লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৩/০২/২০১২ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনের ফাঁকিবাজের দলদের নিয়ে মধুর আলোচনার জন্য এই পোস্টটি খোলা হলো। তালিকাটি প্রতি ২৪ ঘন্টায় আপডেট হবে।
data)) {
// $number = variable_get('sachalayatan_inactive_users_items', 5);
$number = 20;
$numday = variable_get('sachalayatan_inactive_users_days', 90);
$result = db_query("SELECT u.uid, u.name FROM {users} u INNER JOIN {users_roles} ur ON ur.uid = u.uid WHERE u.status = 1 AND ur.rid IN (5,12,14) AND u.uid NOT IN ( SELECT n.uid FROM {node} n WHERE n.status = 1 AND DATEDIFF(NOW(), FROM_UNIXTIME(n.created)) < %d ) ORDER BY RAND() LIMIT %d",$numday, $number);
$items = array();
while ($user = db_fetch_object($result)) {
$users[] = $user;
}
cache_set('sachalayatan_inactive_users_post',serialize($users), 'cache', time()+86400);
}
else {
$users = unserialize($cache->data);
}
foreach ($users as $user) {
$items[] = l($user->name, 'user/'. $user->uid );
}
print theme('item_list', $items);
?>
মন্তব্য
কামের কাম হইছে একটা
দাঁড়ান, এট্টু পড়েই আইসা রসালো আলোচনা শুরু করতেছি
এই ফাহিম কিন্তু আমি না
সাবধান, জনগণ, সাবধান
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আরে ভয় পান কেন, আমরা বুঝছি ।
একটা নাম বোধহয় ভুল করে লেখা হইসে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ঝাউবনে লুকানো যায়নারে পাষন্ড।
তুই আমার বন্ধু হইয়াও সত্য বললি! লা'নত!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
সিমন ভাইরে বিশেষ বিবেচনায় বাদ্দেয়া যায়। বেচারা বিয়া কর্সে সম্প্রতি। একটু রেস্ট নিয়া এক্কেরে তাসনীম ভায়ের শিশুপালন সিরিজের সিকোয়েল নামাইবো। হেহে।
গেলি!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
বলা যায় না। দেখা গ্যালো ভাবী বুড়ো শিশু পালন পোস্ট করা শুরু করেছেন।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ঐরকম করে চিত্তুর হয়া শুয়া থাকলে কি আর লেখতে পারবেন? লেখালেখির জন্য উপুত হইতে হবে।
facebook
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শুধু নাম দিলে হবে না। এক্কেবারে জন্মসালতারিখ, শিক্ষাগত যোগ্যতা (ম্যাট্রিক, ইন্টারে প্রাপ্ত নম্বর সহ), ব্যাঙ্ক আকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, ট্যাক্স আইডি নাম্বার/সোসাল সিকিউরিটি নাম্বার, ভোটার আইডি, পাসপোর্ট নাম্বার এক কপি পাসপোর্ট সাইজ ছবি সহ আপলোড করে দেন
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
..................................................................
#Banshibir.
_____________________
Give Her Freedom!
বৈবাহিক অবস্থা নয়ত রিলেশনশিপ স্ট্যাটাস থাকবে না? ফাঁকিবাজির সঙ্গে তো এইটার সরাসরি সম্পর্ক।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
ওরে, কেউ আমাকে ধর!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বেতারায়তনও কি ফাঁকিবাজের খাতায় নাম লেখাই লো?
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
একজন অচল হিসেবে মনে মনে একটা গোপন সুখ পেলুম এই পোস্ট দেখে
আম্মো পাইছি ।
আমি তো সচলই হইনি এখনো, তাই ফাঁকিবাজের দলে নাম আসেনি। হা হা হা
ছোটবেলা ক্লাসে দুষ্টুমির জন্য যেরকম নাম লেখা হতো সেরকম, বাহ বেশ বেশ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
যে নাম লিখতো সে কিন্তু সবার নাম লিখতো না!! ইয়ার দোস্ত বা যার হাতে পরে মাইর খাওয়ার সম্ভাবনা ছিল তাদের নাম লিস্টে আসত না। আমাদের মত সহজ-সরলদের নাম সবসময়ই লিস্টে চলে আসত।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
আমি নতুন হওয়ায় ইনাদের বেশিরভাগকেই চিনিনা এখনও। তবে এই ফাঁকিবাজদের লিস্টি ফাঁসের আইডিয়ার দরুন একজন - দুজন করে উঁকি দিচ্ছেন গুরুজনেরা। এইটা আমার জন্য অনেক পাওয়া। তবে চরম উদাস ভাই যদি উনার স্টাইলে একজন একজন করে ধরা শুরু করেন তাহলে আমরা যেমন বেদম মজার খোরাক পাব তেমনি হারিয়ে যাওয়ারাও আরও দ্রুত ফিরবেন আশা করি। উদাস ভাইয়ের কাছে অনুরোধ, শুরু করার।
তালিকায় নাম থাকার মজাই আলাদা ! ইশ, ধরতে ধরতে একটুকের জন্য মিস করে ফেললাম !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মাথায় লেখা ঘুরঘুর করে। কিন্তু চরম দৌড়ের উপর থাকায় সেগুলো নামানোতো (অব্লগীয় ভাষান্তর: লিখে পোস্ট করা তো) দুরের ব্যাপার ইমেইল চেক করার সময় পাই না। এইটা ম্যালা কষ্টের - তবে শেষ পর্যন্ত মিস না করে তালিকায় নাম উঠলো দেখে খুশি হইলাম কি না বুঝতারলামনা (অব্লগীয় ভাষান্তর: বুঝতে পারলাম না)।
যে অবস্থা চলতেছে তাতে অন্ততপক্ষে আরোও দুই সপ্তাহ মেইল চেক করতে পারি কি না সন্দেহ আছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
এইরকম জুলুম মানি না
এই আইডিয়াটা সাংঘাতিক ছিল!
বেশ কজন শীতঘুম থেকে ওঠে আড়মোড়া ভেঙ্গে ঊঠে বসেছেন- ব্যাপারটা বেশ আনন্দদায়ক!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
মডুদের সবিনয় দৃষ্টি আকর্ষণঃ এই পুষ্টে
এর পরে গাদাখানিক কোড দেখতে পাইতাছি। এইটা কি ব্রাউজারে সমিস্যা নাকি বাগ?
_______________
আমার নামের মধ্যে ১৩
হ্যাকারের ভয়ে কোড এক্সিকিউশন বন্ধ করা হয়েছিলো।
আজকে ফাকিবাজের দলে প্রথম যে নামটা দেখাচ্ছে সেটা "প্রিয়ক"। যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে এই প্রিয়ক হচ্ছেন গিয়ে সিলেটের এক নাট্যকর্মী নাম রাজীব দেব মান্না। যিনি গত দুবছর আগে আমাদেরকে ছেড়ে এই ইহলোক ত্যাগ করেছেন। হঠাৎ করে তার নামটা দেখে মনটা খারাপ হয়ে গেলো। তাই এখানে এই মন্তব্য করা।
ভালো থেকো রাজীব দা।
__________
সুপ্রিয় দেব শান্ত
সুখ,দুঃখ কোনটাই পাই না। কেননা আমি তো জানি না আমি ফাকিবাজের সংজ্গা কি ?
পোষ্টের নিচে ডাটাবেস এর query show করছে মনে হই।
পোস্টের কন্টেন্ট এমন দেখাচ্ছে কেন?!
অবিণীতা
Aubineeta
ফাঁকিবাজদের তালিকাটা কই? আমার নাম আছে কিনা দেখতে চাচ্ছিলাম!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আপনার নাম যে আছে সেটা কি আর আলাদা করে দেখা লাগবে?
এই পেজে আসলে উপরে একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি
ata)) { // $number = variable_get('sachalayatan_inactive_users_items', 5); $number = 20; $numday = variable_get('sachalayatan_inactive_users_days', 90); $result = db_query("SELECT u.uid, u.name FROM {users} u INNER JOIN {users_roles} ur ON ur.uid = u.uid WHERE u.status = 1 AND ur.rid IN (5,12,14) AND u.uid NOT IN ( SELECT n.uid FROM {node} n WHERE n.status = 1 AND DATEDIFF(NOW(), FROM_UNIXTIME(n.created)) < %d ) ORDER BY RAND() LIMIT %d",$numday, $number); $items = array(); while ($user = db_fetch_object($result)) { $users[] = $user; } cache_set('sachalayatan_inactive_users_post',serialize($users), 'cache', time()+86400); } else { $users = unserialize($cache->data); } foreach ($users as $user) { $items[] = l($user->name, 'user/'. $user->uid ); } print theme('item_list', $items); ?>
খুব সম্ভবত ডাটাবেসের কোয়েরিটা কোন কারনে প্রিন্ট করছে।
-রফিকুন্নবী নয়ন
বাহ!! মজার জায়গা তো!!
আমার নাম কি তাহলে ফাঁকিবাজের দলেও নাই? আমি জানি ব্লগে আমার ঢোকা হয়না তবে তা ইচ্ছাকৃত নয়। ইমেইল করেছি তারপরেও ভাবলাম মন্তব্যে জানাই জলদি আমার লগিন সমস্যা দূর করুন। এখন থেকে নিয়মিত ব্লগ পড়া এবং টুকটাক লেখার চেস্টা করবো। আরশাদ
সচল পড়ছি ২০১০ এর ফেব্রুয়ারি থেকে। জাহিদ হোসেন ততদিনে না লিখিয়েদের দলে নাম লিখিয়েছেন। কিন্তু এই মানুষটার না লেখা নিয়ে আমার আফসোস তখনো যেমন ছিল, এখনো আছে।
দাগা দিয়ে হাপিশ হয়ে থাকা 'চিরস্থায়ী ফাঁকিবাজ'-দের একটা লিস্ট করা দরকার।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
নতুন মন্তব্য করুন