সার্ভার স্থানান্তর সংক্রান্ত কারণে ঢাকা সময় শুক্রবার রাত ৯ টা থেকে শনিবার রাত ৯টার মধ্যে ছয় ঘন্টা বা তার কিছু কম সময় সচলায়তন সার্ভার বন্ধ থাকবে। এ সময় সচলায়তন সংক্রান্ত তথ্য টুইটারের মাধ্যমে পাওয়া যাবে। বিস্তারিত এখানে।
আপডেট:
আমেরিকা সময় সন্ধ্যা ৬টা থেকে ৯টা EST, বাংলাদেশ সময় শনিবার, জুন ২৩, সকাল ৪টা থেকে ৭টা মধ্যে কোনো এক সময় সার্ভার বদলের কাজ শুরু হবে। শুরু হবার পর দুই থেকে ছয় ঘন্টা লাগবে এই বদল সম্পন্ন হতে।
আপডেট 2:
আপডেট সমাপ্ত।
মন্তব্য
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
==========================
আবার তোরা মানুষ হ!
ডিসি বদল নাকি প্রোভাইডার?
প্রোভাইডার তাদের নেটওয়ার্ক আপগ্রেড করেছে। এক লোকেশন থেকে আরেক লোকেশনে নিয়ে যাবে বাক্সটা।
এরকম করলে কিন্তু মামু এখুনি সার্ভার বন্ধ করে দিতে পারে!
চরম উদাসের চেহারা সুরুত তো মন্দ না!!! বিশেষ করে নাক টা।
দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন ॥ ফেইসবুক ॥ গুগলপ্লাস
মুর্শেদ ভাই তো সাংঘাতিক ! আমার মনের ভিতরের কথাটা আপনি কপি-পেস্ট করলেন কিভাবে !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কি যেন একটা হয়েছে, অতিথি লেখকদের সবার( মেয়ে ছেলে নির্বিশেষে) পোস্টে কোন এক অজ্ঞাত মেয়ের ছবি দেখতে পাচ্ছি,
আমিও এটাই বলতে যাচ্ছিলাম।
কে এই রহস্যময়ী নারী?
জবাব চাই, জবাব চাই।
আমি তো কুনো মেয়ে দেখলাম না
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শ্রেয়সী নামের কোনো একজন মহিয়সী, অতিথি একাউন্টের সব তথ্য বদলে নিজের তথ্য গুঁজে দিয়েছেন বলে শুনলাম, আপনারা উনার ছবিই দেখতে পাচ্ছেন !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শুক্রবারের জন্য সব কাজ জমিয়ে রাখলাম।
আমি একটা পোস্ট দিব ভেবেছিলাম।
আমিও নীতিবচন বয়ান করবো ভাবছিলাম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি দ্রোহীদা আর আপনার পোস্ট পড়বো ভাবছিলাম...
..................................................................
#Banshibir.
আমিও তাই ভাবছিলাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমার কাব্য গ্রন্থ "ইলাস্টিক প্রেম ও পেলাস্টিক ভালবাসা" আজকে প্রকাশ করবো ভেবেছিলা সচলে। আর হলনা
চউদা ভাই
সচল তো কালকে নাই--
তাই--
আপনার ইলাস্টিক প্রেম ও পেলাস্টিক ভালুবাসারে ব্যালাস্টিক মিসাইলে ভইরা প্রশান্ত আর অশান্ত (ভারত) মহাসাগরের উপ্রে দিয়া পাডাই দেন-- তাইলে আর সার্ভার লাগব না--
একটা মহাকাব্য নামাবো ভেবেছিলাম, হলোনা !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
নতুন মন্তব্য করুন