টেস্ট ভিত্তিতে রিক্যাপচা চালু

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ১৩/০৮/২০০৭ - ৫:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইমেজ ক্যাপচায় সমস্যার কারনে টেস্ট ভিত্তিতে রিক্যাপচা ব্যাবহার করা হচ্ছে। এ ব্যাপারে আরো জানতে এই পোস্টটি পড়ুন

টেকনিক্যাল কোন সমস্যা না থাকলে সচলায়তন এখন থেকে রিক্যাপচার গর্বিত কন্ট্রিবিউটর হিসেবে অংশগ্রহন করবে।

অতিথিরা ক্যাপচার কারনে মন্তব্য করতে না পারলে অনুগ্রহ করে এ ইমেইল করুন।


মন্তব্য

অতিথি এর ছবি

টেস্ট করে দেখি তো।

সৌরভ (অফলাইনে) এর ছবি

টেস্ট করি!

সৌরভ (অফলাইন) এর ছবি

মুর্শেদ ভাই, একটা অদ্ভূত ডিলে হয় কমেন্ট পোস্ট করবার পর রেজাল্ট এর পেজ আসতে আর এসময়টুকুতে একটা কালো স্ক্রিন আসে।
অন্যরা এ ব্যাপারে কী মন্তব্য করে দেখা যাক।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক ধরেছেন একবার ফ্লিক করে। কিন্তু এক ধাক্কায় ক্যাপচা সলভ ঠিকই করা যায়। আগেরবারের মতো গুঁতাতে হয় না। আর ডিসপ্লে টা ব্রোকেন - এটা ঠিক করা যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অয়ন এর ছবি

টেস্ট।

কমু না এর ছবি

দেখলাম কান্ডটা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।