পরীক্ষামূলকভাবে ফেইসবুক কানেক্ট ব্যবহার করা হচ্ছে। এটি লগইন ডায়ালগের উপর "কানেক্ট" লেখা বাটন যুক্ত করবে। এটি ক্লিক করবেন না।
অনুগ্রহ করে আপাতত এটি ব্যবহার থেকে বিরত থাকুন। এটি না ব্যবহার করা স্বত্ত্বেও কোনো রকম অস্বাভাবিক সমস্যা দেখা গেলে এই পোস্টে জানাতে ভুলবেন না।
মন্তব্য
কিছুই করি নাই। কোথাও ক্লিকও করি নাই। তাতেই আমার নামের শেষে দুই নম্বর সাইন লেগে গেছে! একটু আগেও তো আকিকা দেয়া নামেই এক্সেস পাচ্ছিলাম।
আপনে যে দুই লাম্বার এইটা তো আমরা বুইঝা গেলাম। এখন কথা হৈল আপনের হবু শ্বশুর আব্বা সচল পড়েন কি না।
তুমি ফেইসবুকে (সচলায়তনে না) ঢুকে প্রোফাইল এডিট অপশন থেকে সচলায়তন এপপ টা মুছে দিও।
আচ্ছা।
আমি ব্রাউজার আপডেট (ফায়ারফক্স-১২) করার পর আর মন্তব্যে স্মাইলি পাচ্ছি না, একটা ইরর মেসেজ আসতেছে। আর ব্রাউজারের অন্য ট্যাবে ফেসবুক লগ ইন করা থাকলে কলরবে মন্তব্য পোস্ট করতে পারছি না (এ সমস্যা ব্রাউজার আপডেট করার আগে থেকেই আছে)
আপডেটঃ স্মাইলি ইরর নিজে থেকে চলে গেছে, বড়ই আচানক
_______________
আমার নামের মধ্যে ১৩
ঠিক করা হয়েছে আসলে।
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন