সচলায়তনে অতি সম্প্রতি নতুন কিছু ফিচার সংযুক্ত হয়েছে। এদের বেশীরভাগই পরীক্ষামূলক। পারফর্মেন্স, ব্যবহারযোগ্যতা ইত্যাদি বিবেচনা করে ফিচার গুলো রাখাও হতে পারে কিংবা সরিয়েও ফেলা হতে পারে।
নোটিফিকেশন:
যে কোনো পোস্টের নীচে নোটিফিকেশনে সাবস্ক্রাইব হবার লিংক পাওয়া যাবে। দিন শেষে সমস্ত নোটিফিকেশনের একটা ফর্দ ইমেইল করা হবে আপনার কাছ থেকে।
মনের মুকুরে:
বিগত বছরে এই দিনে প্রকাশিত পোস্ট গুলোর একটা ড়্যান্ডম তালিকা। প্রতি ছয় ঘন্টায় তালিকাটি আপডেট হবে।
মাইক্রোব্লগ:
ফেইসবুকের মতো একটি মাইক্রোব্লগের ব্যবস্থা করা হয়েছে। আপাতত প্রথম পেইজের উপরে অবস্থিত হলেও পরে একে উপযুক্ত কোনো স্থানে সরিয়ে ফেলা হবে। এখানে আপনি লিংক, ভিডিও ইত্যাদি যোগ করতে পারেন। ভবিষ্যতে এখানে 'লাইক' করার উপায় সংযুক্ত থাকবে। সেইসাথে ফেইসবুকে প্রকাশের উপায় থাকবে।
বুকমার্ক:
একটি পোস্ট পরে পড়বার জন্য পোস্টের নিচে থেকে বুকমার্কে ক্লিক করে সেইভ করে রাখতে পারেন। বুকমার্ক তালিকা পাবেন হাতের বামে নেভিগেশন প্যানেলে।
সেরা সন্দেশ:
মডুদের নির্বাচিত লেখার তালিকা এটি। এতে করে একাধিক লেখা স্টিকি না করে সদস্যের কাছে উপস্থাপন করা সম্ভব হবে।
ফাঁকিবাজ সচল:
গত তিন মাসে যারা কোনো লেখা প্রকাশ করেননি তাদের ড়্যান্ডম তালিকা। প্রতি ঘন্টায় তালিকাটি আপডেট করা হবে।
অচলদের প্রতি ইমেইল:
যে সমস্ত সচল তিন মাস হলো লগইন করেননি তাদের মধু মাখা মিহি স্বরে সচলে ফিরে আসবার অনুরোধ জানিয়ে ইমেইল পাঠানো হবে।
এছাড়াও সচলায়তনে ফেইসবুক ইন্টিগ্রেশন করা হবে খুব শিঘ্রী। প্রতিটা ক্ষেত্রে পারফর্মেন্সের কথা মাথায় রেখে এই আপডেট গুলো করা হচ্ছে।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
মন্তব্য
ফাঁকিবাজ সচল হিসাবে অদ্রোহের নাম দেখিয়া বিমলানন্দ পাইলাম। আগামীকল্য স্ব-উদ্যোগে উহার কর্ণখানা মর্দন করিয়া দিবো।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ডেভুরামরে উত্তম জাঝা!
মারাত্মক কাম হইছে
। তবে পাঠান এর পাশে একটা মোগল লিঙ্ক থাকলে ভালো হইত।
শুধু পাঠানই থাক। মোগল থাকলে কেউ আবার এসে হারেম চেয়ে বসতে পারে![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধুর। আগেই বলেছি, 'পাঠান' এর বদলে 'বেলুচ' দিতি হবে দিতি হবে...
মাইক্রোব্লগ আর বুকমার্ক শুধু সচলদের জন্য নাকি অথিতিরাও এর ফল ভোগ করতে পারবে?![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ফাঁকিবাজের দলে মডু দেখাচ্ছে (গোলাপী মডু)। মডুদের লেখা পড়তে চাই চাই চাই চাই![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
ফাঁকিবাজ সচলের আইডিয়াটা চরম
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
আহা, পৈশাচিক আনন্দ হলো।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
মধু মধু! কিন্তু মাইক্রোব্লগ থাকাতে কেমন কেমন জানি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগতেসে!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আগে কয়েকটা দাঁত দেখাইয়া লই
। প্রত্যেকটা ফিচারই ভালো লেগেছে। আর ফাঁকিবাজ সচলের তালিকা দেখে ![গুরু গুরু গুরু গুরু](http://www.sachalayatan.com/files/smileys/77.gif)
ডাকঘর | ছবিঘর
এমন একটি দায়িত্বশীল একটি উৎস থেকে সংক্ষিপ্ত একটি পোস্টে সাধারণ সাধারণ কিছু বানান ভুল থাকা শোভন নয়।
বুকমার্ক অংশে: 'একটি পোস্ট পড়ে পড়বার জন্য'- 'পরে' হবে।
একই লাইনে ...'পোস্টের নীচে থেকে বুকমার্কে ক্লিক করে...। এখানে কোন নীচ চরিত্রের কাউকে বোঝাচ্ছেন না নিশ্চয়ই। কাজেই নিম্নে অর্থে 'নিচে' হবে।
শেষ লাইনে এসেও দৃষ্টিকটু বানানবিভ্রাট 'আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ।'। এ-তো গীতা পাঠ নয় যে দীর্ঘ-ই কার দেবেন। 'সহযোগিতা' হবে।
একবার একটু চোখ বুলিয়েই এ ক'টা চোখে পড়েছে। আরো থাকতে পারে; নিজ দায়িত্বে সংশোধন করে নিন।
ধন্যবাদ।
লজ্জ্বাতালিকায় নাম উঠার আগে রিমাইন্ডার দিলে ঝট করে একটা "কাব্য" পোস্টায় দিতে পারতাম![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
দারুণ সব ফিচার!!! ধন্যবাদ মিষ্টি সন্দেশ!!! নতুন কিছু সব সময়ই আকর্ষণ করে!!!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
পোষ্টগুলোকে কোন স্ট্যাটিস্টিকস অনুসারে সাজানোর কি কোন ব্যবস্থা করা যায়? যেন ইউজার সার্চ দিয়ে একটা তালিকা পেতে পারে।
যেমন গত বছরের (বা একটা নির্দিষ্ট টাইম উইন্ডো এর মধ্যে) সর্বাধিক আলোচিত (কমেন্ট প্রাপ্ত) পোস্ট বা সর্বাধিক পছন্দনীয় বা সর্বাধিক শেয়ার প্রাপ্ত পোস্টের তালিকা।
আর ফাঁকিবাজ সচল তালিকায় নামের পাশে তাদের একটা করে ফটু দিয়ে দিলে পৈশাচিক আনন্দটা বেড়ে গোলাম আজমিক আনন্দ হইত![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
নাম প্রকাশ হচ্ছে। তার উপর চাইছেন ফটু
এরপর কী সিভি, বায়োডাটা, ক্রিমিনাল রেকর্ড, জেনেটিক কোড ...??![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আমি না হয় অতিথিই হলুম। তাই বলে কি আমার ইচ্ছে করে না এট্টু গুতাইতে?
গুতাইতে দেয় না কেনু কেনু কেনু... ![ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া](http://www.sachalayatan.com/files/smileys/20.gif)
আপনি রেজি করে নিয়মিত ভালু ভালু লেখা ও মন্তব্য দিতে থাকুন। এরপর ঠেইলা আপনাকে সচল বানায় ফেলব![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ফাহিম ভাই, ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। লেখা তো গেস্ট রাইটার হিসেবে লগইন করে দিতে হয়। আর মন্তব্যের জন্যও কি লগইন করতে হয়? নাম উল্যেখ করে দিলেও? অনেকদিন আগে একবার রেজিঃ করেছিলাম। কিন্তু কোন ইমেইল আইডি বা কি নামে কি পাসওয়ার্ডে সব যে গুলে খেয়েছি?
তাহলে আমার কি কোনও গতিই হবে না আর?
আমি যতদূর জানি, অতিথি হিসেবে আপনি লগ ইন করে মন্তব্য করতে পারবেন।
আগের username/password এর জন্য বা নতুন করে রেজি করার ব্যাপারে contact এট sachalayatan ডট com এ ইমেইল করে দেখুন। আশা করি মডারেটারদের থেকে রিপ্লাই পাবেন।
সচলায়তনের সাথে মিশতে হলে এখানকার মেজাজটা বোঝা খুব জরুরী। তারপর মন্তব্য ও লেখার মাধ্যমে মিথষ্ক্রিয়া চলতে থাকলে আশা রাখি আপনি সচল হয়ে যাবেন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ। আজ রাতেই মডুদেরকে গায়ে ফোস্কা পড়া একটা ফ্রেমফত্র পাঠামু।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
মনের মুকুরে আর সেরা সন্দেশ - দুটো ফিচার-ই দারুণ
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
য়্যাকদম কানের পাশ দিয়ে গুলি গেল!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
মধুমাখা মিহিস্বরে ইমেইল পেয়ে লগ-ইন করলাম। এখন নীড়পাতায় ফাঁকিবাজ হিসেবে ঝুলে আছি![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.
সচলকে![আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-](http://www.sachalayatan.com/files/smileys/dhoinna4-50.png)
টুইটার
নতুন মন্তব্য করুন