লেখা আহ্বান: নববর্ষ ২০১২

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৯/১২/২০১১ - ৩:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০১২ নববর্ষ উপলক্ষে সচল এবং অতিথি লেখকদের কাছ থেকে লেখা আহ্বান করা যাচ্ছে। ৩১ শে জানুয়ারীর মধ্যে সচলায়তনে এ বিষয়ে প্রকাশিত সেরা ২০টি লেখা নিয়ে জানুয়ারী মাস শেষে একটি ব-e প্রকাশ করা হবে। লেখায় ট্যাগ ব্যবহার করুন: নববর্ষ ২০১২

লেখার বিষয়:

নতুন বছরের শুরুতে আপনার জীবনের সেরা প্রাপ্তি কি?

কিংবা

নতুন বছরের শুরুতে কোন শপথ, কিভাবে আপনার জীবন বদলে দিয়েছে?

কিংবা

নতুন বছরের শুরুতে আপনার স্বপ্ন এবং আশা কি? এই প্রত্যাশা পূরণের জন্য কি করা দরকার মনে করেন?

কিংবা

নতুন বছরকে কেন্দ্র করে যে কোনো ধরনের লেখা।

-----

সচলায়তনের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর নিয়ে আসুক মনের খেয়ালে ব্লগ লেখার স্বাধীনতা।

(আইডিয়ার জন্য তাপস শর্মাকে ধন্যবাদ)


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

লেখা প্রকাশের শেষ সময় কখন?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জানুয়ারী ৩১।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমকটা হবে কার লেখা নির্বাচিত হলো সেখানে। মজার।

রমেশ এর ছবি

সেরা?? হো হো।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভালু প্ল্যান

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রু (অতিথি) এর ছবি

অতিথি লেখক বলতে কি হাচল বুঝাচ্ছেন, নাকি যে কেউ?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যে কেউ।

মাসুম এর ছবি

কিভাবে পোস্ট দেয় সেটা এখনও খুঁজে পাইনি, তারপরেও চেষ্টা নিমু

সাফি এর ছবি
নাশতারান এর ছবি

লেখা কি contactঅ্যাট বরাবর মেইল করতে হবে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলে পোস্ট করলেই চলবে।

তৌফিক জোয়ার্দার এর ছবি

নববর্ষ বলতে কোন নববর্ষ বোঝাচ্ছেন? ইংরেজি হলে সেটা উল্লেখ করা প্রয়োজন। নববর্ষ বলতে চিরকাল বাংলা নববর্ষই বুঝে এসেছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার কথা ঠিক। তবে বাংলা বর্ষের সাথে ইংরেজীর পার্থক্য অনেক বলে আলাদা করে না বললেও বুঝতে পারার কথা।

তাপস শর্মা এর ছবি

বিষয় গুলি তো ঠিকাছে। কিন্তু তা নিয়ে লেখকরা কী ধরণের লেখা লিখবে তা কিন্তু উল্লেখ করা হয়নি। অর্থাৎ - গল্প/ কবিতা/ ছবিব্লগ/ স্মৃতিকথা/ ব্লগরব্লগর কিছু আলোচনা, ইত্যাদি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যে কোনো কিছু। খেয়াল রাখতে হবে যে সেটা যেনো নববর্ষকে কেন্দ্র করে ঘটে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

লেখা কিভাবে পাঠাতে হবে সেটা নিয়ে একটা কনফিউশান থেকে গেল

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

কবি ভাই পোষ্টেই তো আছে -

৩১ শে জানুয়ারীর মধ্যে সচলায়তনে এ বিষয়ে প্রকাশিত সেরা ২০টি লেখা নিয়ে জানুয়ারী মাস শেষে একটি ব-e প্রকাশ করা হবে।

হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তনে পোস্ট করতে হবে।

নীড় সন্ধানী এর ছবি

উদ্যোগটা চমৎকার। কিন্তু লেখার বিষয় নির্ধারণ করে দেয়া পছন্দ হয়নি। বিষয়টা উন্মুক্ত থাকলে বৈচিত্র্যময় হবে বইটা। নির্ধারিত তিনটা বিষয়ের মধ্যেই 'প্রথম আলোর বদলে যাও বদলে দাও' গন্ধ রয়েছে।

নতুন বছরে স্বপ্ন, আশা, প্রাপ্তি, প্রত্যাশা, বদলে দেয়া এই শব্দগুলোর প্রতি আমার ব্যক্তিগত অ্যালার্জি আছে। নতুন বছরে নতুন একটা ক্যালেন্ডার বাদে আমার কখনোই কোন প্রত্যাশা/প্রাপ্তি থাকে না। তাই এই বিষয়ে রচনা লেখার কিছু খুঁজে পাই না। বিষয়ের ব্যাপারটা উন্মুক্ত রাখার অনুরোধ জানাই।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিষয়টা উন্মুক্তই। নববর্ষকে কেন্দ্র করে দুস্বপ্ন, হতাশা, অপ্রাপ্তি, না বদলে দেয়া নিয়েও লেখতে পারেন।

guesr_writer rajkonya এর ছবি

লেখার বিষয়টা যে কেন সীমাবদ্ধ করে দেওয়া হল! মন খারাপ

আমি শিপলু এর ছবি

উত্তম উদ্দোগ... কিন্তু "শর্ত প্রযোজ্য" ট্যাগটা দেয়া পুরাই অপ্রযোজ্য ছিল। উন্মুক্ত লেখার দাবি জানাই, নাইলে কিন্তু আন্দোলন+অনশন শুরু কইরা দিমু। রেগে টং শয়তানী হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

লেখার বিষয়টি একেবারেই ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ করে ফেলা হল না কী! সামাজিক দায়বদ্ধতা বা সচলায়তনের মাধ্যমে কিভাবে সাধারন জনগনকে সচেতন করা যায়, ইত্যাকার বিষয় অন্তর্ভুক্ত হলে ভাল হত না কী! তারপরও এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এসব বিষয়েও লিখতে পারেন।

মাহবুব লীলেন এর ছবি

মাঝে মাঝে মনে হয় লেখাটেখা ভুলে গেছি; আর জীবনেও নতুন বছর নিয়ে কিছু ভেবেছিলাম কি না মনে নেই তাই এই নোটিশখান দেখে একখান চোথা মেরে দিলাম....

দ্রোহী এর ছবি

আপচুচ! লিখতে পারি না। নাইলে ফাডায়লাইতাম।

ধুসর গোধূলি এর ছবি

লন, শেয়ারে লেখি। ফিফটি-ফিফটি। এক লাইন আপনে, এক লাইন আমি। লেখার শেষে নাম দস্তখত থাকবে, সিনিয়র যুগ্ম মহালেখক মেম্বরজান ও ধুগো।

দ্রোহী এর ছবি

আপনের লগে শেয়ারে গেলে বিরাট লস। পরে দেখা যাবে লেখাটা তিন লাইনের। তার মাঝে দুই লাইন আমার লেখা।

ধুসর গোধূলি এর ছবি

তাইলে আরেক কাম করি লন। ময়নার লগে শেয়ারে নামি। হে হে হে, আমাগো দুইজনেরই বহুত ফায়দা হবে জনাব! চোখ টিপি

চরম উদাস এর ছবি

এতো দেখি সিরিয়াস বিষয় আসয়। আমি রবীন্দ্রসঙ্গীত লিখলে পরেও লোকে সিরিয়াসলি না নিয়ে মস্করা ভেবে হাসে। কি করে যে লিখি ইয়ে, মানে...

তাপস শর্মা এর ছবি

এক্কাম করেন ডাইল দিয়ে ভাত খান... আর নিয়মিত ছাগুমন্ত্র জপ করেন। কারণ মনে হয়না বাংলাদেশে আইলে আবুল আপনারে ছাড়ব। চোখ টিপি

এইবার কইয়েন না কি কইচ্চি...

দময়ন্তী এর ছবি

বেঁধে দেওয়া বিষয়গুলো বড্ড ক্লিশে টাইপ

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অক্লিশে কিছু লিখতে পারেন চাইলে। বাঁধা নেই।

সাদরিল এর ছবি

বলা হয়েছে ব-e প্রকাশ করা হবে।এটা কি ইবুক নাকি ছাপা বই???

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইবুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।