সচলায়তনের আরো কিছু পরিবর্তন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ০৩/০২/২০১২ - ৫:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যুধিষ্ঠিরের সাজেশনের উপর ভিত্তি করে সচলায়তনে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে।

অতিথের নেভিগেশন মেন্যু ফেলে প্রাথমিক নেভিগেশনে ড্রপ ডাউন মেন্যুর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া বেশ কিছু পার্ফমেন্স বর্দ্ধক স্টেপ নেয়া হয়েছে:
১) মেমোরী ক্যাশিং: এতে লগইন করা সদস্যরা পার্ফমেন্স বৃদ্ধি পাবেন।

২) ইনোনডিবি: নতুন ডাটাবেইজ এঞ্জিন ব্যবহারের ফলে পার্ফমেন্স বাড়বে।

তাছাড়া সচলায়তনে সবগুলো ইউ আর এল এখন ঠিকঠাক মতো কাজ করবে।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

হিমু এর ছবি

বদলে যাউ বদলে দাউ, দাউ দাউ দাউ দাউ দাউ ♪♫

সাম্য এর ছবি

হাউ মাউ হাউ মাউ খাউ ♪♫

ফাহিম হাসান এর ছবি

চমৎকার!

প্রৌঢ় ভাবনা এর ছবি

সত্য বলি, আমার কথাই বলি, বয়সের কারনে নতুন কিছু সহজে মেনে নিতে বা নিজেকে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়। মনে হয় যা ছিল বেশতো ছিল আবার কেন এই পরিবর্তন! তাছাড়া প্রযুক্তিগত জ্ঞান কম থাকার কারনে বেশ ঝামেলায়ও পড়তে হয়।
মঙ্গলের জন্য পরিবর্তন হলে তা অবশ্যই গ্রহণীয়। মানিয়ে নেবার জন্য নিজেকে প্রস্তুত করে নেব।

জাবেদুল আকবর  এর ছবি

চলুক

ডাইনোসর এর ছবি

এত কিছু বলদালো অথচ আমি একটা একাউন্ট পেলাম না।

প্রদীপ্তময় সাহা এর ছবি

ওঁয়া ওঁয়া
আমিও পাই নাই । আমিও পাই নাই ।

নিটোল এর ছবি

ঠিকাছে।

_________________
[খোমাখাতা]

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমার কাছে পৃষ্ঠা নম্বরের বদলে 'উত্তর' লেখাটা ভাল লাগছে না। পৃষ্ঠা নম্বর ব্যাপারটা বেশি সুবিধাজনক ছিল মনে হয়।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সুমিমা ইয়াসমিন এর ছবি

মন্তব্যের পরে 'নোটিফিকেশন' এর সুবিধাটা তো পাচ্ছি না।

আশালতা এর ছবি

পৃষ্ঠা নম্বর বাদ দেয়াতে প্রবল আপত্তি জানিয়ে গেলাম। পুরনো লেখাগুলো পৃষ্ঠা ধরে একটু একটু করে পড়তেই সুবিধা। এখন সেটা না থাকায় লেখা খুঁজে না পেয়ে ভয়ানক বিরক্ত লাগছে।

----------------
স্বপ্ন হোক শক্তি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক আমিও আপত্তি জানিয়েছি। ফিরে আসুক পৃষ্ঠা নম্বর।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।