বাংলা ব্লগের উন্মেষলগ্নের ব্লগারদের একজন অমি রহমান পিয়াল। মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘদিন নিয়মিত গবেষণা করে যাচ্ছেন তিনি। এ গবেষণার আধেয় পোস্ট আকারে ব্লগে তুলে ধরলেও গ্রন্থ রচনায় মনোযোগী ছিলেন না তিনি। এ বইমেলায় তাঁর দুটি বই প্রকাশিত হতে যাচ্ছে। দুটি বই ও দেশের সাম্প্রতিক কিছু প্রসঙ্গ নিয়ে বই-দেশিকের পক্ষ থেকে তিন সচল জিএমতানিম, স্যাম ও হিমু তার সঙ্গে খানিক আড্ডায় বসেছিলেন।
বই-দেশিকের আগামী আড্ডায় কে আসছেন, জানতে হলে চোখ রাখুন সচলের পাতায়।
সবাই সাদরে আমন্ত্রিত। ধন্যবাদ।
মন্তব্য
পিয়াল ভাইয়ের বইটার প্রচ্ছদ, প্রাপ্তিস্থান, মূল্য পোস্টে সংযোজনের অনুরোধ করছি।
ধন্যবাদ। এই আয়োজন ভালো লাগলো খুব।
বেতারে নিজেদের পরিচয় দিলে মনে হয় ভালো হয়। হিমুর কন্ঠস্বর চিনি। স্যাম যোগ দিতে পারলে তানিমের থেকে আলাদা করতে পারতাম না।
সহমত। পরিচয় দিয়ে শুরু করলে ভালো হয়।
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
স্ট্রিমের জায়গাটায় 504 - Gateway Timeout দেখায়।
..................................................................
#Banshibir.
সংগ্রহ করার মত দুইটা বই পাওয়া গেল।
পিয়াল ভাইয়ের প্রথম বই বের হচ্ছে এবার। লেখক হিসাবে প্রথম বই বের হওয়াটা জীবনের একটা বিশেষ ঘটনা। এ নিয়ে পিয়াল ভাইয়ের ব্যক্তিগত অনুভূতি কী? সেই প্রশ্নটা বাদ পড়ে গেছে।
হিমুভাই এর কণ্ঠ যথারীতি মনমুগ্ধকর। (এইভাবে কথাবলা সে কিভাবে শিখলো জানা দরকার। আমি একবার এক টিউটোরিয়াল ভিডিও বানানোর পরে মনে হচ্ছিলো অনন্তজলিল কথা বলছে। ফলে সেই ভিডিও আর আলোর মুখ দেখেনি)।
পিয়াল ভাইয়ের কন্ঠ অকৃত্রিম। আমাদের প্রজন্মের হয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তার প্রতি আবারো কৃতজ্ঞতা।
তানিম শেষ দিকে বেশ গুছিয়েনিয়েছে।
আর শেষ মন্তব্য হচ্ছে, সাক্ষাৎকারগুলো সাউন্ড ক্লাউডের সাথে সাথে বিকল্প কিছু সাইটেও আপলোড করে লিঙ্কগুলো যোগ করে দেওয়ার অনুরোধ থাকবে সন্দেশের কাছে। একেক যায়গায় একেক সাইট এক্সেসে সমস্যা থাকে। আমি অলরেডি কয়েকজনের কাছ থেকে জানলাম তারা এই পোস্টে সাউন্ড ক্লাউড এর প্লেয়ার দেখতে পাচ্ছেন না।
ইচ্ছার আগুনে জ্বলছি...
টিউটোরিয়াল আপলোডান, কণ্ঠ অনন্তজলিলের মতই হোক বা কুকি মনস্টারের মত! কারো না কারো কাজে লাগবে!
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
রিফ্রেশ করলে দেখা যাবে। সাউন্ডক্লাউডের প্লেয়ারটা লোড হতে কোনো কারণে সময় নেয়। এই সাক্ষাৎকারটা পরে সচলের সার্ভারে রেখে একটা প্লেয়ার জুড়ে দেওয়া হবে।
আপনার গান শুনে কিন্তু সেটা মনে হয়নি।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
১) যার সাক্ষাৎকার নেয়া হবে, সন্দেশ তার নামটা আগে জানালে সচলায়তনের পাঠকরাও কিছু প্রশ্ন যোগ করতে পারে। এতে করে সাক্ষাৎকারটা আরও ফলপ্রসূ হবে।
২) প্রবাসীরা বইগুলো কীভাবে সংগ্রহ করতে পারে, এ ব্যাপারটা জানালে ভাল হত।
৩) সাউন্ড কোয়ালিটিতে । এটা বজায় রাখা উচিত পরবর্তী সাক্ষাৎকারগুলোতে।
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
পরবর্তীতে যার সাক্ষাৎকার নেওয়া হবে, সাক্ষাৎকারের আগে একটা গুগল ফর্ম তুলে দেওয়া হবে শ্রোতার প্রশ্ন নেওয়ার জন্যে। তাহলে শ্রোতাবৃন্দ একে অন্যকে না জানিয়ে প্রশ্ন রাখতে পারবেন। ঠিকাছে না?
প্রবাসীদের জন্যে বই সংগ্রহ করার উপায় নিয়ে আলাদা একটা পোস্ট দিতে পারেন কেউ? এ ধরনের সার্ভিস যারা অফার করেন, তারাও ইনপুট দিতে পারেন।
ঠিকাছে।
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
যাক অবশেষে পিয়াল ভাইয়ের কাজ গুলো এক সাথে পাবো।
সংগ্রহের আশা রাখি
দারুন উদ্যোগ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সাক্ষাতকার ভালো লাগলো।
ভীষণ ভাল লাগল সাক্ষাৎকারটি। অমি ভাই আমার প্রিয় ব্লগারদের একজন। বাংলাদেশে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে ব্যাপক পাইক্কা ভাবধারার আবাদ হয়েছে, তার ফলে যুদ্ধোত্তর প্রজন্মের একটি বড় অংশ মুক্তিযুদ্ধের ত্যাগ, শৌর্য ও বীরত্ব সম্পর্কে জানতে পারেনি তেমন। এই অবস্থায় অমি ভাইদের মত মানুষদের অবদান ইতিহাসের পাতায় শ্রদ্ধাভরে স্বরিত হবে।
দুইটি বই-ই কিনব। ইচ্ছা আছে, একাধিক কপি সংগ্রহ করার। কারণ আমার অনেক পরিচিত তরুণ আছেন, যারা এখনো পাইক্কা ভাবধারা লালন করে মনের ভিতর, একটা সাম্প্রতিক উদাহরণঃ পাকিস্তান বিপিএলে খেলতে না এলে আমার এক পরিচিতজন তার জন্য বাংলাদেশকে দায়ী করতেও দ্বিধা করে না। আমার ইচ্ছা, এদের এই বইগুলো উপহার দেব।
সাক্ষাৎকারের শেষাংশে অতি জরুরি একটা প্রশ্ন স্যাম ভাইয়ের তরফ থেকে এসেছে। তা হল, সমাজের সেইসব মানুষ, যাদের ইন্টারনেট বা কারো কারো এমনকি বই ক্রয়েরও সুযোগ নেই, তাদের কি করে রাজাকারদের অপপ্রচারের হাত থেকে বের করে আনা যায়? বিষয়টি নিয়ে আসলেই ভাবতে হবে। প্রায় তিন দশক ধরে পাকি ভাবধারার যে আবাদ হয়েছে, তা পুরোপুরি রিমুভ করতে হলে দীর্ঘস্থায়ী আন্দোলন দরকার। আমারব্লগ, মুক্তমনা, সচল বা আরও অনেক প্রগতিশীল ব্লগ সেই আন্দোলন করে একটি সত্যিকারের আত্মমর্যাদাশীল জাতির বিনির্মাণে অনেক বড় অবদান রেখে চলেছেন।
যদিও সাক্ষাৎকারীরা নাম বলেননি, তবে সবার প্রশ্নই জুতসই হয়েছে। সবচেয়ে ভাল লেগেছে সূচনা প্রশ্নকারীর প্রশ্নগুলো। সচল টিমকে ধন্যবাদ এমন উদ্যোগের জন্য।
বাহ! চমত্কার লাগল । দেশে যাচ্ছি, বইদুটো সনং্গ্রহ করতে পারব আশা করি ।
পরবর্তী সাক্ষাৎকারের জন্যে এই ফর্মে আপনাদের প্রশ্ন জানান, প্লিজ।
নতুন মন্তব্য করুন