একুশে বইমেলায় ২০১৫ সালে প্রকাশিত সচল ও অতিথি সচলদের বইয়ের তালিকা এই পোস্টটিতে যোগ করা হলো।
প্রাপ্তিস্থান: নান্দনিক, স্টল নং ১৯১-১৯২।
২.
পথ চলাতেই আনন্দ by Tareq Onu
প্রাপ্তিস্থান: ছায়াবীথি, স্টল নং ১৫৩-১৫৪।
৩.
চার্বাকের খোঁজে by Ranadipam Basu (রণদীপম বসু)
প্রাপ্তিস্থান: শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬।
প্রাপ্তিস্থান: বিপিএল, স্টল নং ৫২৫-৫২৬
৫.
হাবুলের জলদস্যু জাহাজ by মাহবুব আজাদ
প্রাপ্তিস্থান: অনার্য, স্টল নং ২৯৭-২৯৮
৬.
অভাজনের মহাভারত by মাহবুব লীলেন
প্রাপ্তিস্থান: শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬।
৭.
গবেষণায় হাতে খড়ি by রাগিব হাসান
প্রাপ্তিস্থান: আদর্শ, স্টল নং ৪১১-৪১২
৮.
মন প্রকৌশল: স্বপ্ন, অনুপ্রেরণা, আর জীবন গড়ার ফরমুলা by রাগিব হাসান
প্রাপ্তিস্থান: আদর্শ, স্টল নং ৪১১-৪১২
৯.
সাক্ষী ছিলো শিরস্ত্রাণ by Shuhan Rizwan
প্রাপ্তিস্থান: শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬।
১০.
বাংলার তরু লতা গুল্ম by আব্দুল গাফফার রনি
প্রাপ্তিস্থান: বিশ্ব সাহিত্য ভবন, স্টল নং : ১৩৬-১৩৮
১১।
শুঁয়োপোকা থেকে প্রজাপতি by Abdul Gaffar Rony
প্রাপ্তিস্থান: গোধূলি, স্টল নং : ২৭৭
মন্তব্য
ধন্যবাদ, সচলায়তন সম্পৃক্ত সকলের প্রতি।
সকল সচলেখককে জানাই শুভেচ্ছা
সাথে মূল্য সংযোজন করা যায় কি? আন্দাজ থাকলে প্রস্তুতি নিতে সুবিধা হত।
বিদ্রঃ শুদ্ধস্বরের স্টল নং - ১৭৪, ১৭৫, ১৭৬
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ব্লগবাড়ি । ফেসবুক
কাজের পোস্ট। এখন আর ফেবুতে বিভিন্নজনকে নকাইতে হবে না।
ব্লগবাড়ি । ফেসবুক
facebook
এগুলোর মধ্যে তিনটা বইয়ের বুকিং দিয়ে রেখেছি।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
যাক! কষ্ট করে নিজেকে আর লিস্টি করতে হবে না।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
যাইতে না পারলেও বইগুলা আনাই লমু। আর কেউ যদি গি-ফট দেয় তাইলে তো কথাই নাই।
"সাক্ষী ছিলো শিরস্ত্রাণ" রিভিউ পড়েই অপেক্ষা করছি কখন বইটা হাতে পাবো? তর আর সইছে না।
----------
রাধাকান্ত
আগের বইমেলার বইগুলো নিয়ে এরকম কোনো পোস্ট আছে?
- সো।
ধন্যবাদ। তারেক ভাই আর উদাস দা'র বই দুইটা কিনে ফেলেছি। বাকিগুলো বুকিং দিয়ে রাখলাম।
ফাহমিদুল হান্নান রূপক
দেবদ্যুতি
ভালো করেছেন। প্রিয় সচলদের বইয়ের খোজঁখবর পাওয়া যাবে এখান থেকে। ধন্যবাদ।
গোঁসাইবাবু
মহাভারতের প্রচ্ছদখানা কেউ একটু জায়গামতো যোগ করে দেন।
http://imgur.com/fRN9RIx
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সকল সচলেখকদের অভিনন্দন ও শুভেচ্ছা
মহাবিশ্বের পরিব্রাজক
আব্দুল গাফফার রনি'র বই বাদ পড়েছে মনে হচ্ছে
এবার এখন বইমেলা যাওয়া হয়নি। ভাবছিলাম কার কার বই বের হলো, সচলায়তনের লেখকদের মাঝে। সুহানের বইটার কথা জানতাম শুধু আগে থেকে। এখন পুরা তালিকা পেয়ে যাওয়ায় সুবিধাই হলো। দরকারি পোস্ট।
'চার্বাকের খোঁজে'র বইটার পৃষ্ঠা সংখ্যা ৮৩২ ।
অতএব বুঝতেই পারছেন, বইয়ের গায়ের মূল্য ১৪০০/- টাকা খুব বেশি নয় সে তুলনায়। যদিও মেলার মূল্যছাড় দিয়ে ১০৫০/- বা ১০০০/- টাকা পড়বে।
তবে বইটার ভেতরে প্রচুর জিনিস জমা আছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আজ ময়ূখ রিশাদের বই কিনলাম, আব্দুল গাফফার রনি একটি বই ইতিমধ্যে এসেছে, আর ১৩ তারিখে বাংলার তরুলতা আসবে। লেখকদের অনুরোধ করছি এগুলো অ্যাড করে দিতে। আর রিটন ভাইয়ের একাধিক বই এসে গেছে এর মাঝেই।
facebook
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
কাজের পোস্ট হইছে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হাবুলের জলদস্যু জাহাজ এর প্রচ্ছদটা খুব সুন্দর হইছে। কোন কোন বই থাকে না নাম আর প্রচ্ছদ দেখলেই পড়তে মনে চায়। এটা সেরকম।
প্রাপ্তিস্থান : শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬]
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
www.goodreads.com এ এই বইটার ভুক্তি যোগ করে দিন মানিক ভাই।
এর মধ্যে গল্পের বই কোনগুলো ,জানালে উপকার হত ৷
একটা বই পড়ুয়া ইমো দরকার।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
এর ভেতর কিছু বই কেনা হবে এনশাল্লাহ!
যাদের বই বের হলো তাদের সবার জন্য শুভকামনা।
বেশি বেশি বই কিনুন, পকেট, ওয়ালেট খালি করুন
সবাইকে অভিনন্দন।
এখান থেকে কয়েকটি বই তো সংগ্রহ করতেই হবে। আফসোস, এমন দিনে ঘরে বসে আছি। বইমেলায় যাওয়া হচ্ছে না এবার।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
সকল লেখককে অভিনন্দন এবং শুভেচ্ছা!
পোষ্টদাতাকে ধন্যবাদ!
এই লিস্টের ৪ টা বইয়ের কথা জানা ছিল।পোস্টে এসে বাকিগুলাও জানা হল।
বাইরে আছি বলে একজনকে দায়িত্ব দিয়েছিলাম জানা ৪ বই নিয়ে আসার জন্য।
তিনি বললেন"দেখ বাপু এপর্যন্ত ১২ বই কিনেছি প্রায় এক ব্যাগ ভরে গেছে তোমার বই দিয়ে আর সম্ভব না,আর জায়গা নাই, আমারওতো কিছু নিয়ে আসতে হবে" ।
আমিও বুকে পাথর চাপা দিলাম,পরবর্তীতে সংগ্রহ করা যাবে বলে
দরকারি পোস্ট
https://www.goodreads.com/book/show/24919176
প্রকাশক : বিশ্ব সাহিত্য ভবন, স্টল নং : ১৩৬-১৩৮
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
অভিনন্দন গো লেখকেরা ।
==================================
দস্যু ঘচাং ফু
সবার জন্য শুভকামনা
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
অনিঃশেষ শুভকামনা।
আমি সচল নই।
অচল কিনা নিশ্চিত নই তাও!
প্রকাশিত বই সংক্রান্ত তথ্য উপস্থাপন করা যাবে কি?
দীপংকর চন্দ
এই লেখকদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
প্রাপ্তিস্থান : প্রজ্জলন (স্টল ৩৭৬)
একাকী মানব
অসংলগ্ন কিছু কথা গল্প যদি হয়
অবাস্তব কথা জল বৃক্ষ ফল
সকলের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।
বিনীত।
দীপংকর চন্দ
শুভকামনা সবার জন্য। মেলা থেকে যদি সঙগ্রহ করাসম্ভব না হয় তাহলে ব্যবস্থা কী? বিশেষত পাখির চোখ করে থাকা চার্বাক মনে হচ্ছে সহজে খুঁজে পাব না। আরেকটু বড় হয়ে কিনতে হবে। হা হা হা। সবগুলো বইয়ের মূল্য সংযোজিত হলে ভালো হতো।
স্বয়ম।
শুভকামনা সবার জন্য।
কেউ কি একটু জানাবেন লীলেন-দার বইখানা কোন প্রকাশনীর?
শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আব্দুল গাফ্ফার রনির মহাকর্ষ তরঙ্গ-কণার সন্ধনে (গোধুলি) বাদ পড়েছে
- আমিতাভ
https://www.goodreads.com/book/show/24989238
প্রাপ্তিস্থান: বিশ্ব সাহিত্য ভবন, স্টল নং : ১৩৬-১৩৮
https://www.goodreads.com/book/show/24989250
প্রাপ্তিস্থান: গোধূলি, স্টল নং : ২৭৭
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
আমার একটি গল্পের বই বেরিয়েছে নালন্দা প্রকাশনী থেকে। নাম--বৃষ্টি চিহ্নিত জল।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
সকলের জন্য শুভকামনা।
নতুন মন্তব্য করুন