বই ও দেশ নিয়ে বেতারায়তনের অডিও আড্ডা বই-দেশিকে উপস্থিত হয়েছিলেন মাহবুব আজাদ। সচলায়তনের বেতারশিল্পীরা জরুরি কাজে বাইরে থাকায় সাক্ষাৎকারের হাল ধরেন অনার্য সঙ্গীত ও অদ্বিতীয়।
৮ | লিখেছেন সাম্য [অতিথি] (তারিখ: শুক্র, ২২/০২/২০১৩ - ১০:২৫পূর্বাহ্ন)
হিমুদার কাছে প্রশ্নঃ
১) বইমেলা শেষ হয়ে যাওয়ার পর আপনার বই কোথায় পাওয়া যাবে? (যেই প্রকাশনা থেকে বই বের হচ্ছে, তাদের কি কোন ওয়েব সাইট আছে?)
২) নাটক/মুভি বা এই ধরণের কিছুর জন্য কি আপনি লিখবেন যদি সুযোগ পান?
৩) পাঠিকাদের জন্য কি বই কেনায় ডিসকাউন্ট দেয়া হবে? যদি না হয়, তাহলে কেন তারা মধুমাখা গলায় আপনার বই খুঁজবে?
সাক্ষাৎকারে কণ্ঠস্বর ঠিকঠাক এসেছে। দমুদির কথায় কান দিবেন না, উনি আপনার ভাল চান না।
১. রকমারি ডট কম আর বই-মেলা ডট কম। এর বাইরে বাংলাবাজারে একেবারে মিলগেটের রেটে মাল পাওয়া যাওয়ার কথা। আরো বিস্তারিত খোঁজ নিয়ে মেলাশেষে আনিসুলপনা করুম্নি।
২. নাটক না, সিনামা লিখবো। জলিল ভাইয়া চাইলে না করবো না।
৩. হেঁড়ে গলার পাঠিকাদের কেউ ভালুবাসে না রে ভাইডি।
পরিমিত আকারে উত্তর দেবার জন্য হিমুকে ধন্যবাদ জানাই। কিছু প্রশ্ন বেশ বুদ্ধিদীপ্ত ছিলো। অদ্বিতীয় মাত্র একটা প্রশ্ন করে চুপ হয়ে গেলেন কেনো? আরো স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ চাই। ভিডিও চ্যাট এবং চ্যাটে জনগনের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে ভবিষ্যতে।
মুখের উপর আলো ফেলবা। অনেক সময় অন্ধকারের কারণে (আর লো কোয়ালিটির ক্যামেরার কারণে) দেখতে আনইম্প্রেসিভ লাগতে পারে। তবে সেজন্য পিছু হটার প্রয়োজন নেই। (আমাকে দেখোনা? )
ঐ রত্না গলায় কি হইছিলো! আলাপচারিতা সাবলীল এবং উপভোগ্য ছিলো। বইয়ের বিজ্ঞাপর শুনে হাসতেই আছি
পাপী মন আমার “দুই বোন” বিষয়টা আসা মাত্রই কান খাড়া করে শুনছিলাম সাথে ফ্রি বত্রিশ দাঁত বের করা ছিলো (হিমুর পূর্বের দুইবোন সংক্রান্ত লেখা মনে পরে গিয়েছিলো )।, কিন্তু পাপিষ্ঠ সাক্ষাত গ্রহন ও প্রদানকারী যারপরনাই হতাশ করলো
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আজ রাতের আগুনে আমার প্রকাশক রয়েল পাবলিশার্সের স্টলও ভস্মীভূত।
আমার সকল পাঠকের কাছে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পাশে এসে দাঁড়ান। একটা বই শুধু একটা পণ্যই নয়, কিন্তু তার আর্থিক ভার প্রকাশকের কাঁধেই চাপে।
মন্তব্য
স্টল নাম্বার ২৮৯-২৯০। রয়েল পাবলিশার্স। সবার জন্য ১ কপি করে কিনুন। প্রতিদিন।
অনার্য সঙ্গীতের কণ্ঠ তো দেখি রেডিওর মতো! সন্দেশের মাইকের ফাসি চাই!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হে হে হে। মিউ মিউ করে কথা শোনা যায়। তোমার গলা তো এমনিতে এরকম না!
সব বালিকা ভেগে গেল পাপিষ্ঠ সন্দেশের মাইকের জন্য! কেউ আমারে আর ভালুবাসলো না
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মাহবুব আজাদকে কেউ দুই গ্লাস চাঙ্গায়নী সুধা খাইয়ে সাক্ষাৎকার আরেকবার নেন না প্লীজ। ওঁর কণ্ঠস্বর তো প্রায় শুনতেই পাচ্ছি না।
আমার ব্যক্তিগত মত প্রশ্নগুলো আরেকটু চোখা চোখা তীক্ষ্ণ হলে ভাল হত।
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
অন্যায্য সঙ্গীতের গলা শুইনা হাস্তে হাস্তে মারা গ্লাম। জর্মন দেশে যায়া গলার এই দুরবস্থা কেমনে হৈলো তোর ?
বাকি মন্তব্য পরে আইসা করতেছি, আগে শুনি
অলমিতি বিস্তারেণ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হিমুদার কাছে প্রশ্নঃ
১) বইমেলা শেষ হয়ে যাওয়ার পর আপনার বই কোথায় পাওয়া যাবে? (যেই প্রকাশনা থেকে বই বের হচ্ছে, তাদের কি কোন ওয়েব সাইট আছে?)
২) নাটক/মুভি বা এই ধরণের কিছুর জন্য কি আপনি লিখবেন যদি সুযোগ পান?
৩) পাঠিকাদের জন্য কি বই কেনায় ডিসকাউন্ট দেয়া হবে? যদি না হয়, তাহলে কেন তারা মধুমাখা গলায় আপনার বই খুঁজবে?
সাক্ষাৎকারে কণ্ঠস্বর ঠিকঠাক এসেছে। দমুদির কথায় কান দিবেন না, উনি আপনার ভাল চান না।
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
১. রকমারি ডট কম আর বই-মেলা ডট কম। এর বাইরে বাংলাবাজারে একেবারে মিলগেটের রেটে মাল পাওয়া যাওয়ার কথা। আরো বিস্তারিত খোঁজ নিয়ে মেলাশেষে আনিসুলপনা করুম্নি।
২. নাটক না, সিনামা লিখবো। জলিল ভাইয়া চাইলে না করবো না।
৩. হেঁড়ে গলার পাঠিকাদের কেউ ভালুবাসে না রে ভাইডি।
ইয়্যুরোপ আম্রিকার সময়ের হানাহানিতে, এই আলোচনায় থাকার খুবই ইচ্ছা থাকলে থাকতে পারলাম না
৬:৪০ সেকেন্ডে ব্লগ থেকে ছাপার জগতে আসা নিয়ে প্রশ্নের উত্তর অংশ সম্পর্কে বলা যায়, ছাগু পোন্দানোর পিছনে সময় দেওয়ার ব্যাপারটা বলা হয়নাই।
১১ মিনিটে দুই বোন বিষয়ক ফলোআপ প্রশ্ন আশা কর্ছিলাম, অনার্য সঙ্গীত।
আমরা দেশের বাইরের লোকেরা কীভাবে পকেট খালি করব? মাহবুব আজাদের কাছে প্রশ্ন রেখে গেলাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
একই জিজ্ঞাসা আমারও
চালিয়ে যান, আছি, , ,
পরিমিত আকারে উত্তর দেবার জন্য হিমুকে ধন্যবাদ জানাই। কিছু প্রশ্ন বেশ বুদ্ধিদীপ্ত ছিলো। অদ্বিতীয় মাত্র একটা প্রশ্ন করে চুপ হয়ে গেলেন কেনো? আরো স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ চাই। ভিডিও চ্যাট এবং চ্যাটে জনগনের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে ভবিষ্যতে।
লতা হারবাল বন্ধ করে দিয়েছে পাপিষ্ঠ সরকার
মুখের উপর আলো ফেলবা। অনেক সময় অন্ধকারের কারণে (আর লো কোয়ালিটির ক্যামেরার কারণে) দেখতে আনইম্প্রেসিভ লাগতে পারে। তবে সেজন্য পিছু হটার প্রয়োজন নেই। (আমাকে দেখোনা? )
যাক একটা বিজ্ঞানসম্মত অজুহাত পাওয়া গেছে। কৈ রে বাবুল, ক্যামেরা ফিট দে।
চিন্তাজাগানিয়া প্রশ্ন, চমৎকার উত্তর, শুনতে ভালো লাগলো।
তবে এবারো আনিসুল্পনা হয় নাই -
ঐ রত্না গলায় কি হইছিলো! আলাপচারিতা সাবলীল এবং উপভোগ্য ছিলো। বইয়ের বিজ্ঞাপর শুনে হাসতেই আছি
পাপী মন আমার “দুই বোন” বিষয়টা আসা মাত্রই কান খাড়া করে শুনছিলাম সাথে ফ্রি বত্রিশ দাঁত বের করা ছিলো (হিমুর পূর্বের দুইবোন সংক্রান্ত লেখা মনে পরে গিয়েছিলো )।, কিন্তু পাপিষ্ঠ সাক্ষাত গ্রহন ও প্রদানকারী যারপরনাই হতাশ করলো
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আজ রাতের আগুনে আমার প্রকাশক রয়েল পাবলিশার্সের স্টলও ভস্মীভূত।
আমার সকল পাঠকের কাছে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পাশে এসে দাঁড়ান। একটা বই শুধু একটা পণ্যই নয়, কিন্তু তার আর্থিক ভার প্রকাশকের কাঁধেই চাপে।
নতুন মন্তব্য করুন