জরুরী ঘোষনা: সচলায়তন স্থানান্তর সম্পন্ন হয়েছে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ২৮/০২/২০১৬ - ১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপডেট: সার্ভার স্থানান্তর সম্পন্ন হয়েছে

স্বাভাবিক লেখা শুরু করতে পারেন। sachalayatan.com এখনও পুরোনো সার্ভারে নিয়ে গেলে http://sachalayatan.xen.prgmr.com/ ঠিকানাটি ব্যবহার করুন।

===========================
সচলায়তন সার্ভার স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার লেখা বা মন্তব্য এক ঘন্টার মধ্যে প্রকাশ করে ফেলুন। প্রকাশের আগে একটি ফাইলে সেইভ করে ব্যাকআপ রাখুন। বাংলাদেশ সময় রাত ১১টায় এই সার্ভারটি অফলাইনে নেয়া হবে। sachalayatan.com অটোমেটিকালি নতুন সার্ভারে রিডাইরেক্ট করবে।

স্থানান্তরের মধ্যবর্তী সময়ে আপডেটের জন্য সচলায়তনের টুইটার বা ফেইসবুক ফিডে চোখ রাখুন।

===========================

সচলায়তন ওয়েবসাইটটি একটি নতুন সার্ভারে স্থানান্তর করা হবে। এই স্থানান্তরের ফলে নতুন অপারেটিং সিস্টেম সহ আরো কিছু আপগ্রেড যুক্ত হবে।

এই স্থানান্তরের কাজটি মার্চের ৬ তারিখের মধ্যে যে কোনো একদিন সম্পন্ন করা হবে। স্থানান্তরের আগে একটি পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে।


মন্তব্য

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

শুভস্য শিঘ্র্যম!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।