বইমেলার মাসজুড়ে বেতারায়তনের আয়োজন: বই-দেশিক

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ৩০/০১/২০১৩ - ৫:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বইমেলা।

এ মাস জুড়ে থাকবে বইয়ের আমেজ। নতুন বইয়ের রং, গন্ধ, স্পর্শ, তার পাতা উল্টানোর শব্দ আর তাতে লেখা গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধের স্বাদ আমাদের সকল ইন্দ্রিয়কেই খানিকটা ব্যস্ত রাখবে।

আর এই বই যাঁরা লেখেন, সেই লেখকদের সঙ্গে আলাপে বসবে বেতারায়তন। কথা হবে বই আর দেশ নিয়ে। লেখকরা কী ভাবছেন নিজেদের বই সম্পর্কে, কী ভাবছেন দেশ নিয়ে, তা পাঠকশ্রোতাদের জন্যে তুলে আনতে চায় বেতারায়তন।

গুরুগম্ভীর শক্ত শক্ত কথা যেমন হবে, তেমন হবে আড্ডার ঢঙে তরল কথাবার্তাও।

সচলায়তনের লেখকদের তো বটেই, সচলায়তনের বাইরেও লেখকদের তাড়া করবে বেতারায়তন।

আসুন আমরা কান চুলকে প্রস্তুত হই। সময় আর বেশি নেই।

আপনি যদি আপনার পছন্দের লেখককে বেতারায়তনের মুখোমুখি করাতে চান, যোগাযোগ করিয়ে দিন আমাদের সাথে। স্কাইপি কিংবা টেলিফোনে আমরা তাঁর সঙ্গে আলাপ করবো তাঁর সদ্যপ্রকাশিত বই আর বাংলাদেশ নিয়ে।

আপনারা সাদর আমন্ত্রিত। ধন্যবাদ।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গুগল হ্যাঙ্গআউট ব্যবহার করে লাইভ স্ট্রিম করলে বেস্ট হয়।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

পোস্টের জন্য ধন্যবাদ।

তুহিন সরকার

ত্রিমাত্রিক কবি এর ছবি

সচলের কার কার বই প্রকাশ হচ্ছে?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মেঘা এর ছবি

এবার তাহলে অনেকের সাথেই দেখা হবে! খুব ভাল লাগছে এই আয়োজন দেখে হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সাফি এর ছবি

ম্যা ম্যা ম্যা ম্যা।

পু।

সত্যপীর এর ছবি

সচলায়তনের লেখকদের তো বটেই, সচলায়তনের বাইরেও লেখকদের তাড়া করবে বেতারায়তন।

আরেক ক্যাটাগরির লেখকদের তাড়া করার আহবান জানাই, যাদের ইবুক বেরিয়েছে। বৈদ্যুতিক পুস্তক নিয়ে বৈদ্যুতিক লেখকদের অভিমত শুনতে চাই দিতে হবে।

..................................................................
#Banshibir.

হিমু এর ছবি

হুঁ তাঁরাও থাকবেন।

অতিথি লেখক এর ছবি

কান চুলকে প্রস্তুত হই।। বেশ!! হই!! (স্বপ্নীল সমন্যামবিউলিসট)

মনি শামিম এর ছবি

বেতারায়তন- এই আয়োজনটাকেই আমার অভিনব এবং বিদ্যমান পরিস্থিতিতে জরুরি মনে হয়েছে। যাঁরা এই আইডিয়া নিয়ে মাঠে নেমেছেন তাঁদের ধন্যবাদ জানাবার ভাষা নেই আমার। যদি বাংলাদেশে ইন্টারনেট ছড়িয়ে দেয়া যায় গ্রামে গঞ্জে, তাহলে এই উদ্যোগ এক অসাধারন সুফল বয়ে আনবে এবং গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে যেসকল চিন্তাবিদ, কবি সাহিত্যিক আছেন তাঁদের কথা শোনা যাবে বেতারায়তনের মাধ্যমে। এই আগাম ভাবনাই আমার মাঝে এক অস্ফুট উল্লাস হিসেবে ধরা দিয়েছে।

-মনি শামিম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।