সুদীর্ঘ সময় ধরে অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগমণ্ডল শত ফুল ফুটিয়েছে। বহু মত, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখর করে রেখেছে। কিন্তু সম্প্রতি বাংলাব্লগ যে আন্দোলনের সূতিকাগার সেই, শাহবাগ আন্দোলনের সূত্র ধরেই বাংলা ব্লগ আক্রান্ত হয়েছে তার নেমেসিস, রুদ্ধচিন্তা ও মৌলবাদের নখরের নিচে। রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, স্বার্থসন্ধানী মিডিয়া, সকলেরই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবনার খেরোখাতা।
এই আক্রমণকে একা রুখবার দিন ফুরিয়েছে। এখন সময় কাঁধে কাঁধ মেলাবার। তাই আসুন, লেখার খাতাকে রক্ষা করি। রক্ষা করি হাতের কলমকে। আমাদের কণ্ঠ, আমাদের চিন্তা আমরা অন্ধকারের শক্তির পায়ে সমর্পণ করবো না।
গত ৪ এপ্রিল,২০১৩ তারিখে, আমাদের সহব্লগারদের অবান্তর অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে, বাংলা কমিউনিটি ব্লগের সম্মিলিত ব্ল্যাকআউটের অভূতপূর্ব ঘটনাটি আমাদের মধ্যে জোটবদ্ধতার একটি ধারণার জন্ম দিয়েছে। আমাদের এই বিশ্বাস জন্মেছে যে, এই ঐক্য আক্রমণের মুখে আমাদের কৌশলগত অবস্থানকে দৃঢ়ই করবে। তাই ভবিষ্যতে যেসব সম্ভাব্য আক্রমণ বাংলা ব্লগকে দুর্বল বা নিশ্চিহ্ন করে দিতে পারে, তার মুখোমুখি হওয়ার জন্যে একটি অভিন্ন কৌশল আমাদের অবলম্বন করতে হবে। জোটবদ্ধ না হয়ে সে কৌশল আমরা কাজে লাগাতে পারবো না।
তাই সকল দিক বিবেচনা করে এই যুদ্ধে আমরা, বাংলা কমিউনিটি ব্লগগুলোকে জোটবদ্ধ করবার প্রক্রিয়া শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে ব্ল্যাক-আউটে অংশগ্রহণকারী পরীক্ষিত ব্লগগুলোকে নিয়েই সুচনা হচ্ছে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” এর। তবে পর্যায়ক্রমে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অন্য সকল মুক্তচিন্তার কমিউনিটি ব্লগগুলোকেও অন্তর্ভুক্ত করবার।
এই জোটের সক্রিয় ও ফলপ্রসূ পরিচালনার জন্যে অত্যন্ত মৌলিক কিছু নীতিমালা ও কর্মপন্থা গৃহীত হয়েছে যেগুলোর ভিত্তিতে এই জোট শক্তিবৃদ্ধি করবে এবং তার কার্যাবলি চালিয়ে যাবে। যে সকল বৃহত্তর নীতি, লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” যাত্রা শুরু করছে, সেগুলো হলোঃ
বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA) ও অন্তর্ভুক্ত কমিউনিটি ব্লগসমূহঃ
১) ব্লগারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার্থে-১ক) একজন ব্লগারের কী কী তথ্য সংরক্ষণ করা হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেবে,
১খ) তথ্য প্রকাশে কোনো তৃতীয় পক্ষ থেকে অনুরোধ বা চাপ এলে তা নিয়ে আলোচ্য ব্লগারের সাথে আলোচনা করবে,
১গ) এককভাবে চাপ প্রতিহত না করা গেলে এলায়েন্সের সাথে আলোচনা করবে। এলায়েন্স এসব ক্ষেত্রে সাহায্য করতে প্রস্তুত থাকবে; প্রয়োজনে নীতিগত, কৌশলগত এবং আইনগত সাহায্য দেবে।
২) ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান নিশ্চিতকল্পে-
২ক) জোটভুক্ত কোনো প্লাটফর্মে কোনো ধর্মীয় মৌলবাদতোষী ও সাম্প্রদায়িক লেখা প্রকাশিত হলে সেগুলো নিজ নিজ নীতিমালা অনুসারে মডারেট করবে,
২খ) দেশে কোনো ধর্মীয় মৌলবাদ বা সাম্প্রদায়িক ঘটনা ঘটলে সে বিষয়ে এককভাবে দ্রুত জনসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ এবং এলায়েন্সের মাধ্যমে একটি সম্মিলিত প্রতিবাদের ব্যবস্থা করবে,
২গ) প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পক্ষকে এলায়েন্সের মাধ্যমে সহায়তা প্রদানের (অর্থনৈতিক, আইনগত, ইত্যাদি) ব্যবস্থা নেবে।
৩) মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান চির অটুট রাখতে-
৩ক) মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লেখা সদস্য কমিউনিটি ব্লগে প্রকাশিত হলে সেগুলো নিজ নিজ নীতিমালা অনুসারে মডারেট করবে,
৩খ) পৃথিবীর কোনো প্রান্তে সংঘটিত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ঘটনার ক্ষেত্রে এককভাবে দ্রুত জনসচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং এলায়েন্স মাধ্যমে একটি সম্মিলিত প্রতিবাদের ব্যবস্থা করবে,
৩গ) প্রয়োজনে এলায়েন্সের পক্ষ থেকে বৃহত্তর প্রতিবাদ, প্রতিরোধ আয়োজন করবে।
৪) অপরাধমূলক ও সহিংস কার্যক্রমের উস্কানি বা প্রচার শক্তহাতে দমনের লক্ষ্যে-
ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বাধীনতাবিরোধী অপতৎপরতার বিরূদ্ধে গৃহীত ব্যবস্থাসমূহের অনুরূপ জনসচেনতা মূলক পোস্ট, ব্যানার, জনসংযোগ এবং অন্যান্য সাহায্যের যথাসাধ্য ব্যবস্থা করবে।
৫) কপিরাইট বিষয়ক জটিলতা নিরসনে-
৫ক) আন্তঃব্লগ লেখা চুরি হলে ব্লগগুলো একে অপরকে বিষয়টি নিরসনে সাহায্য করবে,
৫খ) ব্লগগুলোর কোনো সদস্য অন্য ব্লগের কোনো লেখা চুরি করে এলায়েন্সের বাইরে প্রকাশ করলে ব্লগগুলো প্রতিকারের ব্যবস্থা করবে,
৫গ) ব্লগের লেখা বাইরে চুরি হলে ব্লগগুলো একযোগে এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কী ব্যবস্থা নেয়া যায় সেটা সংশ্লিষ্ট ব্লগ এবং সংশ্লিষ্ট লেখাচোর প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে এলায়েন্স সিদ্ধান্ত নিবে।
৬) ব্লগারের আইডি চুরি করে অপমানসূচক বা ধোঁকার উদ্দেশ্যে একাউন্ট তৈরী করলে জোটভুক্ত ব্লগগুলো এব্যাপারে সহায়তা করবে। প্রয়োজনে এলায়েন্স এব্যাপারে ব্যবস্থা নিবে।
৭) BCBA-তে যোগদানের আবেদনের ক্ষেত্রে, কোনো ব্লগ যদি একটি নির্দিষ্ট সময় (অন্তত এক বছর) যাবত বাংলা ব্লগস্ফিয়ারে উপস্থিত থেকে নিজেদের একটি জোরালো প্রগতিশীল অবস্থান সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে জোটভুক্ত করবার ব্যাপারে জোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে যদি জোটভুক্ত হবার জন্য সংশ্লিষ্ট ব্লগের ওপর কোনো শর্তাবলী আরোপ করা হয়, তা মেনে চলতে তারা বাধ্য থাকবে। অন্যথায় BCBA’র সদস্যপদের জন্য সে অযোগ্য বলে বিবেচিত হবে।
৮) ভবিষ্যত কার্যক্রম যেগুলো এই মুহুর্তে অনুমান করা সম্ভব হচ্ছে না, সেগুলো এই নীতিমালায় অন্যান্য ধারাগুলোর সাথে সাংঘর্ষিক না হলে সেসব কাজে ব্লগগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এলায়েন্স অংশগ্রহন করবে।
আমরা আশা করি, আমাদের সম্মিলিত ভাবনা বাংলা ব্লগকে এই দুর্যোগের দিনে আশার বাতিঘর হিসেবে টিকিয়ে রাখবে।
জয় বাংলা।
মন্তব্য
জয় বাংলা!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কোন অন্যায়ের কাছেই মাথা নত নয়। জ.............য় বাংলা।
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
বোয়ান (বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক) সর্ম্পকে দুটি কথা বলতে চাই এক্ষেত্রে। শাহবাগ আন্দোলনের শুরু থেকে মুক্তচিন্তার ব্লগগুলো বোয়ানকে সাপোর্ট দিয়ে এসেছে। অথচ যখনই ব্লগারদের নাস্তিক ট্যাগ করা হলো তখন থেকেই বোয়ান পারলে ব্লগারদের গা থেকে ঝেড়ে ফেলে দেয়। বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক যদি সেই অনলাইন অ্যাক্টিভিস্টদের থেকে নিজেদের পৃথক করে ফেলে তাহলে কিভাবে হবে?
আর আওয়ামী সরকারের কথা নাই বলি। তারা যে কাকে ছেড়ে কাকে সার্পোট দেবে সেটাই বুঝতে পারছে না।
মাঝখান থেকে বলির পাঁঠা কতিপয় ব্লগার। এযেনো প্রাগৈতিহাসিক একটা সমাজ দেখছি আমরা। আর জামাত/হেফাজত নামক দেবতার তুষ্ঠির জন্য বলি দেয়া হচ্ছে কতিপয় ব্লগারকে।
এজন্যই দরকার ব্লগারদের সম্মিলিত অর্গানাইজেশন। সেজন্যই দরকার বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্সের।
ঐক্য ভীষণ জরুরি ।
জয় বাংলা ! জয় তারুণ্য !
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
জয় বাংলা !
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
এগিয়ে যাক সম্মিলনের এই প্রচেষ্টা! কারো লেখার স্বাধীনতায় যেন অহেতুক বাধা না আসে, সেটা নিশ্চিতে সবার এক হওয়ার খুব প্রয়োজন ছিল এই সময়ে!
জয় বাংলা, বাংলার জয় ৷
বটতলার উকিল ৷
ঐক্য, নিশ্চই দরকার হয়ে পড়েছে নি:সঙ্গ ব্লগারদের জন্যও। বোয়ানের পিছলানোর বিষয়টি জানা ছিল না। বিসিবিএ-র স্ট্র্যাটেজিগত গোলটেবিল বৈঠক আশা করি প্রো-এ্যাকটিভলি কিছু সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে।
এই সংকটকালে ঐক্যই একমাত্র শক্তি।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
অত্যন্ত শুভ উদ্যোগ।
জয় বাংলা
এই ঐক্য বড় প্রত্যাশিত ছিল আমার কাছে। ঐক্য বজায় থাকুক। আমাদের এখনকার মূল ফোকাস থাকুক রাজাকার-যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার। এরপরের ব্লগারদের আন্দোলন হবে কার্যকরভাবে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার।
আর ধৃত নিরপরাধ ব্লগার রাসেল, শুভ, বিপ্লবদের মুক্তির জন্য সকল দিক থেকে বিসিবিএ কাজ করবে এটাই প্রত্যাশা।
জয় বাংলা।
_____________________
Give Her Freedom!
এটার দরকার ছিল, অভিনন্দন।
সত্যের সংগ্রামে কোনো আপোষ নয়; জাগ্রত বিবেকের সজীবতা অমলিন রাখতে এই শুভ প্রয়াসকে স্বাগত জানাই।
বিজন কথক
মুক্তচিন্তার ডানা প্রসারিত থাকুক
মুক্তচিন্তার ডানা প্রসারিত থাকুক
একতার বিকল্প নেই।
আমরা বাঙ্গালিরা এক হয়ে থাকতে বেশিক্ষণ পারিনা। আবার, কোন রকম নেতৃত্ব ছাড়া কোন সংগঠন চলতে পারেনা । এক্ষেত্রে এলিটিজম সৃষ্টি হবে কিনা, তার নিশ্চয়তা কি?
- সতর্কভাবে পজিটিভ।
জয় বাংলা
______________________________________
পথই আমার পথের আড়াল
জয় বাংলা !
অজ্ঞাতবাস
অসাধারন উদ্যোগ!
ঠিক আছে।
জয় বাংলা।
সিরাজুল লিটন
নতুন কোন ব্লগ (যার বয়স হয়ত মাসখানেক বা তার কিছু বেশি হবে) যদি BCBA এর নীতিমালার সাথে একমত পোষণ করে এর সাথে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে কী করবে?
একটা কমিউনিটি ব্লগ শুরু হওয়ার পর তার পরিচয় সকলের কাছে স্পষ্ট হতে বেশ কিছু সময় লাগে। নতুন কোনো কমিউনিটি ব্লগ যদি বিসিবিএর নীতিমালার সঙ্গে একমত পোষণ করে জোটে যোগ দিতে চায়, কিছুটা সময় (অন্তত এক বছর) তারা সেই নীতিমালা আপহোল্ড করে ব্লগিং চালিয়ে যেতে পারে। বিসিবিএর বিভিন্ন কর্মসূচিতে এর সদস্যদের বাইরের কমিউনিটি ব্লগও সংহতি প্রকাশ করতে পারে। বিস্তারিত জানতে চোখ রাখুন বিসিবিএর ফেসবুক পেইজে।
ভাল উদ্যোগ।আটক ব্লগারদের মুক্তির জন্য কোন কিছু করলে খুশি হব।
পোকিয়াস_পোকা
সব ব্লগে এই অ্যালায়েন্স এর জন্য একটা একাউন্ট/নিক খোলা যেতে পারে।
কোন জরুরী লেখা এই একাউন্ট থেকে সব ব্লগে আসলো। আইসিএসএফ থেকে যেমন করা হয়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
চমৎকার উদ্যোগ। সাধুবাদ এবং সমর্থন।
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
আটক ব্লগারদের মুক্তির দাবিটাকে প্রধান করে কর্মসূচী ঘোষণা করুক বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স। এটাই সবার আগে কাম্য। অসহায় ব্লগার বিপ্লব'দা, সুব্রত শুভ কিংবা রাসেল পারভেজ-এর মুখ মনে আসলেই সহ্য করা যায় না এদের বিরুদ্ধের অন্যায়। আশ্চর্যজনকভাবে Blogger and Online Activist Network -BOAN 'লাঠি মিছিল' কর্মসূচী পর্যন্ত গ্রহণ করছে অথচ ব্লগারদের জন্য তাদের সময় নেই। তাই কারোর অপেক্ষা না করে সরব হোক ব্লগ সমাজ
ডাকঘর | ছবিঘর
যথার্থ উদ্যোগ
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো।
গত কয়েকদিনের ব্ল্যাক আউটে আরো বেশি করেই বুঝতে পারলাম সচলায়তন জীবনের কতটা গভীরে জড়িয়ে আছে। ব্লগ ঐক্য জয়ী হোক।
জয় বাংলা ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো উদ্যোগ।
কোনো অন্যায়ের সাথে আপোস নয়।
জয় বাংলা।
জয় বাংলা
আশা করি অন্ততঃ এই নীতিমালাগুলো কঠোরভাবে পালন করা হবে।
স্বপ্নহারা মানব
ভালো উদ্যোগ
নিঃসন্দেহে ভালো উদ্যোগ ! অন্তত নিজেকে এতোটা একা মনে হবে না।
জয় বাংলা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অসাধারন উদ্যোগ! খুব পছন্দ হয়েছে
-------------
মাসুম
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
একটা কাজ কি করা যায় এখন?
ব্লগারদের স্বকীয়তা সংরক্ষণ নিয়ে সচল জাহিদ লিখেছিলেন ২০১০ সালে।
২ বছর পর আজকের এই সময়ে বিষইয়টি আরো অনেক গুরুত্বপূর্ণ।
যেহেতু সকল বাংলা ব্লগের একটা 'কমন প্লাটফরম' হচ্ছে এখন, বাংলা ব্লগে একজন ব্লগারের একটাই 'কমন নিক' থাকার বিষয়টি কি অন্তর্ভুক্ত করে নেয়া যায়?
'মর্ম' নিক নিয়ে যে মানুষটি সচলায়তনে পড়ছে লিখছে বা মন্তব্য করছে সে মানুষটি সকল বাংলা ব্লগে ঐ 'মর্ম' নিক নিয়েই লিখবে এটা নিশ্চিত করার কি উপায় নেই কোন?
আমার মনে বাংলা ব্লগে স্বকীয়তা নিশ্চিত করার সময় এখনই। আর পরিচিত সব ব্লগগুলো যখন কিছু ঐক্যমতে পৌঁছাচ্ছে, এ বিষয়েও হয়ত আলোচনা হতেই পারে।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
আপনার নাম কি আপনার ট্রেড মার্ক? অন্য কেউ তার বাচ্চার নাম আপনার নামে রাখলে ঠেকাতে পারবেন? যেহেতু একই নামের একাধিক লোক থাকতে পারে তাই সব ব্লগে এটা এনশিওর করা সমস্যাজনক হবে। আমি ব্যক্তিগতভাবে সেটা চাইবোনা। বরং ডিফেইমেশন হলে একটা ব্যবস্থা গ্রহণ করা যায়, যেটা নিয়ে নীতিমালাতে কথা বলা হয়েছে।
'মর্ম' নিয়ে চিন্তার কিছু নেই। এ নাম বা নিক দুনিয়াতে এখনো অল্প, ওয়েব দুনিয়াতে স্বাভাবিক ভাবেই আরো অল্প।
ট্রেডমার্কের ব্যাপারটা আসলে ঠিক। নাম ট্রেডমার্ক হয় না, হতে পারে না।
'ওপেন আইডি' তো সচলে এসেই গেছে এর মধ্য। আমি বলতে চাইছিলাম, 'কমন ডেটাবেইজ'-এর যে ধারণাটা নিয়ে আলাপ হয়েছিল সচল জাহিদের পোস্টে, সেটা করার একটা চেষ্টা কি এখন করার সময় বা সুযোগ তৈরি হয়েছে কি না?
এগুলো বাংলা ব্লগে কোন না কোন এক সময় হবে বলেই আমার বিশ্বাস, শুরুটা কে করে বা কখন হয় সেটাই দেখার আর কি!
যেটা হওয়া উচিত সেটার শুরু সচলায়তন থেকে হবে এ আশাটুক আছে বলেই বলা।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
কারার ওই লৌহ কপাট
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
সচলায়তনের সকলকে শুভ নববর্ষ । বাংলাদেশের প্রতিটি ঘর আজ ভরে উঠুক আনন্দে । পৃথিবীর নানা প্রান্তে বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন, সবাই আনন্দে থাকুন ।
বাংলা কমিউনিটি ব্লগের একাত্মতায় সংহতি ।
অপ্রাসঙ্গিক একটি বিষয় । সচলায়তনের মডারেটরদের প্রতি একটি অনুরোধ । কোনভাবে কি নোটিফিকেশনের ব্যবস্থা করা যায়? পুরানো লেখা পড়ে কেউ যদি মন্তব্য করে এখন সেটা বুঝার উপায় নেই । তাই, লগ ইন করলে ফেসবুকের মত নোটিফিকেশন থাকলে ভাল লাগবে । কেউ সময় করে শুধু পড়েছেন তাই না, মন্তব্য করেছেন । তাই নোটিফিকেশনের ব্যবস্থা থাকলে লেখক ও পাঠকের মিথস্ক্রিয়াটি আরো সক্রিয় হবে বলেই মনে করি ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
প্রোফাইল > সম্পাদনা > অটোসাবস্ক্রাইব. চেক করে দেন নোটিফিকেশন আসতে থাকবে.
খালি উদাস আর অণু এই দুই পাপিষ্ঠের পোস্টে কমেন্ট কইরেন নিজ দায়িত্বে. নোটিফিকেশনের ঠেলায় অস্থির লাগব দুনিয়া...
..................................................................
#Banshibir.
সত্যপীর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
জয় বাংলা
স্যাম, আপনাকে অভিনন্দন আর দিতে চাই না। কিন্তু “জাগো নারী জাগো, বহ্নিশিখা"র ব্যানারটার জন্য অভিনন্দন না দিলে যে চলছে না!
ভালো থাকুন, নূরুলদীন, ভালো থাকুন ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
দারুণ !
facebook
নতুন মন্তব্য করুন