ডাকঘর | ছবিঘর
উজানগা রক্স!
ব্যানারজী। ফাটাফাটি
ডাকঘর | ছবিঘর
তাপস দা -
অসাধারন
নতুন মন্তব্য করুন