পাসওয়ার্ড পলিসি সরিয়ে দেয়া হলো

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৬/০৪/২০১২ - ১২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের নতুন পাসওয়ার্ড পলিসি চালু করার পর কয়েকজন সচল একাউন্টে লগইন করতে বা পাসওয়ার্ড বদল করতে পারেননি। একাধিকবার পাসওয়ার্ড বদল করতে ব্যার্থ হয়ে, কিংবা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় অটোমেটেড সিস্টেম কোনো কোনো একাউন্ট টেম্পোরারিলি বন্ধ করে রাখে। এত করে কেউ কেউ ধরে নিয়েছেন যে মডারেটরা কোনো কারনে তার একাউন্ট ব্লক করেছেন। অথচ মডারেটররা এরকম কিছু করেননি।

সমস্যাটির সমাধাণ করতে আমরা প্রথমে একটি পোস্ট দিয়ে সমাধাণের চেষ্টা করি, যারা একাউন্ট নিয়ে সমস্যায় পড়েছেন তাদের একে একে টেকনিকাল সহায়তা প্রদান করি এবং যারা আমাদের বিষয়টি জানাননি তাদের যোগাযোগ করতে বলি। কিন্তু তারপরও কয়েকজন সচল এবং অতিথি বিফল মনোরথ হয়ে সচল মুখী হননি।

উপরন্তু একজন সিকিউরিটি এক্সপার্ট আমাদের জানান এই পাসওয়ার্ড পলিসি সিকিরিটি বৃদ্ধির তুলনায় অসুবিধা বেশী করবে। সদস্যের সমস্যাগুলো এই মন্তব্যের সাথে মিলে যায়।

সব মিলিয়ে আমরা আজ থেকে পাসওয়ার্ড পলিসি বন্ধ রাখলাম। শুধুমাত্র মডারেটরদের এই পলিসির মধ্যে দিয়ে যেতে হবে। সাধারণ সদস্যদের জন্য এই পলিসি কার্যকর হবে না। কোনো সদস্যদের একাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকলে আমাদের contact এট সচল বরাবর একাউন্টের লিংক সহ ইমেইল করুন।

এর পরও যদি আপনারা লগইন করতে গিয়ে, কিংবা পাসওয়ার্ড বদলে করতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে এই পোস্টের মন্তব্যে কিংবা contact এট সচলায়তন ডট কম বরাবর ইমেইল করতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার সমস্যা সমাধাণ করার চেষ্টা করব।

তবে আমরা আশা করবো যে সদস্যরা নিজের মতো করে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন। যদি দূর্বল পাসওয়ার্ডের কারণে একজন সচলের একাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে তার দায় উক্ত সচলের উপর বর্তাবে।


মন্তব্য

সংবাদিকা এর ছবি

যত সহজ হবে তত ভালো। জটিল বিষয়গুলো প্রফেশনাল দের হাতে থাকাই কাম্য। সবচাইতে বড় কথা এটা ব্লগ জাতীয় নিরাপত্তা ডাটাবেস নয়। কোন ওয়েবসাইটের সঞ্চালকদের কাজের জটিলতা এর নিয়মিত ব্যবহারকারীদের কর্ম মানের ব্যাস্তানুপাতিক। ব্লগারের চিন্তা শুধু লেখনির মধ্যই সীমাবদ্ধ থাকা উচিত, বাকি কাজগুলোর জন্য সঞ্চালকতো আছেই হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

উপরন্তু একজন সিকিউরিটি এক্সপার্ট আমাদের জানান এই পাসওয়ার্ড পলিসি সিকিরিটি বৃদ্ধির তুলনায় অসুবিধা বেশী করবে। সদস্যের সমস্যাগুলো এই মন্তব্যের সাথে মিলে যায়।

এই সিকিউরিটি এক্সপার্টটা কে? ভুট্টা ক্ষেতে বসে যিনি সিকিউরিটি পাহারা দেন তিনি হলে কোন কথা নাই, কিন্তু অন্য কেউ হলে দুইখান কথা আছে।

যাই হোক, কথা হইলো সিকিরিটি কী বিষয়? আর এরকম সমাধাণ দেখে ধারণা করি সন্দেশে মিষ্টি কম হয়েছে।

সাফি এর ছবি

ভুট্টা ক্ষেত পাহারা দেওয়া তো কবেই শেষ, এখন ভুট্ট ক্ষেত অরক্ষিত।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওহো, তাইতো। এখন যাদুটোনা নিয়ে ব্যস্ত তাহলে?

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

যাই হোক, কথা হইলো সিকিরিটি কী বিষয়? আর এরকম সমাধাণ দেখে ধারণা করি সন্দেশে মিষ্টি কম হয়েছে।

হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

সরিয়ে দেয়ার পরে পাসওয়ার্ড পলিসি এখন দপ্তরবিহীন দেঁতো হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

সাফি এর ছবি

দেঁতো হাসি

থার্ড আই এর ছবি

ভালো খবর। নিজেও বেশ অসুবিধায় পড়েছিলাম তবে সামলে নিয়েছি। মডারেটরদের এই ব্যাখ্যা দরকার ছিলো। পোষ্টের জন্য ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ত্রিমাত্রিক কবি এর ছবি

এত জটিল একটা পাসওয়ার্ড সিলেক্ট করার পর একী কথা!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চুপচাপ এর ছবি

সচলের বাংলা ইংলিশ মিশ্রনে ভয়ংকর সমস্যা আছে। এইটা কি সচলের লোকজন জানে? কমেন্ট করতে গেলে আপনার নাম এইটার বক্স এ কিছু লিখলে সেটা অটোমেটিক বাংলা হয় না। কিন্তু ইমেইল এর টেক্সট বক্স এ লিখলে সেটা অটোমেটিক বাংলা হয়ে যায়। কি অদ্ভুত বৈপরীত্য গড়াগড়ি দিয়া হাসি আরও অবাক বেপার হল ২-৩ টা কমেন্ট করলেই ক্যাপচা ফিল আপ করতে বলে, এটা ঠিক আছে, কিন্তু অবাক বেপার হচ্ছে যখন দেখি ক্যাপচা দেখাচ্ছে ইংলিশ এ, কিন্তু ফিল আপ করার বক্স এ কিছু লিখলে সেটা হয়ে যাচ্ছে বাংলা। কি বিরক্তিকর। আশা করি এইসব দিকেও একটু নজর দিবেন।

প্রদীপ্তময় সাহা এর ছবি

ত্রিমাত্রিক কবি ভাই একদম হক কথা বলেছেন। হাততালি
এত জটিল পাসওয়ার্ড দেবার পর শেষে এই কথা !!! অ্যাঁ

আর হ্যাঁ ক্যাপচা দিতে গেলে সেখানে ইংলিশ নেয় না।
এটা একটা বড় সমস্যা।
আবার করে ওয়ার্ড, নোটপ্যাড বা অন্য কোথাও লিখে পেস্ট করে কাজ চালাই।

আর একটা জিনিস খেয়াল করছি, মন্তব্য করার পর অ্যাজাক্স এর লোডিং ছবিটা থেকেই যায়, যদিও কমেন্ট প্রেরিত হতে অসুবিধা হয়না, আর হলুদ মার্ক-আপে জানিয়েও দেওয়া হয়। তবু ব্যাপারটা একটু খটকা লাগল বলে জানিয়ে গেলাম।

চুপচাপ এর ছবি

'মন্তব্য করার পর অ্যাজাক্স এর লোডিং ছবিটা থেকেই যায়' - এটা আমিও খেয়াল করছি। খুব বিরক্তিকর। মনে হচ্ছে সচলের ভালো একটা এসকিউএ টীম দরকার।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

সমাধাবানানটার উপর মনে হচ্ছে বেশ গুরুত্ব দেয়া হয়েছে চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।