ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।
ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।
সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭
মন্তব্য
আমি আপনার স্যাম ভাই তবে শুধু স্যাম ই ভাল
সুনীলের জন্য একটা ব্যানার করার কেউ কি নেই? ;-(
বিদায় সুনীল ব্যানারটার আগে এই ব্যানারটা ছিল -
[img][/img]
ছবি, লেখা - হাসান মোরশেদ
আজকের ব্যানারটা একটা স্বর্গীয় বিষয় হয়েছে! স্যাম আপনি দারুণ একজন শিল্পী। স্যালুট!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সাম্প্রতিক মন্তব্য সেকশন এ আপনার মন্তব্যের সুত্র ধরে এই পেজ এ এসে দেখি আরে! কোন মন্তব্য নাই!!! হাহাহা - পরে দেখি পেজ ২ --- ধন্যবাদ অনার্য দা -
এইরকম করে সচলায়তন লিখে আরো কিছু ব্যানার করা হয়েছিল - তাই অন্যরকম টাইপোগ্রাফি করার ইচ্ছা ছিল - কিন্তু একটু ফাকিবাজিই হয়ে গেল সময়ের অভাবে - আমি তো ভেবেছিলাম আপ ই হবেনা ! ব্যানারটার একটা রেফারেন্স দিয়ে রাখি -
যদি আরেকটা ব্লগ লিখি কাজে লাগবে
আপ্নাকে আবারও অনেক ধন্যবাদ অনার্য দা!
প্রিয় ব্যানারজি, আর কতবার মুগ্ধ হব। আপনি তো অন্যান্য ব্যানার শিল্পীদের লুলা করে দিচ্ছেন
আরে নাহ - আমার সময় ছিল হাতে তাই বেশি করা হয়েছে ব্যানার - অন্যরা হয়ত বেশি ব্যস্ত - সময় পেলেই করে ফেলবেন আরো চমৎকার সব ব্যানার - ধন্যবাদ হিল্লোল - আপনার পছন্দের রঙ কি?
এই স্যাম লোকটা একটা জিনিয়াস।
..................................................................
#Banshibir.
ঠিক ঠিক, একদম হক কথা!
স্যাম, একটা সত্যি কথা বলেন ভাইজান: আপনি কোন চালের ভাত খান আর কোন কোম্পানির ময়দা?
একদম ঠিক পীরভাই।
স্যাম, আপনার এই ব্যানারটা বেশ অভিনব - লেয়ারগুলো দারুণ হয়েছে। ছবি-লেখা-সচলায়তন এই ফরম্যাট ভাঙ্গা খুব কষ্ট - কিন্তু এই ব্যানারটার কম্পজিশান দুর্দান্ত হয়েছে। আমি ইলেকশানে দাঁড়ালে সব নির্বাচনী ব্যানার আপনাকে দিয়ে করাতাম।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
সত্যপীর, বাপ্পীহায়াত, ফাহিম হাসান - সবাইকে ধন্যবাদ।
এই ব্যানার এর সবকিছুর যোগানদার পীরসাহেব -
ভয়াবহ সুন্দররে ভাই!!!
আহা!!! ভাল থাকুন কর্তা...
দারুণ স্যাম ভাই...
স্যাম্ভাই্, আপনে একটা বস্তু বটে!!!
-বেচারাথেরিয়াম
স্যাম একটা বিদঘুটে বিশ্বকোষ, কোন কিছুই তার নজর এড়ায় না!
facebook
আসলেই অনেক সুন্দর হইছে ব্যানার্জি
হিল্লোল
মৃত্যুময় ঈষৎ, কড়িকাঠুরে, বেচারাথেরিয়াম, অণু, হিল্লোল - সবাইকে ধন্যবাদ
@স্যামঃ আপনার টাইপোগ্রাফি দেখে মুগ্ধ হই বার বার। একটা টিউটোরিয়াল করে ফেলুন প্লিজ।
ইচ্ছার আগুনে জ্বলছি...
আচ্ছা, দেখি পারি কিনা । ধন্যবাদ
গরম প্য়ালেট আর কদ্দিন?
বাহ, বেশ লাগছে, মিয়া ছবির চেয়ে ব্যানার সুন্দর হইল ক্যা!
ইয়ে আমার নাম অণুর বদলে অনু হল যে< মডুবৃন্দ জবাব চাই, দিতে হপে
facebook
মেইল এ আমিতো অণু লিখেছিলাম - নাকি এটা অন্য কেউ?
মূল ছবিটা খুব সুন্দর! রংটাও খারাপ না - কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যেন নাই
দিল ঠান্ডা হয়ে গেল।
এগুলা কি আইবিস?
হ, আইবিস, Glossy Ibis (Plegadis falcinellus) , কিউবার জাপাতা পেনিনসুলায় তোলা
facebook
দুর্দান্ত দা - এশার তো খুব ঝামেলায় ফেলে রেখেছে--- ব্যানার বাদ দিয়ে ভাবছি অন্য কিছু করব এশার এর লাইনে।
খুবই আশার কথা। একটা ফুটফুটে ছবিব্লগের আবদার করে গেলাম।
ও আরেকটা কথা ক্রোম বুবহার করছিলাম সাম্প্রতিক মন্তব্যে দেখলাম আপনাদের দুজনের নাম দেখাচ্ছে কিন্তু প্রতিক্রিয়ায় কোন ভাবেই দেখতে পাচ্ছিলাম না! আবার মজিলা খুলে পরে দেখতে পেলাম - মন্তব্যসংখ্যা বেশি হয়ে গেলে আমার মনে হয় সাম্প্রতিক মন্তব্যের মাথা ঠিক থাকেনা মানে ওই লিঙ্ক আর কাজ করেনা।
উড়ে যায় বকপক্ষী, দিল ঠান্ডা নীল
"অনু"দা আর স্যাম্ভাইর কোলাবরেশন তো ব্যাফুক হইছে। এইছবি গুলান ফেবুর কভার দেয়ার অপশন রাখলে মনে হয় আমি ডেলিডেলি সচলের মত কভার দিতাম।
--বেচারাথেরিয়াম
এহহহ--- আবার ফেবু কাভার
তবে সব না হলেও এরপর মাঝে মাঝে (যেমন বিজয় দিবস) কিছু ব্যনার এর একটা ফেবু ভার্শন ভেবে রাখব।
অণুদার যেপরিমান ছবি আছে স্যাম্ভাই সারাজীবন ব্যানার করে শেষ করতে পারবেনা
হ দিয়েন রাইখা, ধর্মনিরপেক্ষতারটা পাইছিলাম। অনেকদিন টাঙ্গাই রাখছিলাম
মডুদের সমীপেঃ
আইচ্ছা ব্যানার বানানোর এলেম নাই কিন্তু দুয়েকটা ছবি মাঝেমধ্যে তুলি ব্যানারের জন্য ছবি পাঠানোর অপশন কি আছে।
প্রশ্নটা আমার মনে হয় আপনি contact এট সচলায়তন ডট com এও পাঠিয়ে দিন, আর মডুরা এখানে উত্তর দিলে তো ভালই।
সকালবেলা সচল খুলে এমন নীল রঙ দেখে মন ভাল হয়ে গেল। তারেক অনু আর স্যাম দুজনকেই মন ভাল করে দেবার জন্য
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
একটা মেডেল দিতে চাই।
- রংটা আরেকটু অন্যরকম করতে পারতাম!
নূর হোসেন পুরাই অন্য ফ্লেভারের হইছে। ব্যানার্জী স্যাম্ভাই-
--বেচারাথেরিয়াম
আপনার জন্য ফেবু কভার
[img][/img]
আমিও রেখে দিলাম।
নিচের টপিক: নিচের কমেন্ট করতে গিয়ে ছবির দৈর্ঘ্য-প্রস্থ উল্টিয়ে ফেলেছি- দেখে তো হা হয়ে ছিলাম... গাঁধা...
মানে এত যে ভাল্লাগে কি কইতাম। আমার ফেবু পুরা অন্যরকম হইয়া গেল(https://www.facebook.com/aarsalan)।
--বেচারাথেরিয়াম
- আপনি নমস্যঃ
নুর হোসেন এর মতন সাহসী হয়ে উঠি আমরা সবাই --- খুব ইচ্ছা হয়-----
উফফফ্ । এত্তো সুন্দর ব্যানার আগে কখনো দেখিনি! অসামান্য!!!!!!!!!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
সাবাস
(সুনীলের কোন একটা বইয়ের প্রচ্ছদে এরকম টাইপোগ্রাফি দেখেছিলাম, সম্ভবত একা এবং কয়েকজন)
..................................................................
#Banshibir.
আমিও কোথায় কোথায় যেন দেখেছিলাম - কিন্তু বই গুলো মনে করতে পারিনা - কিন্তু মনের মধ্যে এক্টা ছায়া রয়ে গিয়েছিল - বিশেষ করে 'ব' টা একদম মনে হয় এরকমি ছিল---- হাতের কাছে পেলে কভারটার একটা ছবি দিয়েন - ধন্যবাদ সত্যপীর।
স্যাম বস,
সব সময়ে আপনাকে বলা হয় না।
কিন্তু প্রতিবার দিনে অন্তত একবার হলেও সচল খুলি লেখা পড়ার জন্যে নয়--
আপনার দেয়া ব্যানার দেখার জন্যে!
আপনার ব্যানার একটা অন্যমাত্রায় পৌঁছেছে
আপনি নমস্য ......
স্যাম, নুর হোসেনকে নিয়ে করা এই ব্যানারটা দারুন নাড়া দিয়ে গেল । নুর হোসেন যেদিন মিছিলে বুকে পিঠে শ্লোগান লিখে মারা গেল তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । সারা জীবন আমি সেই স্মৃতি বুকে নিয়ে বাঁচব ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
ধন্যবাদ অনিকেত, জোহরা।
ব্যানার এর ছবিটি পাভেল রহমান এর তোলা।
তার আরেকটি ছবি -
[img][/img]
"বুক তার বাংলাদেশের হৃদয়"- অসাধারণ ব্যানার হয়েছে স্যাম। বুকটা ভরে গেছে দেখে। নুর হোসেনকে সম্মান জানাবার জন্য এর চেয়ে ভালো কিছু দেখিনি ব্লগে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
স্যাম, আপনার করা নুর হোসেন ব্যানারটি নাড়া দিয়ে গেল ভীষন । নুর হোসেন যেদিন বুকে পিঠে শ্লোগান লিখে আত্মাহুতি দেয় গণতন্ত্রের স্বপ্নপুরন করতে, সেদিনটির স্মৃতি আমৃত্যু আমার বুকের গভীরে থাকবে । আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । কোনদিন ভূলব না নুর হোসেনকে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আজকের ব্যানারটা অন্যরকম, আমি যতদিন ধরে সচল পড়ি তার মধ্যে এরকম সাদার আধিক্যের ব্যা্নার দেখি নাই। ব্যানারে ।
তবে একটু কনফিউজড স্যাম্ভাই, আজকে কি কোন বিশেষ দিবস নাকি শকুনরূপী শিবিরগুলোকে উদ্দেশ্য করে এই ব্যানার।
--বেচারাথেরিয়াম
ব্যানারের জন্য নোবেল প্রদান করার জন্য মরহুম আলফ্রেড নোবেলের কাছে আকুল আবেদন জানাই। আর প্রতি বছর সেটা যেন স্যাম ই পায়
হিল্লোল
সুন্দর হয়েছে।
স্যাম ভাইকে কি ছবির ব্যাপারে পারসোনালি বার্তা পাঠাতে পারি?
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ব্যানার এর প্রতিক্রিয়া জানানো এখন বেশ কস্টসাধ্য - অনেক ধন্যবাদ কস্ট স্বীকার করে মন্তব্য জানানোর জন্য সবাইকে।
বেচারাথেরিয়াম- পরেরটাই ঠিক
হিল্লোল - খুব ভাল আবেদন হয়েছে - বিশেষ করে যার কাছে করেছেন
ক্রেসিডা - হ্যা - samintent এট gmail.com
স্যাম, "তুমি বাংলা ছাড়ো" ব্যানারটা অসাধারণ হয়েছে।
প্রথমে পড়েছিলাম এভাবে "স্যাম, তুমি বাংলা ছাড়ো" -
ধন্যবাদ রু। তবে আমার কাছে ব্যানারটা অসম্পূর্ন লাগছে - মানে ডান দিক্টায় ্ঠিক মন মত হয়নি
স্যাম ভাই
আজ সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। উনাকে নিয়ে একটা ব্যানারের দাবী জানিয়ে গেলাম
আগাম ধন্যবাদ
সঞ্জীব বেঁচে থাকবেন আজীবন কিছু রাতজাগা মানুষের ঘুমহীন চোখে। ব্যানার ভালো হইছে স্যাম্ভাই।
--বেচারাথেরিয়াম
কি অদ্ভুত সুন্দর সুন্দর সব ব্যানার, স্যাম ভাই, কেম্নে করেন?
শুভকামনা রইল। আরও সুন্দর সব ব্যানারের প্রতীক্ষায় রইলাম।
সঞ্জীবের চেহারার সাথে ইয়ানির চেহারার একটা হালকার উপর ঝাপসা মত মিল ছিল।
হুম!
থ্যান্ক ইয়্যু স্যাম ভাই - সঞ্জীব চৌধুরীকে নিয়ে ব্যানারের অনুরোধ রাখার জন্য অনেক
স্বপ্নের কথা বলা মানুষ...
ধন্যবাদ সবাইকে
অনেকদিন ব্যস্ততার কারণে সচল পড়া হয়নি। আজ পুরাতন লেখাগুলো পড়ছিলাম। বলাবাহুল্য, একটা দীর্ঘসময় স্যাম আপনার করা ব্যানারগুলো নিয়ে পড়ে থাকলাম আমি!
আপনি ভালো থাকুন সবসময়।
আপনার করা ব্যনারগুলো এখনো দেখি আমি - দূর্দান্ত সব কাজ ছিল - দুঃখজনক যে সব দেখায়না
অনেক ধন্যবাদ প্রিয় ব্যানার্জি উজানগাঁ ! অপেক্ষায় আছি অনেকদিন ...
সঞ্জীবদাকে নিয়ে করা ব্যানারটা খুব ভাল হয়েছে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
দারুণ
..................................................................
#Banshibir.
এই ব্যানার এর লেখাটি কবি সুকান্ত'র - আর কৃতজ্ঞতা সচল অনার্য সঙ্গীত কে -
STOP GAZA Massacre - অংশটুকু নেয়া হয়েছে FireflyWayfarer এর পোস্টার থেকে
গাজায় সাম্প্রতিক আগ্রাসন এর ছবিগুলো বিভিন্ন ওয়েব এবং নিউজ পোর্টাল এর রয়াল্টি ফ্রি অংশ থেকে সংগৃহিত ।
ধন্যবাদ সবাইকে - অনেক কষ্ট করে ্মন্তব্য করার জন্য।
অসাধারণ!
আশুলিয়ার ঘটনার প্রতিবাদে করা ব্যানারটি দেখে বলছি । কিছু কি করা যায় এই সব তথাকথিত "দূর্ঘটনার" প্রতিবাদে ? ঠিক জানি না কী করা যেতে পারে । কিন্তু এই সব নিয়মিত "দূর্ঘটনার" খবর আর ভাল লাগে না । মানুষতো নয় যেন ছাড়পোকা, কিন্তু এই সব ছাড়পোকাদেরও দুগ্ধ পোষ্য শিশু আছে, আছে অশীতিপর মা । বেলা শেষে এদেরও ঘরে ফেরার অপেক্ষায় থাকে আপনজনরা । কবে যে সবার জন্য বেঁচে থাকার একদম ন্যূনতম শর্তগুলো পুরন করা সম্ভব হবে ?
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
অনেকদিন পর...
অসাধারণ- উজানগাঁ!
ব্যানার্জীরা সব কই? বাংলাদেশের সব থেকে বড় জয় উপলক্ষে একটা হালুম হালুম ব্যানার চাই!!! ॥
দারুন শুরু বিজয় উৎসব এর - ব্যানার্জীরা সব কই? ????????? (আমার কাছে ভালো ছবি নাই - কেউ পাঠালে একটা চেস্টা করতে পারি samintentএটyahoo.com
দুর্দান্ত ব্যানার হে ব্যানার্জি !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
স্যাম, দু:ক্ষিত, এই ব্যানারটা খুব একটা ভালো লাগেনি। ব্যাকগ্রাউন্ডের রং আর সাদা বর্ডারটা ভালো লাগেনি। তাছাড়া, ক্রিকেটার বিজয় আর মিছিলের সামনের বাচ্চাটাকে একসাথে দেখতেও ভালো লাগেনি। এই বাচ্চাটাকে যতবার দেখি একধরনের অনুভুতি হয়, একটা খেলায় জেতার আনন্দ সম্পূর্ণ অন্যরকম। আমার ব্যক্তিগত অভিমত জানালাম।
বিজয়ের মাস বলে মনে হয় দুটো বিষয়ই এসেছে।
ধন্যবাদ রু - আমার যেটা হয়- কোন কাজ করার সময় যতটা ভাল লাগে - শেষ হওয়ার পর আর ভাল লাগেনা অনেক খুঁত চোখে পরতে থাকে - তবে সবচেয়ে খারাপ ব্যানারটাও অনেক যত্ন ও ভালবাসা দিয়েই করার চেস্টা করি।
৪ ডিসেম্বর, ২০১২, এই ব্যানার হোক একটি নতুন যাত্রার পদধ্বনি। এ আগুন ছড়িয়ে পড়ুক সবখানে।
এই ব্যানার টা ফেবুর কাভারের জন্য তৈরি করে দেয়া যায় না স্যাম।
[img][/img]
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
জামাত-শিবির-রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়!!!
দারুন ব্যানার হইছে স্যাম্ভাই
বাহ্- মন ভাল করে দেয়া ব্যানার মুস্তাফিজ ভাই... সুস্থির...
এত জটিল অবস্থা কেনু? কেনু?? কেনু মুস্তাফিজ ভাই???
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন