সচলায়তনের পোস্ট কাউন্টার বিষয়ে...

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ২৪/০৬/২০১২ - ৫:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম থেকেই সচলায়তনে অভ্যন্তরীণ একটি পোস্ট কাউন্টার বা স্ট্যাটিকস গণনার মডিউল ছিলো। এই মডিউলটি প্রচুর ডেটা তৈরী করত বলে সচলায়তনের ডেটাবেইজ পার্ফমেন্সে প্রভাব ফেলে। গতি বাড়াতে গিয়ে এই মডিউলটি এক সময় বন্ধ করা হয়।

এছাড়াও প্রথম থেকেই গুগল অ্যনালাইটিক্সের মাধ্যমে দ্বিতীয় এক সেট কাউন্টার বা স্ট্যাটিসটিকসের ব্যবস্থা ছিলো। এক পর্যায়ে গুগল এনালাইটিক্সের প্রথম একাউন্টটি দূর্ঘটনাক্রমে মুছে গেলে নতুন একটি একাউন্ট তৈরী করা হয়।

বর্তমানে গুগল এনালাইটিক্সে রক্ষিত পোস্ট কাউন্টারটি প্রতিটি পোস্টে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। একটি লেখায় ঢুকলে দুটো পোস্ট কাউন্টার দেখবেন। একটি হাতের বামে, অন্যটি পোস্টের নীচে। পুরোনো পোস্টের ক্ষেত্রে পোস্টের নীচের কাউন্টারটি সঠিক সংখ্যা নির্দেশ করবে। আর নতুন পোস্টের ক্ষেত্রে পোস্টের বামের গুগল কাউন্টারটি সঠিক। সহজভাবে মনে রাখার জন্য এইদুটি সংখ্যার বড়টিকে সঠিক পাঠ সংখ্যা ধরে নিতে পারেন।

কনফিউশন কমাতে ধীরে ধীরে পুরোনো পাঠ সংখ্যা সরিয়ে গুগলের পাঠ সংখ্যা প্রতিস্থাপিত হবে। এতে করে পুরোনো পোস্টগুলোর সঠিক পাঠসংখ্যা সত্যিকার পাঠসংখ্যার চেয়ে কম দেখাতে পারে।

সাময়িক পাঠসংখ্যা জনিত জটিলতা এবং এই কনফিউশনের জন্য আমরা দুঃখিত।

সচল থাকুন, সচল রাখুন।

আপডেট
বাম প্যানের গায়েব হয়ে যাওয়ার কারণে গুগল অ্যানালাইটিক্স আপাতত বন্ধ রাখা হয়েছে।


মন্তব্য

আশালতা এর ছবি

আমার মাথায় তথ্য একটু দেরিতে ঢুকে তো তাই বাড়া কমার বিষয়টা আউলে যাচ্ছে বারবার। কেমন যেন ছোটবেলার অঙ্ক বইয়ের চৌবাচ্চার অঙ্কমত লাগল। যাহোক এক একটা পোস্টের পাঠ সংখ্যা কেমন কেমন যেন সন্দেহজনক হলেও পাঠ সংখ্যা ফিরেছে দেখে ভালো লাগছে । কিন্তু পোস্টের বামে লেখকের আগের লেখার লিস্টিটা হাপিস হয়ে যাচ্ছে দুসেকেন্ডের মাথায়। উঁহু, এইটি চইলত ন। লিস্টিটা ভারি উপকারি জিনিষ, ওইটি চাই। এইটা একটা পিলিজ। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

ধ্রুব বর্ণন এর ছবি

এক একটা পোস্টের পাঠ সংখ্যা কেমন কেমন যেন সন্দেহজনক

মানে বলতে চাচ্ছেন সন্দেহজনকভাবে কম সংখ্যা? হাসি

আশালতা এর ছবি

সেরকমই তো মনে হল । ইয়ে, মানে...

----------------
স্বপ্ন হোক শক্তি

তাসনীম এর ছবি

কিন্তু পোস্টের বামে লেখকের আগের লেখার লিস্টিটা হাপিস হয়ে যাচ্ছে দুসেকেন্ডের মাথায়। উঁহু, এইটি চইলত ন। লিস্টিটা ভারি উপকারি জিনিষ, ওইটি চাই।

এই ব্যাপারটা সব পোস্টে হচ্ছে না, কিছু কিছু পোস্টে হচ্ছে। আমার মনে হয় সেই সব পোস্টেই হচ্ছে যেগুলোতে বামদিকের পাঠসংখ্যা গুগুল অ্যানালাইটিক্স থেকে আনা সম্ভব হচ্ছে না। কোন একটি এক্সেপশন পুরো বাম সাইড গায়েব করে দিচ্ছে (ধারনা)।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একজাক্টলি! পোস্ট কাউন্টারটি গুগল থেকে ডেটা আনতে না পারলে রিফ্রেশ করার সময় কলাম হাপিস করে দিচ্ছিলো। কাউন্টার রিফ্রেশ বন্ধ করেছি। যদি কোনো পেইজে এইরকম সমস্যা দেখেন তাহলে ctl+f5 চাপলে হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লাভ হচ্ছিলো না দেখে সরিয়ে দিয়েছি।

রাতঃস্মরণীয় এর ছবি

গতকাল থেকেই ভাবছিলাম ল্যাংড়া আমে আঁশ ঢুকলো কি করে! বামে এক আবার নিচে এক! এখান পরিষ্কার হলো। ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আমি কোন কাউন্টারই দেখতে পাচ্ছি না। আর বাম পাশ উধাও তো আছেই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

ডুপ্লি ঘ্যাচাং

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

আমিও কিছুই দেখতে পাচ্ছিনা। পাঠ সংখ্যার কোন অপশনই নেই।

এই পোস্টের নীচে আছে বরাবরের মতো এই তিনটি অপশন - সন্দেশ এর ব্লগ / আপত্তি উত্থাপন/ এই পোস্ট এর গ্রাহক হন

তাছাড়া কয়েকটি পোস্টে ( দু'চারটি ) শুধু কাউন্টার দেখাচ্ছে। সেগুলিও কাল থেকে একটা সিলেক্টেড সংখ্যা হয়ে আছে। বাকী কোন পোস্টে দেখাচ্ছেনা।

রণদীপম বসু এর ছবি

উঁহু, আমিও তো কোন কাউন্টার-টাউন্টার দেখছি না !! নিশ্চয়ই স্বজনপ্রীতি হচ্ছে !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

আম্মো না। ভাবছিলাম চোখের ভুল, রণদাকেও এই কাতারে দেখে স্বান্ত্বনা পেলাম। ইয়োগা-টিয়োগাতেও কাজ হচ্ছে না!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।