মার্চের ১৫ তারিখ থেকে ব্লগ তৈরীর সময় "লেখা প্রকাশ > খসড়া হিসেবে সংরক্ষণ" এই অপশনটি সরিয়ে ফেলা হবে। যারা পূর্বে এই অপশনটি ব্যবহার করে খসড়া করেছিলেন তাদের খসড়া নিজ ব্লগ হিসেবে প্রকাশিত হবে। অথবা নীচের পদ্ধতিতে নতুন খসড়া হিসেবে সংরক্ষণ করে লেখাটি ডিলিট করে দিতে পারেন।
এর পরিবর্তে লেখা সংরক্ষণ বাটনটির পাশে 'খসড়া সংরক্ষণ' বাটনটি ব্যবহার করে খসড়া সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত খসড়া প্রোফাইল > খসড়া থেকে এক্সেস করা যাবে।
এছাড়া একটি পোস্ট লেখার সময় অটোমেটিক এবং নিয়মিত খসড়া সংরক্ষণ এবং ভুল করে উইন্ডো বন্ধ করে ফেললে অটোসেইভড লেখা পুনুরদ্ধারের ব্যবস্থা রয়েছে সচলায়তনে।
পুরোনো খসড়া থেকে নতুন খসড়ায় নিয়ে আসতে
১) পুরোনো খসড়ার তালিকা থেকে পুরোনো খসড়া সম্পাদনা করুন
২) সংরক্ষণের পাশে "খসড়া সংরক্ষণ" এ ক্লিক করুন।
৩) খসড়ার তালিকায় গিয়ে দেখুন সংরক্ষণ হয়েছে কিনা।
৪) পুরোনো খসড়াটি ডিলিট করুন।
পুরোনো খসড়া অপশনটি সরানো কি জরুরী?
পুরোনো পদ্ধতির খসড়া একটি হ্যাকের উপর ভিত্তি করে তৈরী। এটির কারনে পোস্ট সংরক্ষণে খানিকটা বিলম্ব হয়। পুরোনো পদ্ধতির খসড়াটি সরিয়ে ফেললে এই হ্যাকটি সরিয়ে ফেলা সম্ভব হবে এবং পোস্ট সংরক্ষণ আরো দ্রুততর হবে।
তাছাড়া নতুন পদ্ধতির ড্রাফট সংরক্ষণ অনেক ইউজার ফ্রেন্ডলী এবং অটোমেটিক। সবমিলিয়ে এই পরিবর্তনটির দরকার আছে।
মন্তব্য
খসড়া সম্পাদনার সময় অন্তত একটা ক্যারেক্টার যোগ করতে হবে। নইলে কিন্তু সেটা ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে না। খুপ খিয়াল কইরা।
কয় কি! আমি তো আগের গুলা সব ডিলিট করে দিলাম। ড্রাফট আছে দেখাচ্ছে।
"দুলাভাই, আপনার এই কথাটি কিন্তু ঠিক না..."
অ্যাঁ, কে কার দুলাভাই?
অম্মা, আঁই কিচ্ছি!
নতুন মন্তব্য করুন