রেকমেন্ডেশন এঞ্জিন: আমারে নিবা মাঝি?

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ০৭/০১/২০১২ - ২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে কোনো পোস্টে ঢুকলে এখন থেকে হাতের বামে সেই পোস্টের মতো পোস্টগুলোর একটা তালিকা দেখতে পাবেন। "আমারে নিবা মাঝি?" শিরোনামের এই তালিকাটি তৈরী করা হয়েছে আপনি যে পোস্টটি পড়ছেন সেই পোস্টে ব্যবহৃত ট্যাগগুলোর সাথে সচলায়তনের অন্যান্য পোস্টে ব্যবহৃত ট্যাগগুলোর মিল থেকে।

অতীতে সচলায়তনে ট্যাগের ব্যবহার থাকলেও অতি সম্প্রতি এটি ব্যবহার করে অন্যান্য ফিচার সংযুক্তি হচ্ছে। যেমন, পেইজের শুরুতে ট্যাগ ভিত্তিক লেখা বাছাইয়ের সুবিধা, রেকমেন্ডেশন এঞ্জিন। এছাড়া যে কোনো পোস্টে উল্লেখিত ট্যাগে ক্লিক করে আপনি ওই ট্যাগে অর্ন্তভুক্ত সকল লেখা পড়তে পারবেন। সুতরাং আপনার পোস্টগুলোতে ট্যাগের ব্যবহার বাড়িয়ে দিন।

ট্যাগ কি? বিভিন্ন পণ্যে ট্যাগের ব্যবহার দেখবেন। সেখানে এটি ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে। মানুষ বইয়ের চ্যাপ্টার চিহ্নিত করতে বিভিন্ন রংয়ের ট্যাগ ব্যবহার করেন। একই ভাবে একটি পোস্টের গুরুত্বপূর্ণ শব্দ বা শব্দাংশকে ট্যাগ অর্ন্তভুক্ত করতে পারেন। যেমন এই পোস্টের ট্যাগ হতে পারে, "ট্যাগ", "রেকমেন্ডেশন"।

কমা দিয়ে আলাদা করা ট্যাগ ছাড়াও সচলায়তনে আরো দুধরণের ট্যাগিং শব্দ তালিকা আছে। "লেখার ধরণ" শব্দ তালিকাটি দিয়ে আপনার লেখার ধরনটি বাছাই করতে পারেন। তাছাড়া "বয়স শ্রেণী" ব্যবহার করে আপনি আপনার লেখার টার্গেট বয়স শ্রেণী বেঁধে দিতে পারেন।

আশা করি রেকমেন্ডেশন ফিচারটি আপনার সচল বিচরণ আরো আনন্দময় করবে।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিমুর পোস্ট থেকে 'বাঘ' নামের একটা পুরানো লেখায় চোখ বুলিয়ে এলাম। ভালই মনে হচ্ছে। এতে করে পুরানো পোস্টগুলোতেও যাওয়ার সুযোগ হচ্ছে।

হিমু এর ছবি

সুপারিশকৃত পোস্টের তালিকাটাকে বুলেটখচিত করা যায় কি?

এখন থেকে বেশ হুঁশিয়ার হয়ে ট্যাগ দিতে হবে মনে হচ্ছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই মুর্হুতে করা যাচ্ছে না। টেকনিক্যাল একটা ভেজাল আছে।

গৌতম এর ছবি

জুমলা কিংবা ওয়ার্ডপ্রেসে এই কাজগুলো করার জন্য তো অনেক প্লাগইন পাওয়া যায়। ড্রুপালে পাওয়া যায় না?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাফি এর ছবি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এত ঝামেলা করার প্রয়োজন নেই। এটা ভিউজ মজিউল ব্যবহার করে তৈরী করা। ইউজার লেভেল অপশন ব্যবহার করেই চেইঞ্জ করা সম্ভব। কোডে হাত দেয়ার প্রয়োজন নেই।

ভিউজ ৩.০ ব্যবহার করছি আমরা। রেকমেন্ডেশন এঞ্জিনটার সাপোর্ট নেই এটার। কিছুদিনের মধ্য সাপোর্ট চলে আসলে ঠিক হয়ে যাবে।

নুসায়ের এর ছবি

চলুক

আমারো একই কথা মনে হলো। মাঝে মধ্যে বেলাইনের ট্যাগিং চোখে পড়ে।

পুতুল এর ছবি

বাহ! কী আরাম!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সায়ন এর ছবি

সচলের মোবাইল সংস্করণ এখনো কাজ করেছে না।

সাফি এর ছবি

দারুন ফিচার। সেই সাথে অতিথি, হাচল, সচল সবাইকে ট্যাগ ব্যবহারে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানাই।

ত্রিমাত্রিক কবি এর ছবি

পছন্দ হইছে জিনিসটা হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

স্বাধীন এর ছবি

কাজের জিনিস। এখন থেকে ভেবে চিন্তে ট্যাগ দিতে হবে দেখছি।

ফাহিম হাসান এর ছবি

খুব কাজের একটা ফিচার। কিন্তু "আমারে নিবা মাঝি" টার্মটা হঠাৎ ধরতে পারি নাই। অন্য কোন সেলফ এক্সপ্ল্যানেটরি টার্ম ব্যবহার করা যায় না?

তাপস শর্মা এর ছবি

দুইদিন আগেই দেখেছি। চরম লাগছিল। সচলের পাতা খোলাই ছিল, হঠাত করে ব্রাউস করতে গিয়ে দেখি "আমারে নিবা মাঝি?" হাসি

নীড়পাতায় খোমাখাতার পেইজটি কি সরিয়ে নেওয়া হল?

আশালতা এর ছবি

ফাহিমের সাথে একমত। আমিও দেখেছিলাম কিন্তু হটাত করে বুঝিনি। তার মানে অতিথিরাও যারা সচলে নতুন তাদের জন্য টার্মটা একটু কনফিউজিং হতে পারে। সেলফ এক্সপ্ল্যানেটরি টার্ম হলে আরো ভালো হয়।
আর, পোস্ট কতবার পড়া হয়েছে এই ফিচারটা কি আর আসবেই না ?

----------------
স্বপ্ন হোক শক্তি

দ্রোহী এর ছবি

ফিচারটা দারুণ, নামটা পচা। দেঁতো হাসি

তালিকায় বুলেট না থাকলে লেখাগুলোর নাম আলাদা করা কষ্টকর হয়ে পড়ে।

যেহেতু ফিচারটা "বিরতিহীন" তাই সর্বোচ্চ ৩টা লেখা থাকলেই চলে। ৭টা লেখার কোন প্রয়োজন দেখি না।

নক্ষত্র-নীরব এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।