ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।
ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।
সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭
মন্তব্য
পুরাই অসাম সালা হইসে!! মনটাই ভালো হয়ে গেল ব্যানার দেখে।
অকুতোভয় বিপ্লবীকে
ইচ্ছার আগুনে জ্বলছি...
খুবই সুন্দর হয়েছে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
বাহ! ব্যাপক ব্যানার হইছে। ব্যানারের দিকে তাকালেই সতেজ লাগে।
হিল্লোল
ধন্যবাদ হে অতিথি
দারুন হল বিপ্লবী ভাই।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ তাপসদা
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব বেশি পিক্সেলেটেড টেক্সট। এছাড়া ভালই।
সচলে এ যাবৎ যত ব্যানার দেখছি সেবার লোগো নিয়ে প্রকাশিত ব্যানারটা বুকের মধ্যে যেরকম শিহরণ জাগিয়েছে তার তুলনা হয় না। ওই লোগোটিতে আমার কৈশোরের প্রাণভোমরা লুক্কায়িত। উজানগাঁকে অজস্র ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আলোড়িত করে গেলো খুব!! অপূর্ব !!!
_____________________
Give Her Freedom!
দুর্ধর্ষ হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই ব্যানারটার জন্যে। অনেক ধন্যবাদ।
প্রিয় হুমায়ূন আহমেদ ভাল থাকুন না ফেরার দেশে।আপনাকে অবশ্যই এদেশ ও আমরা মনে রাখবো।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
এই ছবিটা এভাবে সচলের ব্যানারে দেখতে চাই নাই কোনদিন
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ধন্যবাদ নজরুল ভাই ! মন টা খারাপ।।।।।।
বাঙালী জাতিসত্তা তার অন্যতম এক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে ফেললো। বাংলাদেশ তোমার ক্রন্দনরোল শুনতে পাচ্ছি। তুমি আজ কাঁদতেই পারো।
_____________________
Give Her Freedom!
আপনার মন্তব্যে সংযুক্ত ব্যানারটা বেটার। এখন যেটা ঝুলছে কম ভালো।
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
হমমমম.. অনেক সুন্দর।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
শুভ জন্মদিন 'বঙ্গতাজ'
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
______________________________________
পথই আমার পথের আড়াল
এই স্যাম মহাশয়ের ব্যানারগুলা আমার দারুন লাগে। খুব ক্রিয়েটিভ। এনারে স্পেশাল কন্সিডারেশনে হাচল করা যায় না?
..................................................................
#Banshibir.
স্মৃতিভারাক্রান্ত সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
হাহ্! সুন্দর!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
অসম্ভব সুন্দর ব্যানার স্যাম। ভালোলাগলো খুব।
ধন্যবাদ
লাবণ্যময় পাথর ♥আবুল হাসানের জন্মদিনে বিষাদী লাবণ্যমাখা চমৎকার ব্যনার!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
হিরোশিমা নিয়ে দুর্দান্ত এই ব্যানারটির জন্য স্যামকে বিশেষ ধন্যবাদ।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
______________________________________
পথই আমার পথের আড়াল
দুর্দান্ত ব্যানার...
ধন্যবাদ। লগ ইন করে করা এটিই আমার কমেন্ট প্রথম শব্দটি লিখতে ভীষন ভাল লাগল
আপনাকে হাচল দেখে ভালো লাগলো। সচল কর্তৃপক্ষকে ধন্যবাদ সেজন্যে।
হিরোশিমা নিয়ে ব্যানারটা সুন্দর হয়েছে।
অভিনন্দন ভাইজান। মন ভালো হয়ে গেলো
অভিনন্দন ভাই। আপনার কাজগুলো ভালো পাই। সচল সবসময়ই গুণীর কদর করে।
অভিনন্দন স্যাম।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
ওরে ! স্যাম অন ফায়ার।
আমি সেই কবে থেকে উজানগাঁর ফ্যান!
ধন্যবাদ - ইন্সপিরেশন এর জন্য!
আরো ভাল কি করে করা যেত যদি জানাতেন! মনে মনে আমি কিন্তু প্রতিবার ই ভাবি ব্যানার পাঠানোর আগে আপনাকে একটু দেখিয়ে নিতে পারতাম!
চলুক
ব্যানারজিকে ধন্যবাদ।
এই ব্যানারের কবিতা টাই দারুন! ব্যানার এর নীচে কবির নাম থাকা উচিত ছিল! যারা এই পোস্ট এ আসবে অন্তত তাদের জানিয়ে রাখি কবির নাম 'হিমু'।
ব্যানার-কবিতা দুটোই চমৎকার
স্যামের বানানো ব্যানারের ফ্যান হয়ে গেছি।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
"ফ্যান" হয়ে বেশী জোরে না ঘুরলেই হয়। মাথা "ঘুড়ে" যেতে পারে।
মাথা ঘোরার ব্যারাম আমার অলরেডি আছে
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই । ব্যনার টা নিয়ে একটু ভয়েই ছিলাম - আপনাদের মন্তব্য পেয়ে সাহস পেলাম
হাচল হওয়ায় স্বাগতম স্যাম
আপনার ব্যানারগুলো আসলেই দুর্দান্ত হয়, আসলেই দারুণ
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
কি সুন্দর!!!
নতুন ব্যানার অসাধারণ হয়েছে স্যাম ভাই।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ধন্যবাদ মেঘা।
স্যামভাইতো সুন্দর সুন্দর ব্যানারের বন্যায় সচল ভাসায় দিচ্ছেন.... ......
ঠিক তাই...
চলুক- চলুক...
*এই ব্যানারটির ছবি নেয়া হয়েছে ফেসবুক এর হুমায়ুন আজাদ গ্রুপ থেকে
মৃত্যুময় ও কড়িকাঠুরে - ধন্যবাদ।
তোমার রঙ ফিরেছে! দারুণ!!
পেছনের লাল বৃত্যটি একটি অস্তমিত সূর্য (মুজিবের ওফাতের প্রতিক), অথবা আমাদের স্বাধীনতার লাল সূর্য হতে পারতো, কিন্তু কেন যেন হয়নি। জমিনের রক্তিম বিমূর্ততাও এতে একটা সিস্টিন-চ্যাপেলিক আধ্যাত্যিক আমেজ যোগ করেছে।
আজকের ব্যানার শেখ মুজিবুর রহমানের জাতির পিতা থেকে "সেইন্ট মুজিব" এ প্রমোশনপ্রাপ্তির সম্ভাবনার কথা বলছে।
কবিতার লাইনটি রবীন্দ্র গোপ এর 'একটি সূর্যের গল্প' কবিতা থেকে নেয়া
বঙ্গবন্ধু’র প্রদীপ্ত ছবিগুলোই আমাকে খুব বেশি উদ্দীপ্ত করে। কেন যেন মনে হলো কথাটা তোমাকে বলি
বঙ্গবন্ধু’কে নিয়ে ব্যানার করাটা সবচেয়ে কঠিন - এবার বুঝলাম!
বাহ্ ! কালার কম্বিনেশনটা ভাল লাগছে খুব। সবার পরিমিতিবোধ থাকে না। আপনার সেটা আছে।
অনেক ধন্যবাদ উজানগাঁ খুব রঙ এর খরায় ভুগছি - কেমন জানি সবই - বেইজ, কফি, মাটি রঙ এ ঘুরপাক খাচ্ছি কি করা যেতে পারে? আপনার কালার সোয়াচ আমার খুব পছন্দের
এইরকম হয় মাঝে-মাঝে। আমার মনে হয় চলতে দেয়া উচিত। ব্যাপারটা অনেকটা মোডের উপরে নির্ভর করে। একটা সময়ে এমনিতেই চেঞ্জ হয়ে যাবে।
আর ব্যানারগুলো কিন্তু ভালো হচ্ছে।
চমৎকার ব্যানার স্যাম!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ! এই ব্যানারটা কোনদিন না করতে হত!
"চিত্ত যেথা ভয়শূন্য....." স্লোগানটি কি ইচ্ছে করে বাদ দেয়া হয়েছে?
হ্যা
ইচ্ছে হয় একটু দাঁড়াই : শামসুর রাহমান
অনেক অনেক ধন্যবাদ স্যাম।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
কবিতাটি সুন্দর - আপনার স্মৃতির শহর এর সঙ্গে যায়!
স্মৃতির শহরের এই পর্বে কবিতাটি ব্যবহার করা হয়েছে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ব্যানার দেখেই মন ভালো হয়ে যায়-- অসাধারণ!!
সচলে এই পর্যন্ত করা ঈদের ব্যানারগুলোর মধ্যে এইটা সবচেয়ে সুন্দর।
আমিতো এই কমেন্ট এর জবাব খুজে পাচ্ছিনা অনেক ধন্যবাদ উতসাহের জন্য! আমার কাছে অবশ্য কবিতাটিই ভালো লেগেছে - রঙ নিয়ে হতাশা কাটেনি - অনেক ভালো করা যেত!
জীবনানন্দ দাশ এর এই কথাগুলো যে কী তীব্র ভাবে দোলা দেয় মনের মধ্যে! দারুন একটা ব্যানার। আপনার দেখার চোখ খুবই সুন্দর। সহজের মধ্যেই সুন্দর বিরাজমান আপনার ব্যানারে।
ধন্যবাদ আপনাকে স্যাম, এত সুন্দর একটা ব্যানার এর জন্য।
অনেক ধন্যবাদ কমেন্ট তো ব্যানার এর চাইতেও সুন্দর
ছবি - Alain Cuvelier ও Christian Poffet
এইটা যে অনেক দারুণ একটা ব্যানার ছিলো তা জানাতে দেরি হয়ে গেলো...
এটাও দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব কনফিউজড! ২৭ না ২৯?
বাহ! নীলের এক অন্য রকম ব্যাঞ্জনায় গানের কবি নজরুলের ছবি। কবির বেদনাগুলো কেমন যেন ভাস্বর হয়ে উঠে এসেছে। আবার ও ধন্যবাদ স্যাম।
অফ টপিকঃ ব্যানার গুলি মন্তব্যের মাঝে জুড়ে দেয় কী করে? কেউকি আমাকে একটু বলে দিবেন? না হলে অপেক্ষা করে থাকতে হয়, ব্যানার এর ছবি কেউ দিলে তারপরে মন্তব্য করার জন্য।
ছবিতে রাইট ক্লিক করে view image সিলেক্ট করেন, এরপর সেই ছবির লিংকটা কমেন্টে image লিংকে (টুলবারের সর্ববামের আইকন) পেস্ট করে দেন। -- ক্রোম এ অবশ্য view image অপশন দেখায় না, ফায়ারফক্স এ দেখায়।
ধন্যবাদ, লিখে রাখলাম পদ্ধতিটা, সামনে কাজে লাগাবো। কিন্তু আমি তো গুগলক্রোম ই ব্যবহার করি সেই প্রথম থেকে, অফিসে বাসায় দুই জায়গাতেই।
ক্রোমে ছবির উপর রাইট ক্লিক করে "Inspect Element" এ ক্লিকান। দেখবেন নিচে একটা লাইন হাইলাইট হইসে:
< div id="banner" style= "background:url(http://www.sachalayatan.com/files/banners/banner_ni. jpg);">
এরকম কিসু একটা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশ (http://www.sachalayatan.com/files/banners/banner_ni.jpg) কমেন্টের ইমেজ লিঙ্কে পেস্ট করে দেন।
..................................................................
#Banshibir.
ধন্যবাদ সত্যপীর।
পোস্টে তাড়েকাণু আর ব্যানারে স্যাম। আপনাদের দুইজনরেই দেখি খাষ্টাঙ্গের পায়ার সহিত বন্ধনে জড়াইতে হবে। আর তো সহ্য হয় না। এতো গুণ ক্যান আপনাদের?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার ব্যানার অনেকদিন দেখিনা ধুগোদা! লাস্ট মনে আছে টাইগারদের নিয়ে করা একটা অসাধারণ ব্যানার!!!
আয় হায়, আপনি তো টুয়েন্টি ইলাভেনের কথা বলতেছেন। টুয়েন্টি টুয়েলভেও তো করছিলাম মনেহয়। গত পহেলা ফাল্গুনে। এরপরে আর সময় সুযোগ হচ্ছে না। মতান্তরে, আপনার এতোসব চমৎকার ব্যনারের মাঝে আমারগুলো নেহায়েৎই পানিভাত হয়ে যাবার ভয়ে করার সাহসও পাচ্ছি না। দেখেন না, তাড়েকাণুর ডরে এখন লেখা দিতেও সাহসে কুলায় না!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে ! ধুগোদার সাথে একমত। এই একই ভয়ে আমারও আপনার মতো অবস্থা।
'নিশ্চয়ই ফাকি দেয়ার জন্য এখানে রহিয়াছে উত্তম ইশারা'- আল পাঠক
আল পাঠকের কথাবার্তা পছন্দ হইছে।
আমি আসি আমি আসি!!!
আপনের মত দৈনিক ব্যানার্জি পায়া সচল ধইন্য!
..................................................................
#Banshibir.
আম্মো আসি আম্মো আসি
_______________
আমার নামের মধ্যে ১৩
এই ব্যানারটা আমার ভাল লেগেছে বানানোর সময় - তুখোড় সব ব্লগার আর একদম সব ই সচলায়তন এর - মানবতার জন্য শুভ সব মানুষ কে (বা সব কিছু কে) সচলায়তন পরম মমতায় ধারণ করে এসেছে- সেই সচলদের অনেক শ্রদ্ধা! বেশিরভাগ নাম বাদ পরে গেছে সময়ের অভাবে - ভীষণ দুঃখিত! এই ছোট চার কোণা জায়গাটা আজ আমাকে অনেক ভাললাগার অনুভুতি দিয়েছে - গত ৫ বছর এ সচলায়তন আমার কাছে আধুনিক এক মননের প্রতীক - আর সে কাজটি করেছে এই ব্যানার এ থাকা এবং না থাকা নামগুলো ---- সব সচল সংশ্লিস্ট কে!
দারুণ, দুর্দান্ত, এক নিমিষে মন ভাল করে দেয়! ধন্যবাদ আপু, সকলের পক্ষ থেকে। নাহ, আপনাকেও একটা ঝাকানাকা পোস্ট গিফট করতে হবে-
facebook
স্যাম আপু নাকি? আমি আরো স্যাম ভাই স্যাম ভাই করতেসি এতোদিন ধরে
..................................................................
#Banshibir.
অণুদা, আমিও ভুল শুনছিলাম। উনি ভাই ই ।
_____________________
Give Her Freedom!
সব দোষ ঐ কবি ব্যাটার! ছরি স্যাম দা! হৈ ঈষৎ তোমার খপর আছে-
facebook
ঈষৎ-কে শাহবাগের মোড়ে দাঁড়করিয়ে পাথর মারা হোক।
ব্যানার বানানো বাদ - পাথর সাপ্লাই এর কাজ আছে
আমার নাম নাই। ঈষৎ-এর লগে পাথর সাপ্লাইকারীরেও কোমর পর্যন্ত বালির বস্তা দিয়া আটকান আপনেরা। আমি ইটপাটকেল নিয়া আইতাছি...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চশমা টা দে রে--- হাহহাহহাহা - মাঝখানে সবার উপরে আছেন তাও দিলেন আরবী কায়দায় শাস্তি
না, মিশটেক হয়া গেছে। ব্যানারের কাছে চোখ নিয়া দেখলাম। ধুসর জলছবি দিয়া পুরা ব্যানার বোঝাই। তবে, আমার অন্তত ফার্স্ট নেইম আছে বইলা আপনেরে পাত্থর থেরাপি থাইকা অব্যহতি দিলাম যান। কিন্তু তাড়েকাণুরে দিমু না। আপনে বালুর বস্তার লগে টাইট কইরা তার কোমর বান্ধেন। আমি পাত্থরে বাবলা পাতার কষ লাগায়া আনতাছি। আইজকা তারে কষ্টিক পাথরে যাচাই করুম!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার নাম দেখে খুশিতে দাত সব কয়টা বের করে বসে ছিলাম। এখন ধুগোদার রাগ দেখে আর ঢুকাতেই পারছি না, আজ সারারাত দাত সব কয়টা বের করে থাকব,ঘুমাবোও দাত বের স্যাম
লুল ব্যানার্জিদের নিয়ে বিপদ! বিরাট লিঙ্গবৈষম্য, নাম প্রীতি ইত্যাদি দেখা যায়!
প্রসঙ্গত, ধুসর জলছবি এর ধুসর গোধূলি নামে মিলমিশ হয়ে যাওয়া নিছক কাকতাল কিনা তা জাতি জান্তে চায়!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
নেক্সট ব্যানার যদি জীবাণু নিয়ে না করেছি তবে আমার একদিন কি সঙ্গীতার একদিন! ( কে যেন লিখেছিল অনার্য সঙ্গীতা ?! )
নেক্সট ব্যানার অবশ্যই জীবাণু দিয়া করবেন, সাথে অনুদারে জীবাণুর উপ্রে বসায় দিবেন, উজান ব্যানার্জীরে জীবাণুর পিছনে যুক্ত করে দিবেন আর ধুগোদার নাম জীবাণুর পিঠে লিখা দিবেন।
_____________________
Give Her Freedom!
আরে নাহহ ধুগো'দা, আপনি এক্কেরে উপরে মাঝের ইট্টু ডানে বিরাজমান।
_______________
আমার নামের মধ্যে ১৩
হায় হায়! কী বলেন! স্যাম আপু?
ধন্যবাদ!
মৃত্যুময় এর তথ্যটাই ঠিক তবে 'ভাই' লেখার দরকার নাই - 'স্যাম' ডাকলেই যথেষ্ট !
যাক আমি তাহলে ভুল করিনি।
অসাধারণ...
ধন্যবাদ কড়িকাঠুরে!
স্যাম ভাইয়া ( যদিও আমি এতদিন আপু ভেবেছি,কেন কে জানে ) আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ব্যনারের জন্য আর আপনার উপরের মন্তব্যটা অসাধারন লেগেছে।
আমার নাম দেখে খুশিতে লম্ফঝম্প দিচ্ছি
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
লম্ফঝম্প শেষ করে ব্লগটা লিখে ফেলেন। অনেকদিন ধরে ফাকি দিয়ে যাচ্ছেন
আমি এমন কানা, এতদিন পর চোখে পড়ল ব্যাপারটা, আরও মজা পেলাম আমি আসি দেখে।
ব্যাপক খুশি
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
স্যাম ভাই, সচলায়তনে প্রতিদিন ঢুকি আর ঢুকেই আপনার ব্যানার দেখেই মন ভালো হয়ে যায়। দারুন সব ব্যানার!! আজকেরটা নিয়ে আর কি বলবো, নিজের নাম দেখে, তাইরে নাইরে না !! করছি।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
স্যাম ভাই, আপনার রুচিশীলতা অতুলনীয়। অধমের নামও আছে দেখে প্রীত হলাম ।
_____________________
Give Her Freedom!
ধন্যবাদ অনেক অনেক
এইটা কোন ব্যানার হয় নাই! ডানপাশে সচলায়তন আর বামপাশে একই ফন্টে অনার্য সঙ্গীতের নাম লেখা দরকার ছিল। অন্যান্যদের নাম যা আছে ঠিক আছে! মুখোশগুলোর জায়গায় খালি একই সাইজে অনার্য সঙ্গীত'টা মিস হইছে! মুখোশের রূপকে যে আমাকে বোঝানো হইছে তা বোঝার পাণ্ডিত্য কি সবার আছে বলেন!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
_____________________
Give Her Freedom!
ইয়েস! আমিও আছি খুশিতে ষোলখানা হয়ে গেলাম।
অনেক ধন্যবাদ স্যাম (ভাইয়া/আপু) কে
আরে বাহ! আমি নাই!
ব্যানার খুবই ভাল হয়েছে, মারাত্মক।
চালিয়ে যান ভাই
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
না লেখার অপরাধে তোমার ফাঁসি হওয়া উচিত! বালিকা বলে বেঁচে গেলে!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
খুবই দুঃখিত! আপনার এত লেখা পড়েছি ----
যাই হোক ক্ষমা চেয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি -
সচলায়তন এর ব্যানার এ সবসময় সেলিব্রেট করা হয় ভাল কিছুকে - (এখানে সেলিব্রেট করা মানে ডেডিকেট, কোমেমোরেট, ইত্যাদি সব ই বোঝাতে চাইলাম - লাইফ ইজ আ সেলিব্রেশন - উদযাপন ই মনে হয় সঠিক শব্দ?!) কাল হঠাত মনে হল যারা এ কাজ টা নিয়মিত করে আসছে তাদের মানে সচল / হাচলদের নিয়ে একটা ব্যানার করলে কেমন হয়! তো নাম এর ব্যাপারে আমি প্রথমে নিলাম ওই সময়ে যারা অনলাইন এ ছিল তাদের - তারপর সাম্প্রতিক যারা পোস্ট বা কমেন্ট করেছেন তাদের - এভাবে বেশ খানিক্টা সময় গেলো - কিছু ডুপ্লি হল - ব্যানারটা করা হল - নিশ্চিত ছিলাম অনেক নামকরা, জেনুইন, নিয়মিত সচল/হাচল এর নাম বাদ পড়বে - কি করব - অনেক পোস্ট ঘেটেছি আরো হয়তো ঘাটলে ভাল হত - সময়টা ম্যানেজ করতে পারলাম্না - কিভাবে যেন সেন্ড করে দিলাম অনেক নাম পরে মনে এসেছে - সুরঞ্জনা হক, হাসান মোর্শেদ, আরিফ জেবতিক, হাসিব, বলাই, সাফি ------ আরো অনেকে - বেশি খারাপ লেগেছে যখন দেখলাম জুবায়ের নামটা নেই!!!!! এক্টা ভাল লিস্ট পেলে !!! বা আরেকটু সময় নিয়ে করতাম!!! এরো এন্ড দা সং মনে পড়ছে
আরে ধুর, আমি তো আপনাকে হকচকানোর জন্য বললাম, আপনি মন খারাপ কোরেন না
আইডিয়াটা খুব ভাল লেগেছে, চালিয়ে যান ব্যানার্জি, আরো দুর্ধর্ষ সব ব্যানার আশা করি সামনে
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
সচলে কি আর মন খারাপ করার উপায় থাকে?
স্যাম,
ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার। এই আইডিয়া দিয়ে কেবল একটা ব্যানারই তো বানিয়েছেন। আপনি নিশ্চয়ই সচলকে সাবজেক্ট করে আরও ব্যানার বানাবেন। তখন না হয় আপনি আরও কিছু নাম জুড়ে দিলেন। হয়তো আপনি আইডিয়া রিপিট করতে পছন্দ করেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওয়াটার মার্কে কিছু টেক্সট খারাপ লাগবে না বোধহয়।
অঃ টঃ আমার নামটা মুখোশের আড়ালে পড়ে গেছে দেখে দুঃখ পেলাম। পরের বার দিয়ে দিয়েন
ওক্কে
______________________________________
পথই আমার পথের আড়াল
মারাত্মক।
ব্যানারে রজার ওয়াটার্সকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, ইন্তেকাল করলেন কিনা আবার। গুগল চেক করে নিশ্চিন্ত হয়েছি অসাধারণ এই ব্যানারটার জন্য স্যামকে অনেক ধন্যবাদ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নজরুল ভাই, তাসনীম ভাই - অনেক ধন্যবাদ
স্কেচঃ roberto bizama
আজকে তো উনার জন্মদিন... শুভ জন্মদিন...
স্য়ামভাইকে খুব সুন্দর ব্য়ানারের জন্য় অভিনন্দন। প্য়ালেট আর বিষয় বৈচিত্র আপনার বাম হাতের কাজ, বোঝাই যায়। কিন্তু 'লেখা-ছবি-সচলায়তন' অথবা 'ছবি-লেখা-সচলায়তন' এই বিন্য়াসের বাইরেরর ব্য়ানারগুলো (যেমন ৫/০৯ বা ৮/২৮ এর ব্য়ানারগুলো) মন কেড়েছে সবচাইতে বেশী।
ধন্যবাদ অনেক!
'লেখা-ছবি-সচলায়তন' অথবা 'ছবি-লেখা-সচলায়তন' - আসলেই ভাঙ্গা উচিত। কিন্তু কিভাবে যে করব
মুখ থাকলেই এই প্যাটার্ন চলে আসে---- আবার সুন্দর কোন লেখা বা রেখাচিত্র থাকলে অনেকটাই অন্যরকম করা যায়।
দেখা যাক!
মনের মত করে এখনো 'সচলায়তন' ই লিখতে পারলামনা কয়েকরকম ভাবে চেষ্টা করছি হয়ত একদিন হঠাত খুজে পাব।
*অট - আপনার য্য ফলা দিয়ে শব্দগুলো অন্যরকম দেখাচ্ছে - আমার ব্রাউজার এর কারনে কিনা কে জানে? আর খন্ড ত আর চন্দ্রবিন্দু লিখে কিভাবে অভ্রতে?
'ৎ' = 't' চেপে শিফট + '¬' ('ese' বাটনের নিচের বাটনটা)
'ঁ' = শিফট + ৬ ( '^' এমন এক্টা সাইন আছে দেখেন)
হঠাৎ চাঁদ - পারলাম! তবে ৎ আপনার মত করে পারিনি। অনেক ধন্যবাদ সায়ন!
সুন্দর ব্যানার স্যাম। অবশ্য আপনার সব ব্যানারই আমার ভালো লাগে।
-
আমি তো আপনার ব্যানার দেখার আশায় আশায় থাকি!
সারছে! স্যাম তো দেখি ব্যানার করেই সচল হয়ে যাবেন মনে হচ্ছে!
..................................................................
#Banshibir.
তাই নাকি?! আহা এমন যদি হত!! হাহাহাহা
আমার যেটা হয় নববর্ষ, বিজয়/স্বাধীনতা দিবস ইত্যাদি জাতীয় দিবস এ সচলদের করা ব্যানারগুলো বা কোন উপলক্ষ্য ছাড়া ব্যানারগুলো ৫/৭ দিন দেখতে খারাপ লাগেনা কিন্তু জন্ম বা ম্রিত্যু দিবস নিয়ে ব্যানার ওইদিন ছাড়া পরের দিন দেখলেই কেমন যেন লাগতে থাকে আজকেরটা এই কারনেই দেয়া - যদিও খুব আশা ছিলনা যে আপ হবে - কোন সুন্দর কথা খুঁজে পাচ্ছিলাম্না
আগের মন্তব্যে ভুল ইমো চলে গেছে ।
দিতে চাচ্ছিলামঃ
শাবাস !
স্যাম আপনাকে একটা অনুরোধ, নিজের সব ব্যানার দুয়েক মাস পরপর একসঙ্গে নিজের ব্লগে প্রকাশ করে রাখবেন। প্রথম পাতায় প্রকাশ না করে, শুধু নিজের ব্লগে। তাতে মাঝে মাঝে আপনার ব্লগে গিয়ে পুরনো ব্যানারগুলো দেখে মুগ্ধ হয়ে আসা যাবে। আর নতুন কেউ চাইলে আপনার সবগুলো ব্যানারও দেখে আসতে পারবে।
ব্যানারের সঙ্গে আনুষঙ্গিক দুয়েকলাইন লিখেও দিতে পারেন। কী উপলক্ষ্যে কবে বানানো ইত্যাদি।
বিনীত অনুরোধ রাখলাম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
তথাস্তু! যাক আমার একটা পোস্ট হবে অনেক অনেক অনেক ধন্যবাদ অনার্য সঙ্গীত
স্যাম, আপনার ব্যানারগুলো একের পর এক মাথা খারাপ করে দিচ্ছে! আপনি কী খান রে ভাই!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আসলেই, স্যাম রক্স
দুর্ধর্ষ ব্যানার
আমার দেখা অন্যতম সুন্দর এবং সেরা
______________________________________
পথই আমার পথের আড়াল
অপূর্ব সুন্দর। খুব সাধারনভাবে অসাধারন একটা ব্যানার।
খুবই মনোহর।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
@ যাযাবর ব্যাকপ্যাকার- ব্যানার করার সময় কিছু খাইনা, তবে সত্যপীরের খাবারদাবার নিয়ে লেখা পড়ি, কখনো অনার্যদার জীবানুরা কি খায় বা তারেকাণুর পাখিরা কি খায়না বা অই পাখিদের কারা খায়, আবার কখনো হিমুর ধারালো কমেন্ট অন্যদের খেতে দেখি - মানে না খেলেও খাবারদাবার এর আশেপাশে আছি
@ধুসর জলছবি - লিখতে পারতাম আপনার মত!
@নজরুল ইসলাম - আপনার লেখা পড়িনা ম্যালাদিন! মানে আপনি দিলে তো পড়ব!
ধন্যবাদ সবাইকে!
অসাধারন!!
আচ্ছা স্যাম, আপনি কি সেই স্যাম?
মানে আপনি কি রায়হান আবীর কে চিনেন?
ধন্যবাদ।
নারে ভাই আমি সেই স্যাম না
স্যাম, অপূর্ব সুন্দর।
বালিকাদের গায়ে ছাড়া গোলাপিপ্রজাতির রং যে কখনো সহ্য করা যাইতে পারে তা আমার জানা ছিল না! স্যাম রক্স!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এই ব্যানারটা সেন্ড করে মনে হল - পালাই - রিক্সাপেইন্টিং মাথায় ছিল - মনে হয়েছিল এত রঙ! আমি কোনদিন এত রিস্কি কালার নিয়ে কাজ করিনি - সচলায়তন এর চিত্ত যেথা ভয়শূন্য মনে পড়ল - পাঠিয়ে দিলাম- দিয়ে আসলেই ভেগে গেলাম - এই শেষ রাতে আবার ফিরে এসে দেখলাম না সচলায়তন গ্রহণ করেছে! তার উপর আবার আপনার মন্তব্য! অনেক অনেক কৃতজ্ঞতা অনার্য সঙ্গীত।
আমার পছন্দের রংগুলো একটু ম্যাটমেটে বা বোরিং বা কোল্ড - রিস্ক ফ্রী কম্পোজিশন এ অভ্যস্ত। সচলায়তন এর কাছে কৃতজ্ঞ যে আমাকে আউট অব দা বক্স কিছু করার স্কোপ দিচ্ছে। শেপ, ফর্ম, কালারস, টাইপোগ্রাফি সব নিয়ে চেষ্টা করে যাচ্ছি - হয়ত কোন একদিন সত্যিই একটা ওয়াও ব্যানার খুঁজে পাব। আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস
মাঝের রঙটা আরেকটু মরা হলে আমার বেশি ভালো লাগতো। এটাও ভালো হয়েছে। কিন্তু দুপাশের কাজ বেশি ভালো লাগছে। মাঝখানের অংশটা কম।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
তিনটা অপশন করেছিলাম - আপনাকে পাঠাবো - আমার ইমেইল samintentএটgmail.com
কেমন একটা উৎসব উৎসব ভাব এসে যাচ্ছে ব্যানারটা দেখে। ছোটবেলায় আমরা এ রঙের ঘুড়ি উড়াতাম।
গ্রামে এই রঙের কাগজগুলো ত্রিকোণ করে কেটে অনুষ্ঠানে ব্যবহার করত।
স্যাম ভাই, আপনাকে
--- ঠুটা বাইগা
এই ব্যানার, আগের ব্যানারগুলো এবং ভবিতব্য ব্যানারগুলোর জন্য অগ্রিম অভিনন্দন।
হিল্লোল
অসাধারন স্যাম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ ধুগোদা এবং হিল্লোল
দারুন
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
গত তিনটা ব্যানার লাইকাইছি। আইচ্ছা এশার আপনার কেমন লাগে? যেমন ধরেন এইটা, এইটা অথবা এইটা? এইগুলারেই ছাপাইতে কইতাছি না, অনুপ্রেরনা হিসাবে শেয়ার করলাম আর্কি।
অনেক আগে এশার এর এই বইটা escher on Escher- exploring the infinite দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল! মায়েস্ত্রো শব্দটা মনে হয় এমন দুইএকজনের জন্যই উদ্ভব হয়েছে! সে একটা বিশাল অণুপ্রেরনা! অনেক ধন্যবাদ
টাইপোগ্রাফি নিয়ে কাজ করা Weingart আর জাপানি ফুকুদা আমার কাছে বেশ লাগে । আর অঞ্চল হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান এবং জার্মান গ্রাফিক্স -ের ভক্ত আমি। আপনার এই শেয়ারিংটা ভীষণ ভাল লাগল - আশা করি ভবিষ্যতেও করবেন।
এটা চূড়ান্ত মুগ্ধকর, প্রিয় ব্যানার্জী ।
_____________________
Give Her Freedom!
একের পর এক বিস্ময় এঁকে যাচ্ছে তার পদচ্ছাপ চৈতন্যের শ্যাওলা জমা চত্ত্বরে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কি সুন্দর কবিতা!
কেমন আছেন আপনি? লেখা কই? 'ব্যানার্জী' শব্দটা আমার দারুন লাগে - হাহাহাহা- কার আবিস্কার?
দৌড়ঝাপের উপর আছি ভাই। লেখা হারায় গেছে মনে হয় ১ বছর হলো ।
একেবারে প্রথমে কে ব্যবহার করেছেন বলতে পারবো না তবে আমি নিজে অনার্য সংগীতের কাছ থেকে শুনেছি(দেখেছি)।
আপনার ব্যানার নিয়ে কথা নাই বলি। প্রশংসাবাক্য ছাড়া কিছু পাই না মন্তব্য করতে গেলে। আপনার ই-মেল আইডি টা পাওয়া যাবে? প্রয়োজন ছিল।
এটা জি.এম.তানিম এর আবিষ্কার।
১৩৬ নং মন্তব্য দ্রষ্টব্য।
samintentএটgmail.com
যার জন্য শব্দটির উৎপত্তি তিনিই উপরে ইতিহাস বলে দিয়েছেন।
ব্যানারের কবিতাটাই তো আমার পোস্টে ঝুলছে!! কিংবা আমার আবজাব পোস্টের একটা কবিতা এই ব্যানারে।
চমৎকার!
এত মুগ্দ্ধতা কী ভাবে জানাই বলুনতো স্যাম?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সেটাই। অমানুষিক।
..................................................................
#Banshibir.
অনেকদিন পর তীব্রভাবে বৃষ্টি ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে---
প্রভুখণ্ড!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মারাত্মক ! এই ব্যানারটা নিজেই একটা কবিতা...
অলমিতি বিস্তারেণ
কবিতা, ব্যানার, কুঁড়েঘর আর বৃষ্টি সব মিলে মিশে একাকার। অসাধারণ।
'দূরে কোথাও বৃষ্টিভেজা ঘর…/ টিনের চালে বিটোফেনের চিঠি
কোথাও একটা জানলা খুলে রাখা, কোথাও একটা কাঁকনপরা হাত
কোথাও একটা উড়ে যাবার সাধ!
দাঁড়িয়ে ছিল কেমন-করা মন, মনের তলে মনের তলদেশ…
তার অতলে হঠাৎ কারও মুখ।
হঠাৎ কারও রাত্রিচেরা ডাক...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
[কৃতজ্ঞতা স্বীকার: পঙক্তিগুলো আবু হাসান শাহরিয়ারের "নদীর পাশে একা" কবিতা থেকে উৎকলিত]
ধন্যবাদ হিমু।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এইরকম একটা ব্যানার দেখার পর আর চুপ করে থাকা যায়না ....আপনার জন্য বিনম্র শ্রদ্ধা ।
...তুমি ছুঁয়ে যাও বৃষ্টি তবু...
ঘোস্ট সিনেমাটা দেখছিলাম। দুপুর থেকেই সিনেমাটার কথা মনে হচ্ছিলো, ক্যানো, কে জানে! ঘোস্ট দেখার পর মাইলসের 'কী যাদু' শুনতে ইচ্ছে করলো। শুনলাম। তারপর মন খুব খারাপ হলো। তারপর সচল খুলে এদিক সেদিক শূন্য দৃষ্টিতে তাকাতেই আপনার ব্যানারের ঝুম বৃষ্টির মধ্যে কুঁড়েঘরের দেখা মিললো। সাথে একেবারে শেষের লাইনটা... 'তার অতলে হঠাৎ কারও মুখ। হঠাৎ কারও রাত্রিচেরা ডাক...'
অসাধারণ স্যাম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোথায় হারিয়ে যাচ্ছি সুদূর গহীন বর্ষায়
এই দুনোমন ছাড়িয়ে বহুদূর নিবিড় ছায়ায়
কোথায় যেন একমুঠো সুখ পড়ে আছে নিরালায়
এতই মুগ্ধ হয়েছি যে অনেক দিন পর আপনার জন্য তিনটি লাইন, স্যাম...................
_____________________
Give Her Freedom!
স্যামের করা এই ব্যানার দেখে মুগ্ধতা না জানানো পাপ।
ইচ্ছার আগুনে জ্বলছি...
সহমত।
ধন্যবাদ সবাইকে
তিথীডোর এর ব্লগ এ কবিতাটা পড়েই ভাল লেগে গিয়েছিল - তার কিছু আগে পড়া তাসনীম এর লেখা এবং সাথে আরো কিছু ব্লগপোস্ট সব মিলে মনটা বৃষ্টিভেজা হয়েছিল।
হিমুকে ধন্যবাদ কবির নাম জানানোর জন্য - আমার জানা ছিলনা।
অসাধারণ সব মন্তব্যগুলোর জবাব দেয়ার ভাষা আমার নেই বলে আলাদা করে কিছু লিখতে সাহস পেলাম না - - -
লেখাঃ দেবদাস- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আজকের ব্যানারটা খুব স্নিগ্ধ স্যাম দা! কবিতা ব্যবহার করলে সেটা কার নিচে লিখে দিলে ভাল হয় মনে হয়, নাকি? দাঁড়ান আপনি আমাদের সবসময় সারপ্রাইজ দেন, কয়েকদিন সময় দেন, আমিও আপনাকে সারপ্রাইজ করব, ডিল।
facebook
তাই নাকি? আচ্ছা।
কবি- সুনীল সাইফুল্লাহ
স্যাম ভাই, আপনার অসাধারণ হাতের কাজে আমি মুগ্ধ। এই ব্যানারে সচলায়তন লেখাটা দেখে চমৎকার! অপূর্ব! শৈল্পিক ইত্যাদি নানা বিশেষণে আপনাকে ঝাঁঝ্রা করে ফেলতে মন চাইল
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
কী শান্ত-স্নিগ্ধ ভাষা!!! দারুণ...
'কিছু বিষাদ হোক পাখি'- ব্যানার্জি...
কিছু বিষাদ হোক পাখি - বাহ!
একটা ব্যানার করার মত কবিতাংশ যেন ----
ধন্যবাদ
এটা মেঘদলের গান "নির্বাণ" ভাইয়া...
"কিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি
নির্বাণ, নির্বাণ ডেকে যায়..."
দারুণ ব্যানার
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই।
এই ব্যানারটির যাবতীয় উপাদান সচল হাসান মোরশেদ এর থেকে পাওয়া - হাসান মোরশেদ কে অনেক ধন্যবাদ।
তাঁর সাথে আমার পরিচয় তার লেখার মাধ্যমে আর আমার প্রিয় কিছু ব্লগ লেখকের মাধ্যমে। আজ তিনি আমার প্রিয় জুবায়ের ভাই। আজ নতুন করে পরিচয় করিয়ে দিলেন এই ব্যানারটির মাধ্যমে। ধন্যবাদ আপনাকে স্যাম, প্রিয় ব্যানার শিল্পী, এই ব্যানারটির জন্য।
ব্যানার এর লেখাটি জুবায়ের ভাইয়ের একটি পোস্ট এর শিরোনাম ।
ধন্যবাদ ব্যাঙের ছাতা
আহা, নতুন ব্যানারটি বেশ! ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
facebook
ব্যানার এর মত ই প্রানবন্ত হোক আপনার দিনগুলো,ধন্যবাদ মুস্তাফিজ ভাই |
গত বেশ কিছুদিন ধরেই ভেতরে ভেতরে কী জানি একটা অস্থির-অস্বস্তিবোধ হচ্ছে। কারণটা ধরতে পারছি না। এই ব্যানারটা দেখার পরে সেই বোধটা কয়েক মুহূর্তের জন্য নাই হয়ে গেছিলো। এখন আবারও ফিরে আসছে। মনেহচ্ছে এই ব্যানার নিজেই একটা গল্প। সংক্ষিপ্ত এবং অসম্পূর্ণ! আর এই গল্পটাকে পূর্ণতা দিচ্ছে দুদিন ধরে অনবরত বাজতে থাকা 'আইনজামার হির্টে' বা দ্য লনলি শেফার্ড!
অসাধারণ মুস্তাফিজ ভাই
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অসম্ভব সুন্দর একটা ব্যানার।
----------------
স্বপ্ন হোক শক্তি
"ধর্মান্ধতা নিপাত যাক"। ধন্যবাদ, স্যাম। মনটা খুব খারাপ হয়ে আছে।
"ধর্মান্ধতা নিপাত যাক" ব্যানারটা দেখে ভাল লাগলো । ধন্যবাদ স্যাম ।
ধন্যবাদ স্যাম ভাই।
"ধর্মান্ধতা নিপাত যাক"
__________
সুপ্রিয় দেব শান্ত
ধন্যবাদ রু, এরিক, শান্ত
ধর্মান্ধতা নিপাত যাক।
ধর্মান্ধতা নিপাত যাক।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধর্মান্ধতা নিপাত যাক...
কড়িকাঠুরে
ধর্মান্ধতা নিপাত যাক এই প্রার্থনা আমাদের সবার।
রোহিংগা নিধনের সময় কি কোন ব্যানার করেছিলেন? যদি করে থাকেন লিন্কটা দিবেন প্লিজ?
করিনি।
আপনে রোহিঙ্গা নিধনের সময় কি করছিলেন কন দেখি? দুনিয়ার সবার কাছে কৈফিয়ত চেয়ে বেড়াচ্ছেন ফাজিল কুথাকার।
..................................................................
#Banshibir.
৭১ এর ধর্ষণের বিচার চাইলে হারামির দল বলে, ঐযে ইরাকে যে ধর্ষণ হইল ওইটা নিয়ে তো কিছু বললেন না। রামুর মূর্তি ভাঙ্গার বিচার চাইলে হারামির দল বলে, ঐযে রোহিঙ্গাদের যে মারল তার বিচার কেন করলেন না, ঐযে বাবরী মসজিদ যে ভাংছিল তার তো কিছু করলেন না। পাকিস্তানকে গালি দিলে শূয়োরের দল বলে, ইন্ডিয়ারে তো কিছু কইলেন না। তারচেয়ে আমরা সবাই মিলে গোল গোল ঘুরে ঘুরে ছাগোল হয়ে যাই।
রোহিঙ্গা নিয়ে এত মায়াকান্না না কেদে , মায়ানমারে গিয়া রোহিঙ্গাদের জন্য কয়েকটা স্কুল খুলেন। কাজে দিবো। রামুর বৌদ্ধরা কোন মুসলমান মেয়েকে ধর্ষণও করেনি , কারও বাড়িঘরও জ্বালায়নি। তারপরও রোহিঙ্গা দের সাথে রামুর ঘটনা মিলাচ্ছেন কেন?
দারুণ ব্যানার স্যাম
ধর্মান্ধতা নিপাত যাক
ব্যানারটি বানানোর কয়েকটি ধাপ আপনার জন্য শেয়ার করলাম চরম উদাস-
ফটোশপ এ কিছু লেয়ার এ হাতের লেখা আর ব্রাশ এর ব্যবহার করে বানানো।
আরে জোস!
..................................................................
#Banshibir.
আরে জটিল! দাঁড়ান, আমিও ব্যানার ব্যবসায় নেমে পড়তেছি কয়দিনের মধ্যেই।
দূর্দান্ত ব্যানার। এরকম একটা ব্যানারের প্রয়োজন ছিল এই মূহুর্তে।
সবার সুরে সুর মিলিয়ে আমিও বলি -
ধর্মান্ধতা নিপাত যাক
দুর্দান্ত স্ট্রোক।
-অয়ন
দুর্দান্ত ব্যানার। ফেবু র জন্য এরকম একটা কভার বানিয়ে দিলে ভাল হত।
ধন্যবাদ তাসনীম, উজানগাঁ, অয়ন, ধুসর জলছবি
[img][/img]
অথবা
ফেবুকভার
আপনার অনুমতি সাপেক্ষে ফেসবুকে কভার করছি
হিল্লোল
অনুমতি?! হাহাহা- কোন দরকার নাই
কাভারে কেমন লাগে? রঙ বা লেখার পজিশন নিয়ে কোন সাজেশন?
ধন্যবাদ হিল্লোল।
কভার হিসাবে চমৎকার
স্যাম'দা - মুক্তি দরকার।
ডাকঘর | ছবিঘর
মুক্তি আছে নাকি নাই জানিনা- কিন্তু মুক্তির সংগ্রাম জারি রাখতে হবে --
আছে তো। যুক্তির পথে মুক্তি চাই
ডাকঘর | ছবিঘর
প্রিয় স্যাম,
এভাবে সম্মানিত করার জন্য ধন্যবাদ। এ তো ব্যানার নয় নিঃশঙ্ক অনন্ত উন্মুক্ত আকাশ -- পাখা মেলবার।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
পুড়ে যাওয়া গাছগুলোয় নতুন পাতার অপেক্ষায় আমরা সবাই-----
যারা এই পোস্ট এ আসবেন তাদের জন্য - কবিতাংশ নেয়া হয়েছে রোমেল চৌধুরীর মানবতার কসম নিয়ে কবিতা থেকে।
ধন্যবাদ রোমেল ভাই।
শুধু ভালো লাগাটা জানিয়ে গেলাম স্যাম'দা। দারুণ। আর রুমেল'দার কবিতাটা নিয়েই না নূতন কি বলব...
দুটো মিলে জাস্ট পারফেক্ট
ডাকঘর | ছবিঘর
এ্যানাদার স্যাম ডেলিক্যাসি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ব্যানার দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছিল।
স্যাম, ইমাজিন শুনলে যে রকম অনুভুতি হয়, ব্যানারটা দেখে ওই জাতীয় অনুভুতি হলো।
আর মন্তব্য দেখে আমার অনুভুতি লেখার ভাষা নেই -
ধন্যবাদ ধুগোদা - মাঝে মাঝে খুব দ্বিধা নিয়ে ব্যানার পাঠাই - তারপর একটা দুটো মন্তব্য সেই দ্বিধা কাটিয়ে দেয় -আবার ও ধন্যবাদ।
দারুণ হয়েছে! পরেরটার অপেক্ষায় থাকলাম।
facebook
আপনার কল্যাণে পাওয়া এই ব্যানার এর সব উপাদান -
facebook
ইমাজিন অসম্ভব প্রিয় আমার, তাই আপনার সব ব্যানার ভালো তো লাগেই অসম্ভব, তবে এটা আমার কাছে সেরা হয়ে থাকবে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
চে'র মৃ্ত্যুতে সচলায়তন অপরাধবোধে ভুগবে কেন?
ঠিক অপরাধবোধ কি?
কিছুটা মেলে কবিতাটির কয়েক লাইনে---
আমারও কথা ছিল ছিন্নভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ারার মধ্যে
বিজয়-সঙ্গীত শোনাবার-
কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে!
অথবা
আমি এখনও প্রস্তুত হতে পারি নি, আমার অনবরত
দেরি হয়ে যাচ্ছে
আমি এখনও সুড়ঙ্গের মধ্যে আধো-আলো ছায়ার দিকে রয়ে গেছি,
আমার দেরি হয়ে যাচ্ছে
সচলায়তনে কেউ ব্যানার আপলোড করতে চাইলে তাকে একটা নির্দিষ্ট ইমেইলে পাঠাতে হয়, সেখান থেকে মডু বা অ্যাডমিনদের এক বা একাধিকজন সিদ্ধান্ত নিয়েই ব্যানারটি প্রকাশ করা হয় বলেই জানি। যদি কোন ব্যানার বা এর কথা সচলায়তনের আদর্শের পরিপন্থী হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা সেটা প্রকাশ করত না।
সুনীল গাঙ্গুলীর কবিতার লাইন এবং চে গ্যেভারাকে তৈরি স্যামের ব্যানার নিয়ে করা আপনের প্রশ্নের উত্তর অ্যাডমিনরা সত্বর দিবেন আশা রাখছি----
facebook
বিদিতলাল দাসকে পটলদা ডাকা হতো, পাতালদা নয়। দয়া করে ঠিক করে নেবেন।
ধন্যবাদ
অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা বিদিত লাল দাস অনেকটা নিভৃতেই চলে গেলেন। শুধু রেখে গেলেন তার অমর সৃষ্টিগুলো। ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘সাধের লাউ বানালো মোরে বৈরাগী’, ‘কারে দেখাবো মনে দুঃখ গো’ সহ তার সুর করা অসংখ্য গান এখনো ঘুরেফিরে সবার মুখে মুখে। সেই শিল্পী আজ পাড়ি জমালেন না ফেরার দেশে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন।
১৯৩৮ সালের ১৫ জুন সিলেট মহানগরীর শেখঘাটে জমিদার বংশে এই সুরকার জন্মগ্রহণ করেন। ছোটবেলায় শ্রী প্রাণেশ দাসের কাছে তার সঙ্গীতের হাতেখড়ি। হাসন রাজা, রাধারমন, গিয়াস উদ্দিনসহ অনেক বিখ্যাত গীতিকারের গানে সুরারোপ করেছেন তিনি। বিভিন্ন নাটক ও নৃত্যনাট্যের সঙ্গীতও পরিচালনা করেছেন বিদিত লাল দাস।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদিত লাল দাশ বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগের সভাপতি ছিলেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ক’জন শিল্পী দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত নিয়ে চর্চা ও গবেষণা চালিয়ে আসছেন বিদিত দাশ ছিলেন তাদের মধ্যে অন্যতম।
১৯৩৬ না ১৯৩৮? ব্যানার আর ভিতরের লেখায় দু'রকম হয়ে গেলযে?
উনার ছেলের করা পেজ এ তথ্য হল - ১৯৩৬ - কোন তারিখ নেই - আবার কিছু পত্রিকায় লিখেছে ১৯৩৮ - বুঝতে পাচ্ছিনা কি করা উচিত।
এই ব্যানারটার জন্যে কৃতজ্ঞতা প্রিয় ব্যানার্জি।
অনেক স্মৃতি জড়িয়ে আছে মানুষটাকে ঘিরে। কোনো একদিন হয়তো লেখা হবে সেসব।
ধন্যবাদ দাদা। জানি আপনার সময়ের অভাব---- একটা অডিও ব্লগ করা যায়না যদি লিখতে সময় না পান? অনেক স্মৃতি জড়ানো একটা মানুষ আমারো আছে - কোনদিন লিখতে পারব কিনা জানিনা-----
প্রতিদিন মন্তব্য করতে পারবো না... এক কথায় জানিয়ে রাখি 'স্যাম'দার করা সব ব্যানারের প্রতি মুগ্ধতা
______________________________________
পথই আমার পথের আড়াল
হাহাহাহাহা- হবেনা এভাবে ফাকি দেয়া - মন্তব্য চাইনা লেখা চাই মাসে একটা
কাব্য বিশারদ রোমেল ভাইয়ের পংক্তি নিয়ে করা ব্যানার থেকে শুরু এটি পর্যন্ত সবগুলোর জন্য একরাশ মুগ্ধতা, প্রিয় স্যাম।
পটলদার সৃষ্টি গুলো এতটাই অসাধারণ ছিল যে এখনো গানগুলো সমান আবেদন তৈরী করে, অমর সৃষ্টিসব!!!
_____________________
Give Her Freedom!
- আপনি নজরুল ভাই এর চাইতেও বড় ফাকিবাজ - পোস্ট কই?
ধন্যবাদ মৃত্যুময় ঈষৎ - অজস্র।
যারা আমার লেখা চান, এটা আমার জন্য দুর্ভাগ্যতম যে তারা কেউই মডু না!!!
_____________________
Give Her Freedom!
মডু নয় হে কবি - পাঠক ই হোক আপনার লেখার দাবীদার ---
ঐ মিয়া আগে কি মডুদের জন্য লিখছেন? ফাকিবাজি বাদ দিয়ে লাইনে আসেন
আপনার ব্যানার দেখা আর মুগ্ধ হওয়া একেবারে ধরা-বাঁধা হয়ে গেছে...
ইমাজিন- বিদিত লাল দাশ- বা আপাত নীরব কিন্তু সবুজ চোখের আফগান বালিকাকে মনে করে দিল আজকেরটা...
ব্যানার নিয়ে তো নূতন করে বলার মতো কিছুই নাই। অনেক মুগ্ধতা এখন মুগ্ধতাকে ছাড়িয়ে যায় হে স্যাম ম্যান
অটঃ পেইজে কমেন্টস এর সংখ্যা প্রায় তিনশ এর কাছাকাছি পৌঁছে গেছে। পাশাপাশি অনেক ইমেজ এটাচমেন্টের জন্য পেইজ লোড হতে অনেক সময় লেগে যাচ্ছে। পৃষ্ঠাটা চেইঞ্জ করে দেয়ার জন্য মডুদের দৃষ্টি আকর্ষণ করলাম
ডাকঘর | ছবিঘর
।অসাধারণ স্যাম ।
এশার দিয়ে প্রভাবিত দুর্বল উপস্থাপনা - তবুও ধন্যবাদ তাপস দা এবং জলছবি কে।
এতোসব রঙ! আজকের ব্যানারটাতে রঙ এর ছড়াছড়ি, রঙ লেগেছে বনে, রঙ লেগেছে মনে
টেস্ট পাশ করে গেছেন। দেখেই মনটা ভালো হয়ে যায়।
রু
নীচের ব্যানার ন উপরের ব্যান্র নিয়ে বললেন?
টেস্ট সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলো স্যাম ম্যান
ডাকঘর | ছবিঘর
তাশূ নতুন আইডিয়া চাই-----
বলধা গার্ডেনের শঙ্খপুকুরের সিড়িঁগুলো কী আপনার দেখা আছে? দেখা থাকলে, ওটা নিয়ে কিছু একটা করতে পারেন। খুবই সুন্দর। সিড়িগুলির প্রতি ধাপে এক এক রকম ব্যঞ্জনা। আমি তো ব্যানার করতে পারিনা, তবে কল্পনা করতে পারি, সিঁড়ির একটা ধাপে লম্বভাবে সচলায়তন লেখা আর ভূমিতে একটু ছায়া প্রলম্বিত করে লেখা "চিত্ত যেথা ভয়শূণ্য উচ্চ যেথা শির"
ভাল ছবি আছে? ধন্যবাদ
কি সুন্দর একটা ব্যানার স্যাম ভাই/আপা। খুব ভালো লাগলো।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
নতুন মন্তব্য করুন