আক্রান্ত জাবি উপাচার্যের বাসভবন: উপাচার্যের স্ত্রীর সাক্ষাৎকার

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: বুধ, ১৩/০২/২০১৩ - ১২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অসুস্থ হওয়ার পরও যথাসময়ে অ্যাম্বুলেন্স পাওয়া না যাওয়ায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সুযোগ নিয়ে কমান্ডো কায়দায় উপাচার্যের বাসভবনের ভেতরে ঢুকে নাশকতা চালিয়েছে কিছু লোক। উপাচার্যের স্ত্রী মিসেস আয়েশা আকতার বেতারায়তনের সাথে সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি জানিয়েছেন, এ হামলা সাধারণ ছাত্রদের হতে পারে না, এবং এর সাথে শিবিরই জড়িত বলে তিনি মনে করেন।

আক্রমণের সময় বাসভবনে মিসেস আকতার একা ছিলেন, পরিবারের অন্যরা ঢাকার বাইরে ছিলেন।

শ্রোতাদের জন্যে বিস্তারিত:

JUVCResidenceAttacked by Betarayatan on Mixcloud


মন্তব্য

অরফিয়াস এর ছবি

সাধারণ ছাত্রছাত্রীরা কি করলো তখন ?? আশ্চর্য !! এভাবে একজন শিক্ষকের বাসা আক্রান্ত হলো, একজন নারী একা এভাবে অসহায়ভাবে সময় কাটালেন, সেখানে প্রতিরোধ করতে পারলো না ?? এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত আইনের হস্তক্ষেপ কামনা করি। যেভাবেই হোক এধরনের আক্রমন প্রতিহত করতেই হবে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আজিজুল হক এর ছবি

সেসময়ে পাবনা এডয়ার্ড কলেজে জাবি'র উপাচার্য কর্নেল তাহেরের ভাই শিবিরমুক্ত করতে যাবার মিশনে ছিলেন । শিবিরমুক্ত করার প্রতিবাদে তারা এমন আক্রমন করা শুরু করেছে। শিবির ১৪ ই ডিসেম্বরের মতন বুদ্ধিজীবি নিধন শুরু করেছে।

তানিম এহসান এর ছবি

আমিও তাই জানি, তিনি পাবনা এডওয়ার্ড কলেজে বক্তব্য দিয়েছেন আজ। এই কলেজ হচ্ছে শিবির এর আখড়া।

আল আমিন এর ছবি

মানুষের অনুমান নির্ভর মন্তব্য চরম বিরক্তির জন্ম দেয়। সবকিছুই অনুমানের উপর লিংক করা শুরু। কয়েকদিন আগে র্যাগের গুজব নিয়ে সেকি হইচই। আমি মওলানা ভাসানী হলে ৫ বছর থেকেছি। জাবিতে আজ পর্যন্ত কোন দিন ৫ মিনিটে এ্যাম্বুলেন্স আমি পেতে দেখিনি। জাবি বাংলাদেশের একমাএ শিবিরমুক্ত ক্যাম্পাস। ক্ষমতায় থাকাকালীনই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এখনতো প্রশ্নই উঠে না। তবে শিবিরের ছেলেরা বাম সংগঠন, ছাএদল, এবং সাংবাদিকের ছদ্ববেশে থাকে।

এখানে ভিসি স্যার তার প্রশাশনিক ব্যর্থতা ঢাকতে শিবিরের উপর দোষ চাপাচ্ছেন।

আমি নিজে পরিচিত জুনিয়রদের সাথে কথা বলেছি। তাতে কিছু মিশ্র পয়েন্ট এসেছে।।।

১। আনোয়ার স্যার ঢাবির বা বহিরাগত। প্রশাশন তাকে পূর্ণ সহায়তা করে না। প্রশাসন ও ভিসির টানাটানির সুযোগ নেয় কর্মচারীরা। রেজাল্ট এ্যাম্বুলেন্স না পাওয়া।

২। যেহেতু ভিসির বাসায় ২য় দফা হামলা হয়েছে, তাতে ছদ্ববেশিদের শিবির থাকতে পারে।

৩। নতুন মুখ অস্বাভাবিক কিছুই না, কারন ক্যাম্পাসে নতুন ব্যাচ এসেছে।

৪। ১ম বর্ষের ছাএরা অতি উৎসাহী হয় ভাংচুর করতে। ছাএলীগের সভাপতি এসে সবাইকে তাড়িয়ে দিয়েছে, আর্থাৎ ১ম বর্ষ, ২য় বর্ষের ছাএরা নেতাদের কথায় একবাক্যে ফেরত যায়। এটি আমার ছাএ জীবনের অভিজ্ঞতায় বলছি।

এটি প্রশাশনের দায়িত্ব অবহেলা ছাএের করুন মৃত্যু ছাড়া কিছুই না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শিবির একটি অভিশাপ...
শিবির মুক্ত বাংলাদেশ চাই...

______________________________________
পথই আমার পথের আড়াল

শ্যামল গুপ্ত এর ছবি

যারা বিশ্ব বেহায়ার সংগমসুখে রাত্রি জাগে,
গর্ভে ধরে শতাব্দির কলঙ্ক,
ওরা জামাত-শিবির মানবতার অভিশাপ।
এখন শাপমোচনের শ্রেষ্ঠ সময়
জাগো আবালবৃদ্ধবণিতা সবাই,
প্রজন্ম চত্তর ঐ ডাক দিয়েছে জীবনের সকল বাঁকে বাঁকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।