sachalayatan.com ইউআরএল ২৪ ঘন্টার জন্য অনুপস্থিত থাকবে; পড়া, লেখা এবং মন্তব্য করা যাবে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ১৯/০৭/২০১৩ - ১১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডোমেইন ট্রান্সফার সম্পন্ন হয়েছে। লেখা ঠিক মতো না দেখালে Ctl+F5 প্রেস করে দেখুন। সমস্যা বিদ্যামান থাকলে আধাঘন্টা পর চেষ্টা করুন।

যদি কমান্ড লাইন ব্যবহারে অভ্যস্ত হোন তাহলে, কমান্ড প্রম্পটে tracert cdn.sachalayatan.com এবং একে একে cdn1.sachalayatan.com, cdn2.sachalayatan.com, cdn3.sachalayatan.com, cdn4.sachalayatan.com ব্যবহার করে দেখতে পারেন।

********************
সচলায়তনের ইউআরএল sachalayatan.com ট্রান্সফার করা হবে একটি ভিন্ন ডোমেইন নাম সংস্থার কাছে। ঢাকা সময় ২৪শে আগস্ট সকাল থেকে ২৫শে আগস্ট রাতের মধ‌্যে যে কোনো এক সময় এই প্রক্রিয়াটি শুরু করা হবে। একবার শুরু হলে প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগতে পারে।

এই সময়টিতে sachalayatan.com ছাড়া সচলায়তনের অন্যান্য ইউআরএলগুলো ঠিকমতো কাজ করবে। যদি sachalayatan.com কাজ না করে তাহলে sachalayatan.net, sachalayatan.org, সচলায়তন.com অথবা সচলায়তন.net এই ইউআরএলগুলোর একটা ব্যবহার করতে পারেন।

লক্ষ্যণীয় যে, সচলায়তন এই সময়টুকুতে অ্যাভেইলএবল থাকবে। এসময়টাতে স্বাভাবিকভাবে পড়া, লেখা এবং মন্তব্য করা যাবে। কেবল ইউআরএলটি sachalayatan.com এর পরিবর্তে sachalayatan.net বা sachalayatan.org ব্যবহার করতে হবে।

সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সাপ্তাহিক একতার বিশেষ পাতার জন্য সচলের বর্তমান ব্যানারটা ব্যাবহার করতে চাই। ব্যানারটি কে করেছেন? মূলত পাতাটি সাজানো হয়েছে গোলাম আজমের রায়ের পর অনলাইনের প্রতিক্রিয়া নিয়ে। এই ব্যানারটি ব্যাবহারের বিনীত দাবি জানাচ্ছি।

স্বয়ম

হাসিব এর ছবি

কন্ট্যাক এ্যাট সচলায়তন ডট কমে মেইল দেন একটা।

নিলয় নন্দী এর ছবি

প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিকের মাঝামাঝি একটা প্রশ্ন করতে চাইছি। কিন্তু কোথায় করতে হবে জানা না থাকায় এখানে চলে এলাম। আমি লগইন করে প্রবেশ করতে পারছি, কিন্তু প্রস্থানের পথ কোথায়? অনেক আগে কিন্তু এই সমস্যা ছিল না। ওপরের 'বার'গুলোর শেষে প্রস্থান লেখা একটা বাটন ছিল।

সত্যপীর এর ছবি

নীড়পাতা > প্রস্থান.

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আহহা, হিমু ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটা জটিল পোস্ট রেডি করছিলাম, কিন্তু এখন কী হপে মন খারাপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তন অ্যাভেইলেবল থাকবে। লেখা ও মন্তব্য করা যাবে। কিন্তু ইউআরএল ভিন্ন হতে পারে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হায় হায়... আমিও তো ঐ উপলক্ষে একপিস ঝাকানাকা রেডি করতেছিলাম... দিলেন তো মিয়া ভাতটা মাইরা মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তাসনীম এর ছবি

এই সময়ের জন্য sachalayatan.com কি sachalayatan.net এ রিডিরেক্ট করা যাবে? তাহলে ইউজারদের কাছে আউটেজটা ধরা পড়বে না।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

না যাবে না, আনফরচুনেটলি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পিং

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।