সচলায়তন ডোমেইন অপদখলের প্রচেষ্টা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ২৭/০৮/২০১৩ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতি সম্প্রতি সচলায়তনের নাম নিয়ে বিভিন্ন দেশের ডোমেইন সচলায়তন ইউআরএলটি রেজিষ্ট্রেশনের একটি প্রচেষ্টা আমাদের গোচরীভূত হয়েছে। উদাহরণ স্বরূপ, একটি প্রতিষ্ঠান sachalayatan.cn নামে চীনে ডোমেইন নাম ক্রয় করতে চাইছে। পৃথিবীর সব দেশে ডোমেইন নাম কিনে এই দুশ্চেষ্টা প্রতিরোধ করা নন-প্রফিট এবং ব্যক্তিগত অর্থায়নে চালিত প্রতিষ্ঠান সচলায়তনের পক্ষে সম্ভব নয়। উপরন্তু সব ক্ষেত্রে এটি সম্ভবও নয়।

সচলায়তন এ পর্যন্ত পাঁচটি ডোমেইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ডোমেইনগুলো হচ্ছে: sachalayatan.com, sachalayatan.net, sachalayatan.org, সচলায়তন.com, সচলায়তন.net। এর মধ্যে sachalayatan.com হচ্ছে মুখ্য ডোমেইন এবং বাকি চারটি এই ঠিকানায় ফরোয়ার্ড করে।

এই মুর্হুতে সচলায়তনের আর কোথাও কোনো ডোমেইন নাম নেই। সচলায়তনের নামে পরিচালিত অন্যান্য সকল ডোমেইন অননুমোদিত এবং পরিত্যাজ্য। এরকম কোনো প্রচেষ্টা চোখে পড়লে আমাদেরকে contact এট sachalayatan.com এ ইমেইল করতে অনুরোধ জানানো হচ্ছে।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

মেঘলা মানুষ এর ছবি

এরকম করাটা খুবই ঘৃণ্য একটা কাজ। এটা হল স্রেফ দু'নম্বরী। অন্য কারো হিম্মত থাকলে, সরাসরি আসুক, নিজেদের নামে ব্লগ খুলুক; আরেকটা ব্লগের নাম এদিক ওদিক করে প্রতিষ্ঠা পাবার চেষ্টা বা অপপ্রচার চালানোর চেষ্টা খুবই খারাপ।

শুনেছি ক্যামেরুনের ডোমেইন খুব জনপ্রিয়, কারণ একটু বানান ভুল হলেই .com থেকে .cm হয়ে যায়।

www.sachalayatan.cm এটা কিনে রাখা যায় না? [কঠিন কাজ, সন্দেহ নাই]
সেমি-অফটপিকে একটা ঘটনা বলি। একছেলের সাথে তার বন্ধুদের প্রায়ই একটা জিনিস নিয়ে মিল হয় না। সে যেসব ইউটিউবে দেখে, অন্যরা সেটা দেখতে পায় না। আর, অন্যরা তাকে যেটা দেখতে বলে, সে সেটা খুঁজেও পায় না। এরকম করে বছর খানেক পরে আবিষ্কৃত হল যে, সে এতদিন দেখেছে utube.com আর তার বন্ধুরা দেখেছে youtube.com [সেকেন্ডারি সত্য ঘটনা]

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

তীব্র নিন্দা জানাই। আমরা কী করতে পারি এর বিরূদ্ধে? আমরা যারা সচলায়তনের পাঠক, লেখক রয়েছি সবাই মিলে কিছু করতে পারি।

____________________________

অতিথি লেখক এর ছবি

প্রতিষ্ঠানের নামটি কি জানা গেছে? জানা গেলে নামটি কি সবাইকে জানিয়ে দেওয়া যায়- মনটা খুব কৌতুহলী কি না!

-এস এম নিয়াজ মাওলা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রতিষ্ঠানটির নাম: Mepha Holdings Ltd

কিনতে চায় নীচের ডোমেইনগুলো:
sachalayatan.asia
sachalayatan.cn
sachalayatan.co.in
sachalayatan.com.cn
sachalayatan.com.hk
sachalayatan.com.tw
sachalayatan.hk
sachalayatan.in
sachalayatan.net.cn
sachalayatan.org.cn
sachalayatan.tw

প্রথমে সচলায়তন শব্দটি হয়ত চীনের কোনো শব্দের সাথে মিলে যেতে পারে ভেবেছিলাম। ইন্ডিয়ার ডোমেইন কিনছে দেখে ভুরু কুঁচকে তাকালাম।

স্পর্শ এর ছবি

এই কোম্পানি নাকি? http://de.wikipedia.org/wiki/Mepha


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

এটি তো একটি Swiss pharmaceutical company. এরা কি এই কাজ করবে? অন‌্য কিছু ঘাপলা আছে মনে হয়।
- একলহমা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সম্ভাবনা বেশ কয়েকটি:

১) সচলায়তন নামটি চৈনিক কোনো শব্দের সাথে মিলে গেছে।

২) বাংলাদেশের কেউ নাশকতা মূলক কাজ করতে চাইছে।

৩) বাংলাদেশের কেউ আমাদের জোর করিয়ে একগাদা টাকা খরচ করাতে চাচ্ছে।

৪) ডোমেইন নাম বিক্রেতা প্রতিষ্ঠানটি জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে ডোমেইনগুলো গছিয়ে দিতে চাচ্ছে।

অতিথি লেখক এর ছবি

মুর্শেদ-ভাই,
যে সম্ভাবনাগুলি আপনি বলেছেন তার যে কোনটি এমন কি সব কটিও সম্ভব হতে পারে।
চাইনিজ - ইংরাজী অভিধান ঘাঁটলে ১ নংসম্ভাবনাটি মেলান যেতে পারে। আমি http://dictionary.reverso.net/chinese-english/sachalayatan
দিয়ে একটা চেষ্টা দিলাম। আমার অবস্থা দাঁড়াল রেডিওগ্রাম হাতে অ-রেডিওলজিস্ট-এর মত।
ভিন্ন পর্যায়ে ৩ এবং ৪ নং ধরণের অভিজ্ঞতার ভুক্তভোগী হয়েছি বিভিন্ন সময়ে। গুরুত্ব না দিলেও চলে মনে হয়।
২ নং টা অন্য কথা - বিপদের হতে পারে। আরো খোঁজ-খবর সংগত মনে হয়।
- একলহমা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১। সম্ভবত না।
২। এই সম্ভাবনাটি ব্যাপক।
৩। এই সম্ভাবনাটি কম।
৪। এই সম্ভাবনাটি ব্যাপক।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কাকতালীয় ভাবে ১ ঠিক হতেই পারে... কিন্তু সব দেশের তালিকা দেখা মনে হচ্ছে না

৩, ৪ ঠিক না হোক এটুকুই আশা

২ কখনই না হোক, কিন্তু ভয় পাই এইটার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রাত-প্রহরী এর ছবি

অফ যা রেগে টং ধইরা ঠুয়া দিয়া দিমু...

***********************
যারা এই ডোমেইন সম্পর্কিত বিষয়গুলো বোঝেন তারা সবাই অবশ্যই সতর্ক থাকুন।
সচলায়তন এর জন্য শুভ কামনা।

-------------------------------
কামরুজ্জামান পলাশ

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

বছরখানেক আগে একদিন একটা ইমেইল এলো, তার ভাষ্য হলো তোমাদের ডোমেইনটির .cn এখন আমাদের কব্জায়। যদি সেটা অবমুক্ত করতে চাও তাহলে দশ হাজার ডলার লাগবে। প্রথমে খানিকটা ঘাবরে গেলাম, তারপর ধাতস্থ হয়ে লিখলাম দশ হাজার ডলার একটু বেশী হয়ে যাচ্ছে, একটু কমাও। স্পেশাল কনসিডারেশনে আড়াই হাজার ডলার কমিয়ে সাড়ে সাত হাজার হাঁকলো। আবার বললাম একটু বেশী হয়ে যাচ্ছে..............। এইভাবে বেশ কয়েকবার স্পেশাল কনসিডারেশনের পর শেষ পর্যন্ত এক হাজারে এসে ঠেকলো। তখন বললাম ঠিক আছে, ডলার কিভাবে দেবো তোমার হাতে? ক্রেডিট কার্ড? আমাদের নাই, তা ছাড়া আমাদের দেশ থেকে বিদেশে ফরেন কারেন্সী পাঠানো মানি লন্ডারিং আইনে নিষিদ্ধ, তুমি এক কাজ কর, একজন কাউকে পাঠাও, এসে নিয়ে যাক। মেইল চালাচালির অতঃপর সেখানেই ইতি। মন খারাপ

আব্দুল্লাহ এ এম

সাইদ এর ছবি

আমার চৈনিক সহকর্মীকে জিজ্ঞাসা করলাম সচলায়তন নামে কোন শব্দ আছে কি না। সে বলল ওর জানামতে এমন কোন শব্দ নাই।

হাসান এর ছবি

নাশকতার আশংকা থাকলে ডট কম ডট বিডি টা কিনে রাখা যায়, সচলায়তনের পাঠককরা নিশ্চয়ই আপত্তি করবেন না দশে মিলে এই কাজ করতে?

ফয়সাল ইজা এর ছবি

রেগে টং ধইরা ঠুয়া দিয়া দিমু... গুল্লি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।