আপডেট ২: বিশেষ বিবেচনায় শিশু অধিকার সপ্তাহটি আপাতত স্থগিত করা হলো। পরিবর্তী তারিখ শিঘ্রী ঘোষণা করা হবে। তবে অনুগ্রহ করে আপনারা শিশু অধিকার বিষয়ে লেখা চালু রাখুন।
------------------------------------------------
সাম্প্রতিক ব্লগার হত্যার ঘটনায় শিশু অধিকারের বিষয়টি মূল আলোচনা থেকে সরে যাওয়ায়, লেখার সময় আরো এক সপ্তাহ বাড়িয়ে দেয়া হলো। নতুন ডেডলাইন আগস্ট ২০, ২০১৫।
------------------------------------------------
প্রিয় পাঠক,
অতি সম্প্রতি সিলেটের শিশু রাজন এবং খুলনার কিশোর রাকিব হত্যাকান্ড সর্ম্পকে আপনারা অবহিত আছেন। এই দুটি হত্যাকান্ড নিয়ে প্রচুর আলোচনা হলেও বাংলাদেশের বাস্তবতায় শিশু অবহেলা একটি নিত্যদৃষ্ট বিষয়। সচলায়তনে নারী সপ্তাহের আলোচনায় নারী ছাড়াও শিশু নিযার্তনের প্রসঙ্গও উঠে আসে। তাই এ বিষয়ে আমাদের একটি উদ্যোগ নেবার ইচ্ছা তখন থেকেই।
childhelp.org এর সুত্র মতে বিশ্বব্যাপী প্রতি তিনজনে একজন শিশু শারীরিকভাবে লাঞ্ছিত হয়, প্রতি পাঁচজনে একজন যৌন লাঞ্ছনার শিকার হয় এবং দশ জনে একজন মানসিক লাঞ্ছনার শিকার হয়। শিশুদের যৌন হয়রানির এই পরিসংখ্যান নারীদের যৌন হয়রানির কাছাকাছি মাত্রার। অথচ শিশুরা ব্লগ লিখতে পারেনা, রিপোর্ট লিখতে পারে না এবং তাদের চিৎকার আমাদের কান পর্যন্ত পৌঁছায় না বলে এ বিষয়ে তুলনামূলকভাবে আলোচনা অনেক কম।
শিশু অধিকার বিষয়ে জন সচেতনতা এবং আলোচনার উদ্দেশ্যে আজ থেকে এক সপ্তাহব্যাপী শিশু অধিকার সপ্তাহ ঘোষণা করা হলো। এই সাত দিন সচলায়তনে শিশু হয়রানি, শিশুদের সমস্যা, শিশুদের ভবিষ্যত, নিগৃহীত এবং ভিন্নভাবে সক্ষম শিশুদের গল্প, এবং শিশু অধিকার সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করার আহ্বান জানানো হচ্ছে। সেই সাথে সচলায়তন ব্যানারটিকে শিশু উপযোগী ভাবে সাজিয়ে তুলবে এবং 'শিশু' ও 'শিশু অধিকার' নামে দুটো ট্যাগ প্রচলন করবে।
ঢাকা সময় আগস্টের ৬ তারিখ থেকে আগস্টের ১৩ তারিখের মধ্যে 'শিশু অধিকার' বিষয়ে আপনার লেখা সচলায়তনে প্রকাশ করুন। লেখা প্রকাশের সময় 'শিশু' এবং 'শিশু অধিকার' এই দুটো ট্যাগ জুড়ে দিতে ভুলবেন না যেন। এ বিষয়ে একাধিক লেখা প্রকাশ করতে চাইলে প্রথম পাতা থেকে আপনার প্রথম লেখা সরে যাবার পর দ্বিতীয় লেখা প্রকাশ করুন। অতিথি লেখক হিসেবে লেখা প্রকাশ করতে চাইলে সদস্য নাম: guest_writer এবং পাসওয়ার্ড guest ব্যবহার করতে পারেন।
আসুন শিশুদের নিয়ে আমাদের জন সচেতনতার পদক্ষেপ আজকেই শুরু হোক। শিশুদের নিরাপদ এবং সুস্থ রাখতে পারা একটি সুস্থ জাতি গঠনের অন্যতম নিয়ামক।
মন্তব্য
ধন্যবাদ প্রিয় সচলকে ফের একটি অসাধারণ উদ্যোগের জন্য!
এর আগে নারী সপ্তাহ বড়সড় ধাক্কা দিতে পেরেছিল। শিশু সপ্তাহও আমাদের সবাইকে নাড়া দিয়ে যাবে, সেই প্রত্যাশা!
।।।।।।।
অনিত্র
ব্লগবাড়ি । ফেসবুক
লেখা আসিতেছে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
বাহ!আজকেই মনে মনে শিশু সাহিত্য আর রূপকথার প্রভাব শিশু মনের উপর এ নিয়ে একটা ব্লগ ফাঁদছিলাম। এক সপ্তাহে নামাতে পারলে হয়।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
বাঃ! খুব ভাল।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
কিছু প্রস্তাবনা রাখি। এই বিষয়গুলো নিয়ে লেখা যেতে পারে।
১/ বাচ্চাদের "শাসন" করার প্রমিত পদ্ধতি কী হওয়া উচিৎ। মারধোরের পরিণতি কী?
২/ বাচ্চাদের ডায়েট কীরকম হওয়া উচিৎ। বিদেশে যারা আছেন তারা তাদের বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে ডাক্তারদের কাছ থেকে প্রচুর জ্ঞান আহরণ করেছেন। কিছু জ্ঞান আমাদের সাথে শেয়ার করুন।
৩/ দেশে একজন প্রাইমারি স্কুলের বাচ্চার সাথে এজুকেশন ভালো এরকম একটা দেশের প্রাইমারি স্কুলে পড়ুয়াদের তুলনামূলক স্টাডিলোড প্লাস ওয়ার্কলোড
৪/ অটিজম - ব্যক্তিগত অভিজ্ঞতা। নরম্যাটিভ আলাপ ইত্যাদি।
৫/ চাকুরিজীবি মায়ের বাচ্চাপালন অভিজ্ঞতা।
৬/ শিশুদের এক্সট্রা কারিকুলার কাজ। খেলাধুলার মাঠ নেই, কী করা? গান শেখার স্কুল কাছে নেই, কী করা? ইত্যাদি।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ভালো আইডিয়া। আমার কিছু আইডিয়া তুলে ধরি।
১) অটিজমের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং থেরাপির প্রকার
২) অটিজমের লক্ষণ এবং কিভাবে নির্ণয় এবং সাহায্য করা যাবে শিশুকে
৩) বাংলাদেশে অটিজমের বিভিন্ন সুবিধাদি কিভাবে পাওয়া যাবে
৪) অনাথ শিশুদের জন্য মানসিক এবং অন্যান্য সহায়তা কোথায় এবং কিভাবে পাওয়া যায়?
৫) সিঙ্গেল ফ্যামিলির শিশুদের বিকাশে কি পদক্ষেপ নেয়া যেতে পারে?
৬) অনাথ শিশুদের বিভিন্ন ধরণের সমস্যা
৭) শিশুর বিকাশে পরিবারের ভূমিকা কি?
দেবদ্যুতি
বাহ্! আজ থেকে এক সপ্তাহের জন্য নেটওয়ার্কের বাইরে যাচ্ছি দেখে আজই একটা লেখা দিলাম। ফিরে এসে সময় পেলে ইচ্ছে থাকলো নতুন শিশু আইনটি নিয়ে লেখার।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
লেখার ইচ্ছা রইল। খুব ভাল উদ্যোগ।
-সুষুপ্ত পাঠক
ঘোষণা দেয়ার দিন থেকেই 'সপ্তাহ' শুরু হলে লেখকরে খুব কম সময় পাবে। আজকে যে লেখক এই আয়োজনের বিষয়ে জানছেন তিনি ভেবে চিন্তে সময় করে লিখতে পারবেন হয়তো কয়েকদিন পর। সেইজন্য সপ্তাহ শুরু কয়েকদিন আগে ঘোষণাটি দিলে হয়তো বেশি সাড়া পাওয়া যেত!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সবাই লিখতে থাকুক। সন্দেশ মামুর দিল নরম আছে। এক সপ্তাহ সময় বাড়িয়ে দিবে ঠিকঠিক
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সন্দেশের দিলের খবর আপনি কেম্নে জানেন?
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
খুব ভাল প্রস্তাব। নারী সপ্তাহের মতো সফল হবে আশা করি।
লিখা ইজ লোডিং
চমৎকার উদ্যোগ।
চমৎকার উদ্যোগ। আর ব্যানারের জন্য স্যাম ভাইকে প্রাণঢালা ধন্যবাদ।
লেখা চলুক। কলম চলুক।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
চমৎকার উদ্যোগ।
খুব ভালো উদ্যোগ!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সাম্প্রতিক ব্লগার হত্যার ঘটনায় শিশু অধিকারের বিষয়টি মূল আলোচনা থেকে সরে যাওয়ায়, লেখার সময় আরো এক সপ্তাহ বাড়িয়ে দেয়া হলো। নতুন ডেডলাইন আগস্ট ২০, ২০১৫।
নতুন মন্তব্য করুন