ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৮

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শনি, ০৭/০৭/২০১২ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।

সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭


মন্তব্য

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
আমি আপনার স্যাম ভাই হাসি তবে শুধু স্যাম ই ভাল হাসি

মাকড়শার বউ এর ছবি

সুনীলের জন্য একটা ব্যানার করার কেউ কি নেই? ;-(

স্যাম এর ছবি

স্যাম এর ছবি

বিদায় সুনীল ব্যানারটার আগে এই ব্যানারটা ছিল -
[img][/img]
ছবি, লেখা - হাসান মোরশেদ

অনার্য সঙ্গীত এর ছবি

‌আজকের ব্যানারটা একটা স্বর্গীয় বিষয় হয়েছে! স্যাম আপনি দারুণ একজন শিল্পী। স্যালুট!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্যাম এর ছবি

সাম্প্রতিক মন্তব্য সেকশন এ আপনার মন্তব্যের সুত্র ধরে এই পেজ এ এসে দেখি আরে! কোন মন্তব্য নাই!!! হাহাহা - পরে দেখি পেজ ২ খাইছে --- ধন্যবাদ অনার্য দা -
এইরকম করে সচলায়তন লিখে আরো কিছু ব্যানার করা হয়েছিল - তাই অন্যরকম টাইপোগ্রাফি করার ইচ্ছা ছিল - কিন্তু একটু ফাকিবাজিই হয়ে গেল সময়ের অভাবে - আমি তো ভেবেছিলাম আপ ই হবেনা ! ব্যানারটার একটা রেফারেন্স দিয়ে রাখি -

যদি আরেকটা ব্লগ লিখি কাজে লাগবে হাসি

আপ্নাকে আবারও অনেক ধন্যবাদ অনার্য দা!

হিল্লোল এর ছবি

প্রিয় ব্যানারজি, আর কতবার মুগ্ধ হব। আপনি তো অন্যান্য ব্যানার শিল্পীদের লুলা করে দিচ্ছেন হাসি

স্যাম এর ছবি

আরে নাহ - আমার সময় ছিল হাতে তাই বেশি করা হয়েছে ব্যানার - অন্যরা হয়ত বেশি ব্যস্ত - সময় পেলেই করে ফেলবেন আরো চমৎকার সব ব্যানার - ধন্যবাদ হিল্লোল - আপনার পছন্দের রঙ কি?

সত্যপীর এর ছবি

এই স্যাম লোকটা একটা জিনিয়াস।

..................................................................
#Banshibir.

বাপ্পীহায়াত এর ছবি

ঠিক ঠিক, একদম হক কথা!

স্যাম, একটা সত্যি কথা বলেন ভাইজান: আপনি কোন চালের ভাত খান আর কোন কোম্পানির ময়দা?
গুরু গুরু

ফাহিম হাসান এর ছবি

একদম ঠিক পীরভাই।

স্যাম, আপনার এই ব্যানারটা বেশ অভিনব - লেয়ারগুলো দারুণ হয়েছে। ছবি-লেখা-সচলায়তন এই ফরম্যাট ভাঙ্গা খুব কষ্ট - কিন্তু এই ব্যানারটার কম্পজিশান দুর্দান্ত হয়েছে। আমি ইলেকশানে দাঁড়ালে সব নির্বাচনী ব্যানার আপনাকে দিয়ে করাতাম।

স্যাম এর ছবি

সত্যপীর, বাপ্পীহায়াত, ফাহিম হাসান - সবাইকে ধন্যবাদ।
এই ব্যানার এর সবকিছুর যোগানদার পীরসাহেব - হাসি

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

ভয়াবহ সুন্দররে ভাই!!!

কড়িকাঠুরে এর ছবি

আহা!!! ভাল থাকুন কর্তা... গুরু গুরু

দারুণ স্যাম ভাই...

অতিথি লেখক এর ছবি

স্যাম্ভাই্‌, আপনে একটা বস্তু বটে!!!

-বেচারাথেরিয়াম

তারেক অণু এর ছবি

স্যাম একটা বিদঘুটে বিশ্বকোষ, কোন কিছুই তার নজর এড়ায় না! কোলাকুলি

অতিথি লেখক এর ছবি

আসলেই অনেক সুন্দর হইছে ব্যানার্জি চলুক

হিল্লোল

স্যাম এর ছবি

মৃত্যুময় ঈষৎ, কড়িকাঠুরে, বেচারাথেরিয়াম, অণু, হিল্লোল - সবাইকে ধন্যবাদ হাসি

স্পর্শ এর ছবি

@স্যামঃ আপনার টাইপোগ্রাফি দেখে মুগ্ধ হই বার বার। একটা টিউটোরিয়াল করে ফেলুন প্লিজ। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্যাম এর ছবি

আচ্ছা, দেখি পারি কিনা হাসি । ধন্যবাদ

স্যাম এর ছবি

দুর্দান্ত এর ছবি

গরম প্য়ালেট আর কদ্দিন?

তারেক অণু এর ছবি

বাহ, বেশ লাগছে, মিয়া ছবির চেয়ে ব্যানার সুন্দর হইল ক্যা!

ইয়ে আমার নাম অণুর বদলে অনু হল যে< মডুবৃন্দ জবাব চাই, দিতে হপে শয়তানী হাসি

স্যাম এর ছবি

মেইল এ আমিতো অণু লিখেছিলাম - নাকি এটা অন্য কেউ? দেঁতো হাসি
মূল ছবিটা খুব সুন্দর! রংটাও খারাপ না - কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যেন নাই মন খারাপ

দুর্দান্ত এর ছবি

দিল ঠান্ডা হয়ে গেল। চলুক
এগুলা কি আইবিস?

তারেক অণু এর ছবি

হ, আইবিস, Glossy Ibis (Plegadis falcinellus) , কিউবার জাপাতা পেনিনসুলায় তোলা

স্যাম এর ছবি

দুর্দান্ত দা - এশার তো খুব ঝামেলায় ফেলে রেখেছে--- ব্যানার বাদ দিয়ে ভাবছি অন্য কিছু করব এশার এর লাইনে।

দুর্দান্ত এর ছবি

খুবই আশার কথা। একটা ফুটফুটে ছবিব্লগের আবদার করে গেলাম।

স্যাম এর ছবি

ও আরেকটা কথা ক্রোম বুবহার করছিলাম সাম্প্রতিক মন্তব্যে দেখলাম আপনাদের দুজনের নাম দেখাচ্ছে কিন্তু প্রতিক্রিয়ায় কোন ভাবেই দেখতে পাচ্ছিলাম না! আবার মজিলা খুলে পরে দেখতে পেলাম - মন্তব্যসংখ্যা বেশি হয়ে গেলে আমার মনে হয় সাম্প্রতিক মন্তব্যের মাথা ঠিক থাকেনা চোখ টিপি মানে ওই লিঙ্ক আর কাজ করেনা।

স্যাম এর ছবি

অতিথি লেখক এর ছবি

উড়ে যায় বকপক্ষী, দিল ঠান্ডা নীল
"অনু"দা আর স্যাম্ভাইর কোলাবরেশন তো ব্যাফুক হইছে। এইছবি গুলান ফেবুর কভার দেয়ার অপশন রাখলে মনে হয় আমি ডেলিডেলি সচলের মত কভার দিতাম।

--বেচারাথেরিয়াম

স্যাম এর ছবি

এহহহ--- আবার ফেবু কাভার খাইছে
তবে সব না হলেও এরপর মাঝে মাঝে (যেমন বিজয় দিবস) কিছু ব্যনার এর একটা ফেবু ভার্শন ভেবে রাখব।
অণুদার যেপরিমান ছবি আছে স্যাম্ভাই সারাজীবন ব্যানার করে শেষ করতে পারবেনা দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

হ দিয়েন রাইখা, ধর্মনিরপেক্ষতারটা পাইছিলাম। অনেকদিন টাঙ্গাই রাখছিলাম

অতিথি লেখক এর ছবি

মডুদের সমীপেঃ
আইচ্ছা ব্যানার বানানোর এলেম নাই কিন্তু দুয়েকটা ছবি মাঝেমধ্যে তুলি ব্যানারের জন্য ছবি পাঠানোর অপশন কি আছে।

স্যাম এর ছবি

প্রশ্নটা আমার মনে হয় আপনি contact এট সচলায়তন ডট com এও পাঠিয়ে দিন, আর মডুরা এখানে উত্তর দিলে তো ভালই।

শাব্দিক এর ছবি

সকালবেলা সচল খুলে এমন নীল রঙ দেখে মন ভাল হয়ে গেল। তারেক অনু আর স্যাম দুজনকেই মন ভাল করে দেবার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

দুর্দান্ত এর ছবি

একটা মেডেল দিতে চাই।

স্যাম এর ছবি

হাসি - রংটা আরেকটু অন্যরকম করতে পারতাম!

অতিথি লেখক এর ছবি

নূর হোসেন পুরাই অন্য ফ্লেভারের হইছে। গুরু গুরু ব্যানার্জী স্যাম্ভাই-
--বেচারাথেরিয়াম

স্যাম এর ছবি

আপনার জন্য ফেবু কভার
[img][/img]

কড়িকাঠুরে এর ছবি

আমিও রেখে দিলাম।

নিচের টপিক: নিচের কমেন্ট করতে গিয়ে ছবির দৈর্ঘ্য-প্রস্থ উল্টিয়ে ফেলেছি- দেখে তো হা হয়ে ছিলাম... গাঁধা...

অতিথি লেখক এর ছবি

মানে এত যে ভাল্লাগে কি কইতাম। আমার ফেবু পুরা অন্যরকম হইয়া গেল(https://www.facebook.com/aarsalan)। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
--বেচারাথেরিয়াম

কড়িকাঠুরে এর ছবি

গুরু গুরু - আপনি নমস্যঃ

স্যাম এর ছবি

নুর হোসেন এর মতন সাহসী হয়ে উঠি আমরা সবাই --- খুব ইচ্ছা হয়-----

ক্রেসিডা এর ছবি

উফফফ্ । এত্তো সুন্দর ব্যানার আগে কখনো দেখিনি! অসামান্য!!!!!!!!!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সত্যপীর এর ছবি

সাবাস চলুক চলুক

(সুনীলের কোন একটা বইয়ের প্রচ্ছদে এরকম টাইপোগ্রাফি দেখেছিলাম, সম্ভবত একা এবং কয়েকজন)

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

আমিও কোথায় কোথায় যেন দেখেছিলাম - কিন্তু বই গুলো মনে করতে পারিনা - কিন্তু মনের মধ্যে এক্টা ছায়া রয়ে গিয়েছিল - বিশেষ করে 'ব' টা একদম মনে হয় এরকমি ছিল---- হাতের কাছে পেলে কভারটার একটা ছবি দিয়েন - ধন্যবাদ সত্যপীর।

অনিকেত এর ছবি

স্যাম বস,
সব সময়ে আপনাকে বলা হয় না।
কিন্তু প্রতিবার দিনে অন্তত একবার হলেও সচল খুলি লেখা পড়ার জন্যে নয়--
আপনার দেয়া ব্যানার দেখার জন্যে!
আপনার ব্যানার একটা অন্যমাত্রায় পৌঁছেছে
আপনি নমস্য ...... গুরু গুরু

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম, নুর হোসেনকে নিয়ে করা এই ব্যানারটা দারুন নাড়া দিয়ে গেল । নুর হোসেন যেদিন মিছিলে বুকে পিঠে শ্লোগান লিখে মারা গেল তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । সারা জীবন আমি সেই স্মৃতি বুকে নিয়ে বাঁচব ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি

ধন্যবাদ অনিকেত, জোহরা।
ব্যানার এর ছবিটি পাভেল রহমান এর তোলা।
তার আরেকটি ছবি -
[img][/img]

নীড় সন্ধানী এর ছবি

"বুক তার বাংলাদেশের হৃদয়"- অসাধারণ ব্যানার হয়েছে স্যাম। বুকটা ভরে গেছে দেখে। নুর হোসেনকে সম্মান জানাবার জন্য এর চেয়ে ভালো কিছু দেখিনি ব্লগে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম, আপনার করা নুর হোসেন ব্যানারটি নাড়া দিয়ে গেল ভীষন । নুর হোসেন যেদিন বুকে পিঠে শ্লোগান লিখে আত্মাহুতি দেয় গণতন্ত্রের স্বপ্নপুরন করতে, সেদিনটির স্মৃতি আমৃত্যু আমার বুকের গভীরে থাকবে । আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । কোনদিন ভূলব না নুর হোসেনকে ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

আজকের ব্যানারটা অন্যরকম, আমি যতদিন ধরে সচল পড়ি তার মধ্যে এরকম সাদার আধিক্যের ব্যা্নার দেখি নাই। ব্যানারে চলুক
তবে একটু কনফিউজড স্যাম্ভাই, আজকে কি কোন বিশেষ দিবস নাকি শকুনরূপী শিবিরগুলোকে উদ্দেশ্য করে এই ব্যানার।

--বেচারাথেরিয়াম

অতিথি লেখক এর ছবি

ব্যানারের জন্য নোবেল প্রদান করার জন্য মরহুম আলফ্রেড নোবেলের কাছে আকুল আবেদন জানাই। আর প্রতি বছর সেটা যেন স্যাম ই পায়

হিল্লোল

ক্রেসিডা এর ছবি

সুন্দর হয়েছে।

স্যাম ভাইকে কি ছবির ব্যাপারে পারসোনালি বার্তা পাঠাতে পারি?

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

স্যাম এর ছবি

ব্যানার এর প্রতিক্রিয়া জানানো এখন বেশ কস্টসাধ্য মন খারাপ - অনেক ধন্যবাদ কস্ট স্বীকার করে মন্তব্য জানানোর জন্য সবাইকে।
বেচারাথেরিয়াম- পরেরটাই ঠিক হাসি
হিল্লোল - খুব ভাল আবেদন হয়েছে - বিশেষ করে যার কাছে করেছেন শয়তানী হাসি
ক্রেসিডা - হ্যা - samintent এট gmail.com

রু এর ছবি

স্যাম, "তুমি বাংলা ছাড়ো" ব্যানারটা অসাধারণ হয়েছে।

স্যাম এর ছবি

প্রথমে পড়েছিলাম এভাবে "স্যাম, তুমি বাংলা ছাড়ো" - শয়তানী হাসি
ধন্যবাদ রু। তবে আমার কাছে ব্যানারটা অসম্পূর্ন লাগছে - মানে ডান দিক্টায় ্ঠিক মন মত হয়নি মন খারাপ

বাপ্পীহায়াত এর ছবি

স্যাম ভাই
আজ সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। উনাকে নিয়ে একটা ব্যানারের দাবী জানিয়ে গেলাম
আগাম ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

সঞ্জীব বেঁচে থাকবেন আজীবন কিছু রাতজাগা মানুষের ঘুমহীন চোখে। ব্যানার ভালো হইছে স্যাম্ভাই।
--বেচারাথেরিয়াম

সাফিনাজ আরজু  এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
কি অদ্ভুত সুন্দর সুন্দর সব ব্যানার, স্যাম ভাই, কেম্নে করেন? চিন্তিত

শুভকামনা রইল। আরও সুন্দর সব ব্যানারের প্রতীক্ষায় রইলাম।

দুর্দান্ত এর ছবি

সঞ্জীবের চেহারার সাথে ইয়ানির চেহারার একটা হালকার উপর ঝাপসা মত মিল ছিল।

স্যাম এর ছবি

হুম!

বাপ্পীহায়াত এর ছবি

থ্যান্ক ইয়্যু স্যাম ভাই - সঞ্জীব চৌধুরীকে নিয়ে ব্যানারের অনুরোধ রাখার জন্য অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

কড়িকাঠুরে এর ছবি

স্বপ্নের কথা বলা মানুষ...

স্যাম এর ছবি

ধন্যবাদ সবাইকে

উজানগাঁ এর ছবি

অনেকদিন ব্যস্ততার কারণে সচল পড়া হয়নি। আজ পুরাতন লেখাগুলো পড়ছিলাম। বলাবাহুল্য, একটা দীর্ঘসময় স্যাম আপনার করা ব্যানারগুলো নিয়ে পড়ে থাকলাম আমি!

আপনি ভালো থাকুন সবসময়।

স্যাম এর ছবি

আপনার করা ব্যনারগুলো এখনো দেখি আমি - দূর্দান্ত সব কাজ ছিল - দুঃখজনক যে সব দেখায়না মন খারাপ
অনেক ধন্যবাদ প্রিয় ব্যানার্জি উজানগাঁ ! অপেক্ষায় আছি অনেকদিন ...

জোহরা ফেরদৌসী এর ছবি

সঞ্জীবদাকে নিয়ে করা ব্যানারটা খুব ভাল হয়েছে ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

ধুসর জলছবি এর ছবি

চলুক চলুক চলুক

সত্যপীর এর ছবি

দারুণ চলুক

..................................................................
#Banshibir.

ত্যাঁদড় এর ছবি

চলুক

স্যাম এর ছবি


এই ব্যানার এর লেখাটি কবি সুকান্ত'র - আর কৃতজ্ঞতা সচল অনার্য সঙ্গীত কে -
STOP GAZA Massacre - অংশটুকু নেয়া হয়েছে FireflyWayfarer এর পোস্টার থেকে
গাজায় সাম্প্রতিক আগ্রাসন এর ছবিগুলো বিভিন্ন ওয়েব এবং নিউজ পোর্টাল এর রয়াল্টি ফ্রি অংশ থেকে সংগৃহিত ।

ধন্যবাদ সবাইকে - অনেক কষ্ট করে ্মন্তব্য করার জন্য।

রু এর ছবি

অসাধারণ!

জোহরা ফেরদৌসী এর ছবি

আশুলিয়ার ঘটনার প্রতিবাদে করা ব্যানারটি দেখে বলছি । কিছু কি করা যায় এই সব তথাকথিত "দূর্ঘটনার" প্রতিবাদে ? ঠিক জানি না কী করা যেতে পারে । কিন্তু এই সব নিয়মিত "দূর্ঘটনার" খবর আর ভাল লাগে না । মানুষতো নয় যেন ছাড়পোকা, কিন্তু এই সব ছাড়পোকাদেরও দুগ্ধ পোষ্য শিশু আছে, আছে অশীতিপর মা । বেলা শেষে এদেরও ঘরে ফেরার অপেক্ষায় থাকে আপনজনরা । কবে যে সবার জন্য বেঁচে থাকার একদম ন্যূনতম শর্তগুলো পুরন করা সম্ভব হবে ?

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি


অনেকদিন পর...
অসাধারণ- উজানগাঁ!

বেচারাথেরিয়াম এর ছবি

ব্যানার্জীরা সব কই? বাংলাদেশের সব থেকে বড় জয় উপলক্ষে একটা হালুম হালুম ব্যানার চাই!!! ধইরা ঠুয়া দিয়া দিমু... ঘেঁয়াও... চক্ষু খুইল্যা গুট্টি খেলুম, গুট্টি... ইয়েস বাঘ মামা, ইয়েস!!!
কোপাও মামা...

স্যাম এর ছবি

দারুন শুরু বিজয় উৎসব এর - ব্যানার্জীরা সব কই? ????????? (আমার কাছে ভালো ছবি নাই - কেউ পাঠালে একটা চেস্টা করতে পারি samintentএটyahoo.com

অরফিয়াস এর ছবি

দুর্দান্ত ব্যানার হে ব্যানার্জি !! গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রু এর ছবি


স্যাম, দু:ক্ষিত, এই ব্যানারটা খুব একটা ভালো লাগেনি। ব্যাকগ্রাউন্ডের রং আর সাদা বর্ডারটা ভালো লাগেনি। তাছাড়া, ক্রিকেটার বিজয় আর মিছিলের সামনের বাচ্চাটাকে একসাথে দেখতেও ভালো লাগেনি। এই বাচ্চাটাকে যতবার দেখি একধরনের অনুভুতি হয়, একটা খেলায় জেতার আনন্দ সম্পূর্ণ অন্যরকম। আমার ব্যক্তিগত অভিমত জানালাম।

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

বিজয়ের মাস বলে মনে হয় দুটো বিষয়ই এসেছে।

স্যাম এর ছবি

ধন্যবাদ রু - আমার যেটা হয়- কোন কাজ করার সময় যতটা ভাল লাগে - শেষ হওয়ার পর আর ভাল লাগেনা খাইছে অনেক খুঁত চোখে পরতে থাকে - তবে সবচেয়ে খারাপ ব্যানারটাও অনেক যত্ন ও ভালবাসা দিয়েই করার চেস্টা করি।

তানিম এহসান এর ছবি

৪ ডিসেম্বর, ২০১২, এই ব্যানার হোক একটি নতুন যাত্রার পদধ্বনি। এ আগুন ছড়িয়ে পড়ুক সবখানে।

গুরু গুরু

ধুসর জলছবি এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু এই ব্যানার টা ফেবুর কাভারের জন্য তৈরি করে দেয়া যায় না স্যাম। হাসি

স্যাম এর ছবি

[img][/img]

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

বেচারাথেরিয়াম এর ছবি

জামাত-শিবির-রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়!!!
দারুন ব্যানার হইছে স্যাম্ভাই

কড়িকাঠুরে এর ছবি

বাহ্- মন ভাল করে দেয়া ব্যানার মুস্তাফিজ ভাই... সুস্থির...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এত জটিল অবস্থা কেনু? কেনু?? কেনু মুস্তাফিজ ভাই??? দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।