ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।
ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।
সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৮
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৯
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ১০
মন্তব্য
ব্যানারে শহীদ জননীর স্কেচ/পেইন্টিং ঃ কামাল পাশা চৌধুরি
সেজো ভাই জিন্দাবাদ!
..................................................................
#Banshibir.
সচলায়তনের চোখ এড়িয়ে যায়নি সেজো ভাই
অতি চমৎকার ব্যানারটা দেবার জন্য সেজো ভাই(এইটা কে বাবা?) কে অভিনন্দন!
বানিয়েছেন ব্যানার্জি স্যাম। উনাকে সেজো ভাই বলি নাই, সেজো ভাই এইখানে।
..................................................................
#Banshibir.
সচলের বাড্ডে সামনে, মন ভাল করে দেওয়া ব্যানার চাই।
অগ্রিম আবদার রেখে গেলাম।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ও ক্যাপ্টেন। মাই ক্যাপ্টেন।
..................................................................
#Banshibir.
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
'শৈশব কে দাও মুক্ত আকাশ, রঙ্গীণ প্রজাপতি' দারুণ একটা ব্যানার!
মুহূর্তেই মন ভালো করে দেয়া অপূর্ব সুন্দর ব্যানার। একেবারে পাঁজকোলা করে তুলে নিয়ে ঝপাৎ করে যেন আনন্দময় কৈশোরের টইটুম্বুর পুকুরের মধ্যিখানে ফেলে দিয়ে বলল, 'মন ভরে সাঁতার দে'! স্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ব্যানারের নামগুলো এতক্ষণ খেয়াল করলাম। দারুণ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
আরে, তাইতো!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সবাইকে ধন্যবাদ।
অনবদ্য!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ। আইডিয়া দিয়েন
নতুন মন্তব্য করুন