সচলায়তনের অতিথি সচল প্রৌঢ় ভাবনা আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁর লেখা আর মন্তব্য সচলায়তনের পাতায় ব্যথার স্মারক হয়ে রয়ে গেলো। বিদায়, কবির ভাই। সচলায়তন পরিবার আপনাকে হারিয়ে ক্ষীণ হলো।
উনার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা । উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উনার রেখে যাওয়া কাজের মধ্যেই উনি বেচে থাকবেন আমাদের মাঝে আজীবন।
মন্তব্য
****************************************
উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
...........................
Every Picture Tells a Story
বিদায় প্রিয় সহসচল। কেউ আগে কেউ পরে।
..................................................................
#Banshibir.
ওপারে ভাল থাকুন।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বিদায় প্রিয় সহসচল।
"বিদায়, কবির ভাই। সচলায়তন পরিবার আপনাকে হারিয়ে ক্ষীণ হলো।"
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
চমৎকার সব লেখা নিয়ে কবির ভাই আর কখনো আসবেন না, ভাবতেই খুব খারাপ লাগছে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে একরাশ ভালবাসা!
বিদায় কবির ভাই!
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
উনার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা । উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উনার রেখে যাওয়া কাজের মধ্যেই উনি বেচে থাকবেন আমাদের মাঝে আজীবন।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
হতবাক| উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল| আমি উনার লেখা নিয়মিত পড়তাম, কেমন যেন পরিচিত হয়ে গেছিলেন|
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
নতুন মন্তব্য করুন