সচলায়তনের শুরুর দিকে ব-e নামে ই-বই প্রকাশের একটি ব্যপার চালু হয়েছিলো। অভিনব এই পদ্ধতিতে পিডিএফ না করেই ই-বই প্রকাশ এবং পাঠ করা সম্ভব হতো। বেশ জনপ্রিয় এই সার্ভিসটি সচলায়তন আপগ্রেডের পর হারিয়ে যায়। এই বেলা সেটা ঠিক করা হলো।
বই প্রকাশের জন্য ব্লগ লিখুন লেখার তালিকা থেকে "বই লিখুন" অপশনটি বাছাই করুন। তারপর "সূচী" ট্যাবে ক্লিক করে বইটির প্যারেন্ট বাছাই করুন। যদি এটা একটি নতুন বই হয় তাহলে প্যারেন্ট হিসেবে সিলেক্ট করুন।
বই গুলো পাবেন এখানে: ই-বই। আপনাদের সুবিধার জন্য বইগুলোর তালিকা এখানে দেয়া হলো।
মন্তব্য
সন্দেশ যখন দ্যায়, তখন ছপ্পড় ফুঁড়ে দ্যায়।
কোলাবোরেটিভ লার্নিং ই-বুক - শিখবা নাকি ক্যামেরাবাজী? - আমি যদি এই প্রজেক্টে আরো লেখা যোগ করতে চাই, কিভাবে করবো?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
মেইন মেনু তে বই লিখুন এ ক্লিক করে পেরেন্ত হিসেবে কেমেরাবাজি সেলেচ্ত করুন
ধন্যবাদ ভাইয়া
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
নববর্ষ ২০১২ এর প্রকাশনার কী হল?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হমমম প্রশ্নটা আমারও কাজের চাপে প্রজেক্ট বাতিল হলোনাতো??
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ব-e প্রকাশ করে ফেললে হয়।
অনেক ধন্যবাদ!সচলায়তন এগিয়ে যাক!
চরম।
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন