ঢাকা সময় মে আট তারিখ সকাল থেকে সচলায়তন বন্ধ ছিল। রেইড করা দুটি হার্ডড্রাইভ ক্র্যাশ করে সার্ভারটি বিকল হয়ে পড়ে। নতুন ডিস্ক প্রতিস্থাপিত করে, শুরু থেকে সবকিছু সেটআপ করে, সচলায়তন এখন অনলাইনে।
লেখা প্রকাশের আগে এক কপি সেইভ করে রাখতে ভুলবেন না। সার্ভারটি এখনো তার সর্বোত্তম অবস্থায় চলতে শুরু করেনি। যতক্ষণ না আমরা এটিকে আরো সুচারুভাবে দাঁড় করাচ্ছি, ততক্ষণ অনুগ্রহ করে ধীর গতি এবং ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দীর্ঘ এই বিকল অবস্থার জন্য আমরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।
We are back online. Please save a copy of the writing before posting. The server is not operating in it's optimum configuration. So please be patient as we improve and fine tune it. Sorry for the long disruption this problem caused.
মন্তব্য
টেস্ট।
এক অন্তরঙ্গ সাক্ষাতকারে সচলের কঠিন চাকতি কেন হঠাৎ খান খান করিয়া ভাঙ্গিয়া পড়িল এমন প্রশ্নের জবাবে সচল বলেন. -"কিছু কথা থাক না গুপন!! "
সুবোধ অবোধ
ওয়েলকাম ব্যাক
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
প্রাণটা যেন ফিরে এলো, আবার যেন খোলা হাওয়ায় শ্বাস নিতে পারছি।
সচলায়তন যে জীবনের কতটা গভীরে চলে গেছে, সেটা এই একে না পেয়ে বুঝতে পারলাম।
ফিরে এসে বাঁচালে সচল।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
একদম মনের কথা
আমিও তো তাই বলতে চাই সচলকে।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
আহ। আবার ফিরে আসলো সচল
লিখি বা না লিখি; দেখতে তো পাবো
আমার কথা আপনিই বলে দিলেন।
ধন্যবাদ
যাক, ফিরে এলো তাহলে ।
বার বার আসি আর সচল আর সচল হয় না ।
যাই হোক... সুস্বাগতম...
______________________________________
পথই আমার পথের আড়াল
রেইড করা দুইটা ডিস্ক একসাথে ফেইল করার সম্ভাবনা কিন্তু খুবই কম যদিনা এক্সটারনাল কোন কারণ থাকে। যাহোক, সচল ফিরে এসেছে দেখে ভালো লাগছে।
অনেকদিন পরে লেখার ইচ্ছে করছিল আর তখনই সচল বিগড়ে গিয়েছিল। এর সাথে কোন সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে
খুব খুশী লাগছে । আমি একেবারে ভয় পেয়ে গেছিলাম । তুলি আপু খুব ঠিক বলেছে । বদ্ধ ঘর থেকে খোলা হাওয়ায় শ্বাস নেবার অনুভূতি হচ্ছে ওয়েলকাম ব্যাক ।
সচল ছাড়া কি ভয়াবহ খারাপ দিন যে কেটেছে!!! কি হয়েছে বুঝতে না পেরে তো ইমেইল করে জিজ্ঞেস করেই বসেছিলাম। আমি আরও ভাবছিলাম বাংলাদেশ থেকেই বুঝি গেছে!
যাক শান্তি পাওয়া গেল।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
খুব ভাল লাগছে!
আব্দুল্লাহ এ.এম.
আমার লেখার কোন মন্তব্যের উত্তর দিতে পারছি না। ক্যাপচা সঠিকভাবে লিখলেও একসেপ্ট হচ্ছে না। একটু দেখবেন।
নতুন মন্তব্য করুন