(সাময়িক ভিত্তিতে চালু করা হল। সার্ভারের লোড বাড়লে বন্ধ করে দেয়া হতে পারে।)
ঝগড়া করুন কাছা মেরে,
আকড়ে থাকুন কির্বোড টারে।
চলুক কথা চলুক,
বউ বাচ্চা নিন্দুকেরা যে যা বলার বলুক।
(অনুগ্রহ করে কারো কথা কেউ কপি করবেন না বা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহারের চেষ্টা করবেন না। চ্যাটরুমে গালাগালি বিহীন কথা বলার সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হল। তবে এটার অ্যাবিউজ প্রতিরোধে কর্তৃপক্ষ জবাবদিহী ছাড়াই যে কোন সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখবেন পুরো চ্যাট আইপি সহ লগ করা থাকে। আপনি চ্যাট শুরু করেছেন মানে হচ্ছে আপনি এই লেখাটুকু দেখে একে মেনে চলার প্রতিশ্রুতি দিয়েই শুরু করেছেন।)