সার্ভার সমস্যা - অক্টোবর ২০১২

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ০৮/১০/২০১২ - ২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের রেইড ব্যাকআপ সিস্টেম জনিত কারণে সচলায়তন বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিলো। এ জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

উল্লেখ্য যে, সচলায়তনের রেইড সিস্টেম ছাড়াও অ্যামাজন এস থ্রি ব্যাকআপ ব্যবহৃত হয়। সুতরাং রেইড সিস্টেম ফেইল করলেও আমদের তথ্য উদ্ধার করা সম্ভব হবে।

সার্ভার হোস্টকে রেইড সমস্যা সমাধাণের জন‌্য আমরা যোগাযোগ করেছি। তাছাড়া কিছু ব্যাকআপ সিস্টেম এডমিনের মাধ্যমে ভবিষ্যতে দ্রুত সমস্যা সমাধাণের জন্য একটি চেষ্টা আমরা ইতিমধ্যেই চালু করেছি।

আবারও আপনার অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

অনেক সময় যেমন কেটে গেছে মনে হচ্ছিল। এখন জাস্ট ভালো লাগছে এটা বলে যাই ...

ফারাসাত মাহমুদ এর ছবি

স্বাগতম পেছনে (ওয়েলকাম ব্যাক)!! হাসি রিফ্রেশ বাটনে টিপি দিতে দিতে আঙ্গুল ব্যাথা হয়ে গিয়েছিলো।

ফারাসাত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটু শঙ্কায় ছিলাম। হুটহাট করে এটাসেটা বন্ধ করে দেবার ঘটনা দেখছি। একবার সচলায়তন বন্ধ করে দেয়াও দেখেছি। শুধু অপরাধ কী সেটা বুঝতে পারছিলাম না। ব্যাপারটা নেহাতই টেকনিক্যাল সমস্যা দেখে স্বস্তি পেলাম।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ব্যাঙের ছাতা এর ছবি

শঙ্কায় ছিলাম, প্রিয় সচলায়তনকে নিয়ে।
এখন স্বস্তি পেলাম।

সাফিনাজ আরজু এর ছবি

সার্ভার বন্ধের ঠিক আগে আগে যে লেখাগুলো পাঠানো হয়েছিল, সেগুলো কি সংরক্ষিত আছে, নাকি নতুন করে পাঠানো লাগবে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।